Tamimology

Tamimology "Tamimology শুধুমাত্র একটি পেইজ নয়। এটা চিন্তার একটি যাত্রা।"
(1)

Assalamu alaikum wa-rahmatullah.Jum’a mubarak! ❤️
18/07/2025

Assalamu alaikum wa-rahmatullah.
Jum’a mubarak! ❤️

12/07/2025

রব্বানা... তুমি তো জানো, আমরা ক্লান্ত। তুমি তো জানো, আমরা সবকিছু ঠিক রাখতে পারি না। তুমি শুধু আমাদেরকে তোমার কাছাকাছি নিয়ে নাও। তোমার কাছেই শান্তি। তুমিইতো আমাদের আসল ঠিকানা।

04/07/2025

আপনার বিদীর্ণ হৃদয়ও আল্লাহর কাছে দামী। তাই ওটা নিয়েই দোআ করুন।

03/07/2025

কেউ বুঝে না, শুধু আল্লাহ বোঝেন। আর এটাই যথেষ্ট।

29/06/2025

সিজদায় চোখের পানি মানে ভেঙে পড়া নয়। এর মানে হলো, নতুন করে গড়ে উঠা।

27/06/2025

একটা শান্ত হৃদয়ের চেয়ে দামি কিছু নেই

07/04/2025

আসসালামু আলাইকুম! আমি তামীম। অনেকদিন ধরেই ভাবছিলাম—এই অস্থির সময়ের ভেতর একটু থেমে, গভীরভাবে কিছু কথা বলা দরকার। কিছু মনে করিয়ে দেওয়া দরকার। নিজেকে, আর আশেপাশের মানুষদের।

আলহামদুলিল্লাহ, সেই ভাবনা থেকেই একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। নাম দিয়েছি **"Tamimology"**।

এই পেইজে ইনশাআল্লাহ থাকবে—


- গভীর চিন্তা করার মতো ছোট্ট ছোট্ট কথাবার্তা

- কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া Reminder

- জীবন, সময়, সম্পর্ক, দ্বীন, বই, আর মানুষ—সবকিছু নিয়ে একফালি আলো

- মাঝে মাঝে হালকা রসিকতা, কারণ ইসলাম কেবল কাঁদার জায়গা না—মুচকি হাসির জায়গাও

- আর সব কিছুর ভেতর দিয়ে থাকবে *একটা Islamic perspective*—কখনো স্পষ্ট, কখনো নীরব, কিন্তু থাকবেই ইনশাআল্লাহ



এটা কোনো “বড় দাওয়াহ প্রজেক্ট” না। আমি একা। ক্যামেরার পেছনে আমি, ক্যামেরার সামনে আমি। স্ক্রিপ্ট লিখবো আমি, এডিটও আমি করবো। তবে ইচ্ছেটা বিশাল—ভালো কিছুর শুরু হোক, আল্লাহর জন্য।

যদি আপনি বিশ্বাস করেন যে আমাদের প্রজন্মের ভেতরে আবার *একটু আলো, একটু বুদ্ধি, একটু ঈমান* দরকার… তাহলে **এই পেইজটা ফলো করুন, Share করুন।** আর যদি ফলো না-ই করেন—তবুও *একটা ছোট্ট দোয়া করে দিন*, যেন আল্লাহ আমার নিয়তকে কবুল করেন।

মা আসসালাম!

26/03/2025

আসলে ২৪ আর ৭১ এর মধ্যে ৭৫ বড়😶

শীঘ্রই আসছে সাইমুমের কিশোর শিল্পীদের কণ্ঠে "সিয়ামের নদী"> গীতিকারঃ আবু তাহের বেলাল Abu Taher Belal > সুরকারঃ মাহমুদ ফয়সা...
18/03/2025

শীঘ্রই আসছে সাইমুমের কিশোর শিল্পীদের কণ্ঠে "সিয়ামের নদী"

> গীতিকারঃ আবু তাহের বেলাল
Abu Taher Belal

> সুরকারঃ
মাহমুদ ফয়সাল

> পরিবেশনাঃ সাইমুম কিশোর বিভাগ

> শিল্পীবৃন্দ
রাআদ ইজামা
তালহা সিফাত
এম রাহাত
আতাউর রহমান আকিব
আবরার ফাহিম আবির
আব্দুল কাইয়ুম ইয়াদ
জায়েদ বিন দেলোয়ার
আব্দুল্লাহ নাজিল
সামিন হাসান
তামীমুল এহসান (আমি অধম)

> প্রযোজনাঃ
Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

★ চোখ রাখুন সাইমুম শিল্পীগোষ্ঠীর
অফিসিয়াল ফেসবুক পেজ এবং
ইউটিউব চ্যানেলে।


Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী


Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Tamimology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamimology:

Share