
02/07/2025
আজ আমার জন্মদিন, সবাই আমাকে অনেক জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️🙏
একটু লিখি.....
আমি ২৭বছর ধরে পৃথিবীতে আছি 😅
ভগবান কৃপা করে আমাকে একটা ভালো পরিবারের পাঠাইছে, আমাকে পৃথিবীতে আনার জন্য সবার আগে মা আর বাবার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ ❤️❤️।।।আমি আমার মায়ের তিন মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে, আমার মা ❤️কারো জন্মদিনের কথা মনে রাখে না কোন তারিখ মনে রাখতে পারে না কিন্তু, আমার জন্মদিনে এক সপ্তাহ আগে থেকে সে তারিখ মনে করতে থাকে।। 😇😇😇
এখন আসি জন্মদিন পালন কিভাবে শুরু হল সেটার গল্প করবো, আমার জন্মদিন পালন করে আমার বড় দিদি, আমি যখন স্কুলেও পড়িনা, তখন আমার প্রথম জন্মদিন পালন করা হয়েছে। আমি ঠিক জানিনা এর আগে করা হয়েছে কিনা, ছোটবেলায় দেখতে আমার জন্মদিন আসলে সবার আগে আমার দিদি বেশি করে খুশি হইত, ও মা-বাবাকে বইলা আমার জন্মদিন পালন করতো।দিদি ওর সব বান্ধবীদের আমার জন্মদিনে দাওয়াত করত এবং ওরা এসে মজা ও করতো, ..একমাস পরে কিন্তু ওর জন্মদিন, কখনোই ওর জন্মদিন পালন করত না,😒 কারণ ওর জন্মদিনে সবসময় এক্সাম পড়তো 😅😅।।
এরপর স্কুল কলেজ অনেক ফ্রেন্ড সবাই আমার জন্মদিন অনেক অনেক মজা করে পালন করতো। এরপর আসে ভার্সিটি লাইফে, ভার্সিটি লাইফের ফ্রেন্ডরাও বার্থডে সেলিব্রেশন করেছে,
এখন আসি প্রিয় মানুষটার কথায়, সে আমাকে আমার বার্থডের দিন স্পেশাল ফিল করাইছে সব সময়, স্পেশাল করেছে আমার জন্য। কিন্তু আমার জন্মদিনে উইশ করতে ভুলে গেছে ২ বছর,মানে ঔ দিনে দেরি করে উইশ করছিল 😏
❤️কনা, আমার ছোট বোন সে আমাকে অনেক সারপ্রাইজ দিছে, সে মানুষ ছোট হলে কি হইব তার সারপ্রাইজ গুলো অনেক বড় বড় ইমোশনাল ছিল 😘ভগবানের কাছে এটুকুই কৃপা চাই, আমি যেন আমার জীবনের সবকয়টা জন্মদিন যেন এমন করে আমার পরিবারের সাথে কাটাতে পারি 😇।।
প্রত্যেকটা জন্মদিনে আমার এক একটা করে গল্প আছে 🤣🤣
এই দিনে এমন কিছু হয় যেটা গল্প করে এবং সারা জীবন স্মরণীয় হয়ে থেকে আমার জন্য 😂
ওকে টাটা 🐸