25/06/2025
আমরা প্রত্যেকেই অনেক বেশি কথা বলি কিংবা দিনশেষে সমস্ত কিছু কারও না কারও কাছে মন খুলে বলতে চাই। কিন্তু' সেটা সবার সাথে না। তার জন্য কিছু বিশেষ মানুষ লাগে। যে আমাদেরকে শুনবে, বুঝবে, বুঝাবে, আগলে রাখবে, কথা জমিয়ে রাখার বিশ্বস্ত সঙ্গী হবে। শুধু কথা বলে' যে 'মানসিক শান্তি' পাওয়া যায় তা বোধহয় পৃথিবীতে আর অন্য কিছুতে নেই। আমাদের কথা হোক, কথা বলার একান্তই একজন মানুষ হোক !
© Sithi Halder