Saikat

Saikat মানুষের জন্য কিছু করতে চাই, মানুষের মাঝে বাঁচতে চাই 🇧🇩

__পৃথিবীটা রঙিন হলেও,জীবনের অধ্যায়টা ভীষণ সাদা কালো-!!🤍🖤?
24/07/2025

__পৃথিবীটা রঙিন হলেও,জীবনের অধ্যায়টা ভীষণ সাদা কালো-!!🤍🖤?

21/07/2025

রাজধানীর উত্তরায় আজকের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে!

এই মূহুর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা নেগেটিভ ব্ল্যাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে তাদের জীবন!

➡️ হাসপাতাল: ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ।

🔜 যেকোনো প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999-এ কল করুন। বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই কামনা করি, আমিন।

17/07/2025

তোমার পাশে কিছু নিঃশব্দ মুহূর্ত চাই, যেখানে থাকবে শুধু তুমি আর আমি, আর একটুকরো নীরব ভালোবাসা!🩶🫂✨

07/07/2025

শুধুমাত্র আমি ছাড়া আর বাকি সবাই হয় কক্সবাজারে না হয় টাঙ্গুয়ার হাওরে। 🙂

07/07/2025

ভাই আমি কেদে দিয়েছি😪😪🥹🤣🤣😬

04/07/2025

মানুষ পরিবর্তনশীল 🙂

তাকিয়ে থাকার মাঝে যে নিরব প্রেম লুকিয়ে থাকে, তা শব্দে বলা যায় না..!🌼❤️
03/07/2025

তাকিয়ে থাকার মাঝে যে নিরব প্রেম লুকিয়ে থাকে, তা শব্দে বলা যায় না..!🌼❤️

Tumi sondur kina jani nah but atutuku jani j tumak dekle maya lage,santi lage, vinno rokom onovoti,j onovoti onno kono c...
30/06/2025

Tumi sondur kina jani nah but atutuku jani j tumak dekle maya lage,santi lage, vinno rokom onovoti,j onovoti onno kono cheheray kuje pai nah😔💝

জীবনকে উপভোগ করো,প্রতিটি মুহূর্তকে মূল্য দাও|কারণ,জীবন একবারই পাওয়া যায়|💔💔
30/06/2025

জীবনকে উপভোগ করো,প্রতিটি মুহূর্তকে মূল্য দাও|
কারণ,
জীবন একবারই পাওয়া যায়|💔💔

স্বপ্ন দেখতে বাধা নেই তাই অনেক অগোছালো স্বপ্ন দেখে ফেলি জানি এই স্বপ্ন পূরণ হবার নয় তবুও মন মানতে রাজি নই 🥰
22/06/2025

স্বপ্ন দেখতে বাধা নেই
তাই অনেক অগোছালো স্বপ্ন দেখে ফেলি
জানি এই স্বপ্ন পূরণ হবার নয়
তবুও মন মানতে রাজি নই 🥰

দূর দিগন্তে চেয়ে আছিনীল আকাশের পানেমেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়োআমার এই ক্লান্ত গায়ে।          #মেঘল
16/06/2025

দূর দিগন্তে চেয়ে আছি
নীল আকাশের পানে
মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
আমার এই ক্লান্ত গায়ে।
#মেঘল

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category