02/08/2025
🌅 নেয়ামতে পরিপূর্ণ সকাল
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
জীবন ক্ষণস্থায়ী, পথ অচেনা,
আজ ফজরে উঠলেও কাল নাও জাগতে পারি।
তাই প্রতিটি নিঃশ্বাসে করি শুকরিয়া,
প্রভুর নেয়ামত, অগণন, অপরিমেয়, অপূর্ব।
وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا
"তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো, শেষ করতে পারবে না।" (সূরা ইবরাহীম: ৩৪)
সকালের আলোয় খোলে যে জীবন-পথ,
মহান আল্লাহর জিকিরে কাটে ক্লান্তি যত।
ফজরের সজীব বাতাসে আসে রহমতের ছোঁয়া,
যেন জান্নাতের বারতা মাটির পৃথিবীতে ফোয়া।
ফজরের সালাত শেষে শান্ত প্রহর, নয়ন জুড়ানো দৃশ্য,
এটাই তো আসল সাকিনাহ্, অন্তরের নিঃশব্দে দৃষ্টিশ।
রাসূল ﷺ বলতেন: “بارك الله لأمتي في بكورها”
(সুবহে সকালেই বরকত – এটাই তাঁর দো‘আ)।
যে ঘুম থেকে জেগে আল্লাহকে মনে রাখে,
সে-ই তো আজ আসল সফলতা আঁকে।
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا (সূরা নাবা)
“দিনকে করেছি জীবিকার উপায়”
এ কথায় বিশ্বাস রেখে কর্মে লাগাও আয়।
প্রত্যেক সকাল এক নতুন আমানাহ,
যে তা ইবাদতে কাটায়, সে-ই আসল সালেহ।
বুকভরা শুকরিয়া, চোখভরা আশা,
এই সকালেই জাগুক জান্নাতের ভাষা।
"প্রতিটি সকাল এক নতুন সুযোগ, ইবাদত, চিন্তা ও কর্মে নিজেকে গড়ার।
আল্লাহর জিকিরের আলোয় জীবন হোক রূহানিয়াতে পরিপূর্ণ।
“আজকের সকাল যদি হয় গাফেল, তবে কালের সন্ধ্যা হতে পারে আফসোসের কালো প্রহর।”
#নেয়ামতে_সকাল #সুবহানাল্লাহ ্তী_শান্তি