24/09/2022
এইদেশে একটা মেয়ের যখন পিরিয়ড হয়,
তখন বাপ মা সেই ব্যাপারডারে সি.আই.এ-র কনফিডেন্সিয়াল ফাইলের মতো ধামাচাপা দিতে চায়।
আবার তারাই যখন তাদের পোলার ধোন কাটায় তখন
নিজের আত্মীয়দের আমেরিকা থেকে ঢাকা নিয়ে আসে,"আসেন ,আসেন আমার পোলার লেওড়া কাটা হবে । আইসা খায়া যান (লেওড়া না, দাওয়াত)।
কেন রে ভাই তোর পোলার লেওড়া কী পদ্মা সেতু?