Suhas World

Suhas World আমরা সখের কাজ গুলো
(1)

আমি চাই মানুষ আমাকে ভুলে যাক।ভুলে যাক আমার হাসির আড়ালে লুকোনো ক্লান্তি,ভুলে যাক সেইসব মুহূর্ত যেখানে আমি থেকেও ছিলাম না।...
08/11/2025

আমি চাই মানুষ আমাকে ভুলে যাক।
ভুলে যাক আমার হাসির আড়ালে লুকোনো ক্লান্তি,
ভুলে যাক সেইসব মুহূর্ত যেখানে আমি থেকেও ছিলাম না।
আমি আর কারও স্মৃতিতে বোঝা হয়ে থাকতে চাই না।
যতটা সহজে আমি সবার হয়ে উঠেছিলাম, ততটাই নিঃশব্দে হারিয়ে যেতে চাই—
যেন কোনোদিন ছিলামই Facebookbook ゚viralシfypシ゚viralシ ゚viralシfypシ゚viralシ ゚ #fypシ゚viralシfypシ゚viralシ ゚viralシfypシ゚viralシalシ #fypシ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ

তোমাকে ভালোবাসার আগে যদি জানতাম এতোটা মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দিবে, মিথ্যে হয়ে হারিয়ে যাবে কোন...
08/11/2025

তোমাকে ভালোবাসার আগে যদি জানতাম
এতোটা মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দিবে, মিথ্যে হয়ে হারিয়ে যাবে কোন এক দিন...!
তাহলে তোমাকে ভালোবাসার দুঃস্বপ্নটা কখোনো দেখতাম না...! #fypシ゚viralシfypシ゚ ゚ ゚ #fypシ゚viralシfypシ゚viralシ ゚viralシfypシ゚viralシ ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシ ゚

বুনো মেঘ,তুমুল আবেগআমি সমস্তটা নিয়ে বেঁচে আছি,তুমি না থাকার মতো করে,পাশে আছো তাই,,,এটা আমার হৃদয় ভেদ করে চলে গেছে,,, 💔  ...
07/11/2025

বুনো মেঘ,তুমুল আবেগ
আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি,
তুমি না থাকার মতো করে,
পাশে আছো তাই,,,এটা আমার হৃদয় ভেদ করে চলে গেছে,,, 💔 ゚ #fypシ゚viralシfypシ゚ ゚

তুমি আছিলা পাখি। শখের পাখি। তোমারে বুকের আসমান দিছি, হেই আসমানে উড়তে দিছি, ভাবছি যতোই উড়ো, যতোই দূরে যাওনা কেন, শেষমেশ আ...
07/11/2025

তুমি আছিলা পাখি। শখের পাখি। তোমারে বুকের আসমান দিছি, হেই আসমানে উড়তে দিছি, ভাবছি যতোই উড়ো, যতোই দূরে যাওনা কেন, শেষমেশ আমার কাছে ফিরবা, আমারে ঠিকিই খুঁইজা নিবা পরিচিত ঘ্রাণে। অথচ উড়তে উড়তে তুমি কই যে হারাইলা, আর ফিরলা না। ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ ゚ #fypシ゚viralシfypシ゚ ゚ #fypシ゚viralシfypシ゚viralシ ゚viralシfypシ゚

মানুষ কথা বলার তৃষ্ণায় ছটফট করবে,অথচ মুখ খুলবে না—হয়তো ভয় পাবে, শব্দে ভেঙে যাবে সম্পর্কের নীরব ভারসাম্য; হয়তো জানবে, বলা...
06/11/2025

মানুষ কথা বলার তৃষ্ণায় ছটফট করবে,
অথচ মুখ খুলবে না—হয়তো ভয় পাবে, শব্দে ভেঙে যাবে সম্পর্কের নীরব ভারসাম্য; হয়তো জানবে, বলা মানেই আবার হারিয়ে ফেলা কাউকে।

কখনো অভিমানে মানুষ কথা বলার তৃষ্ণায় ভেতরে ভেতরে জ্বলে, অথচ শব্দের দরজা খুলে না কেউ। হয়তো ভয়— কথার পরেই নীরবতা আরও ভারী হয়ে উঠবে, কিংবা বলা মানেই সব হারিয়ে ফেলা, নিজে নিজে ছোট হয়ে যাওয়া।

কত অদ্ভুত মানুষ আমরা—
হৃদয়ে ঝড় ওঠে কথা বলার, তবু ঠোঁট চুপ। কারণ কখনো কখনো নীরবতাই শেষ আশ্রয় হয়ে যায়। বলার অনেককিছুই থাকে, শুধু বলা হয় না—বলতে ইচ্ছে করে না। সামান্য খুদে বার্তায় মানুষটাকে জানান দেয়া, “ তোমাকে দরকার, ভীষণ দরকার! " কথা বলার তৃষ্ণায় গলা শুকিয়ে আসে, তবুও বলা হয় না!

゚viralシfypシ゚ #fypシ゚viralシfypシ゚ ゚ ゚ ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ #fypシ゚viralシfypシ゚viralシ ゚ ゚viralシfypシ゚viralシ

অতঃপর আমি আর  অভিযোগ রাখিনা কারো প্রতি, আমার সমস্ত অভিযোগ তো আমার স্থায়ী বিশ্বাসে।যেখানে আমি দেখেছি,যেখানে আমি ঠকে যাচ্ছ...
06/11/2025

অতঃপর আমি আর অভিযোগ রাখিনা কারো প্রতি,
আমার সমস্ত অভিযোগ তো আমার স্থায়ী বিশ্বাসে।
যেখানে আমি দেখেছি,যেখানে আমি ঠকে যাচ্ছি, তাদের থেকে প্রতিটি পদক্ষেপে,যেখানে ও আমি থেমে থাকিনি।
এরপরও নিজেকে নিজেই ঠকিয়েছি,বোকার মতো দিয়েছি বারবার, তাদের কাছেই নিজেকে শপে। ゚ ゚viralシfypシ゚ ゚ #fypシ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ

এক কাপ চায়ে মিস্টি সন্ধ্যা আমি ত খুশি আপনাদের কি অবস্থা ?    ゚  ゚viralシfypシ゚  ゚  #fypシ゚viralシfypシ゚    ゚viralシfypシ゚viralシ...
05/11/2025

এক কাপ চায়ে মিস্টি সন্ধ্যা
আমি ত খুশি
আপনাদের কি অবস্থা ? ゚ ゚viralシfypシ゚ ゚ #fypシ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ

ভালোবাসা হেলাফেলা করার মতো জিনিস না, ভেঙে ফেলার জিনিস না। সহজে পেলে লাথি মেরে ফেলে দেওয়ার মতো জিনিস না। ভালোবাসর অর্থ বু...
05/11/2025

ভালোবাসা হেলাফেলা করার মতো জিনিস না, ভেঙে ফেলার জিনিস না। সহজে পেলে লাথি মেরে ফেলে দেওয়ার মতো জিনিস না। ভালোবাসর অর্থ বুঝতে পারলে ভালোবাসা অসম্ভব সুন্দর..!!

ভালোবাসা হচ্ছে সাগরের মতো গভীর যত্ন। আকাশের মতো বিশাল বিশ্বস্ত। আর মৃত্যুর মতো নির্ভুল সত্য...!!❤️🙂
゚viralシfypシ゚viralシalシ ゚ ゚ #fypシ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Suhas World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share