Food asmr

Food asmr Making funny vedieos for entertain
(2)

15/07/2025
22/06/2025

চিরকাল নরম থাকতে নেই

কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়।
না হয় সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে......🙂

তোমার স্ত্রীকে মূল্য দাও এবং মনে রেখো, তিনি তোমার প্রথম অগ্রাধিকার...তিনি একমাত্র ব্যক্তি যিনি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থ...
06/03/2025

তোমার স্ত্রীকে মূল্য দাও এবং মনে রেখো, তিনি তোমার প্রথম অগ্রাধিকার...

তিনি একমাত্র ব্যক্তি যিনি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবেন। যিনি তোমার সঙ্গে জীবন ভাগ করে নিচ্ছেন।
তিনিও তোমার মতোই নিজের বাবা-মার কাছ থেকে দূরে এসে তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন...

পরাজয়, বিজয়, দুঃখ, সুখ, কষ্ট—সবকিছু একসঙ্গে ভাগ করে নেওয়ার মানুষ তিনি।
মনে রেখো, তোমার জীবনে যার আনন্দ নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি, তিনি তোমার স্ত্রী।
বিশ্বাস করো, তোমার ভালোবাসা তোমার জন্যই লাভজনক হবে।

কারণ তিনি তোমার সঙ্গী এবং জীবনের সবকিছুর সহযোগী। তাকে সুখী করো। ❤️
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্র...
04/03/2025

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্রায় ১৫ হাজার টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন,

- বাবা, কেমন আছেন?

- হ্যাঁ, মা ভালো। তুই ভালো আছিস ত?

- আছি বাবা ভালো।

- এইভাবে বলছিস কেনো? তোর শ্বশুররা খুশি হয়েছে তো?

- ওরা কিছু বলেনি। ফুফু (জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে।

- (তখন আমার চোখের পানি টলটল করছিল) আচ্ছা মা বলিস, পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো।

- বাবা শুনো। তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?

- হ্যাঁ মা, দিবো। কেনো?

- তুমি কাপড় দিওনা। খালা (জামাইয়ের খালা) বলেছে, কাপড় দিলে সবার পছন্দ হবে না। কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। ৩০,০০০৳ টাকা দিলে, সবার নাকি হয়ে যাবে।

- আচ্ছা মা। তুই চিন্তা করিস না। আমি এখনও বেঁচে আছি।

(আমার বুঝতে দেরী হলো না, এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে।)

- আচ্ছা বাবা, এখন রাখি।

- আচ্ছা মা, ভালো থাকিস।

রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো।

- বাবা, তুমি আছো?

- হ্যাঁ, আছি। কিছু বলবি?

হ্যাঁ, ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫ হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।

- আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।

না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না।

নতুন জামাই! বাড়িতে মৌসুমী ফলমূল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি, মেয়ের বাড়িতে গরু দিতে হবে। গরুর যে দাম, কমপক্ষে ৫০,০০০৳ টাকা তো লাগবে। আবার নিজের জন্য ও একটা লাগবে।

এইখানে শেষ নয়, আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন।

এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি। নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিলো, কিছু না বলে শুয়ে পড়েছি।

মাথায় একটা বিষয় কাজ করছে। টাকা! টাকা! আর মেয়ের সুখ।

এইভাবে রাত ১২ টা। হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছে না।

পরদিন সকাল বেলা। সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে। সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কি

01/03/2025

Ramadan mubarak😍

💔
20/02/2025

💔

17/02/2025

পাড়ার দুই খালাম্মা সারাদিন দেখি ফেসবুকে ঝগড়া করে। একজনের আবার শুধু মুখ না বডিও চলে।

প্রতিবেশীরাও দুই পক্ষ হয়ে দুইজনকে লাইক কমেন্ট শেয়ার দেয়ার মাধ্যমে ঝগড়ায় পূর্ণ অংশগ্রহণ করছে। একদল রেফারীও আছে। তারা স্কোরের দিকে খেয়াল রাখছে।

আরেকদল দ্বীনি বান্দা প্রতি মুহুর্তে মনে করিয়ে দিচ্ছেন এরকম ঝগড়াঝাটি করলে আল্লাহ মাফ করবেন না।

আর আমাদের মত কিছু পাবলিক বসে আছে ঝগড়ার শেষ দেখার জন্য।

আমরা খুচরা পাপের অংশ হিসেবে এইসব দেখতেসি।

নিশ্চয়ই আল্লাহ পরম করুনাময়, অসীম দয়ালু

তিনি অবশ্যই খালাম্মাদের ঝগড়ার হাত থেকে অচিরেই আমাদের মুক্তি দিবেন......

By the way, দেশে আইন আদালত নাই? এভাবে চাইলেই কেউ কাউকে Defame করতে পারে......?
Copy

15/02/2025

ঝাল ঝাল লইট্যা শুটকি ভুনা 🤤

15/02/2025

কারো ক্ষতি করব এই চিন্তা কখনো মাথা'ই আসে নাই আমার, অথচ কত মানুষ আমার ক্ষতি করে বসে আছে।🙂

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Food asmr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share