09/05/2025
একটা কথা বেশ প্রচলিত, পকেটে টাকা আর পেটে ভাত থাকলেই মানুষ দর্শন আর রাজনীতির মত বিষয় নিয়ে ভাবতে পারে। আমাদের মধ্যে প্রায়ই শোনা যায়, সংসারের ঘানি টেনে সময় পেলে তবেই না পড়াশোনা করবো। কিন্তু যারা প্রাচুর্যের মধ্যেই বেড়ে উঠেছে, তাদের মধ্যে ক'জন দর্শন বা রাজনীতি নিয়ে ভাবে! বিপুল প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠেও যারা গভীরভাবে চারপাশ নিয়ে ভেবেছে তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর।
ইদানীং তাকে মুসলমানদের বাংলাদেশে হিন্দুত্ব জাতীয়তাবাদের আগ্রাসনের প্রতীক হিসেবে চিহ্নিত করা হচ্ছে প্রবলভাবে, তাতে হাওয়া দিচ্ছি আমাদের মত দুর্বল চিন্তার কিছু মানুষরূপি প্রাণি।
তার সাহিত্য যেন তার দার্শনিক সত্তার আয়না। তার দর্শনচিন্তায় ছিল গভীর, বহুমাত্রিক ও মানবতাবাদ-নির্ভর। তাঁর দর্শনের মূল ভিত্তি ছিল মানুষ, ঈশ্বর, প্রকৃতি এবং আত্মার মধ্যে পারস্পরিক সম্পর্কের অন্বেষণ।
মানবতাবাদ
"মানুষের মধ্যে আছি, মানুষের বাহিরে নই।"
রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানবসত্তাই চরম সত্য। তাঁর মতে, মানুষ হলো ঈশ্বরের আত্মপ্রকাশের মাধ্যম।
আত্মা ও ব্রহ্ম
তিনি উপনিষদের আদর্শে বিশ্বাস করতেন— "অহম্ ব্রহ্মাস্মি" অর্থাৎ আত্মাই ব্রহ্ম। তাঁর মতে, প্রতিটি মানুষের মধ্যে একটি চিরন্তন ও দেবতুল্য আত্মা বিরাজ করে। এই আত্মা যখন নিজেকে প্রকাশ করতে পারে, তখনই মানুষ তার প্রকৃত সত্তাকে উপলব্ধি করে।
ঈশ্বরভাবনা
"তোমার সৃষ্টির পথ রেখেছ অবারিত, করেছ অকুল করুণা।"
রবীন্দ্রনাথ ঈশ্বরকে আকৃতির কোনো সত্তা হিসেবে কল্পনা করেননি বা করতে চাননি। তিনি ঈশ্বরকে দেখেছেন প্রকৃতি, মানবতা ও সৃষ্টির সাথে একাত্ব চেতনা হিসেবে।
প্রকৃতিচেতনা
রবীন্দ্রনাথ প্রকৃতিকে কেবল আলাদা সৌন্দর্য হিসেবে দেখেননি; তিনি প্রকৃতিতে ঈশ্বরের প্রকাশের রুপ হিসেবে খুঁজেছেন। তিনি বিশ্বাস করতেন— এই যে মহাজগত, তাতে মানুষ আর প্রকৃতি তার অংশ মাত্র।
সৌন্দর্যচিন্তা ও শিল্পদর্শন
তিনি বিশ্বাস করতেন, সৌন্দর্য - জীবনের গভীর সত্যের প্রতিফলন। শিল্প, সংগীত, কবিতা এসবের মাধ্যমে সেই সত্যের সান্নিধ্য লাভ করে।
শিক্ষাদর্শন
রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ছিল প্রকৃতি, স্বাধীনতা ও সৃজনশীলতার সমন্বয়ে গঠিত। তাঁর মতে, শিক্ষার মূল ভাব হলো আত্মাকে পরিশুদ্ধ করা।
বিশ্বমানবতাবাদ
তিনি বিশ্বাস করতেন, মানুষ জাতিগত বা ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে।
রবীন্দ্রনাথের দর্শন একাধারে আধ্যাত্মিক, মানবিক ও প্রগতিশীল। তিনি যুক্তি ও অনুভব, বিজ্ঞান ও শিল্প—সব কিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি পূর্ণাঙ্গ মানবতাবাদী জীবনদর্শনের কথা বলেছেন।