Dipongkor Sinha

Dipongkor Sinha I am a visitor of Child and Mass Literacy Program. Hindu Welfare Trust. Ministry of Religious Affairs.

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ...
20/05/2025

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।
চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।

কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়ে রোজা মনিকে। মেয়ের এ বীভৎস অবস্থা দেখে ঘটনাস্থলেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে দুঃখিনী মা টা।

একটা বাচ্চা মেয়ে, ৫ বছর বয়স মাত্র। যৌনতার কিছুই বুঝেনি এখনো। হাড়ি পাতিল নিয়ে খেলার বয়স তার। সেও শিকার হলো হায়নাদের।

দেশের বিচার ব্যবস্থা এতটাই ঠুনকো যে ধ*র্ষণের এ বিচার পাবে কি-না তা নিয়েও দুঃখিনী মায়ের মনে সন্দেহ।

অথচ আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন স্লোগানে স্লোগানে চারদিক মুখরিত করে ফেলে। বুঝাতে চায় দেশে উন্নয়ন হবে, ব্রীজ হবে।

দয়া করে এ বুলি বাদ দিন। দরকার হলে দুইটা ব্রীজ কম হোক, তবুও আর দুইটা বাচ্চা মেয়ে ধ*র্ষণ না হোক, লাঞ্চিত না হোক।

জনগণ হাজার কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি নিশ্চিন্তে বাঁচতে চায়, নিরাপত্তা চায়।

মিথ্যা বুলি না আওড়িয়ে নিরাপত্তা জোরদার করুন যাতে আর একটা মাও তার ধ*র্ষিত মেয়ের শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান না হয়।

বিচার ব্যবস্থা কঠোর করুন যাতে আর কোন মাকে ধ*র্ষিত মেয়ের লা*শের পাশে বসে অসহায়ভকবে জিজ্ঞেস করতে না হয়- আমার বাচ্চা মেয়েটার ধ*র্ষণের বিচার কি পাব.?

লেখা- Ibrahim Khalil Shaown

13/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

13/03/2025

নোয়াখালী চাটখিল সোমপাড়া বাজারের ঘটনা। আশেপাশে এরা না দেখলে ঠিকই একটা ঘটনা ঘটে যেতো

#বাংলাদেশ #বাংলা #ঢাকা #খবর

12/03/2025

আজব এক দেশে বাস করি ভাই মা #রা #মা #রির সময়ও পরি চলে আসে 😁😁😁😁

#বাংলাদেশ #বাংলা #ঢাকা

11/03/2025

🤔সেলুনের দোকানে এই ধরণের ঘাড় মেসেজ থেকে বিরত থাকা উচিত, না হলে যেকোন সময় ঘাড় মোটকে মৃ #ত্যু হতে পারে। 😇😇😇😇

মামা-মামির পৈ*শা*চিক নি*র্যা*তনের শি*কার ১৪ বছরের রোজিনাধ*র্ষ*ণে রাজি না হওয়ায়, ১৪ বছরের রোজিনাকে কো*পা*নো হয়েছে, সাবানে...
11/03/2025

মামা-মামির পৈ*শা*চিক নি*র্যা*তনের শি*কার ১৪ বছরের রোজিনা
ধ*র্ষ*ণে রাজি না হওয়ায়, ১৪ বছরের রোজিনাকে কো*পা*নো হয়েছে,
সাবানের ফেনা খাওয়ানো হয়েছে। হাতের আঙুল ভে*ঙ্গে দেওয়া হয়েছে।।
শরীরের ৮০ ভাগ অংশই মা*রা*ত্মক জ*খ*ম। পা থেঁ*তলে দেয়া হয়েছে। খু*ন্তির ছে*কা দিয়ে শ*রী*রের মাংস উঠানো হয়েছে। ব্লে*ড দিয়ে শরীর কা*টা হয়েছে। পাজরের হা*ড় ভে*ঙ্গে দেয়া হয়েছে।।
বাংলাদেশের মধ্যে এটি-ই মনে হয় সর্বোচ্চ অ*মা*নবিক নি*র্যা*তন।।

Address

Fulbaria

Telephone

+8801723793515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipongkor Sinha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share