Doctor BD

Doctor BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor BD, Digital creator, Fulbaria.

25/06/2025

আমরা প্রত্যেকেই অনেক বেশি কথা বলি কিংবা দিনশেষে সমস্ত কিছু কারও না কারও কাছে মন খুলে বলতে চাই। কিন্তু' সেটা সবার সাথে না। তার জন্য কিছু বিশেষ মানুষ লাগে। যে আমাদেরকে শুনবে, বুঝবে, বুঝাবে, আগলে রাখবে, কথা জমিয়ে রাখার বিশ্বস্ত সঙ্গী হবে। শুধু কথা বলে' যে 'মানসিক শান্তি' পাওয়া যায় তা বোধহয় পৃথিবীতে আর অন্য কিছুতে নেই। আমাদের কথা হোক, কথা বলার একান্তই একজন মানুষ হোক !

© Sithi Halder

ফুসফুস শুধু শ্বাস নেয় না—রক্তও তৈরি করে!নতুন এক গবেষণায় দেখা গেছে, ফুসফুস প্রতি ঘণ্টায় ১ কোটির বেশি প্লেটলেট তৈরি করে। আ...
28/05/2025

ফুসফুস শুধু শ্বাস নেয় না—রক্তও তৈরি করে!

নতুন এক গবেষণায় দেখা গেছে, ফুসফুস প্রতি ঘণ্টায় ১ কোটির বেশি প্লেটলেট তৈরি করে। আগে ভাবা হতো, রক্ত শুধু অস্থিমজ্জায় তৈরি হয়। কিন্তু এখন জানা গেছে, ফুসফুসেও আছে রক্ত তৈরির স্টেম সেল!

এই চমকপ্রদ আবিষ্কার ভবিষ্যতে রক্তের রোগের চিকিৎসায় নতুন দরজা খুলে দিতে পারে।

🫁 ফুসফুস: এখন শুধু নিঃশ্বাসের নয়, রক্ত তৈরির কারখানাও!

They don’t even know they're passing the best time of their life! 🖤I miss my friends 🥺
28/05/2025

They don’t even know they're passing the best time of their life! 🖤
I miss my friends 🥺

আজ ২৬/৫/২০২৫ ইং তারিখে সোমবার সকাল ৭টার কিছু পরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কাজ করতে...
27/05/2025

আজ ২৬/৫/২০২৫ ইং তারিখে সোমবার সকাল ৭টার কিছু পরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে নির্মান শ্রমিক মো: হাসান মিয়া (৩০) গুরুতর ভাবে মাথায় আঘাত পেয়ে আহত হন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি রড বল্টু সহ তার মাথায় এসে পড়লে হেলমেট ভেঙ্গে সেটি মাথার হাড় ছিদ্র করে মগজের ভিতরে ঢুকে যায়। সাথে সাথেই তার সহকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক দ্রুত সিটি স্ক্যান করান এবং নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ রোগীটিকে জরুরী বিভাগেই পর্যবেক্ষন করেন। পরবর্তীতে দ্রুত হাই ডিপেন্ডেসি ইউনিট (এইচ ডি ইউ) এ স্থানান্তর করা হয়। রোগীর স্বজন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ তদারকী প্রতিষ্ঠানের সুপারভাইজার এর সম্মতিতে মাত্র ১ ঘন্টার মাঝেই মস্তিস্কে অপারেশন এর সকল ব্যবস্থা গ্রহন করা হয়। অপারেশনের মাধ্যমে মগজের ভিতরর প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত দেবে যাওয়া রড টি সফলভাবে বের করে নিয়ে আসেন নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ ও তার টিম। অপারেশনে সার্বিক তত্বাবধানে ছিলেন হাসপাতালের দক্ষ এনেস্থেশিওলজিস্ট বৃন্দ। ৩ ঘন্টার সফল অপারেশনের পরে রোগীর জ্ঞান ফিরে আসে এবং তিনি হাত - পা স্বাভাবিকভাবে নাড়াতে পারেন, কথাও বলতে পারেন। রোগীর স্বজনরা এত দ্রুত ব্যবস্থা গ্রহন করে রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
East West Medical College & Hospital

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
22/05/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।❤️

~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

💟
14/05/2025

💟

09/05/2025

Dive Into the Duodenum! | Anatomy Viscera Demonstration in Bengali
পাকস্থলীর পরের অংশ—ডুওডেনাম (Duodenum)। এর গঠন, অবস্থান জানুন এই ভিডিওতে।


Doctor BD

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়।  কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে...
04/05/2025

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে।

লাইফ ইজ ফুল অফ চয়েসস। শব্দ দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলব... সেই চয়েসটাও কেবল আমাদের!

©

Doctor BD

01/05/2025

একটি জাপানি প্রবাদ আছে,

“যদি কখনো মনে হয় যে আপনি সবকিছু হারিয়ে ফেলছেন,
তবে মনে রাখবেন, গাছেরাও প্রতি বছর তাদের পাতা ঝরিয়ে ফেলে, তবুও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে
এবং অপেক্ষা করে ভালো দিনগুলোর জন্য।”

MashaAllah! Allah help those, who help themselves:)        Doctor BD
30/04/2025

MashaAllah!
Allah help those, who help themselves:)



Doctor BD

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctor BD:

Share