মেহেরীন কথন

মেহেরীন কথন আসসালামু আলাইকুম 🌿

আবার ফিরে এলো জুলাই........🥲   ゚viralfbreelsfypシ゚viral    ゚  ゚followers    ゚
01/07/2025

আবার ফিরে এলো জুলাই........🥲

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

জীবন আপনাকে অনেক প্যারা দিবে।দিলে দিক...আপনি শুধু অনেক গুলো শুকনো মরিচ আর চেপাশুটকি দিয়ে অনেক ঝাল করে ভর্তা বানিয়ে গরম ভ...
30/06/2025

জীবন আপনাকে অনেক প্যারা দিবে।
দিলে দিক...
আপনি শুধু অনেক গুলো শুকনো মরিচ আর চেপাশুটকি দিয়ে অনেক ঝাল করে ভর্তা বানিয়ে গরম ভাত দিয়ে খাবেন😁।

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে থাকে শুধু মায়া আর ভরসার জন্যই।বিশ্বাস টা মনে হয় মূখ্য কিছু নয়।এমন অনেক বাবা-মা ই আছেন ...
30/06/2025

মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে থাকে শুধু মায়া আর ভরসার জন্যই।বিশ্বাস টা মনে হয় মূখ্য কিছু নয়।এমন অনেক বাবা-মা ই আছেন যারা তার সন্তান কে বিশ্বাস করে না।বেশির ভাগ স্বামী-স্ত্রীর বিশ্বাস অটুট থাকে না।আমরা সবাই জানি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু গুলা বিপদে কাজে আসে না।
তবুও সম্পর্ক গুলো টিকে থাকে মায়ায়।বাকি সম্পর্ক টিকে ভরসায়।

゚ ゚followers ゚viralfbreelsfypシ゚viral ゚

🤲 ゚  ゚followers
27/06/2025

🤲

゚ ゚followers

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
26/06/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

আমি নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি। নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ ...
26/06/2025

আমি নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি। নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোন ভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি। এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি।

যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে; যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই। প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আমার নেই। কারণ শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

শেষ বিকেলে.....    ゚viralfbreelsfypシ゚viral    ゚  ゚followers    ゚
25/06/2025

শেষ বিকেলে.....
゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

আম কিনতে গিয়ে --দাদা পিওর ল্যাংড়া তো?দোকানদার- দেখছেন না চলতে পারছে না,তাই ভ্যানে করে ঘোরাচ্ছি.....😆   ゚viralfbreelsfypシ...
25/06/2025

আম কিনতে গিয়ে --
দাদা পিওর ল্যাংড়া তো?
দোকানদার- দেখছেন না চলতে পারছে না,তাই ভ্যানে করে ঘোরাচ্ছি.....
😆

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

পার্পেল হার্ট 🌸   ゚viralfbreelsfypシ゚viral    ゚  ゚followers    ゚
22/06/2025

পার্পেল হার্ট 🌸

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

সময় টা এখন উনার😃মাননীয় হলুদ গুঁড়া 👑👑   ゚viralfbreelsfypシ゚viral    ゚  ゚followers    ゚
21/06/2025

সময় টা এখন উনার😃
মাননীয় হলুদ গুঁড়া 👑👑

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

আপনার যদি পান্তা ভাত কাঁচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যাইয়েন না।বলবেন বিরিয়ানি ভালো লাগে, তা...
21/06/2025

আপনার যদি পান্তা ভাত কাঁচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যাইয়েন না।
বলবেন বিরিয়ানি ভালো লাগে, তাইলে ডাল ভাত পাওয়ার সম্ভাবনা আছে।
আর কেউ যদি জানে পান্তা ভাত দিয়েই আপনারে খুশি রাখা যায় সে আপনারে আর গণায় ই ধরবেনা। ভাববেও না এই মানুষের চাহিদা কম, এই সম্মান টুকু করি।
কোন দিন যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছিনা তাতেই অপর পাশের পিত্তি জ্বলে যাবে। বলবে কম পানির মাছ বেশি পানিতে আসছে তাই এমন। আরেহ কেন বললো এই কথা? এত কমপ্লেইন ,এত বিরক্তিকর আচরণ।

যত লো মেন্টেনেন্স হবেন, তত কম্প্রোমাইজ করা লাগবে, আর এপ্রিশিয়েশন ও থাকবে না কোন।
কোন দিন নিজের ভাল্লাগার কিছু চাইলেই বিষ হয়ে যাবেন।

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠিএকদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক ...
21/06/2025

🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি

একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন।

প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন,
"মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন,
"মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল ‘কথা বলার ধরনে’। একজন পেল মৃত্যুদণ্ড, আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।
মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তির্যক ভাষা আনে বিপদ।
সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়—এটা এক বিশেষ গুণ।

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚followers ゚

Address

Fulbaria

Telephone

+8801625981192

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহেরীন কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share