Raqi Abir Hasan

Raqi Abir Hasan জ্বিন,যাদু,বদনজর,ওয়াসওয়াসা একমাত্র শিরিক কুফুর মুক্ত চিকিৎসা হলো রুকইয়াহ।

10/07/2025

অনেকেই জানতে চান আমাদের রুকইয়াহ সেন্টার কোথায় অবস্থিত।

আমাদের রুকইয়াহ সেন্টার এখন দুই জায়গায় পরিচালিত হচ্ছে- ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া।

যারা যাদু, জ্বিন, বদনজর ইত্যাদি সমস্যায় ভুগছেন এবং রুকইয়াহ সেশনের মাধ্যমে শরঈ চিকিৎসা নিতে চান, তারা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
📍ঢাকা সেন্টার:
ট্যানাড়ী মোড়, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
📞যোগাযোগ: 01999474498
📍ব্রাহ্মণবাড়িয়া সেন্টার:
নতুন ওয়াবদা গেইটের পশ্চিমে, কাস্টমস অফিস সংলগ্ন, পুনিয়াউট, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
📞যোগাযোগ: 01934775573

⏰কল করার সময়:
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
নামাজের সময় কল করবেন না।
কল রিসিভ না হলে ধৈর্য ধরুন, কল ব্যাক করা হবে ইনশাআল্লাহ।
সিডিউল নেওয়ার সময় খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

কেন আমাদের রুকইয়াহ সেন্টার বেছে নেবেন?
▪️অভিজ্ঞ রাকি:
বছরের পর বছর সফলভাবে রুকইয়াহ সেবা দিয়ে যাচ্ছি।
▪️সরাসরি রুকইয়াহ + পূর্ণ গাইডলাইন:
রুকইয়াহ ছাড়াও সেলফ রুকইয়াহ, আমল, লাইফস্টাইলসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
▪️সর্বোচ্চ প্রাইভেসি:
এক পেশেন্টের সাথে অন্য পেশেন্টের যেন দেখা না হয় সর্বোচ্চ চেষ্টা করা হয়। এমন কোন ভিডিও/ছবি আপলোড যা পেশেন্টের প্রাইভেসি নষ্ট হবে।
▪️রাকির সাথে সরাসরি যোগাযোগ:
সেশনের পর যেকোনো জটিলতা বা প্রশ্নে রাকির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।
▪️বিশ্বস্ত ও শরঈ ভিত্তিক চিকিৎসা:
কোনো তাবিজ-কবচ নয়—শুধু কুরআন ও সহিহ দোয়ার মাধ্যমে চিকিৎসা করা হয়।
▪️অন্য সেন্টারের তুলনায় খরচ তুলনামূলকভাবে কম।
▪️আর্থিক সমস্যা থাকলে আমরা মানবিক দৃষ্টিতে বিবেচনা করি।

29/06/2025

🔴 "স্বামী নাকি নিরব দর্শক?"

একজন নারী বিয়ের পর তার সব স্বপ্ন, আশা আর বিশ্বাস দিয়ে যখন স্বামীর ঘরে আসে, তখন সে চায়—সেই মানুষটা হবে তার সবচেয়ে বড় আশ্রয়।
কিন্তু কেমন লাগে, যখন সে দেখে—তারই স্বামী চুপচাপ দাঁড়িয়ে থাকে, যখন তার মা-বোনের হাতে সে অপমানিত হয়, মার খায়, মানসিকভাবে ভেঙে পড়ে?

📌 একজন স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় দেখে চুপ থাকে, সে কি সত্যিই স্বামী, নাকি একজন নিরব নির্যাতনের সাথী?

কুরআনে বলা হয়েছে:
পুরুষগণ নারীদের রক্ষণাবেক্ষণকারী..."(সূরা আন-নিসা: ৩৪)
তাহলে সেই রক্ষা কোথায় গেল?

মা-বোন হোক কিংবা অন্য কেউ—স্ত্রীর ওপর অন্যায় হচ্ছে মানেই, স্বামীর কর্তব্য হলো সেটা থামানো।
🔻 নয়তো সে পরকালে জবাবদিহির জন্য প্রস্তুত থাকুক।

সংসার টিকিয়ে রাখতে হলে, সুবিচার জরুরি। স্ত্রীও কারো মেয়ে—যেমন মা-বোন আপনার প্রিয়, তেমনি স্ত্রীর সম্মানও আপনার দায়িত্ব।

❤️ নিজের স্ত্রীকে অপমানিত হতে দেখেও যে চুপ থাকে, সে একজন কাপুরুষ—না একজন প্রকৃত পুরুষ।

26/06/2025

রুকইয়াহ শুধু সামর্থ্যবানদের জন্য নয় – এটা সবার জন্য 🖤

"ভাই, টাকা না থাকলে কি রুকইয়াহ করা যাবে না?"

এমন অনেক মেসেজ পাই আমরা। অনেকেই জ্বিন-যাদু, বদনজর বা মানসিক চাপের ভেতর দিয়ে যাচ্ছেন, কিন্তু আর্থিক সংকোচে সাহস করে রুকইয়াহর দ্বারস্থ হতে পারছেন না।

📌 রুকইয়াহ আমাদের কাছে শুধু একটি সেবা নয়, এটি ইবাদত। আর ইবাদতের দরজা কখনোই টাকার মোড়কে আটকে থাকতে পারে না।

✅ আমাদের লক্ষ্য একটাই – মানুষ যেন সুস্থ হয়, আল্লাহর দিকে ফিরে আসে।
তাই কারো যদি সাময়িক আর্থিক অসচ্ছলতা থাকে, সে আমাদের জানাক ইনশাআল্লাহ। সাধ্যমতো ছাড়ে—যা সম্ভব, তাই করবো ইনশাআল্লাহ।

📌 শয়তান তো চায় আপনি দুর্বল থাকুন, অসুস্থ থাকুন, হারিয়ে যান।
আর আমরা চাই- আপনি সুস্থ হোন, শক্ত হোন, ঈমানের আলোয় আলোকিত হোন।আপনি ভুগবেন না আর অন্ধকারে থাকবেন না।

আপনার ইচ্ছা থাকুক, বাকি দায়িত্ব আমাদের।

📞 যোগাযোগ করুন – ইনবক্সে একটি বার্তা দিন।
🤍 রুকইয়া হেল্প লাইন - Ruqyah Help Line পরিবার আপনার পাশে আছি ইনশাআল্লাহ।

25/06/2025

শত্রু বা জ্বিন, নজর, হিংসা বা ক্ষতিকর পরিকল্পনা থেকে গোপন থাকার জন্য কুরআন-সুন্নাহ অনুযায়ী কিছু আমল:

১.সুরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত পড়া:

وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَـٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
অর্থ: আর আমি তাদের সামনে এক প্রাচীর ও পেছনে এক প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদের আবৃত করেছি; ফলে তারা কিছুই দেখতে পায় না।”

২. সূরা কাহাফের ৫৭ নম্বর আয়াত:
إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا
অর্থ: "নিশ্চয়ই আমি তাদের হৃদয়ের উপর আবরণ দিয়েছি, যেন তারা তা উপলব্ধি করতে না পারে এবং তাদের কানে দিয়েছি বধিরতা।"

৩. সূরা নাহলের ১০৮ নম্বর আয়াত:
أُولَـٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّـهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ
অর্থ: "এরাই তারা যাদের অন্তর, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন; আর এরাই হচ্ছে গাফিল।"

৪. সূরা জাসিয়ার ২৩ নম্বর আয়াত:
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَـٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّـهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً
অর্থ: "আপনি কি তাকে দেখেছেন, যে তার প্রবৃত্তিকেই তার উপাস্য বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন, এবং তার শ্রবণশক্তি ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, আর তার দৃষ্টির উপর পর্দা ফেলে দিয়েছেন।"

এই আয়াত গুলো বারবার পড়ে নিজের উপর ফুঁ দিলে শত্রুদের দৃষ্টি থেকে গোপন থাকা যায়, ইনশাআল্লাহ।

৫. দোয়া:
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
"হে আল্লাহ! আপনি যেভাবে ইচ্ছা তাদের (শত্রুদের) মোকাবিলা করুন।" (বুখারি)

৬. নফল রোযা ও তাহাজ্জুদ*—রুহানী শক্তি বাড়ায় এবং হিফাজত নিশ্চিত করে।

এই আমলগুলো নিয়মিত করলে, ইনশাআল্লাহ, শত্রুর দৃষ্টি ও ক্ষতি থেকে হেফাজতে থাকবেন।

শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন।
রুকইয়া হেল্প লাইন - Ruqyah Help Line

24/06/2025

💔 বিয়ে হচ্ছে না কেন?

প্রশ্নটা শুধু আপনার না, অনেকেরই!

সব ঠিকঠাক থাকলেও কেন যেন কিছু একটা বাঁধা হয়ে দাঁড়ায়…
কখনো পরিবার রাজি না, কখনো প্রস্তাব এসেও হারিয়ে যায়।
মনে হয়, অদৃশ্য কোনো দেয়াল যেন দাঁড়িয়ে আছে আপনার সামনে।

❗এইসব হতে পারে —
বিয়ে বন্ধের যাদু
হিংসা/হাসাদ
বদনজর এর ফল।

কীভাবে বুঝবেন?
• একাধিক সম্পর্ক ভেঙে যাওয়া
• নিজেকে সবসময় অপ্রস্তুত মনে হওয়া
• পাত্র/পাত্রী রাজি হলেও হঠাৎ মত পরিবর্তন
• মানসিক চাপ ও হতাশা
• অকারণে কান্না ও একাকীত্ব
এছাড়া অন্যান্য রুকইয়াহ রিলেটেড লক্ষ্মণ থাকতে পারে।

মনে রাখবেন:
যাদুর বাঁধা আল্লাহর ইচ্ছায়ই ভাঙে।
আর কুরআন সেই শক্তিশালী অস্ত্র যা অন্ধকারকে ছিন্ন করতে পারে।

আসুন, অবহেলা না করে রুকইয়াহর মাধ্যমে মুক্তির পথ খুঁজি।

#রুকইয়াহ #বিয়ে_বন্ধ #সুন্নাহচিকিৎসা #আল্লাহর_আশ্রয়

23/06/2025

রুকইয়াহ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ:

রুকইয়াহ কী?
রুকইয়াহ হচ্ছে কুরআন ও হাদীসের দোয়া দিয়ে শরীর, মন ও আত্মাধিক চিকিৎসা পদ্ধতি। যেটি মূলত জ্বিন, যাদু, বদনজর ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার ইসলামিক উপায়।

⚗️ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে রুকইয়াহ:

১. শব্দতরঙ্গ (Sound Vibration) ও মন:*
- কুরআনের আয়াত পাঠের মাধ্যমে তৈরি হয় নির্দিষ্ট কম্পন (frequency)।
- বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়, কুরআন পাঠের শব্দ হৃদস্পন্দন ও মস্তিষ্কে প্রশান্তি আনে।
- EEG স্ক্যানেও দেখা গেছে — কুরআনের শব্দে *brainwave (alpha waves)* বেড়ে যায়, যা মানসিক চাপ কমায়।

২. মনোবিজ্ঞান ও বিশ্বাস (Placebo Effect):
- একে অনেকে “Placebo Effect” বলে ব্যাখ্যা করে —
যখন রোগী বিশ্বাস করে সে সেরে উঠবে, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেয়।
- কিন্তু রুকইয়াহ কেবল মানসিক নয়, অনেক সময় শারীরিকভাবে স্পষ্ট পরিবর্তনও দেখা যায় (হাঁচি, বমি, জ্ঞান হারানো ইত্যাদি), যা প্লেসবো ছাপিয়ে যায়।

৩. কুরআনের আয়াত ও DNA:
- ২০১5 সালের একটি মুসলিম গবেষণায় দাবি করা হয়, সূরা ফাতিহা ও আয়াতুল কুরসির নির্দিষ্ট তিলাওয়াতে মানব দেহের *DNA repairing process* সক্রিয় হয়।
- যদিও এটা প্রমাণের জন্য আরও গবেষণা দরকার।

🧠 রুকইয়াহ ও সাইকোথেরাপি:
- জিন, যাদু আক্রান্ত রোগীরা অনেক সময় আতঙ্ক, হতাশা, ভয়, দুঃস্বপ্নে ভোগেন।
- রুকইয়াহ রোগীর মনোবল বাড়ায়, আত্মবিশ্বাস দেয়, পজিটিভ মনোভাব তৈরি করে —
ঠিক যেমন আধুনিক সাইকোথেরাপির কাজ।

🧬 রুকইয়াহ ≠ জাদু বা গোঁড়ামি।
- এটি একটি স্পিরিচুয়াল হিলিং পদ্ধতি, যা কুরআন দিয়ে — কৃত্রিম কিছু নয়
- ইসলাম এই চিকিৎসা অনুমোদন করে, তবে শর্ত হলো — কুরআন-হাদীস ভিত্তিক হতে হবে, শিরকমুক্ত হতে হবে

রুকইয়াহ কেবল ধর্মীয় আচার নয়, বরং এতে রয়েছে মানসিক প্রশান্তি, দেহে ভারসাম্য, চিন্তায় শক্তি এবং আত্মায় বিশ্বাস। আধুনিক বিজ্ঞান এর অনেক দিককে ব্যাখ্যা করতে পারলেও, কিছু রহস্য এখনও ব্যাখ্যার বাইরে।

29/05/2025

জ্বীনদের দ্বারা সৃষ্ট অসুস্থতা এবং ক্ষতির প্রকার।

জ্বীন মানুষের বিভিন্ন ধরনের অসুস্থতা এবং ক্ষতির কারন হতে পারে, যা তাদের মনোবিজ্ঞান, মেজাজ, শরীর, সম্পদ সম্পত্তি, ব্যবসা ও অন্যদের সাথে সম্পর্ক বা পড়াশোনা কে প্রভাবিত করতে পারে।
আমরা যে অসুস্থতার কথা জানবো, তা হয়তো মানুষের দ্বারা জিনের আধিপত্য বা যাদুবিদ্যার কারণে ঘটতে পারে।

১- তীব্র ভয়৷
২- মনস্তাত্ত্বিক এবং স্নায়বিক রোগ (উন্মাদনা, হতাশা, উদ্যোগ, টেনশন ও মৃগী রোগ) ওয়াসওয়াসা।
৩- শারীরিক অসুস্থতা( অর্থাৎ শারীরিক অসুস্থতা যা মানুষের ঔষধ ও চিকিৎসা করতে অক্ষম, সহজ ভাষায় বলতে দীর্ঘদিন ট্রিটমেন্ট করেও কোন উপকার হচ্ছে না)
৪- হ্যালুসিনেশন।
৫- মানুষের মধ্যে বিদ্বেষ জাগানো, স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা, ব্যবসা-বাণিজ্য, বন্ধুবান্ধব ও পরিবারের মাঝে বিভেদ সৃষ্টি করা।
৬- মেয়েলি রোগ (বন্ধাত্ব এবং অনিয়মিত মাসিক/অতিরিক্ত রক্ত যাওয়া।
৭- যৌন সমস্যা (পুরুষত্বহীনতা)
৮- অতিরিক্ত রাগ যার কারনে ঘরবাড়ি ও জিনিসপত্র/আসবাবপত্র ভাংচুর করা।

21/05/2025

বাচ্চাদের সমস্যা গুলো অধিকাংশ মা/বাবার সমস্যা থেকে শুরু হয়।

যে মেয়েরা যাদু/জ্বিনে আক্রান্ত,খেয়াল করবেন তাদের সন্তানরাও অসুস্থতায় ভুগে। একের পর এক অসুস্থতা, শুকিয়ে যাওয়া, অতিরিক্ত কান্না, দুষ্টামী সহ নানান সমস্যায় জর্জরিত থাকে। বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে জ্বিন যাদুও জটিল হতে থাকে। এক পর্যায়ে বাচ্চারাই হয়ে উঠে জ্বিন যাদুর পেশেন্ট।
এর থেকে পরিপূর্ণ সুস্থতার জন্য বাচ্চার পাশাপাশি মায়ের রুকইয়াহ করা প্রয়োজন।

20/05/2025

অনেকেরই প্রশ্ন! আমি কিভাবে বুঝবো আমার জিন-যাদুর সমস্যা আছে কি না? এখানে বেশ কিছু লক্ষণ দেয়া হলো। বেশ কিছু লক্ষণ মিলে গেলেই বুঝতে হবে আমার জিন-যাদুগত সমস্যা আছে।

ক- ঘুমন্ত অবস্থায়:-

★ ঘুম হয় না। যার কারণে সারারাত শুয়ে থাকলেও অনিদ্রায় কাটানো

★ উদ্বিগ্নতা:হঠাৎ ঘুমের ভিতর লাফিয়ে ওঠা।

★ বোবায় ধরা: ঘুমের মাঝে কেউ চেপে ধরে খুব কষ্ট হয় , প্রায়ই রাতে এমন ঘটনা ঘটে !!

★ ঘুমের মাঝে প্রায়াই চিৎকার করা, গোঙানো, হাসি-কান্না করা

★ ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা।

★ স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা।

★ স্বপ্নে মানুষের আকৃতির মতো ভয়ংকার কাউকে দেখা যেমন বেশ লম্বা, অনেক খাটো, মিডিয়াম ,অনেক সাদা, অনেক কালো, অথবা কেউ আপনাকে হত্যা করার চেষ্টা করছে ইত্যাদি।

★ স্বপ্নে কোন প্রাণী দেখা যেমনঃ কুকুর, বিড়াল, ইঁদুর, পেঁচা, সিংহ, শিয়াল, ষাড়, সাপ,বানর,পাখি,

আবার এমন হতে পারে এই প্রাণীগুলো আপনাকে আক্রমণ করতে চায় অথবা আক্রমণ করে।

★ স্বপ্নে গোরস্থান বা পরিত্যক্ত যায়গা, কোনো নির্জন স্থানে নিজেকে বারবার দেখা। অথবা কোনো মরুভূমি বা সাগর, নদীর পাড়ে নিজেকে দেখা।

★ স্বপ্নে জ্বিন-ভুত দেখা।

★ স্বপ্নে জিনা ব্যভিচার দেখা। মাহরামদেরকেও এই অবস্থায় স্বপ্নে দেখা।

★ বেশি বেশি স্বপ্নদোষ হওয়া।

★ স্বপ্নে নিজেকে উড়তে দেখা।

★ কোন বিপদ হলে সেগুলো আগে স্বপ্ন দেখা।

★ স্বপ্নে প্রায়ই বিভিন্ন জিনিস খাওয়া।

খ- জাগ্রত অবস্থায়:-

★ দীর্ঘক্ষন মাথাব্যথা : ডাক্তারের চিকিৎসায় তেমন কোন কাজ হয়না।

★ ইবাদত বিমুখতা: সালাত,যিকির, তিলাওয়াতে সময় দিতে ইচ্ছে করে না।ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি। ইবাদত বন্দেগীতে সমস্যার বৃদ্ধি।

★ অল্পতেই প্রচন্ড রেগে যাওয়া।

★ শ্বাসকষ্ট হওয়া যা দীর্ঘ চিকিৎসায় ভালো হয়না।

★ মৃগীরোগ, খিচুনী

★ শরীরের একাধিক স্থানে ব্যথা দৌড়াদৌড়ি করা কিংবা কোন অঙ্গ অকেজো হয়ে যাওয়া যাওয়া বা প্যারালাইজড হওয়া (spasticity, sclerosis) । যা ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না কিংবা অই সমস্যার কারণ ডাক্তার বের করতে পারে না।

★ একা একা কথা বলা আবার অনেক সময় ভিন্ন ভাষায় কথা বলা যে ভাষায় কথা বলতে সে অভ্যস্ত নয়।

★ স্বামী হঠাৎ স্ত্রীকে সহ্য না করা কিংবা স্ত্রী স্বামীকে সহ্য না করা, তাদের মাঝে দৈহিক সম্পর্কের অনীহা সৃষ্টি হওয়া কিংবা দীর্ঘদিন মিলন না করা।

★ বিয়ের কথা শুনলেই মেজাজ বিক্ষিপ্ত হয়ে যাওয়া, কিংবা ক্রোধ তৈরি হওয়া। বিয়ের কথা আসলেই অসুন্দর হয়ে যাওয়া।

★ নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় মাথায় অশ্লীল চিন্তা ঘোরাফেরা করা।

★ প্রায়ই অদ্ভুত আওয়াজ শোনা অথবা নাম ধরে ডাকা যা অই ব্যক্তি ব্যতীত অন্য কেউ শুনতে পায় না।

★ মাঝে মাঝে কোন কিছুই ভালো লাগেনা আত্মহত্যা করতে ইচ্ছে করে।

★ ভালো মানুষ হঠাৎ মানসিক সমস্যা দেখা দেওয়া।

★ ভালো মানুষ হঠাৎ নাস্তিক টাইপের কথা বলা।

★ প্রায় সময় মনে হয় কেউ একজন ফলো করছে অথবা পিছনে পিছনে হাঁটছে।

★ অনিয়মিত পিরিয়ড হওয়া, যেমন: এক মাসে দুইবার হওয়া আবার অনেকের দুই মাসেও একবার হয় না।ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)।

★ পুরুষদের প্রস্রাবে সমস্যা (Infection)।

★ প্রায় সময় ঘুম থেকে উঠার পর কোন কারণ ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব হওয়া। কিংবা দূর্বল লাগা বা জয়েন্টে ভাথা অনুভুত হওয়া।

★ ঘাড়ে, পিঠের উপরের অংশে ব্যথা।

★ মেরুদন্ডের নিচের দিকে ব্যথা।

★ প্রায় সময়ই শরীরে জ্বরজ্বর ভাব থাকা।

★ চোখের অবস্থার অস্বাভাবিকতা। কিংবা দৃষ্টি শক্তি কমে যাওয়া।

★ পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকা।

★ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।

★ রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব করা।

★ প্রায় সময়ই বমিবমি ভাব।

★ প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যা।

★ পেটে কোনো সমস্যা/অসুখ আছে, টেস্টে ধরা পড়ে না।

★ স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব।

★ বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা।

★ মাথা সবসময় ভারী হয়ে থাকা।

★ মাথায় প্রচন্ড উত্তাপ অনুভব।

★ প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।

★ কোনো রোগ দীর্ঘ্য-চিকিৎসায়ও ভালো না হওয়া।

★ শরীরে (ঘামে) পোড়া-পোড়া গন্ধ।

★ পঞ্চইন্দ্রীয়ের কোনো একটি দুর্বল বা অকেজো হয়ে যাওয়া।

★ শরীরের কোনো অঙ্গে সর্বদা ব্যথা থাকা।

★ পুরো শরীর অশাড়/নিশ্চল হয়ে যাওয়া।

★ চেহারা ধুসর/হলুদ হয়ে যাওয়া।

★ বুক ধড়পড় করা, দমবন্ধ অস্বস্তি লাগা।

★ অহেতুক মেজাজ বিগড়ে থাকা।

★ আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা।

★ অতিরিক্ত চুল পড়া। শ্যাম্পুতে কাজ না করা।

★ ব্যবসা বাণিজ্যে ঝামেলা লেগে থাকা। কিংবা নির্দিষ্ট একটা সময় থেকে হুট করে ব্যবসা কলাপ্স করতে থাকা।

★ যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া, কিংবা হুট করে অনীহা চলে আসা।

★ বন্ধ্যাত্ব- মেডিক্যাল কোনো কারণ ছাড়াই স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বন্ধ্যাত্ব।
এছাড়াও আরো অনেক কারণ রয়েছে।

এখান থেকে যদি তিন চারটা কারণও আপনার সাথে মিলে যায় তাহলে আপনি রুকইয়াহ করান।

রুকইয়াহ ম্যাস সেশন!!◼️ ম্যাস রুকইয়াহ সেশন কাদের জন্য?◼️ যাদের জ্বিন যাদুর সমস্যা বেশি, এবং দীর্ঘদিন যাবত অসুস্থ। আর্থিক ...
19/05/2025

রুকইয়াহ ম্যাস সেশন!!

◼️ ম্যাস রুকইয়াহ সেশন কাদের জন্য?

◼️ যাদের জ্বিন যাদুর সমস্যা বেশি, এবং দীর্ঘদিন যাবত অসুস্থ। আর্থিক দুর্বলতার কারনে বেশি পরিমাণে সরাসরি রুকইয়াহ করতে পারছেন না, তাদের জন্য এই ম্যাস সেশন অধিক উপকারী ইনশা আল্লাহ। নিশ্চয়ই সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, তিনি যাকে ইচ্ছা সুস্থ করেন।

◼️ যেসকল পেশেন্টরা অত্যাধিক অসুস্থ, অনেকদিন ধরে জ্বীন যাদুগ্রস্থ, ঘন ঘন রুকইয়াহ সেশন নিতে পারছেন না; তাদের উচিত ম্যাস রুকইয়াহ সেশন গুলোতে এটেন্ড করার চেষ্টা করা।

কারণ ম্যাস সেশনে অল্প খরচে অনেক বেশি উপকৃত হওয়া যায়। মাসের পর মাস সেল্ফ রুকইয়াহ করা থেকেও তিন দিনের ম্যাস সেশন কখনো কখনো অনেক বেশি ইফেক্টিভ হয় আল'হামদুলিল্লাহ। সুযোগ গুলো যত কাজে লাগানো যায় ততই উপকার।

◼️ ম্যাস রুকইয়াহ সেশন সম্পর্কিত তথ্যাদি–

১। ম্যাস সেশন প্যাকেজ টানা ৩ দিন হবে এবং প্রতিদিন দীর্ঘ দুই ঘন্টা+রুকইয়াহ সেশন হবে।

২। ম্যাস সেশনে সর্বোচ্চ ৪ জন পেশেন্ট এটেন্ড করতে পারবেন।

৩। গার্ডিয়ান হিসেবে প্রত্যেক পেশেন্ট একজনকে আনতে পারবেন। কোন বাচ্চা সাথে আনবেন না। গার্ডিয়ান ওয়েটিং রুমে অপেক্ষা করবে।

৪। ম্যাস সেশন নিতে হলে আমাদের থেকে অন্ততপক্ষে একটি ডায়গ্নোসিস সেশন নিয়েছেন এমন পেশেন্ট হতে হবে।

সেশন তারিখ: মে-(২০২৫) - ২৩.২৪ ও ২৫তারিখ।
(শুক্র,শনি ও রবিবার)
সেশন টাইম– দুপুর (২:৩০ -৫:৩০)
দুপুর ২ টার মধ্যে সেন্টারে উপস্থিত থাকবেন।

সেশন ফী– ৩০০০৳ প্রতিজন।
সেশন ফী প্রথমদিন পে করতে হবে৷

কীভাবে সেশন কনফার্ম করবেন?

সেশন কনফার্ম করার জন্য আমাদের মেসেঞ্জারে নক দিয়ে যোগাযোগ করুন।
মেসেঞ্জারঃ https://www.facebook.com/annurhrc?mibextid=ZbWKwL
ফোন নাম্বারঃ 01999474498
(কল টাইম সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত)

📍 ম্যাস সেশনের আসন সংখ্যা অত্যন্ত সীমিত। তাই যারা আগে সেশন কনফার্ম করবেন, শুধুমাত্র তাদেরকেই ম্যাস সেশন সিডিউল দেওয়া সম্ভব হবে।

◼️ উল্লেখ্য যে, এই ম্যাস সেশনটি শুধুমাত্র মহিলা পেশেন্টদের জন্য।

পরিচিত যারা দীর্ঘদিন জ্বীন- যাদুর সমস্যায় ভুগছেন, তাদের সাথে পোস্টটি শেয়ার করুন।

লক্ষ্মণীয়ঃ -
সেশনের আগে রুকইয়ার গোসল করে আসবেন এবং শরীরে রুকইয়াহ করা অলিভ অয়েল দিয়ে আসবেন।
নির্ধারিত সময়ে সেন্টারে চলে আসবেন। সাথে অলিভ অয়েল নিয়ে আসবেন৷

18/05/2025

রুকইয়াহ সেক্টরে যত অভিজ্ঞ রাকি হোক না কেন, এই কথা কেউ বলতে পারবে না -যে আপনি 3 /5/7 টা সেশন নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন।

এমন কথা কেউ বললে এবং আপনি নিশ্চিত প্রতারণার স্বীকার হবেন।

বেশিরভাগ পেশেন্ট এটাই খুজে!

এক‌টা সময় গিয়ে দেখা যায় এইসব পেশেন্ট বলে বেড়ায়, অনেক সেশন নিয়েছি সুস্থ হচ্ছি না -অনেক টাকা চলে গেছে,পরিবার আর টাকা দিতে চাচ্ছেন না ইত্যাদি -

আমাকে যখন কেউ প্রশ্ন করে কয়টা সেশন লাগতে পারে?

আমার উত্তর একটি -অসুস্থতা এবং সুস্থতা দুইটি আল্লাহ্ নিকট -একজন চিকিৎসক এর কাজ হচ্ছে আপনার সমস্যা নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা প্রধান করা।

রুকইয়াহ আর ডাক্তারী চিকিৎসা এক না এটা মনে রাখতে হবে।

ডাক্তারের চিকিৎসা একটি সিদ্ধান্তে যাওয়া যায়।

কিন্তু রুকইয়াহ চিকিৎসা ভিন্ন -এখানে প্রতিটা মুহুর্তে পেশেন্ট কে যুদ্ধ করতে হয় এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে। জ্বিন যাদুর পেশেন্ট দের শারীরিক সিমটম পরিবর্তন হতে থাকে প্রতি ঘন্টা/দিনে। সেক্ষেত্রে কিভাবে বলা সম্ভব এতটা সেশন নিলে সুস্থ হয়ে যাবে??

অভিজ্ঞ রাকি সমস্যা নির্ণয় করে প্রসেস অনুযায়ী চিকিৎসার গাইডলাইন প্রধান করে -পেশেন্ট সেগুলো যথাযথ অনুসরণ করলে একটি সময় গিয়ে দেখা যায় সমস্যা গুলি আর থাকেনা।

গাইডলাইন এর ক্ষেত্রে একজন পেশেন্ট কে ডাক্তারের মতো একটি এক মাসের প্রেসক্রিপশন ধরিয়ে দিলে সুস্থতা তরান্বিত হবে!!কেননা পেশেন্ট এখানে তার প্রপার গাইডলাইন পাচ্ছেনা এবং পাবেনা -

একজন পেশেন্ট প্রপার গাইডলাইন তখনই পাবে যখন
পেশেন্ট প্রেসক্রিপশন অনুযায়ী সপ্তাহে শেষে চিকিৎসক কে তার সমস্যা গুলি লিখে জানাবে এবং চিকিৎসক সেই উল্লেখিত সমস্যা দেখে পর্যালোচনা করবে পুর্বের সাজেশন পেশেন্ট অনুসরণ করার পর বর্তমানে এই এই সমস্যা গুলি হচ্ছে এবং চিকিৎসক এটা ভাববে বর্তমান সমস্যার জন্য কোন গাইডলাইন দিলে বর্তমান সমস্যা গুলি কমে যাবে। এভাবেই একজন পেশেন্ট পরিপুর্ণ চিকিৎসা পাবে।

17/05/2025

একজন রাকী যাদুর জিনিসপত্র কিভাবে খুজে পায়?

অনেকেই জানতে চায়! রাকি কি যাদুর জিনিস খুজে পায় বা বাহির করতে পারে?

উত্তর হচ্ছে -একজন রাকি জাদুর জিনিস খুজে পায় এবং বাহির করতে পারে -এক্ষেত্রে শর্ত হচ্ছে,আল্লাহর উপর তাওয়াক্কুল এবং পেশেন্ট উপর নির্ভরতা -দ্বিতীয় আল্লাহ্ সাহায্য এক্ষেত্রেও পেশেন্ট এর প্রয়োজন -রাকির এককভাবে নিজের কোন কেরামতি নেই যাদুর জিনিসপত্র খুজে পাওয়া বা বাহির করা বা তোলার।

একজন রাকি কিভাবে যাদুর জিনিসপত্র খুজে পায়??

রাকি যাদুর জিনিসপত্র খুজে পাওয়ায় কয়েকটি মাধ্যমে রয়েছে

যেমনঃ -

(১)লাইভ রুকইয়াহ চলাকালীন যদি পেশেন্টের চোখে ভাসে বা দেখে
যাদুর জিনিসপত্র কোন জায়গায় আছে, সেখানে গিয়ে খোজে দেখা, এজন্য লাইভ রুকইয়াহ চলাকালীন পেশেন্ট কে বলা হয় মনযোগ সহকারে চোখ বন্ধ রেখে রুকইয়াহ তিলাওয়াত শ্রবণ করুন।

(২)লাইভ রুকইয়াহ চলাকালীন পেশেন্টের শরীরে থাকা খাদেম জ্বিন যদি তত্ব দেয় সে অনুযায়ী খুজে দেখা -বা খাদেম জিন যদি পেশেন্ট এর শরীরে হাজির হয়ে যাদুর জায়গা দেখিয়ে দেয় তাহলে খুজে দেখা -এক্ষেত্রে জ্বিন অনেক মিথ্যা তথ্য দেয়, এজন্য হারক,কিতালের রুকইয়াহ করে জ্বিন কে কষ্ট দিতে হয়, কষ্ট সহ্য করতে না পেরে সঠিক তথ্য দিতে শুরু করবে, শুরুতেই কষ্ট না দিয়ে শরীরে থাকা শয়তান কে বুঝানো -অনেক সময় এতেই কাজ হয়, যদি কথা না শুনে তখন তাকে প্রেশার দেওয়া বা কষ্ট দেওয়া -মোট কথা আল্লাহর হুকুম যখন হয় তখনই!

(৩)পেশেন্ট যদি স্বপ্নের মাধ্যমে জানতে বা দেখতে পারে যাদুর জিনিসপত্র কোন জায়গায় আছে সেখানে গিয়ে খুজে দেখা, এছাড়া যেখানে যাদুর জিনিসপত্র আছে সেখানে গেলে পেশেন্ট এর কিছু অনুভব হবে -অনেক সিমটম দেখা দিবে, তবে সেগুলো পেশেন্ট কে বুঝতে হবে।

-এছাড়া অন্য কোন মাধ্যম নেই যে একজন রাকি যাদুর জিনিস খুজে পাবে বা তুলতে পারবে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abir Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share