Suhas World

Suhas World আমরা সখের কাজ গুলো
(2)

কখনো মনে হয় আপনাকে ভোলা হবে না আমার..!জানেন আপনার সাথে কাটানো প্রতিটা সময় আমার জীবনে এক গুরুত্বপূর্ণ সময় ছিলো..!কখনো বোঝ...
22/08/2025

কখনো মনে হয় আপনাকে ভোলা হবে না আমার..!
জানেন আপনার সাথে কাটানো প্রতিটা সময় আমার জীবনে এক গুরুত্বপূর্ণ সময় ছিলো..!
কখনো বোঝাতে পারব না আপনাকে আমার আপনাকে ভোলা হবে না...!

Good morning ❣️❣️❣️❣️🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺  ゚viralfbreelsfypシ゚viral  ゚videoviralシallシ2025 ゚videoviralシallシ2025
22/08/2025

Good morning ❣️❣️❣️❣️
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺

゚viralfbreelsfypシ゚viral

゚videoviralシallシ2025
゚videoviralシallシ2025

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি,মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী।
21/08/2025

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি,
মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী।

🦋তাকেই কেন ভালোবাসো?🦋-কারন সে সহজ নয়, তাকে পাওয়া সহজ নয়। সে দুর্বোধ্য, সে রহস্য, ভাবনার খোরাক। আর ভাবনাই তো ভালোবাসা ...
21/08/2025

🦋তাকেই কেন ভালোবাসো?🦋
-কারন সে সহজ নয়, তাকে পাওয়া সহজ নয়। সে দুর্বোধ্য, সে রহস্য, ভাবনার খোরাক। আর ভাবনাই তো ভালোবাসা তাই না?

🦋আর তোমার জন্য তার অবহেলা, উদাসীনতা, খারাপ লাগে না?🦋
-তবুও তাকে ভাবতে ইচ্ছে হয়, ভালোবাসতে ইচ্ছে হয়। আমার প্রতি তার উদাসীনতা তাকে রাখে আমার মনের সর্বোচ্চ আকর্ষনের স্থানে, অনুভূতির কেন্দ্রে।

🦋আর যে তোমাকে ভালোবাসে সে?🦋
-সে আমার কাছে একটা সহজ গল্পের মতো যাকে বুঝতে বারবার পড়তে হয় না, শব্দের গভীরে যেতে হয় না, পড়ার পর অনেকটা সময় ধরে আচ্ছন্নও হতে হয় না‌। সে সহজ, তাকে ঘিরে ভাবনা জড়ো হয় না, অনুভূতির তীব্রতা ছুঁয়ে যায় না।🙃

🦋তবে যে তাকেই বেছে নিলে?🦋
-একটা জীবন অনেক বড়। কারো যত্ন ছাড়া বাঁচা যায়?
_সে আমার যত্ন করবে কোন একদিন। হয়তোবা ভাবনাগুলো ও বদলাবে
নিজস্ব মতামত

Happy থাকার জন্যে Perfection এর প্রয়োজন নেই 🙂ভালো থাকার কারন গুলো চারপাশ জুড়ে গিজগিজ করছে, খালি একটু ঘাড় ঘুরিয়ে খুঁজে নি...
21/08/2025

Happy থাকার জন্যে Perfection এর প্রয়োজন নেই 🙂
ভালো থাকার কারন গুলো চারপাশ জুড়ে গিজগিজ করছে, খালি একটু ঘাড় ঘুরিয়ে খুঁজে নিতে হয়।
ভালো থাকতে পয়সা লাগে নাহহহ।
পৃথিবীতে প্রেম ভালবাসা ছাড়াও এমন অনেক কিছু আছে,অনেক সম্পর্ক আছে যা আপনার বেঁচে থাকার অনুপ্রেরণা হতে যথেষ্ট।
মানুষ তো মানুষই..এরা খুঁচিয়ে খুঁচিয়ে মন খারাপের কারন বের করে গাল ফুলাতেই জানে।
সব কিছু হতেই হবে,থাকাই লাগবে,ওই জিনিসটা চাইই চাই...এসবের বাইরে গিয়েও যে একটা দুনিয়া আছে।

হা হা হা করে দুনিয়া কাঁপানো একগাল নিখুঁত হাসি যদি থাকে তাই ঢের ।

এই মেঘলা দিনে তারে বলা যায় ভালোবাসি

আসেন নাস্তা করি ।ছোট জীবনে কত গল্প তৈরি হয়।কিছু মানুষ থাকার জন্য না এসেও মনের সবচেয়ে গহীন কোনে থেকে যায় আর একই ছাদের নিচ...
21/08/2025

আসেন নাস্তা করি ।
ছোট জীবনে কত গল্প তৈরি হয়।
কিছু মানুষ থাকার জন্য না এসেও মনের সবচেয়ে গহীন কোনে থেকে যায় আর একই ছাদের নিচে থেকে অনেক মানুষ মনে জায়গা টাও করতে পারে না। ゚

এমন একটা রাত দাও আল্লাহ দুনিয়ার উপর ।এক নজরে দেখব তারে কয়েকশ বছর।
20/08/2025

এমন একটা রাত দাও আল্লাহ দুনিয়ার উপর ।
এক নজরে দেখব তারে কয়েকশ বছর।

আমি জানিনা কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা- কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে যে মানুষটার কথা মনে পড়ে সে মানু...
20/08/2025

আমি জানিনা কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা-
কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে যে মানুষটার কথা মনে পড়ে সে মানুষটা আর কেউ না সে মানুষটা তুমি-
ভালো লাগে সারাদিনের কাজের মাঝে তোমার থেকে খোঁজ নিতে তোমার থেকে এটা শুনতে যে তুমি কি করছো -
মনের যত চিন্তা ক্লান্তি পরিশ্রম ওভার থিংকিং সব দূর হয়ে যায় তোমার সাথে ১০ মিনিট কথা বললে-
আমি হয়তো কখনো কোনদিন শব্দে প্রকাশ করতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি বা তোমার জন্য আমার ফিলিংস কি-
কিন্তু সবশেষে এটাই বলবো যে আমি তোমায় নিজের চাইতেও বেশি ভালোবাসি❤️🌺🥰

🌺🌺🌺🌺🌺শুভ বিকেল🌺🌺🌺🌺🌺


゚viralシypシ゚viralシhtagシ

এই রিক্সা যাবে?কোথায়?আমার ফেলে আসা শৈশবে!
20/08/2025

এই রিক্সা যাবে?
কোথায়?
আমার ফেলে আসা শৈশবে!

"_   না থেকেও কেউ থেকে যায়, অভিমানে,                      আক্ষেপে,অপেক্ষায়। পরিচিত পারফিউমের ঘ্রাণে,ফেলে যাওয়া ডাকনাম...
20/08/2025

"_ না থেকেও কেউ থেকে যায়, অভিমানে,
আক্ষেপে,অপেক্ষায়।
পরিচিত পারফিউমের ঘ্রাণে,ফেলে যাওয়া ডাকনামে৷
প্রিয় কবিতায়,বিষন্ন গানের লাইনে,
বিকেলের শূন্যতাই,,❣️❤️❣️

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
19/08/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Suhas World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share