18/01/2022
(Freelancing)
ফ্রিল্যান্সিং কি.? (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর গুরুত্বঃফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ঠিক কত ধরনের কাজ করতে পারবেন তার কোন শেষ নেই।....আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে , যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে।অর্থাৎ আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করবেন। এছাড়াও এ ধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই।
ফ্রিল্যান্সিং এর সুবিধাঃফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস। এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন,কোনো ইনভেস্ট ছাড়াই আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
ফ্রিল্যান্সিং বিভিন্ন পেশা থাকা সত্ত্বে কেন বেছে নিবোঃকারণ এটি একটি স্বাধীন পেশা, যেখানে সময় বেঁধে কাজ করতে হয় না।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন সাফল্যঃপ্রযুক্তির এই সময়ে আমারা সবাই কম বেশি ইন্টারনেট, কম্পিউটার ব্যবহার সম্পর্কে জানি। আমাদের প্রতিদিনের একটা বিশাল সময় কিন্তু আমারা অনলাইনে ব্যয় করে থাকি। কেউ হয়ত মুভি দেখি আবার কেউ নাটক দেখি আবার ফানি ভিডিও দেখে আমাদের এই মূল্যবান সময় নষ্ট করে থাকি। আবার কেউ বা সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে থাকি। কিন্তু তুমি যদি অনলাইনে এই সময় টুকু নিজের স্কিল বাড়াতে কিছু শিখার ক্ষেত্রে ব্যয় কর তা হলে এক সময় দেখবে তোমার স্কিল অনেক বেড়ে গেছে আবার তুমি অনলাইন থেকে তোমার এই মেধা এবং স্কিল কাজে লাগিয়ে ভাল একটা ইনকাম করতে পারছে।ফ্রিল্যান্সিং বাংলাদেশ অনেক ভাল অবস্থানে আছে।আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক এখন ফিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা আয় করছে।বিশেষ আমাদের দেশে সরকারি চাকরির অভাবে এখন শিক্ষিত অল্প বয়স্ক ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বেছে নিয়েছে।