Albert Gaming

Albert Gaming Hello, It's Albert. I'm a gamer. It's my official page. Support me by like comment share follow. I'm Labib. Not that I play very well, but I try my best.

I am the new steamer, let me know if I have any problems. I have a problem with mild stuttering, so I talk less. Support me by liking, commenting, following and sharing my page.

11/04/2024

Eid Mubarak❤️‍🩹🌙

Brothers couldn't guess that, I was a Clash of Clans (COC) Bangla Attacker 😂😂😂😂1st Time in PUBG Mobile Popularity Battle...
20/01/2024

Brothers couldn't guess that, I was a Clash of Clans (COC) Bangla Attacker 😂😂😂😂

1st Time in PUBG Mobile Popularity Battle 😴😴😴😴


10/12/2023

The only reason behind STE, A7 and 4MV couldn't reach the title is Nerve Control and Under Pressure Gameplay.
যতগুলা গ্লোবাল চ্যাম্পিয়ন টিম এখনো আছে, তারা সবাই আন্ডার প্রেশার গেমপ্লেতে খেলেই জিতসে... Nova, Vampire, S2G.
নোভার সাথে কারোরই তুলনা হয় না... এমনকি চাইনিজ টিম 4AM ছাড়া কেওই এই গ্লোবাল লবিতে ভালো করতে পারে নাই...
A7: এই টিম প্রত্যেকটা গ্লোবাল ফাইনাল খেলসে... সবচাইতে এক্সপেরিয়েন্স টিম। এরা মিড টুর্নামেন্ট খুব ভালো খেলে কিন্তু ফাইনালে নার্ভ কন্ট্রোল করতে পারে না...
STE and 4MV: চেঙ্গিস খানের বংশধরদের আর কিছু বলার নাই... ওরা সবগুলা টুর্নামেন্ট এই মাইরা খেলে কিন্তু ওদের নার্ভ কন্ট্রোল নাই... এই জন্যেই পিএমপিএলে সবসময় একটার ওপর একটা জিতে যায়... একবার STE Champion একবার 4MV চ্যাম্পিয়ন...
IHC: আমার অলটাইম ফেভারিট টিম। ভাবতেসিলামই কবে যেন এদের
গ্লোবাল চ্যাম্পিয়নশীপ দেখি... এরা বাকি ২টা মঙ্গোলিয়ান টিমের মতোই এগ্রেসিভ...
এরা ২০২০ এর পিএমজিসি ফাইনাল খেললো। মনেই হইতেসিলো এই বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেলো কিন্তু লাস্টে নার্ভ কন্ট্রোল করতে পারলো না, ৩য় হইলো...
এরা এদের এগ্রেশন ফুল স্পিডে কাজে লাগায়া সাউথ এশিয়ায় সিজন ৩ এবং ৪ পিএমপিএল খেললো... নেপালীরা খেলে বুদ্ধি দিয়ে... এগ্রেসিভ টিমটাকে বিভিন্নভাবে টার্গেট রোটেশন কাটায়ে একদম ডিমোটিভেট করে দিলো... ঠিক সিজন ৪ এর পরেই টিমটা বুঝতে পারলো খালি এগ্রেসিভ দিয়েই হবে না... নার্ভ কন্ট্রোল করা লাগবে...
তারপরের খেলাগুলা আমরা জানিই... সিজন ৫-৬ এ IHC এর কোন স্পেশালিটি নাই... চ্যাম্পিয়নশীপে কোনভাবে কোয়ালিফাই করলো... পিএমজিসি ২০২২ এ ঠেকে ঠেকে গ্রুপ স্টেজ পার করলো, লাস্ট চান্সে এসে শেষ ২-৩ ম্যাচে খেলে ফাইনালে কোয়ালিফাই করলো... আর ফাইনালে কোন স্পেশালিটি শো করা ছাড়াই ৪র্থ হয়ে আসলো...
এবারও পুরা পিএমপিএল ৭-৮ এ এদের কোন হাইপ নাই... কোন স্পেশালিটি নাই... উলটা ICY এর মতো একটা প্লেয়ার টিম থেকে চলে গেলো। তাও এরা এদের মতোই ঠেকে ঠেকে কোয়ালিফাই করলো চ্যাম্পিয়নশীপে... চ্যাম্পিয়নশীপ থেকে পারবে না পারবে না করতে করতে শেষে এসে কোয়ালিফাই করে ফেললো পিএমজিসিতে... পিএমজিসিতে গ্রুপ স্টেজে মরতে মরতে বেচে গেলো শেষ ২-৩টা ম্যাচে ভালো করে খেলার কারণে... সারভাইভাল স্টেজটা মোটামুটি খেলসিলো। তবে লাস্ট স্টেজে যেই লাস্ট দিনে যেই খেলা দিলো। তখনই আমি বুঝতে পারসিলাম হয়তো নোভার ভুত এই টিমের ওপরে ভর করসে... এই ভাবাই যে সত্যি হয়ে যাবে ভাবিও নাই... একবার ৫ম একবার ৬ষ্ঠ একবার ৮ম একবার ৯ম একবার ১১তম এভাবে এসে ঠিক লাস্টের দিকে মাত্র কয়েকটা ম্যাচে (৩ কি ৪টা) কি সুন্দর নার্ভ কন্ট্রোল, একটা চিকেন। এগ্রেশনের সাথে একটা মঙ্গোলিয়ান টিম যে এভাবে নার্ভ কন্ট্রোল করতে পারে আমি কখনো চিন্তাও করতে পারি নাই...
অনেকের দ্বিমত থাকতে পারে কিন্তু আমার মনে হইসে, এইবার IHC, NV এর থেকেও বেশী নার্ভ কন্ট্রোলে ছিলো... কারণ, নোভা কিন্তু তার চ্যাম্পিয়নশীপে সবসময় ২-৩ এর মধ্যে ছিলো আর ২০২১ এ একদম খাড়ার ওপর ১ থেকে সরেই নাই আর VPE, S2G কিন্তু এরকমই ২-৩ এর মধ্যেই ছিলো... কিন্তু IHC ফাইনাল দিনে এসেও ভাই ৬-৭-৮ নাম্বার পর্যন্ত নামসে... তারপরেও কি সুন্দর করে গোছায়ে করে একটা চিকেন নিয়ে আসলো আর তারপরে সবগুলা কন্সিস্টেন্ট...
আমার সবচাইতে ফেভারিট টিম এইটা... আফটার ২০২০ পিএমজিসি... এই টিম যখন সাউথ এশিয়ার লবিতে আসছে, আমি সবসময়ই চাইতাম এই টিম যাতে চ্যাম্পিয়ন হোক... কিন্তু রিজিওনাল ট্রফি না পাইলেও কেমনে কেমনে যেনো শেষ পর্যন্ত সবচাইতে বড় ট্রফি এনে ফেলসে...

Hard Luck for STE and 4MV. South Asia region is now the best region in the global. Champion, Runners Up, 3rd Runners Up, 31st and আরেকটার নাম নাই নিলাম The Global Autopass Esports (DRS) এর ব্যাপারে আপনারা আপনাদের মতামত দিতেই পারেন কিন্তু আমার ASLxJoker ছাড়া নেপালি কোন টিম ইভেন কোন প্লেয়াররেই পছন্দ না... আর গ্লোবালের মধ্যে আমি সাউথ-ইস্ট রিজিয়নের টিমকে দেখতে পারি না... তারা যে খেলা পারেই না তা বলতেসি না। অবশ্যই কিছু ভালো টিম আছে... তারা ঐ এক ২০১৯ গ্লোবাল চ্যাম্পিয়ন ট্রফি আছে আর PMWI এর ট্রফি আছে। এদেরকে PMWI তে স্লট আরো কয়টা বাড়ায়া দিয়া পিএমজিসিতে কয়টা স্লট কমায়া দেয়া উচিৎ... তাইলে আরো বেশী কম্পিটিশন দেখতে পারবো আমরা... ভিউ কোটায় আসা টিমগুলা ফাইনাল পর্যন্ত যাইতে গিয়ে দম বের হয়ে যায়... PMWI এর যেই টিমগুলা আগে পিএমজিসি খেলে আসছে, তারাই ম্যাক্সিমাম ভালো করে। আর এছাড়া বাকি যারা PMWI খেলে তারা পিএমজিসিতে এসে নাকানি চুবানী খায়। VPE ছাড়া আর কাওকে দেখলাম না ভালো খেলসে... তাও ঐ টিম এবার গ্রুপ রাউন্ডেই বাদ...



02/10/2023

Me in every Match while playing with teammates 🫠🫠

After a long long era. 🥹🥹In a practice Match. Jak, Damage to dite parsi 🫠🫠Bot theke Noob to hoite parsi. 🫣🫣
02/10/2023

After a long long era. 🥹🥹
In a practice Match.
Jak, Damage to dite parsi 🫠🫠
Bot theke Noob to hoite parsi. 🫣🫣

04/09/2023

STE: ঠাকুর ঘরে কে রে?
7E: আমি কলা খাই না।
STE: না না, খা। তোর লাইজ্ঞাই রাখসি। খাইয়া দাইয়া বাসায় আহিস।

Congratulations 4MV, NB and Seven Elements (PMGC)
And No need to congratulate IHC again because they are made for PMGC 😂😂

Me: হুতায়া হুতায়া 🥺🥹
19/08/2023

Me: হুতায়া হুতায়া 🥺🥹

06/08/2023

একজন শিক্ষিত মানুষরে সরানোর সবচাইতে বড় উপায় হইলো, তার পিছনে লেগে থাকা। তারে বারবার খোচানো। একই বিষয় নিয়ে তারে বারবার ক্রিটিসাইজ করা, ট্রোল করা। কারণ, তারা জানে, সে কখনো অশিক্ষিতের মতো ঝগড়া করতে চাইবে না, গালাগালি করবে না। তার আত্মসম্মান আছে। আর এরকম হতে হতে একসময় সে নিজে থেকেই বলবে, আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি থাকবো না আর।
এখন অবস্থা হইতেসে ঠিক এরকমই। ফিনিক্সওপির পিছনে লাইগা আছে, বারবার তারে এই বলে ওই বলে, খোচায়, তার এই দোষ, সেই দোষ। আজেবাজে কথা বলতেসে। তারেসহ আর কারে কারে জানি কমিউনিটি থেকে বের করে দিবে। এরকম হইতে হইতে ফিনিক্সওপি একসময় নিজে থেকেই বলবে, আর আমি নাই। আমি ছেড়ে দিচ্ছি কাস্টিং করা।

বল্টু ভাই সুযোগের সদব্যবহার করতেসেন। তিনি ভালো করেই জানেন কিভাবে এটা করতে হয়। পিএমডব্লিউ এর টাইমে সু্যোগের সদব্যবহার করে সিনিস্টারকে এনবিতে এড দিসিলো, যাতে সবাই এনবিকে সাপোর্ট করে, কিন্তু অনেক এ১ ফ্যানও এটার সাপোর্ট করে নাই। পরে থ্রেডও দিসিলেন, উনি নাকি আর বাংলাদেশে কাজ করবেন না। উনি এইটাও বলসেন, এনবি নাকি বাংলাদেশী টিম হিসেবে রিপ্রেজেন্ট করবে। এ১ এর অনেক ফ্যানেরাও তার সাপোর্ট দিসিলো যে, হ্যাঁ বাংলাদেশী টিম, বাংলাদেশী টিম। কিন্তু এনবি এরপরে রিজিওনাল ক্লাশ খেললো ইভেন এখনো পিএমপিএল খেলতেসে, কিন্তু এক মুহুর্তের জন্যে দেখলাম না বাংলাদেশের ফ্লাগ। তা বাদ দিলাম সে কথা। তারপরে পুরো কমিউনিটি এর সাপোর্ট নিয়ে আমরা ২য় ম্যাক্সিমাম ভোট পাইসিলাম। উনার ভাব তো তখনই প্রকাশ হইসিলো। উনি ভাবসিলেন এ১ এর ফ্যানই এশিয়ার সবচাইতে বড় ফ্যানবেইজ। কিন্তু ভুলে গেসেন, সেই ফ্যানবেইজ এখন আর নাই। তিনি কারোর কাছে প্রথমে হেল্প চানই নাই। প্রচন্ড রকমভাবে তিনি ভাবে ছিলেন, তারপরে যখন দেখলেন, ভোট হয় না তখন দেশে কাজ না করার থ্রেট দিসেন 🙃। এখন তো দেখলেনই, এ১ আর পুরা দেশ মিলায়াই পারলাম না আমরা জিততে। কিন্তু তখনই প্রমাণ হইসিলো যে তিনি এ১ রে হাতিয়ার হিসেবে ব্যবহার করসেন। পরে কতসুন্দর পুরো কমিউনিটি এক হয়ে কাজ করসেন তখন মিলে কাজ করসেন, তখন মনে হইসিলো যে, না ঠিক হয়ে গেসেন উনি। কিন্তু নাহ, মাইনসের টাকা হয়ে গেলে মাইনসের বিবেক বুদ্ধি লোপ পায়। তার অবস্থা হইসে এইরকম, তিনি পারসোনাল ঝগড়ার মধ্যে এ১ রে হাতিয়ার বানাইসেন, অন্য কাস্টারদের ছোট করসেন। Organisation দের ছোট করসেন। অপমান করসেন। আরে ভাই। আপনি কাস্টিং না করাইলে কি অন্য কেও কাস্টিং করাবে না? ভাতে মরবে নাকি এরা? এরা হইলো অফিসিয়াল কাস্টার, লোকাল থেকে সরাইয়া কি এদেরকে অফিসিয়াল থেকে সরাইতে পারবেন?

আর একটা কমেন্ট আমি গতকাল করসিলাম আজকে আবার বলি, "এ১ ফ্যানেরা ভাবতেসেন, সিএমএফ এর টিমগুলা বা স্পেশালি জিএসএম না খেললে তাদের ভিউ কমবে না, কিন্তু এ১ না খেললে তাদের ভিউ কমে যাবে। এখন একটা কথা বলি, ধরেন এ১ এর লবিগুলাতে জিএসএম খেলা বাদ দিয়ে দিলো। তখন ১ মাস ঠিকই সবকিছু ভালো চলবে কিন্তু তারপরে বাধবে ঝামেলা। কারণ ৭০-৮০% এ১ ফ্যানেরা বা জিএসএম ফ্যানেরা খেলা দেখে রাইভালরির জন্যে। তারা দেখে এ১-জিএসএম পয়েন্ট টেবিলের কততম স্থানে আছে, কে কারে মারলো, কে #১৬ তে ওয়াইপ হইলো। কে কারে ক্লাচ দিলো, এইসব জিনিস তারা গ্রুপে পোস্ট করে, ট্রল বা ক্রিটিসাইজ বা সমালোচনা যাই বলেন না কেন এগুলা করে তারা মজা পায়, আলোচনা করে। তর্ক-বিতর্ক করে। এখন জিএসএম যদি এই লবি খেলাই বাদ দেয়। ১-১.৫-২ মাস পরে দেখবেন সেখানেও ভিউ কমে গেসে"। কারণ রাইভালরি নাই। ভাবসেন কি? অন্য টিমের সাথে রাইভালরি করবে? এটা হবার সম্ভাবনা ৯৫%ই নাই। কারণ, সিজন ২-৩ এ১, জিএসএম ২ দলই ছিলো। সিজন ৪ এ জিএসএম যায় নাই। ভেনম, ১৯৫২ ছিলো। সিজন ৫ পুরা এ১, পিটি, ১৯৫২ আর কারা কারা খেললো। সিজন ৬ এ এ১ জিএসএম টিআরজেড ১৯৫২ খেলসে। সিজন ৭-৮ এরা কেওই খেললো না। এতো টিম আসলো গেলো। পিটি আর ১৯৫২ চ্যাম্পিয়নশীপ খেলে আসলো, টিআরজেড সেই সিজন ৫ থেকে খেলতেসে, তাও কিন্তু এরা কেওই এ১ এর রাইভাল হইতে পারে নাই। রাইভাল সেই জিএসএমই আছে। সো, যখন জিএসএম থাকবে না। তখন আস্তে আস্তে ভিউ কমেই যাবে।

নাট বল্টু ভাই, এইসব অহংকার আর পলিটিক্স অফ করেন। এইসব করে বেশীদুর আগাইতে পারবেন না। আর পলিটিক্স ভাই করেন গিয়া, আপনাদের বয়স হইসে করতে পারেন কিন্তু এইসব বাচ্চা বাচ্চা পোলাপাইনদের কেন জড়াইতেসেন? এগুলার ক্যারিয়ার খাইয়া দিতেসেন। এখন কোন কেসজনিত ঘটনা ঘটলে কি হবে? খালি আপনি আর ফিনিক্স ভাই ফাসবেন? ফাসবে তো প্লেয়াররাও। নিজে নিজের পিছনে বাশ মারেন সমস্যা নাই। প্লেয়ার বা টিমদেরকে জড়াইয়েন না। গেইম এমনেই ব্যান, আর আপনারা করতে আসছেন এইটা নিয়া পলিটিক্স। এইসব বাদ দিয়া সমঝোতায় বসেন, সমোঝোতা করেন।
আপনি কোন নেতা বা কোন মিনিস্টার তা জানি না কিন্তু আপনার ক্ষমতা এখানে আইনেন না। ক্ষমতা দেখায়া অনেকেই কমিউনিটি হাতাইতে গিয়ে পোলাপাইন তাদেরেই হাতাইয়া দিসে। এইসব বাদ দিয়ে মিউচুয়ালে আসেন। আর যদি মিউচুয়ালে না আসেন। আপনার পাওয়ার এতোই বড় থাকে, তাইলে গেমটা আনব্যান করেন। তারপরে ফিনিক্সওপি টাইম ভাইরে বাইর করলে করেন দেখি কেমন ক্ষমতা আপনার।


17/02/2023

Tata, Bye Bye to Competitive from all roles.
(Maybe Temporary or Permanent)
Thanks to all.

03/10/2022

Superman Shot by me... 🫠🫠🫠🫠
POV = মাইরটি খেয়েছেন-- Dreks3ar Clips 🤣🤣🤣🤣

IOS ওয়ালারা ফকির।Play Store নাই...
18/09/2022

IOS ওয়ালারা ফকির।
Play Store নাই...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Albert Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share