06/08/2023
একজন শিক্ষিত মানুষরে সরানোর সবচাইতে বড় উপায় হইলো, তার পিছনে লেগে থাকা। তারে বারবার খোচানো। একই বিষয় নিয়ে তারে বারবার ক্রিটিসাইজ করা, ট্রোল করা। কারণ, তারা জানে, সে কখনো অশিক্ষিতের মতো ঝগড়া করতে চাইবে না, গালাগালি করবে না। তার আত্মসম্মান আছে। আর এরকম হতে হতে একসময় সে নিজে থেকেই বলবে, আচ্ছা আমি চলে যাচ্ছি, আমি থাকবো না আর।
এখন অবস্থা হইতেসে ঠিক এরকমই। ফিনিক্সওপির পিছনে লাইগা আছে, বারবার তারে এই বলে ওই বলে, খোচায়, তার এই দোষ, সেই দোষ। আজেবাজে কথা বলতেসে। তারেসহ আর কারে কারে জানি কমিউনিটি থেকে বের করে দিবে। এরকম হইতে হইতে ফিনিক্সওপি একসময় নিজে থেকেই বলবে, আর আমি নাই। আমি ছেড়ে দিচ্ছি কাস্টিং করা।
বল্টু ভাই সুযোগের সদব্যবহার করতেসেন। তিনি ভালো করেই জানেন কিভাবে এটা করতে হয়। পিএমডব্লিউ এর টাইমে সু্যোগের সদব্যবহার করে সিনিস্টারকে এনবিতে এড দিসিলো, যাতে সবাই এনবিকে সাপোর্ট করে, কিন্তু অনেক এ১ ফ্যানও এটার সাপোর্ট করে নাই। পরে থ্রেডও দিসিলেন, উনি নাকি আর বাংলাদেশে কাজ করবেন না। উনি এইটাও বলসেন, এনবি নাকি বাংলাদেশী টিম হিসেবে রিপ্রেজেন্ট করবে। এ১ এর অনেক ফ্যানেরাও তার সাপোর্ট দিসিলো যে, হ্যাঁ বাংলাদেশী টিম, বাংলাদেশী টিম। কিন্তু এনবি এরপরে রিজিওনাল ক্লাশ খেললো ইভেন এখনো পিএমপিএল খেলতেসে, কিন্তু এক মুহুর্তের জন্যে দেখলাম না বাংলাদেশের ফ্লাগ। তা বাদ দিলাম সে কথা। তারপরে পুরো কমিউনিটি এর সাপোর্ট নিয়ে আমরা ২য় ম্যাক্সিমাম ভোট পাইসিলাম। উনার ভাব তো তখনই প্রকাশ হইসিলো। উনি ভাবসিলেন এ১ এর ফ্যানই এশিয়ার সবচাইতে বড় ফ্যানবেইজ। কিন্তু ভুলে গেসেন, সেই ফ্যানবেইজ এখন আর নাই। তিনি কারোর কাছে প্রথমে হেল্প চানই নাই। প্রচন্ড রকমভাবে তিনি ভাবে ছিলেন, তারপরে যখন দেখলেন, ভোট হয় না তখন দেশে কাজ না করার থ্রেট দিসেন 🙃। এখন তো দেখলেনই, এ১ আর পুরা দেশ মিলায়াই পারলাম না আমরা জিততে। কিন্তু তখনই প্রমাণ হইসিলো যে তিনি এ১ রে হাতিয়ার হিসেবে ব্যবহার করসেন। পরে কতসুন্দর পুরো কমিউনিটি এক হয়ে কাজ করসেন তখন মিলে কাজ করসেন, তখন মনে হইসিলো যে, না ঠিক হয়ে গেসেন উনি। কিন্তু নাহ, মাইনসের টাকা হয়ে গেলে মাইনসের বিবেক বুদ্ধি লোপ পায়। তার অবস্থা হইসে এইরকম, তিনি পারসোনাল ঝগড়ার মধ্যে এ১ রে হাতিয়ার বানাইসেন, অন্য কাস্টারদের ছোট করসেন। Organisation দের ছোট করসেন। অপমান করসেন। আরে ভাই। আপনি কাস্টিং না করাইলে কি অন্য কেও কাস্টিং করাবে না? ভাতে মরবে নাকি এরা? এরা হইলো অফিসিয়াল কাস্টার, লোকাল থেকে সরাইয়া কি এদেরকে অফিসিয়াল থেকে সরাইতে পারবেন?
আর একটা কমেন্ট আমি গতকাল করসিলাম আজকে আবার বলি, "এ১ ফ্যানেরা ভাবতেসেন, সিএমএফ এর টিমগুলা বা স্পেশালি জিএসএম না খেললে তাদের ভিউ কমবে না, কিন্তু এ১ না খেললে তাদের ভিউ কমে যাবে। এখন একটা কথা বলি, ধরেন এ১ এর লবিগুলাতে জিএসএম খেলা বাদ দিয়ে দিলো। তখন ১ মাস ঠিকই সবকিছু ভালো চলবে কিন্তু তারপরে বাধবে ঝামেলা। কারণ ৭০-৮০% এ১ ফ্যানেরা বা জিএসএম ফ্যানেরা খেলা দেখে রাইভালরির জন্যে। তারা দেখে এ১-জিএসএম পয়েন্ট টেবিলের কততম স্থানে আছে, কে কারে মারলো, কে #১৬ তে ওয়াইপ হইলো। কে কারে ক্লাচ দিলো, এইসব জিনিস তারা গ্রুপে পোস্ট করে, ট্রল বা ক্রিটিসাইজ বা সমালোচনা যাই বলেন না কেন এগুলা করে তারা মজা পায়, আলোচনা করে। তর্ক-বিতর্ক করে। এখন জিএসএম যদি এই লবি খেলাই বাদ দেয়। ১-১.৫-২ মাস পরে দেখবেন সেখানেও ভিউ কমে গেসে"। কারণ রাইভালরি নাই। ভাবসেন কি? অন্য টিমের সাথে রাইভালরি করবে? এটা হবার সম্ভাবনা ৯৫%ই নাই। কারণ, সিজন ২-৩ এ১, জিএসএম ২ দলই ছিলো। সিজন ৪ এ জিএসএম যায় নাই। ভেনম, ১৯৫২ ছিলো। সিজন ৫ পুরা এ১, পিটি, ১৯৫২ আর কারা কারা খেললো। সিজন ৬ এ এ১ জিএসএম টিআরজেড ১৯৫২ খেলসে। সিজন ৭-৮ এরা কেওই খেললো না। এতো টিম আসলো গেলো। পিটি আর ১৯৫২ চ্যাম্পিয়নশীপ খেলে আসলো, টিআরজেড সেই সিজন ৫ থেকে খেলতেসে, তাও কিন্তু এরা কেওই এ১ এর রাইভাল হইতে পারে নাই। রাইভাল সেই জিএসএমই আছে। সো, যখন জিএসএম থাকবে না। তখন আস্তে আস্তে ভিউ কমেই যাবে।
নাট বল্টু ভাই, এইসব অহংকার আর পলিটিক্স অফ করেন। এইসব করে বেশীদুর আগাইতে পারবেন না। আর পলিটিক্স ভাই করেন গিয়া, আপনাদের বয়স হইসে করতে পারেন কিন্তু এইসব বাচ্চা বাচ্চা পোলাপাইনদের কেন জড়াইতেসেন? এগুলার ক্যারিয়ার খাইয়া দিতেসেন। এখন কোন কেসজনিত ঘটনা ঘটলে কি হবে? খালি আপনি আর ফিনিক্স ভাই ফাসবেন? ফাসবে তো প্লেয়াররাও। নিজে নিজের পিছনে বাশ মারেন সমস্যা নাই। প্লেয়ার বা টিমদেরকে জড়াইয়েন না। গেইম এমনেই ব্যান, আর আপনারা করতে আসছেন এইটা নিয়া পলিটিক্স। এইসব বাদ দিয়া সমঝোতায় বসেন, সমোঝোতা করেন।
আপনি কোন নেতা বা কোন মিনিস্টার তা জানি না কিন্তু আপনার ক্ষমতা এখানে আইনেন না। ক্ষমতা দেখায়া অনেকেই কমিউনিটি হাতাইতে গিয়ে পোলাপাইন তাদেরেই হাতাইয়া দিসে। এইসব বাদ দিয়ে মিউচুয়ালে আসেন। আর যদি মিউচুয়ালে না আসেন। আপনার পাওয়ার এতোই বড় থাকে, তাইলে গেমটা আনব্যান করেন। তারপরে ফিনিক্সওপি টাইম ভাইরে বাইর করলে করেন দেখি কেমন ক্ষমতা আপনার।