News World

News World Don’t waste time. Don’t put off till tomorrow what you should be doing today. Life is short.

Become part of our community of informed citizens who value knowledge, dialogue, and understanding. Like our page to receive regular updates, share your thoughts in the comments, and participate in discussions with fellow readers. Together, let's explore the world, expand our horizons, and strive for a better tomorrow.

ডিভোর্সের রাতগতকাল এশার নামাজ শেষ করে মসজিদ থেকে ফিরেছি মাত্র, এমন সময় হঠাৎ চেয়ারম্যান সাহেবের ফোন :“কাজী সাহেব, দ্রুত আ...
12/08/2025

ডিভোর্সের রাত

গতকাল এশার নামাজ শেষ করে মসজিদ থেকে ফিরেছি মাত্র, এমন সময় হঠাৎ চেয়ারম্যান সাহেবের ফোন :
“কাজী সাহেব, দ্রুত আসেন। একটা বিচার বসেছে… মেয়ের ডিভোর্সের ব্যাপারে।”

আব্বু তাড়াহুড়ো করে জামা গায়ে চাপালেন। সবসময় যেমন করেন, সাধারণত আব্বু রাতে সঙ্গী ছাড়া তিনি কোথাও যান না, তাই আমাকেও সঙ্গে নিলেন।
আমাদের গ্রাম থেকে দুই গ্রামের দূরত্ব—চাঁদের আলোয় আলোকিত সেই রাস্তায় যেতে যেতে ভাবছিলাম, নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছে।

ওখানে গিয়ে দেখি, চেয়ারম্যান, মেম্বার আর এলাকার বহু গুণীজন গম্ভীর মুখে বসে আছেন। পরিবেশে এক ধরনের টানটান উত্তেজনা।

আব্বু প্রথমেই বললেন,
“কী হয়েছে, সমস্যা বলুন।”

মেয়ের বাবা উঠে দাঁড়িয়ে বললেন,
“চার বছর আগে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আজ সেই বিয়ের ইতি টানতে হবে।”

আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“কারণটা কী?”

তিনি বললেন,
“দেড় মাস ধরে জামাই আমার মেয়ের সঙ্গে কথা বলে না, যোগাযোগও করে না। এক মাস আগে মেয়েকে আবার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছিলাম। কিন্তু সেখানে তাকে ডিম দিয়ে ভাত খাওয়ানো হয়েছে! সে ক্ষোভে ফিরে এসেছে। অথচ জামাই বিদেশ থেকে এসেছে, কুরবানিও দেয়নি।”

আব্বু আরও জানতে চাইলেন,
“এগুলো ছাড়া আর কিছু?”

হঠাৎ পাশের ঘর থেকে মেয়েটি চেঁচিয়ে উঠল,
“এর থেকেও বড় কোনো কারণ থাকতে হবে নাকি?”

পরে জানা গেল, বিদেশ থেকে ফেরার পর জামাই মেয়েকে বলেছিল এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করতে। মেয়ে যায়নি—তাই রাগে জামাই কথা বলা বন্ধ করে দেয়। শ্বশুরবাড়িতে নেওয়ার চেষ্টা করেনি। আর যখন মেয়েকে সেখানে পৌঁছে দেওয়া হলো, তখন ডিম দিয়ে ভাত খাইয়েছে—এটাকে ধরে নেওয়া হয়েছে অপমানের হিসেবে।

আব্বু শান্তভাবে বললেন,
“সময় নিন, ছেলেকে এনে বসুন, কথা বলে সমাধান করুন।”

কিন্তু মেয়ের বাবা দৃঢ় গলায় উত্তর দিলেন,
“না, আর মেয়েকে ওখানে রাখব না। ছেলে ভালো না, ব্যবহার খারাপ। মেয়ে অনার্স পড়া, বুঝদার—সে যা বলছে, ভেবেচিন্তেই বলছে।”

এলাকার মুরুব্বিদের সমর্থনে সেই রাতেই ডিভোর্স হয়ে গেল।

আমি নিঃশব্দে বসে শুধু ভাবছিলাম—
কত তুচ্ছ কারণে আজকাল সম্পর্ক ভেঙে যাচ্ছে!
আমরা এমন এক যামানায় এসে দাঁড়িয়েছি, যেখানে ভালোবাসা, ধৈর্য আর ক্ষমা—সবই যেন বিলুপ্ত।

রাতে বাড়ি ফিরে আব্বুর সরকারি বলামগুলো ঘাঁটলাম,, পৃষ্ঠা গুলো উল্টাতে উল্টাতে চোখ আটকে গেল সংখ্যার ওপর

২৮ বছরে ১৩৪ জন স্বামী তাদের স্ত্রীকে তালাক দিয়েছে, আর ১২৫২ জন নারীর পক্ষ থেকে

ধিক্কার জানাই এমন নি*ষ্ঠুরতাকেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার  ব্রাম্মণডোরা ইউনিয়নের পুটিয়া গ্রামের মোহাম্মদ সজল মিয়া পার...
12/08/2025

ধিক্কার জানাই এমন নি*ষ্ঠুরতাকে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাম্মণডোরা ইউনিয়নের পুটিয়া গ্রামের মোহাম্মদ সজল মিয়া পার্শবর্তী গ্রাম উজান শৈলজুরা আবু তাহের মিয়ার ছেলে জুবেল মিয়ার কাছ থেকে সুদে টাকা নিয়েছিল অ‌নেক দিন আ‌গে । যথা সময়ে সু‌দের কি‌স্তি দিতে না পারায় গত চার পাঁচ দিন আগে থে‌কে সেই গ্রা‌মের আবু তাহের মিয়ার ছেলে এবং তার গ্রামের অ‌নেক সুদের মহ‌াজন‌দের সহযোগিতায় সজল‌কে ধরে নিয়ে তাদের বাড়িতে একটি রুমে বন্দি করে রাখে।
বুধবার সকালে তা‌কে বন্দী রুম থেকে ফাসিতে ঝুলানো অবস্থায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এসে উদ্ধার করে । সুদের টাকার জন্য এভা‌বে পৈ*শা‌চিকভা‌বে তা‌কে হ-ত্যা ক‌রা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

⚠️ নার্সিসিস্ট থেকে সাবধান ❌যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন ভেতরে ভেতর...
12/08/2025

⚠️ নার্সিসিস্ট থেকে সাবধান ❌

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন ভেতরে ভেতরে পোড়ায়, তাহলে সাবধান হন। সে শুধু প্রেমিক বা প্রেমিকা নয় সে একজন নিঃসন্দেহে নার্সিসিস্ট। এমন মানুষ আপনার মনকে একটা খেলনার মতো ব্যবহার করে নিজের আনন্দের জন্য, নিজের ক্ষমতা প্রমাণের জন্য। তারা আপনার কষ্ট দেখেও শান্তির নিঃশ্বাস ফেলে, যেন কিছুই হয়নি।

🧠 নার্সিসিস্টদের সবচেয়ে বিপজ্জনক দিক হলো প্রথম দেখায় তাদের আসল রূপ বোঝা যায় না। তারা চমৎকারভাবে কথা বলতে পারে, মুহূর্তেই আপনাকে মুগ্ধ করতে জানে। তারা আপনার চোখে চোখ রেখে এমনভাবে হাসবে যে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ।

তারা হয়তো শিক্ষিত, স্মার্ট, ক্যারিশমেটিক, এমনকি আশেপাশের সবার মধ্যেও জনপ্রিয়। তাই আপনি হয়তো শুরুতেই তাদের প্রতি একধরনের “আবেশ” অনুভব করবেন।

কিন্তু একটু একটু করে যখন আপনি তাদের ঘনিষ্ঠ হবেন, তখন দেখা যাবে এক ভয়াবহ রূপ
🕳️ যেখানে প্রেম নেই, কেবল নিয়ন্ত্রণ আছে
🕳️ যেখানে ভালোবাসা নেই, কেবল গেমপ্ল্যান আছে
🕳️ যেখানে আপনাকে সম্মান করা নয়, বরং ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়

🧩 বিশ্বখ্যাত মনোবিজ্ঞানীরা বলেন, নার্সিসিস্টরা একধরনের দ্বৈত জীবন যাপন করে। বাইরে তারা যতটা সহানুভূতিশীল, ভেতরে তারা ততটাই নির্মম ও আত্মকেন্দ্রিক। এদের সঙ্গে সম্পর্ক মানেই ধীরে ধীরে আত্মবিশ্বাস হারানো, নিজের অস্তিত্ব নিয়ে সংশয়ে পড়ে যাওয়া।

📌 নার্সিসিস্টিক অ্যাবিউজ (Narcissistic Abuse) একটা বাস্তব মানসিক নিপীড়ন
এতে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করবেন,
“আমি কি আসলেই ভুল?”,
“সব দায় কি আমার?”,
“সে তো আমায় ভালোবাসে, তাই না?”

না! সত্য হলো
✅ আপনি শুধু তার ইমোশনাল সাপ্লাই
✅ আপনি তার নিয়ন্ত্রণ খেলার বোর্ডের একটা চাল

এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো:

সব সময় নিজের কথাই ঠিক মনে করা

কখনো ভুল স্বীকার না করা

মানসিক ব্লেম গেম খেলা ("সব তোর দোষ")

আপনার আত্মবিশ্বাস ভেঙে ফেলা

আপনাকে আলাদা করে ফেলা আপনার প্রিয়জনদের থেকে

বারবার ক্ষমা চেয়ে আবার সেই একই আঘাত দেওয়া

🔄 তারা কখনোই সত্যিকারের পরিবর্তন চায় না। তারা পরিবর্তনের নাটক করে, শুধু আপনাকে ধরে রাখার জন্য।

🛑 তাহলে করণীয় কী?

1. লাল পতাকা চিনুন “সে খুব রাগ করে, কিন্তু পরে ঠিক হয়ে যায়” এই কথাগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর সমস্যার ইঙ্গিত।

2. নিজের আত্মসম্মান রক্ষা করুন আপনি ভালোবাসার যোগ্য, ভাঙা সম্পর্কের নয়।

3. বন্ধু ও পরিবারের সহায়তা নিন নিজেকে একা ভাববেন না।

4. প্রয়োজনে থেরাপি নিন নার্সিসিস্টিক রিলেশন থেকে বেরিয়ে আসা মানে নিজেকে নতুন করে তৈরি করা।

⛔ শেষ কথা:
প্রেম মানে যদি হয় শুধু কান্না, ভয় আর প্রশ্ন তাহলে সেটা প্রেম নয়, নিঃশ্বাসে লুকিয়ে থাকা বিষ।
যদি দেখেন তার "ভালোবাসা" আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, তবে সেই মুখোশের পেছনের অন্ধকার আপনাকে গিলে ফেলার আগেই বেরিয়ে আসুন।
নিজেকে ভালোবাসুন, কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই কষ্টের নামে আসেনা। ❤️

প্রতিটা মেয়ের পড়া উচিত💠🔹🔹'--পড়ে দেখুন...'--কলিজায় পানি থাকবে তো'??হজরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকালের পর তাঁর লাশের খাটিয়া ব...
12/08/2025

প্রতিটা মেয়ের পড়া উচিত💠🔹🔹
'--পড়ে দেখুন...

'--কলিজায় পানি থাকবে তো'??
হজরত ফাতিমা (রাঃ) এর ইন্তেকালের পর তাঁর লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন। হজরত আলী (রাঃ) এবং শিশু হাসান ও হোসাইন (রাঃ)"।

'--হজরত আলী ভাবছিলেন যে, খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন।

'--এমন সময় হজরত আবু জর গিফারী (রাঃ) এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন।

'--হজরত আলী প্রশ্ন করলেন,
আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে ?

'--হজরত আবু জর গিফারী (রাঃ) বলেন, আমি আল্লাহর রসুল (সঃ) কে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু জর! আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধর।

'--"হজরত আবু জর গিফারী (রাঃ) কবরের কাছে গিয়ে বললেন, "হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো ?
দো জাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর বেয়াদবী করিস না "কবর থেকে কোনো আওয়াজ নাই"

'--আবারো বলল হে কবর তোমার মধ্যে আজকে কারে রাখছি জানো নি?
হজরত আলীর স্ত্রী, হাসান ও হোসাইনের মা।খবরদার কবর বেয়াদবী করিস না।এবারো কবর নিশ্চুপ।

'--এবার আবু জর জোরে আওয়াজ দিয়ে বলে হে কবর! তোমার ভিতরে কারে রাখতেছি জানো নি??? জান্নাতের সর্দারনী, খবর্দার কবর বেয়াদবি করোনা।

'--"আল্লাহ্ কবরের জবান খুলে দিলেন,
কবর বলল, "আমি দো জাহানের বাদশাহের মেয়েকে চিনিনা, হজরত আলীর স্ত্রীকে চিনিনা, হাসান ও হোসাইনের মাকে চিনিনা, জান্নাতের সর্দারনীকে চিনিনা, আমি শুধু চিনি-
ঈমান আর আমল।"

'--আমল যদি ভাল হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবো। আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দু'দিক থেকে এমন জোরে চাপা দিবো হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে!!!😥😥

'--একটু চিন্তা করে দেখুন-👈
যদি নবী (সঃ) এর আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে। তার জন্য যদি কবর এমন হয়! তাহলে আমরা কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এতো গাফেল (ভুলে) আছি।
আল্লাহ্ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাবার তওফীক দান করুন।
'--"আমীন, সুম্মা আমীন"🤲

🧠 সোসিওপ্যাথ: পরিবার ও সমাজের অদৃশ্য হুমকি!মানব সমাজে সম্পর্ক আর বিশ্বাস একে অপরের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কিন্তু সমাজে...
12/08/2025

🧠 সোসিওপ্যাথ: পরিবার ও সমাজের অদৃশ্য হুমকি!
মানব সমাজে সম্পর্ক আর বিশ্বাস একে অপরের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কিন্তু সমাজে এমন কিছু ব্যক্তি থাকে, যাদের মানসিক অবস্থা অন্যদের থেকে আলাদা—যারা অন্যের অনুভূতি ও অধিকারকে গুরুত্ব দেন না। এদের বলা হয় সোসিওপ্যাথ। বাংলায় সঠিক শব্দ না থাকলেও এদের সামাজিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি বলা যায়।

⚠️ সোসিওপ্যাথের বৈশিষ্ট্য
মনোবিজ্ঞানের ভাষায়, Sociopath হলো এমন এক ব্যক্তি যার Antisocial Personality Disorder (ASPD) রয়েছে। যাদের মধ্যে পরিলক্ষিত হয়—
•অন্যের অনুভূতির প্রতি উদাসীনতা
•মিথ্যা বলা বা প্ররোচনা দেওয়ার প্রবণতা
•অপরাধবোধের অভাব
•হঠাৎ রাগ বা সহিংসতার প্রবণতা
•সামাজিক নিয়ম-কানুন অবহেলা

🏠 পরিবারে প্রভাব
পরিবার হলো মানুষের মানসিক নিরাপত্তার আশ্রয়স্থল। কিন্তু যদি পরিবারের কোন সদস্য Sociopath হয়, তবে সম্পর্কগুলোতে ধীরে ধীরে বিষ ঢুকে যায়—
➡️মানসিক নির্যাতন – এরা ইচ্ছাকৃতভাবে অপমান, দোষারোপ বা হুমকি দিয়ে অন্যদের আত্মসম্মান নষ্ট করে।
➡️বিশ্বাস ভঙ্গ – গোপন তথ্য ফাঁস করা, প্রতিশ্রুতি ভাঙা এবং মিথ্যা গল্প তৈরি করে বিভ্রান্তি ছড়ানো।
➡️পরিবারে বিভাজন – এক সদস্যকে আরেকজনের বিরুদ্ধে উসকে দেওয়া, ফলে পারস্পরিক সম্পর্ক ভেঙে পড়া।
➡️শিশুদের মানসিক ক্ষতি – দীর্ঘ সময়ের এ ধরনের পরিবেশ শিশুদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা ধ্বংস করে দিতে পারে।

🌍 সমাজে ক্ষতিকর প্রভাব:
সামাজিক পরিসরে Sociopath-রা অনেক বেশি ক্ষতিকর, কারণ—
➡️অনৈতিক কর্মকাণ্ড: আইন বা নৈতিকতার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থে প্রতারণা, আর্থিক জালিয়াতি, বা ক্ষমতার অপব্যবহার করতে পারে।
➡️বিভ্রান্তি ছড়ানো: মিথ্যা প্রচার, গুজব ছড়ানো ও মানুষকে বিভক্ত করার প্রবণতা দেখা যায়।
➡️সহানুভূতির অভাব: দুর্বল, অসহায় বা বিপদগ্রস্ত মানুষের প্রতি উদাসীন আচরণ সমাজের মানবিক মূল্যবোধ ক্ষয় করে।

🛡️ প্রতিকার ও সচেতনতা:
কে Sociopath সেটি চিনতে পারা প্রথম ধাপ। তারপর তার আচরণ বিশ্লেষণ করলে ধীরে ধীরে সত্য স্পষ্ট হয়। এরপর কয়েকটি পদক্ষেপ নেয়া যেতে পারে।

√সীমা নির্ধারণ – ব্যক্তিগত তথ্য, অর্থ বা মানসিক জায়গায় তাদের হস্তক্ষেপ রোধ করতে হবে।
√আইনি সহায়তা – যদি তারা ক্ষতি করে, আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।
√মনস্তাত্ত্বিক পরামর্শ – বিশেষজ্ঞের সহায়তায় তাদের চিকিৎসার চেষ্টা করা যেতে পারে, যদিও পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

🔍সোসিওপ্যাথরা সমাজ ও পরিবারে অদৃশ্য ক্ষতি করে। তাই তাদের চিহ্নিত করা, সচেতন থাকা ও নিজেকে রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ রক্ষাই পরিবার ও সমাজে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের চাবিকাঠি।

KBeautiful Actres   with   and  also known as   in   movie📽📺👈 Muhammad   ’m
11/08/2025

KBeautiful Actres with and also known as in movie📽📺👈 Muhammad

’m

Address

Mirpur 2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when News World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News World:

Share

Category