Afroz Lima's Stories

Afroz Lima's Stories Love to cooking & traveling
(4)

প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যাক জীবনের সব ক্লান্তি ❤️❤️
25/09/2025

প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যাক জীবনের সব ক্লান্তি ❤️❤️

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।

আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

সংগৃহীত......

একজন মা তার ৫ মাসের সন্তানকে গ-লা কে/টে হ/ত্যা করেছে। মা নিজেই আবার পুলিশের কাছে ধরা দিল।পুলিশ তাকে জিজ্ঞেস করল কেন মা/র...
16/09/2025

একজন মা তার ৫ মাসের সন্তানকে গ-লা কে/টে হ/ত্যা করেছে। মা নিজেই আবার পুলিশের কাছে ধরা দিল।

পুলিশ তাকে জিজ্ঞেস করল কেন মা/রলে/ন নিজের সন্তানকে...??? মা বললো "ছেলে হওয়ার পর ঠিক টাইমে রান্না করতে পারেনা কাজ করতে পারেনা।এগুলো নিয়ে পরিবারের সবাই তাকে বকতো এবং মারধরও করতো।
এ কারনে সে তার সন্তানকে গলা কে*টে হ*ত্যা করে।"
কি মর্মান্তিক ঘটনা...!!!
মায়েরা নিজের যত্ন নেয়া ভুলে যায়। রাতের পর রাত না ঘুমিয়ে পার করে দেয় বাচ্চার জন্য। বাচ্চা হওয়ার পর পরিবারের দায়িত্ব বাড়তি কেয়ার করা মায়ের প্রতি৷

কিন্তুু এ দেশে উল্টো মা কেই সব দিক দিয়ে অযত্ন ও প্রেসার দেয়া হয়। বাচ্চা হওয়ার পর পরিবারের দায়িত্ব মায়ের প্রতি বাড়তি কেয়ার নেয়া।

© Unknown

বাচ্চা ডেলিভারির পর কোন কোন মায়েদের সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। যেটা মেডিকেলের ভাষায় postpartum psychosis বলা হয়। আপনার আশেপাশে অনেক মায়েদেরই দেখবেন বাচ্চা ডেলিভারির পর অস্বাভাবিক আচরণ করে। এই সময় মায়েদের দরকার পর্যাপ্ত মানসিক সাপোর্ট এবং সঠিক চিকিৎসা।

❤️❣️
31/08/2025

❤️❣️

25/08/2025

মেয়েদের কাছে বাবার বাড়ি মনে কি?
একটা মেয়ে যখন পৃথিবীতে জন্ম নেয় , তখন থেকেই তার জীবনের প্রথম আশ্রয় হয় তার বাবার বাড়ি। বাবা মায়ের আদর স্নেহ, ভাই বোনের সাথে হাসিখুশি দিন , সব মিলিয়ে বাবার বাড়ি তার শৈশব নিরাপত্তার দূর্গ।
মেয়েদের কাছে বাবার বাড়ি মানে _
সকাল বেলা সেই মায়ের ডাক যে স্কুলে যেতে হবে।
খেলার ছলে বাবার কোলে উঠে বাজারে যাওয়া। ভাই বোনের সাথে ছোট খাটো ঝগড়া করে আবার মিলে যাওয়া। মায়ের হাতের মজার মজার রান্না খাওয়া।
বাবার বাড়ি মেয়েদের এমন একটি জায়গা যেখানে মেয়েরা কখনো অপরাধবোধে ভোগে না, যেখানে তারা অবাধে কাঁদতে পারে, হাসতে পারে , অভিমান করতে পারে।
কিন্তু এক সময় আসে সেই দিন _
একটা মেয়ে যখন বিয়ের পর নিজের সংসারে যায়, তখন পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ তার কানে বাজে বিদায়।
বাবার বাড়ি তখন আর আগের মতন থাকে না। সেদিনের সেই চঞ্চল উঠোন, খেলাধুলার জায়গা, হাসিখুশি পরিবেশ সবকিছু বদলে যায়। আর মেয়ে হয়ে উঠে অতিথি নিজের বাড়িতেই।
কি অদ্ভুত তাই না ? যে বাড়ি ছিলো তার কাছে সবকিছু সেইখানেই সে আর আগের মতো থাকতে পারে না।
নিয়ম বলে দেয় _
এটা আর তোমার বাড়ি না,
তারপরও মেয়েরা বারবার খুঁজে বেড়ায় সেই আশয়।
স্বামীর বাড়ি থেকে কষ্ট পেলে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে না পারলে , চোখে পানি আসলে প্রথমে যেই জায়গাটির কথা মনে পড়ে সেটা হলো বাবার বাড়ি।
সে আবার ছোট্ট মেয়েটার মতন হতে চায়। মা বাবার পাশে বসে গল্প করতে চায়।
কতো মেয়ের স্বপ্ন যে একবার যদি সব কিছু গিয়ে বলতে পারতাম।
বাবার বাড়ি মানে হলো মেয়েদের কাছে একটি শান্তির জায়গা। যেখানে গিয়ে তারা ভুলে যায় যাবতীয় কষ্ট।
কিন্তু একই সঙ্গে বাবার বাড়ি মানে হলো চিরদিনের এক অপূর্ণতা _ কারণ যতোই তারা সেইখানে ফিরে যাক আগের মতন আর কখনোই হবে না।
শেষমেষ _
বাবার বাড়ি মেয়েদের কাছে এমন একটা যায়গা সেইখানে তার শৈশব এর সকল স্মৃতি, ভাই বোনের মধ্যে ঝগড়া, বাবা মায়ের আদর আবদার, ভালো লাগার একটা যায়গা।
বাবার বাড়ি এমন একটি জায়গা যার কথা মনে হলে হাজারো মেয়েদের চোখ ভিজে উঠে।।।।।

মা যতক্ষণ বাচ্চার কাছে ঘুমায় বাচ্চাও ঠিক ততক্ষণ ঘুমায় মা উঠে গেলে বাচ্চাও উঠে যায় কারণ কি ❓❓ছয়এটা আসলেই খুব স্বাভাবি...
24/08/2025

মা যতক্ষণ বাচ্চার কাছে ঘুমায় বাচ্চাও ঠিক ততক্ষণ ঘুমায় মা উঠে গেলে বাচ্চাও উঠে যায় কারণ কি ❓❓

ছয়এটা আসলেই খুব স্বাভাবিক বিষয় -
👉 শিশুরা মায়ের গন্ধ উষ্ণতা ও উপস্থিতিতে নিরাপদ বোধ করে।
👉 ঘুম ভাঙার সময় যদি মা পাশে না থাকে তবে তারা ভয় পায় বা জেগে ওঠে।
👉 একে বলে separation anxiety যা ৬ মাস বয়সের পর শুরু হয়।

কারণ:
1. Separation anxiety (বিচ্ছিন্ন হওয়ার ভয়):
৬ মাস বয়সের পর থেকে শিশুরা বুঝতে শুরু করে মা কাছে আছেন কি না। মাকে না পেলে তারা অস্থির হয়ে যায়, জেগে ওঠে।
2. Security feeling (নিরাপত্তার অনুভূতি):
মা যখন পাশে থাকেন, বাচ্চা বুকের গন্ধ, শরীরের উষ্ণতা ও স্পর্শ পেয়ে নিরাপদ বোধ করে, তাই দীর্ঘ সময় ঘুমায়।
3. Sleep cycle (ঘুমের ধাপ):
শিশুদের ঘুমের সাইকেল ছোট (প্রায় ৪০–৫০ মিনিট)। প্রতিবার হালকা ঘুমে ঢুকলে তারা মায়ের উপস্থিতি খোঁজে। না পেলে কান্না করে জেগে ওঠে।

সমাধান কি হতে পারে??
১. Gradual independence ✅
শিশুকে ধীরে ধীরে একা ঘুম পাড়ানোর অভ্যাস করতে হবে। প্রথমে মা পাশে থাকবে কিন্তু বাচ্চাকে কোলে না নিয়ে শুইয়ে দিতে হবে। ধীরে ধীরে দূরত্ব বাড়াতে হবে।

২. Comfort object✅
শিশুর কাছে মায়ের গন্ধযুক্ত কাপড় /তোয়ালে/বালিশ রাখতে পারেন যাতে মা সরে গেলেও নিরাপদ বোধ করে।

৩. Sleep routine✅
প্রতিদিন একই সময়ে ঘুমের নিয়ম তৈরি করুন।
হালকা আলো লালাবাই বা গল্প গোসলের পর আরামদায়ক পরিবেশ।

৪. Patience ✅
এই আচরণ বয়সের সাথে কমে যায়। সাধারণত ২-৩ বছর বয়সে শিশুরা ধীরে ধীরে একা একা ঘুমানো শিখে যায়।

সংগৃহীত
©️ মাহাদী হাসান
#শিশুস্বাস্থ্য #ঘুম

শুভ সকাল
24/08/2025

শুভ সকাল

04/09/2024

I gained 27 followers, created 15 posts and received 162 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

22/06/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Jo Anne Gargasin

Address

Fulbaria

Telephone

+8801975782847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afroz Lima's Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share