Kamrul Hasan Khan

Kamrul Hasan Khan Killed under the rose o' teenage poet I was also the chief of the vagabonds !!

I am a travel vlogger and writer, who wants to make the internet a more positive place. I hope that my videos and articles will help people around the world to be better informed about what is going on in the world.

07/07/2025

আপনি কত টাকা ইনকাম করেন বিষয়টা মুখ্য না।
আপনার ইনকামে আল্লাহ রাব্বুল আলামীন কতটুকু বরকত দিবে সেটাই মুখ্য।
তাই সারা মাস হিসাব না করে বরকত এর আশায় দান খয়রাত করেন।

Photography: Mahbub Hossain Nabin
03/07/2025

Photography: Mahbub Hossain Nabin

29/06/2025

পৃথিবীটা স্বার্থপর আপনাকে যখন খুশি যেকেউ ছুঁড়ে ফেলতে পারে।
কাউকে আঁকড়ে ধরে থাকা যায় না চিরদিন।একা চলা আপনাকে শিখতেই হবে।

09/06/2025

বিশ্বাস করেন একদিন আপনার হাতেও অনেক টাকা পয়সা হবে; আপনারও অনেক বন্ধু হবে কিন্তু আপনি তাদের সাথে মন খুলে চলতে পারবেন না।

08/06/2025

যে সবার ভালো করে ,
তার ভালো কেউ করে না।

03/06/2025

ডিসেম্বরে নির্বাচন না পাইলে একটা দল বলবে,
আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। আমাদের নির্বাচনের দরকার নাই। আমরা দেশের জনগণকে সাথে নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে শপথ করে সংসদে গিয়ে বসলাম।

৭১ জিতছেন! কারণ সেসময় ড্রোন ছিলো না, রাফাল কিংবা অত্যাধুনিক যুদ্ধবিমান ছিলো না। ক্ষেপণাস্ত্র ছিলোনা, পারমাণবিক ছিলো না।ট...
08/05/2025

৭১ জিতছেন! কারণ সেসময় ড্রোন ছিলো না, রাফাল কিংবা অত্যাধুনিক যুদ্ধবিমান ছিলো না। ক্ষেপণাস্ত্র ছিলোনা, পারমাণবিক ছিলো না।

ট্যাংক ছিলো কিন্তু বন্যা,বৃষ্টি,কাদা মাটিতে পাকিস্তানিরা এদেশে ট্যাংক ব্যবহারে সুবিধা করতে পারেনি। তাছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশের দূরুত্ব ১৪০০ কিমি। ইন্ডিয়ার সহায়তার কথা তো নাই বললাম।

ধরেন, পাকিস্তানে কালকে যে আক্রমণ করলো যদি সেইমটা বাংলাদেশে করতো তাহলে কতো হাজার মানুষ মরতো ভেবে দেখছেন?

আজকাল যুদ্ধ লাগলে কী দিয়ে জিতবেন?
পার্টি দিয়ে? মুক্তি যুদ্ধের চেতনা দিয়ে? মার্চ টু দিল্লি দিয়ে?
ফেসবুক যুদ্ধা দিয়ে? স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়ের পদধারী সভাপতি ও সহসভাপতি দিয়ে? চাটাচাটি দিয়ে?
দশটা হুনডা ,দশটা গুন্ডা দিয়ে? নির্বাচন দিয়ে?

স্বাধীনতার ৫৪ বছর দেশকে শক্তিশালী করার বহুত সময় পেয়েছিলেন, না পারলেন স্বাধীনতা রক্ষা করতে। না পারলেন দেশকে শক্তিশালী করতে। না পারলেন দুর্নীতি বন্ধ করতে।

গতরাতে ঘুমাতে পারিনি শুধু চিন্তা করেছি এমন হামলা যদি আমার দেশে হয় তাহলে আমরা করবোটা কি!!!

আমরা যুদ্ধ চাইনা তবে শক্তিশালী হতে চাই, যেন কেউ হুমকিধামকি দেয়ার আগে কয়েকবার চিন্তা করে। তবে আমাদের কেউ আক্রমণ করলে ছেড়ে দিতে চাইনা।

দয়া করে! সবচেয়ে বড় বাজেটটা সশস্ত্রবাহিনীকে দেন।
উন্নত প্রযুক্তিতে ঢুকেন। ইঞ্জিনিয়ারিং ,মেডিকেল, বিশ্ববিদ্যালয়গুলো কাজে লাগান। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি আর নিজেদের মধ্যে কামড়াকামড়ি বন্ধ করে দেশের নিরাপত্তা আর ভবিষ্যত নিয়ে ভাবেন।

অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ দেশের বড় বড় সেক্টরগুলোতে বিশ্বাসী লোকদের বসান,হতে হবে দেশপ্রেমিক যারা দেশের ক্রান্তিলগ্নে 'আইরন মেনের' দায়িত্ব পালন করবে। তাদের বসান যারা অন্তত দেশের সাথে বেইমানি করবেনা। মীরজাফরগুলোরে সনাক্ত করে দেশপ্রেমিকদের বসানোর অনুরোধ রইলো!!!
- Anisur Rahman

02/05/2025

প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ টা বিষ্যুদবার থাকা প্রয়োজন।

“What am I in the eyes of most people — a nonentity, an eccentric, or an unpleasant person — somebody who has no positio...
28/04/2025

“What am I in the eyes of most people — a nonentity, an eccentric, or an unpleasant person — somebody who has no position in society and will never have; in short, the lowest of the low. All right, then — even if that were absolutely true, then I should one day like to show by my work what such an eccentric, such a nobody, has in his heart. That is my ambition, based less on resentment than on love in spite of everything, based more on a feeling of serenity than on passion. Though I am often in the depths of misery, there is still calmness, pure harmony and music inside me. I see paintings or drawings in the poorest cottages, in the dirtiest corners. And my mind is driven towards these things with an irresistible momentum.”
― Vincent Van Gogh

"Discover the Beauty of Tangail! 🌿🏞️Explore the hidden gems of Tangail—lush green landscapes, serene rivers, and histori...
03/04/2025

"Discover the Beauty of Tangail! 🌿🏞️

Explore the hidden gems of Tangail—lush green landscapes, serene rivers, and historical wonders! 🏕️🚤 Whether you love nature, adventure, or cultural heritage, Tangail has something for everyone.

📍 Plan your trip today and experience the charm of this breathtaking destination!

"

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Hasan Khan:

Share