Broken_Heart

Broken_Heart আমাদের পোস্ট গুলো ভালো লাগলে লাইক করবেন💖

25/06/2025

কিভাবে স্বামীর পরামর্শদাতা হয়ে উঠবেন

দাম্পত্য সম্পর্ক কেবল ভালোবাসা বা দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক গভীর পারস্পরিক সহযোগিতার বন্ধন। স্বামীর পরামর্শদাতা হয়ে ওঠা মানে শুধু উপদেশ দেওয়া নয়, বরং তার মনের বন্ধু, সহচর এবং নির্ভরতার জায়গা হয়ে ওঠা। একজন স্ত্রী যদি ধৈর্য, বুদ্ধিমত্তা ও সংবেদনশীলতার মাধ্যমে এই ভূমিকা গ্রহণ করেন, তবে তা সম্পর্ককে আরও গভীর, শক্তিশালী ও সম্মানপূর্ণ করে তোলে। নিচে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো, যা অনুসরণ করলে একজন স্ত্রী তার স্বামীর পরামর্শদাতা হয়ে উঠতে পারেন।

১. মনোযোগ দিয়ে শুনুন
পরামর্শ দেওয়ার আগে স্বামীর কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পুরুষেরা খোলাখুলি নিজেদের অনুভব প্রকাশ করেন না, তাই আপনার সচেতন শ্রবণ তাদের মনোভাব বোঝার পথ খুলে দেয়। তাকে মাঝপথে থামানো বা উপেক্ষা করা তার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। প্রশ্ন করে, চোখে চোখ রেখে, আন্তরিকভাবে শুনলে তিনি বুঝবেন আপনি তার পাশে আছেন।

২. নিজস্ব মতামত বিনয়ের সাথে দিন
পরামর্শ দেওয়ার সময় এমন ভঙ্গিতে কথা বলুন যাতে তিনি আপনার কথাকে সমালোচনা নয়, সহানুভূতির প্রকাশ মনে করেন। “তুমি এটা করলে ভুল করবে” বলার চেয়ে “আমার মনে হয় এটা করলে ভালো হতে পারে” বলা অনেক বেশি কার্যকর। ভাষার নম্রতা ও ইতিবাচকতা সম্পর্কের রসায়ন ঠিক রাখে। মনে রাখবেন, সুর যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ ভঙ্গিমা।

৩. তাকে সম্মান ও স্বাধীনতা দিন
স্বামী ভুল করলেও প্রকাশ্যে বা পরিবারের সামনে তা তুলে ধরবেন না। পরামর্শ দিন একান্তে, সম্মানের সাথে। নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে দিন, কিন্তু পাশাপাশি আপনার যুক্তিপূর্ণ মতামতও তুলে ধরুন। এতে সে অনুভব করবে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে নয়, বরং সহায়তা করতে চান।

৪. নিজেকে জ্ঞান ও বিচক্ষণতায় সমৃদ্ধ করুন
যে স্ত্রী নিজেই তথ্যবহুল, যুক্তিপূর্ণ এবং সময়োপযোগী চিন্তা করতে পারেন, তার পরামর্শ স্বামী গুরুত্ব সহকারে নেবেন। প্রতিদিন একটু করে বই পড়া, খবর জানা, বাস্তব জীবনের অভিজ্ঞতা নেওয়া আপনাকে পরামর্শদাতা হিসেবে আরও দক্ষ করে তুলবে। নিজের উন্নয়ন মানেই সম্পর্কের উন্নয়ন। তাকে বোঝাতে না পেরে যদি আপনি রেগে যান, তবে বিশ্বাসযোগ্যতা হারাবেন।

৫. সমস্যা নয়, সমাধান দিন
সমালোচনা না করে সমাধান দেওয়ার চেষ্টা করুন। “তুমি কেন এটা করলে?” না বলে “এইভাবে করলে কি ভালো হতো না?” — এমন দৃষ্টিভঙ্গি নিন। সমাধানমূলক চিন্তা-ভাবনা তাকে সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি যদি সবসময় সমস্যার দিকেই আলোকপাত করেন, তবে তিনি আপনার কাছে পরামর্শ চাওয়াই বন্ধ করে দিতে পারেন।


একজন ভালো পরামর্শদাতা হয়ে ওঠার জন্য কেবল ভালোবাসা নয়, প্রয়োজন ধৈর্য, বোঝাপড়া ও নীরব প্রজ্ঞা। স্বামীর জীবনের চলার পথে আপনি যদি তার আস্থার সবচেয়ে বড় জায়গা হয়ে উঠতে পারেন, তবে সম্পর্ক যেমন মজবুত হবে, তেমনি আপনার সম্মানও বাড়বে। মনে রাখুন, সফল দাম্পত্যের পেছনে একজন শ্রুতিশীল স্ত্রী ও একজন কৃতজ্ঞ স্বামীর গভীর বোঝাপড়া লুকিয়ে থাকে।

21/03/2025

ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেইলর-১

17/03/2025

তরবারি বিক্রি করে আমরা জায়নামাজ কিনে নিয়েছি,,
ইজ্জত লু-ঠ হচ্ছে আর আমরা দু'আ করেই চলছি!
( আল্লামা ইকবাল রাহি)

17/03/2025

১৭-ই রমাদান। এই রাতে নবীজি বদর প্রান্তরে, ইসলামের বিজয়ের জন্য এত বেশি কেঁদেছিলেন, আবু বকরসহ সমস্ত সাহাবী পেরেশান হয়ে গিয়েছিলেন।

আমি কি আকসা, জিনজিয়াং, শামের জন্য কাঁদি?

-শায়েখ আতিক উল্লাহ হাফি.

16/03/2025

Ramadan 🌟

যে কাজটি করলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না!আমাদের দেশে গ্যাস্টিকের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া...
31/01/2025

যে কাজটি করলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না!

আমাদের দেশে গ্যাস্টিকের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এই সমস্যাটি মূলত ভাজাপোড়া খাবার খেলেই বেশি হয়ে থাকে। অনেকেরই এ সব খাবার খাওয়ার পরে পেট ব্যথা বা বুকে ব্যথা কিংবা বদ হজম হয়।

অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিচের যেকোন একটি নিয়ম মানলেই চলবে।

১। আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর রাতে আর গ্যস্ট্রিকের সমস্যা হবে না। অথবা,

২। এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান। এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে আনুন। পানি ঠাণ্ডা হলে হলুদসহ খেয়ে ফেলুন। গ্যাস্ট্রিক দৌঁড়ে পালাবে। অথবা,

৩। ওপরের সমস্ত পদ্ধতি ঝামেলার মনে হলে শুধুমাত্র এক গ্লাস পানিতে এক চা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কখনোই রাতে পেট বা বুক ব্যথা করবে না।

বিঃদ্রঃ আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে আমাদের পেইজে লাইক দিন৷

নিজে জানুন এবং অন্যকে জানতে পোস্টটি শেয়ার করুন।
©

বুঝুক বা না-ই বুঝুক, ক্লাস ১ থেকে ১০ পর্যন্ত বাংলা এবং সমাজ বইয়ের জায়গায় কোরআনের সরাসরি বাংলা অনুবাদ পড়ানো উচিত। অন্যথায়...
02/01/2025

বুঝুক বা না-ই বুঝুক, ক্লাস ১ থেকে ১০ পর্যন্ত বাংলা এবং সমাজ বইয়ের জায়গায় কোরআনের সরাসরি বাংলা অনুবাদ পড়ানো উচিত। অন্যথায় এই জাতি ধ্বংসের পথে যাবে!
যদি আমার কথা বিশ্বাস না করেন, নিজেই একবার ঠাণ্ডা মাথায় কোরআনের বাংলা অনুবাদ পড়ুন। ২০২২ সালে কোরআনের বাংলা অনুবাদের মাত্র ১৩ লাইন পড়ার পরে আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছিল। নিচে সেগুলো তুলে ধরছি:
১. কেনো আমি এটা ক্লাস ফাইভে থাকতে পড়িনি?
২. কেনো আমার বাবা-মা আমাকে বাধ্য করেননি পড়তে?
৩. কেনো এটা আমাদের পাঠ্যবইয়ের অংশ ছিল না?
৪. যদি কখনো অর্থনৈতিকভাবে স্বচ্ছল হই, নিজেই এটি শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করব।
ভয়ানক অভিজ্ঞতা:
আমি নিজের ভিতরে একটি অজানা পশু আবিষ্কার করেছিলাম। আয়নার মতো স্পষ্টভাবে দেখতে পেলাম, আমার অনেক সিদ্ধান্ত ভুল ছিল।
ইসলাম শিক্ষা নামে যে বই আমাদের পড়ানো হয়, সেটা কে লিখেছে, আল্লাহ জানেন। এটা এমনভাবে সাজানো হয়েছে, যেন কেয়ামত পর্যন্ত পড়লেও মানুষ হেদায়েত না পায়। এটা এক ধরনের ধোঁকা এবং প্রতারণা।
আমার কথা অনেকের কাছে আজব লাগতে পারে। কিন্তু একবার কোরআনের বাংলা অনুবাদ পড়লে, আপনিও এই শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাবেন।
আমার প্রশ্ন:
আসলে আমাদের সমাজ ও বাংলা বই থেকে জাতি কী শিখেছে? কারা এই বইগুলো পাঠ্যবইয়ে ঢুকিয়েছে? আর কেন আমাদের ১০ বছর ধরে ভুল পথে চালিত করল?
আমি বলছি, এটা একটা চরম ধোঁকাবাজি। আমাদেরকে সত্যিকারের জ্ঞান থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র।

আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁক...
25/12/2024

আমাদের আশেপাশে এমন গায়ে ঘা-ওয়ালা কুকুর প্রায়ই দেখা যায়৷ মাত্র ১০ টাকার একটি ঔষধের অভাবে অবলা প্রাণীগুলো একসময় ধুঁকে ধুঁকে মারা যায়। কাউকে বলার ক্ষমতাও তার নেই।
'NEOMEC' কিংবা ('Ivermectin' গ্রুপের) যে কোন একটি ঔষধ ফার্মেসি থেকে কিনে মিষ্টি কিংবা রুটি অথবা যে কোন খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিন। দেখবেন কয়েক দিনেই সুস্থ হয়ে যাবে।
(ঔষধের গায়েই সব তথ্য পাবেন) (একটি সিগারেটের পেছনে দশ টাকা না নষ্ট করে চলুন একটি প্রাণীকে সুস্থ করে তুলি, এবং এতেই আনন্দ আরো বেশি)

#ছবি ও পোস্ট #সংগৃহীত

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
07/12/2024

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

#সংগৃহীত

25/11/2024

২০০১ সালে চারদলীয় জোট সরকার গঠন করার পর শেখ হাসিনা বলেছিলেন: "একদিনও শান্তিতে থাকতে দেব না।"

সেই চেতনা আবারও শুরু হয়েছে। সরকার ও ছাত্র-জনতাকে সতর্ক থাকতে হবে। বিশেষত, সরকার বা আদালতের কোনো সিদ্ধান্তের কারণে যেন কোনো গোষ্ঠীর ক্ষোভের সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর একে অপরের সাথে সমন্বয় ও ঐক্যবদ্ধ থাকা জরুরী।

বাট দেশে এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চলছে।

23/11/2024

আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না। তাই হারাম রোজগার বন্ধ করুন।

Address

Fulbaria

Telephone

+8801639721002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Broken_Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Broken_Heart:

Share

Category