Farjana Akter

Farjana Akter আমার জীবন এতটা সংক্ষিপ্ত না যে।তা ২৫৫ শব্দের মধ্যে বলে শেষ করে দিবো।
(3)

07/08/2025

আমার এই জীবনে বহু মানুষই হারাইলাম। কত ব'ন্ধু বা'ন্ধ'ব হারিয়ে গেলো, কত সু'সম্পর্ক আজ দুঃস'ম্পর্কে গড়ালো।কাছের মানুষ দূ*রে সরে গেলো, সবশেষে নিজেকে শা*ন্ত*না দিয়ে এখন শুধু মুখে একটা মুচকি হাসি রেখে সামনে দিকে এগিয়ে যাই।

কারণ আমি জানি আজ অ*থ*বা কাল হয়তো কেউ একজন হারিয়ে যাবে।হারিয়ে যাওয়াই যে নিয়ম, কেউ আয়োজন করে হারায় কেউ বা হুট করে!

তবে হারানোর এই পৃথিবীতে,হারিয়ে যাওয়া কে ভয় না করে,
একা বেঁ*চে থাকা ভালো
দিনশেষে আমিই আমার!🖤

07/08/2025

'জীবনের প্রতিটা ক্ষেত্রে যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো ঠ'কে না' ❤️

07/08/2025

শান্ত থাকা, চুপ থাকা, আর নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করাই সমালোচনার সবচেয়ে সুন্দর জবাব।

সবকিছুর উত্তর দিতে হয় না। সব আওয়াজের জবাব শব্দে দিতে হয় না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে উচ্চ শব্দ।
আর শান্ত জীবনই সবচেয়ে বড় প্রতিশোধ।

তুমি শুধু নিজের মতো করে বাঁচো,
হাসো, ভালো থাকো —
তোমার আনন্দই হবে তাদের অস্থিরতা।

03/08/2025

তওবা🌸
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"🖤
-পড়া হলে আলহামদুলিল্লাহ্!🌸

03/08/2025

মানুষ বোঝা কি এতই সোজা?
সমুদ্রের পাড়ে বসে যেমন তার গভীরতা মাপা অসম্ভব, ঠিক তেমনি বাহির দেখে মানুষ বোঝা অসম্ভব 💔🙂

03/08/2025

মানুষ আপনাকে তখনই ভালোবাসবে, যখন আপনি সুন্দর, ধনী বা হারিয়ে যাবেন..!💔😔

02/08/2025

জীবন হলো এক নিরাবেগ প্রবাহ। নদীর মতো। সে নিজের গতিতে চলে, বাঁক নেয়, স্রোত নামে, শুকিয়ে যায়, আবার বন্যায় তছনছ করে সব।

02/08/2025

ভুলে যাওয়ার চেষ্টা করা ভুল একটা চেষ্টা। ভুলে যেতে চাইলেই মনে করতে হবে। আর মনে করলেই ক্ষত তাজা হতে থাকবে। ভাবুন জীবন টা মোবাইলের প্যাটার্নের মত। ভুল একটা চেষ্টায় জীবন পাড় করে দেওয়াটা মস্ত বড় বো কামি।

02/08/2025

কে, কবে, কোথায়, কখন আপনাকে কষ্ট দিলো তা মনে না রেখে বরং কে, কবে, কোথায় এবং কখন আপনাকে ভালোবেসেছিল-তাই মনে রাখুন।
আপনাকে হাজারজন ঘৃণা করতে পারে,অনেকেই অপছন্দ করতে পারে, কিন্তু এসব যদি আপনি মনে রাখেন তবে এসব ভেবে কেবল কষ্টই পাবেন বৈকি!

আমি জানি না আমার কল্যাণ কোথায়,আমার পাশে থাকা মানুষও জানে না। কিন্তু তুমি জানো, হে আমার রব..তুমি তো হৃদয়ের গভীরতম চাহিদ...
02/08/2025

আমি জানি না আমার কল্যাণ কোথায়,
আমার পাশে থাকা মানুষও জানে না। কিন্তু তুমি জানো, হে আমার রব..তুমি তো হৃদয়ের গভীরতম চাহিদাও বোঝো।

তুমি যিনি রিজিক দান করো,
তুমি জানো, কোন পথে আমার শান্তি।
তুমি জানো, কোথায় লুকিয়ে আছে আমার নিরাপত্তা, আর কোথায় লুকিয়ে আছে ধ্বংস।

হে আমার পালনকর্তা,
আমাকে সেই দিকেই নিয়ে চলো,যেখানে আমার কল্যাণ।আর ফিরিয়ে দাও আমাকে সেইসব পথ থেকে, যেগুলোতে অকল্যাণ লুকিয়ে আছে।

আমার জন্য তুমিই যথেষ্ট।
حسبنا الله و نعم الوكيل
(হাসবুনাল্লাহু ওয়া নিঅ’মাল ওয়াকিল)

02/08/2025

🌅 নেয়ামতে পরিপূর্ণ সকাল
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
জীবন ক্ষণস্থায়ী, পথ অচেনা,
আজ ফজরে উঠলেও কাল নাও জাগতে পারি।
তাই প্রতিটি নিঃশ্বাসে করি শুকরিয়া,
প্রভুর নেয়ামত, অগণন, অপরিমেয়, অপূর্ব।
وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا
"তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, শেষ করতে পারবে না।" (সূরা ইবরাহীম: ৩৪)

সকালের আলোয় খোলে যে জীবন-পথ,
মহান আল্লাহর জিকিরে কাটে ক্লান্তি যত।
ফজরের সজীব বাতাসে আসে রহমতের ছোঁয়া,
যেন জান্নাতের বারতা মাটির পৃথিবীতে ফোয়া।

ফজরের সালাত শেষে শান্ত প্রহর, নয়ন জুড়ানো দৃশ্য,
এটাই তো আসল সাকিনাহ্‌, অন্তরের নিঃশব্দে দৃষ্টিশ।
রাসূল ﷺ বলতেন: “بارك الله لأمتي في بكورها”
(সুবহে সকালেই বরকত – এটাই তাঁর দো‘আ)।
যে ঘুম থেকে জেগে আল্লাহকে মনে রাখে,
সে-ই তো আজ আসল সফলতা আঁকে।

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا (সূরা নাবা)
“দিনকে করেছি জীবিকার উপায়”
এ কথায় বিশ্বাস রেখে কর্মে লাগাও আয়।
প্রত্যেক সকাল এক নতুন আমানাহ,
যে তা ইবাদতে কাটায়, সে-ই আসল সালেহ।
বুকভরা শুকরিয়া, চোখভরা আশা,
এই সকালেই জাগুক জান্নাতের ভাষা।

"প্রতিটি সকাল এক নতুন সুযোগ, ইবাদত, চিন্তা ও কর্মে নিজেকে গড়ার।
আল্লাহর জিকিরের আলোয় জীবন হোক রূহানিয়াতে পরিপূর্ণ।

“আজকের সকাল যদি হয় গাফেল, তবে কালের সন্ধ্যা হতে পারে আফসোসের কালো প্রহর।”
#নেয়ামতে_সকাল #সুবহানাল্লাহ ্তী_শান্তি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category