Rmn Crime News

Rmn Crime News Media News Company Its kind of media news company

11/02/2022

১ লাখ টাকা যৌতুকের দাবিতে লোহার শিকল দিয়ে বেঁধে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের গৃহবধু দুই সন্তানে জননী তাসলিমা বেগমকে (৩০)কে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক ও শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

পাষান্ড স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনে নির্যাতনের শিকার হয়ে গৃহবধু তাসলিমা বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে নির্যাতিতার মা উজিরপুর উপজেলার জুগিহাটি গ্রামের জাহানারা বেগম বাদি হয়ে স্বামী বাদল মৃধা, দেবর লালমিয়া মৃধাকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতিতার মা জাহানারা বেগম জানায়, গত ১৬ বছর পূর্বে গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আব্দুর ওহাব মৃধার মেঝ ছেলে বাদল মৃধার সাথে উজিরপুর উপজেলার জুগিহাটি গ্রামের আঃ আজিজ হাওলাদারের কন্যা তাসলিমা বেগমের সামাজিক ভাবে বিয়ে হয়।

বিয়ের সময় মেয়ে জামাতা বাদল মৃধাকে যৌতুক হিসেবে ৩ ভরি স্বর্ণালংকার দেয়া হয়। এরপর বাদলকে গত ২ বছর পূবে নসিমন খরিদের জন্য নগদ ২ লাখ টাকা যৌতুক দেয়া হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু তাসলিমা বেগম অভিযোগ করেন, গত ১ মাস ধরে তার স্বামী ও দেবর আরো এক লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য তাকে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল। দাবিকৃত যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় প্রায়ই ম্বামী ও দেবর তাসলিমাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতো।

ঢাকায় চিকিৎসা শেষে গত ২৫ এপ্রিল সে (তাসলিমা) স্বামীর বাড়িতে আসেন। এ সময় দাবিকৃত যৌতুকের এক লাখ টাকা না পেয়ে নেশাগ্রস্ত স্বামী বাদল মৃধা ওইদিন গভীর রাতে কাপড় খুলে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে খাটের সাথে দু’টি তালা দেয়। এরপর বাদলের পূর্ব প্রস্তুতি অনুযায়ী লাঠি ও লোহার রড দিয়ে সমস্ত শরীরে চলে নির্যাতনের পর নির্যাতন। তাতেও ক্ষ্যান্ত হয়নি বাদল।

ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে তাতে স্ট্রীলের খুন্তি ও বড় চামচ গরম করে তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হয়। বুক থেকে শুরু করে পিছনের এমন কোন জায়গা নেই যেখানে রড ও লাঠির আঘাত এবং ছ্যাকা দেয়া হয়নি। এ সময় বাঁচার জন্য তসলিমা দুই ঘন্টা ডাকচিৎকার করে। কিন্তু কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি।

গুড়া মরিচ ও লবণ পানিতে গুলে তা বুকের ক্ষত স্থানে লাগিয়ে দেয়। এভাবে গত (মঙ্গলবার) রাতে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিচ্ছিলের বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন তাসলিমা।

তাসলিমার বোন ময়না বেগম জানান, তাসলিমা বাড়িতে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পায় ঢাকায় অবস্থানরত তাসলিমার ছেলে। সে তার মাকে না পেয়ে ওইদিন ভোররাতে পিতা বাদলের মোবাইলে ১২টি কল দেয়ার পর তিনি রিসিভ করেন। এ সময় তাসলিমা ডাকচিৎকার করে বাঁচানোর আকুতি জানালে তাসলিমার ছেলে তা শুনতে পায়। সে বিষয়টি তার নানাকে অবহিত করেন।

তারা ২৬ এপ্রিল (বুধবার) খুব ভোরে গিয়ে তাসলিমাকে শিকলে বাধা গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। এ সময় বাদল তার শ্বশুর আজিজ হাওলাদারকে মারার জন্য হুমকি দেয়। আজিজ মেয়েকে উদ্ধারে তালার চাবি চাইলে তা দেয়া হয়নি। শেষ পর্যন্ত কুড়াল ও দা দিয়ে একটি তালা ভেঙ্গে তাসলিমাকে শিকল বাধা অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনার পর অপর তালাটি নগরী থেকে চাবি কাটানোর লোক নিয়ে তা খোলা হয়।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, তাসলিমার শরীরের আগুনের ছ্যাকার চেয়েও নির্যাতন করা হয়েছে বেশী।

11/02/2022

সাগর -রুনি সাংবাদিক দম্পতি হত্যার ১০ বছর পূর্ণ হলো আজ।আসামীদের গ্রেফতার করার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়।

কিন্তু আজ দশ বছরেও মিলেনি আসামীদের সন্ধান।
কি আজব সোনার বাংলা!

11/02/2022

সহমত, একমত হলে শেয়ার।

11/02/2022
11/02/2022

মেয়েরা সাধারণত ভুল পুরুষের প্রেমে পড়ে। যে তাকে বীর্য পদার্থ ছাড়া আর কিছুই দিতে পারেনা।💔

11/02/2022

চিত্র জগৎ নিয়ে মানুষ এখন হাসি ঠাট্টা করে,এ জগত থেকে বিদায় নিয়ে ভালো করলাম না খারাপ
করলাম?

11/02/2022

অনেকদিন আগে ফেসবুকে একটি ছেলে আমাকে ম্যাসেজ করে জানায়, তার বাবা ৭ বছর আগে নিখোঁজ হয়েছে। নানান ব্যস্ততায় আর খোঁজ-খবর নেয়া হয় নি। একসময় তার কথা ভুলেই গেছি।

আজ হঠাৎ করে তার ম্যাসেজটি সামনে আসে। পড়তে গিয়ে দেখি, প্রায় ৬ মাস ধরে ছেলেটি আমাকে ম্যাসেজ করছে। সেই একই কথা, ''আমার বাবাকে খুঁজে দিন।''

আমি জানি না, ৭ বছর আগে তার বয়স কত ছিল। ১২ কী ১৩ হবে বোধহয়। যদি আর কোনদিন দেখা না হয়, এবং এই স্মৃতির বয়স যদি পঞ্চাশে গিয়ে ছোঁয়; কী হবে তখন ? তখনও কী কাউকে দেখে বলবে , ''আমার বাবা’কে খুঁজে দিন ?''

বলবে হয়ত।

সকলের শেয়ারে পাওয়াও যেতে পারে যদি আপনাদের বিবেক বলে তাহলে শেয়ার করে সহায়তা করুন।

11/02/2022

Public Figure

11/02/2022
10/02/2022

কেউ বলতে পারবেন এটা কি ফুল?
বলতে পারলে সঠিক উত্তর দাতা কে ১০০ টাকা রিচার্জ।
যত জন সঠিক উত্তর দিবেন ততজন কেই রিচার্জ দেয়া হবে।
টানা আগামি ১৫ দিন।

আর আনসার দিতে না পারলেও আরেকটি সুযোগ কাজে লাগাতে পারেন,পোস্ট টি শেয়ার করে,আপনার ওয়ালে শেয়ার করার স্ক্রিনশট আমাদের পেইজের মেসেঞ্জারে ফোন নাম্নার সহ দিয়ে দিবেন। সাথে সাথে দশ টাকা রিচার্জ পেয়ে যাবেন।
অথবা আমাদের পেইজের একজন এডমিন করা হবে।
ধন্যবাদ।

10/02/2022

যাদের সম্পত্তি তারা নিয়ে নিছে।🙂

10/02/2022

নিজের শিশুসন্তানকে বালিশচাপায় হত্যা! শিক্ষিকা মা আটক ঃ----

বিস্তারিত

সিলেটে নিজের শিশুসন্তানকে বালিশচাপা ও গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে এক মায়ের বিরুদ্ধে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সিলেট শাহপরাণ এলাকার নিপুবন আবাসিক এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

অভিযুক্ত নাজমিন জাহানকে (২৮) আটক করেছে সিলেট কোতোয়ালি থানাপুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবা সাব্বির আহমদকেও পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত শিশুর নাম সাবিহা আক্তার।

নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্টপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি শাহপরাণ থানার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, শিশুটির বাবার বাড়ি দক্ষিণ সুরমার বলদি এলাকায়। তিনি কাতার প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ছুটিতে এসেছেন।

কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না থাকায় স্ত্রী (নাজমিন) শাহপরাণ এলাকার নিপুবন-৪৯ এ আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতেন। সঙ্গে তার ছোট বোন ও আগের স্বামীর ঘরের এক সন্তান থাকতেন। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের এক পর্যায়ে বুধবার বেলা ২টার দিকে ১৬ মাস বয়েসি শিশু সাবিহার মুখে বালিশ দিয়ে চাপা দেন। পরে গলাটিপে ধরেন। এসময় বিষয়টি দেখতে পেয়ে নাজমিনের কবল থেকে তার বোন শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় নাজমিন সেখান থেকে পালাতে চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে নাজমিন বালিশচাপা ও গলাটিপে ধরার বিষয়টি স্বীকার করেছেন। থানায় ওই শিশুর বাবাও রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

10/02/2022

স্বামী সংসার সব হারিয়েছি পরকিয়া প্রেমিকের জন্য। মা বাবা টাকা পয়শা সব হারিয়েছি পরিকিয়া প্রেমিকের অধিক ভালোবাসার ফাঁদে পড়ে।
তার উপর আল্লাহর গজব পড়ুক।

সর্বশেষ যেদিন স্বামী প্রবাস থেকে ফিরলো সে দিন তার কথা অনুযায়ী টাকা পয়শা গহনা সব নিয়ে তার হাতে দিলাম।
এরপর সে বিশ মিনিট অপেক্ষা করতে বলে এখন সে ইতালিতে।

দীর্ঘ ছয় ঘন্টা অপেক্ষা করে কিছু বুঝতে পারছিলাম না আমি এখন কই যাবো,তখন তার ফোন ও অফ হয়ে গেছে, অথবা বন্ধ করে দিয়েছে।

এদিকে ফেসবুকে পোস্ট ভাইরাল মুহূর্তেই প্রবাসীর স্ত্রী উধাও পরকিয়া প্রেমিকের সাথে।

দুধের বাচ্চা টাকেও অমানুষের মতো ফেলে রেখে এসেছি,বাচ্চা আমার এতক্ষণে পাগল হয়ে গেছে দুধ খাওয়ার জন্য।
মুহূর্তে অনুভব হতে লাগলো আল্লাহ আমি কি করলাম।

শেষে মা বাবার কাছে গোলাম,বাবা মা আমার হয়তো আমাকে ফেলে দেয়নি,কিন্তু তারাও কথা বলছেনা।

সিদ্ধান্ত নিলাম এজীবন আর চাইনা।

সেটা থেকেও বঞ্চিত হলাম বাসায় ছোট বোন পাহারা দিতো কিছু করে ফেলি কিনা।

পরে স্বামী ফোন করে মাফ চাইলাম,স্বামীর চোখের পানি ঝরছে,শুধু কান্নার শব্দ শুনতে পেলাম। এরপর লাইন কেটে দিলো। পরদিন আবার কল দিলাম,শুধু বলেছে টাকা পয়শা সব তুমি সাগরে ভাসিয়ে দিলেও কিছু বলতাম না,বাচ্চাটাকো অন্তত সাথে নিতা।

এখন আর কিছু করার নেই। আমাকে ফোন না দিলে খুশি হবো।

তাই প্রায় সময় ভাবি রেল লাইনে ঝাপ দিবো,কিন্তু মহাপাপ।

আপনাদের কাছে একটি পরামর্শ চাই, আমার কি কোন ক্ষমা নেই? আপনারা যদি পরামর্শ দেন,আমার স্বামীর চোখে পড়লে পোস্ট টি হয়তো বাচ্চাটার দিকে তাকিয়ে আমাকে একটি বার ক্ষমা করতো।

আপনাদের সহযোগিতা ও পরামর্শ চেয়ে কথা গুলো লিখলাম।

পোস্ট টি শেয়ার করবেন,আমার মতো কোন বোন যেন প্রবাসী স্বামী দের না ঠকায়।
🙏🙏🙏

10/02/2022

কিছু মুহুর্ত থাকে জীবনে; যা মনে পড়লে আমরা যতোই হাসিখুশি থাকি না কেন 'চুপ' হয়ে যাই।

09/02/2022

কি বউ আনছো?
বউয়েরতো দেহি মোমের শইল। চালুন কুলাই আঙ্গাইতে পারতো না।

বিয়ের পরদিন নতুন বউ দেখতে এসে পাশের বাড়ির চাচী শ্বাশুড়ি বলেছিলো এই কথা। দেখতে শুনতে পাটকাঠির মতো ছিলাম, আর ছিলো বাচ্চা বাচ্চা চেহারা। আচরনেও তাই।

অথচ হয়ে এসেছি গেরস্ত বাড়ির বউ। ধান, পাট, গম, কলাই, তিল তিসি সবই ক্ষেতে ফলায় এ বাড়ির লোকেরা। তিনজনের পরিবার ছেড়ে যৌথ পরিবারের কুড়ি তম সদস্য হয়ে এসেছিলাম আমি। প্রথমেই চমকে গেছিলাম ইয়া বড় ভাতের পাতিল দেখে। এরপর বাড়ি ভরা ধান দেখে। এত ধানের কাজ করতে গেলেতো আগে আমার হাসপাতালে সিট বুকিং দিয়ে আসা লাগবে ।

কিন্তু না, সবার দেখাদেখি আমিও ধীরে ধীরে শিখে যেতে লাগলাম সব কাজ। শুধু তাই না, কিছুদিনেই ধান ধূলার কাজ খুব মজা লাগা শুরু হলো। এতই আগ্রহ নিয়ে কাজ করতাম পাড়ার মহিলারা বলতো, "ওই বাড়ির উঠানে মেশিন নামছে রে "। মানে এত দ্রুত দৌড়ে দৌড়ে কাজ করতাম, দেখে মনে হতো এ কাজ আমি বহু জনম ধরে করে অভ্যস্ত।

১৩ বছরের অভিজ্ঞতায় এখন আমি অনেকটা পাকা গৃহিনী। বইয়ের পাতায় মুখ গুজে থাকা বউ তার চাচী শ্বাশুড়িদের দেখিয়ে দিয়েছে চাইলেই সব কাজ শেখা যায়। কিন্তু চাইলেই চাচীরা দুই লাইন বইয়ের পড়া শিখতে পারবে না ।

®°M°Π♦√

Address

Fulbaria

Telephone

+8801911047898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rmn Crime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rmn Crime News:

Share