25/08/2025
মেয়েদের কাছে বাবার বাড়ি মনে কি?
একটা মেয়ে যখন পৃথিবীতে জন্ম নেয় , তখন থেকেই তার জীবনের প্রথম আশ্রয় হয় তার বাবার বাড়ি। বাবা মায়ের আদর স্নেহ, ভাই বোনের সাথে হাসিখুশি দিন , সব মিলিয়ে বাবার বাড়ি তার শৈশব নিরাপত্তার দূর্গ।
মেয়েদের কাছে বাবার বাড়ি মানে _
সকাল বেলা সেই মায়ের ডাক যে স্কুলে যেতে হবে।
খেলার ছলে বাবার কোলে উঠে বাজারে যাওয়া। ভাই বোনের সাথে ছোট খাটো ঝগড়া করে আবার মিলে যাওয়া। মায়ের হাতের মজার মজার রান্না খাওয়া।
বাবার বাড়ি মেয়েদের এমন একটি জায়গা যেখানে মেয়েরা কখনো অপরাধবোধে ভোগে না, যেখানে তারা অবাধে কাঁদতে পারে, হাসতে পারে , অভিমান করতে পারে।
কিন্তু এক সময় আসে সেই দিন _
একটা মেয়ে যখন বিয়ের পর নিজের সংসারে যায়, তখন পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ তার কানে বাজে বিদায়।
বাবার বাড়ি তখন আর আগের মতন থাকে না। সেদিনের সেই চঞ্চল উঠোন, খেলাধুলার জায়গা, হাসিখুশি পরিবেশ সবকিছু বদলে যায়। আর মেয়ে হয়ে উঠে অতিথি নিজের বাড়িতেই।
কি অদ্ভুত তাই না ? যে বাড়ি ছিলো তার কাছে সবকিছু সেইখানেই সে আর আগের মতো থাকতে পারে না।
নিয়ম বলে দেয় _
এটা আর তোমার বাড়ি না,
তারপরও মেয়েরা বারবার খুঁজে বেড়ায় সেই আশয়।
স্বামীর বাড়ি থেকে কষ্ট পেলে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে না পারলে , চোখে পানি আসলে প্রথমে যেই জায়গাটির কথা মনে পড়ে সেটা হলো বাবার বাড়ি।
সে আবার ছোট্ট মেয়েটার মতন হতে চায়। মা বাবার পাশে বসে গল্প করতে চায়।
কতো মেয়ের স্বপ্ন যে একবার যদি সব কিছু গিয়ে বলতে পারতাম।
বাবার বাড়ি মানে হলো মেয়েদের কাছে একটি শান্তির জায়গা। যেখানে গিয়ে তারা ভুলে যায় যাবতীয় কষ্ট।
কিন্তু একই সঙ্গে বাবার বাড়ি মানে হলো চিরদিনের এক অপূর্ণতা _ কারণ যতোই তারা সেইখানে ফিরে যাক আগের মতন আর কখনোই হবে না।
শেষমেষ _
বাবার বাড়ি মেয়েদের কাছে এমন একটা যায়গা সেইখানে তার শৈশব এর সকল স্মৃতি, ভাই বোনের মধ্যে ঝগড়া, বাবা মায়ের আদর আবদার, ভালো লাগার একটা যায়গা।
বাবার বাড়ি এমন একটি জায়গা যার কথা মনে হলে হাজারো মেয়েদের চোখ ভিজে উঠে।।।।।