Jahir Uddin

Jahir Uddin All

Is

Well
!

! Allah is Great...!
❤️❤️❤️❤️
(9)

এই ভিক্ষুক সরকার দিয়ে আমরা কি করিবো ?
24/07/2025

এই ভিক্ষুক সরকার দিয়ে আমরা কি করিবো ?

বন্ধুত্ব হওয়া উচিত এমন নয়তো তা বন্ধুই না!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে...
23/07/2025

বন্ধুত্ব হওয়া উচিত এমন নয়তো তা বন্ধুই না!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন,এর কোনো লাভ নেই,তোমার বন্ধু অবশ্যই মা'রা যাবে।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ"তদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে,আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা'রা গেছে।

ছাত্র'টি উত্তর দেয়:না স্যার,এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম,সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল: আমি জানতাম তুমি আসবে!🥹

23/07/2025

বোতল বদলেছে।
ম/দ নয়।
Follow Jahir Uddin

20/07/2025

আপনি জানতেও পারেননি,
আল্লাহ আপনাকে কতবার অদৃশ্য বিপদ থেকে বাচিঁয়েছেন।
-আলহামদুলিল্লাহ

19/07/2025

ক্ষমতা যেই দিকে উনি সেই দিকে

18/07/2025

যাদের ওয়াইফাই থাকার পরেও ১জিবি ফ্রি এমবির লোভ সামলাতে পারেনি, তারাই মূলত বিয়ের পর পর'কিয়া করে!🙂

18/07/2025

মানুষ হয়ে মানুষ বাঁচানোর আনন্দ!

রবীন্দ্রনাথ দাস।
বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। পেশা‌য় একজন জেলে। ৬ বছর আগে তিনি ও তার আরও ১৫ জন সঙ্গী হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার থেকে মাছ ধরছিলেন। হঠাৎ এক প্রবল ঝড় শুরু হয়। এক সময় ট্রলারটি উল্টে যায়। প্রত্যেকে বিশাল ঢেউয়ের মাঝে ভেসে যান। রবীন্দ্রনাথও ভেসে গিয়েছিলেন। পেশায় জেলে হওয়ার কারণে তার মধ্যে জলের ভয় ছিল খুবই কম এবং সাহসও ছিল প্রচুর। তাই গভীর সমুদ্রে ভেসে যাওয়ার পরেও তিনি বেঁচে থাকার আশা হারাননি। তিনি সাঁতার কাটতে থাকেন, সাঁতার কাটতেই থাকেন—উপরে আকাশ আর নিচে বিশাল জলরাশি, রবীন্দ্রনাথ সাঁতার কেটেই চলেন।

এক ঘন্টা দুই ঘন্টায় রূপান্তরিত হয়, এক দিন দুই দিনে রূপ নেয়—রবীন্দ্রনাথ সাঁতার কাটতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেঁচে থাকার কোনও উপায় পাচ্ছিলেন না। যখন বৃষ্টি হতো, তখন বৃষ্টির পানিই ছিল তার খাবার। কারণ সমুদ্রের নোনাজল তো পানযোগ্য নয়। তবুও রবীন্দ্রনাথ হার মানেননি। তিনি সাঁতার কেটেই চলেন, চলতেই থাকেন।

৫ দিন কেটে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছে যান তিনি। সেই সময় বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদ’–এর ক্যাপ্টেন দূর থেকে তাকে সাঁতার কাটতে দেখে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন তার দিকে। কিন্তু রবীন্দ্রনাথ তখন তা ধরতে পারেন না। তিনি নিচে চলে যাচ্ছিলেন। তবুও জাহাজের ক্যাপ্টেন জাত, ধর্ম, সীমান্তের কাঁটাতারের পার্থক্য ভুলে তাকে উদ্ধারের জন্য ছুটে যান।
কিছুক্ষণ পর রবীন্দ্রনাথ আবার কিছুটা দূরে চোখে পড়েন। তখন ক্যাপ্টেন তৎক্ষণাৎ জাহাজ ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন। এক পর্যায়ে রবীন্দ্রনাথ সেটি ধরতে সক্ষম হন। এবং ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে আসেন। সমুদ্রের মাঝে একটি ক্রেন ফেলে তাকে উপরে তুলে আনা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের এক নাবিক ভিডিও করে নেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, যখন রবীন্দ্রনাথকে সফলভাবে জাহাজে তোলা হয়, তখন জাহাজের সকল নাবিক আনন্দে চিৎকার করে ওঠেন। একজন মানুষকে বাঁচানোর আনন্দে তারা নিজেদের হারিয়ে ফেলেন।
একজন মরতে থাকা মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার যে রোমাঞ্চ তা আপনি ভিডিও দেখলে অনুভব করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদ-এর ক্যাপ্টেনকে, ধন্যবাদ এমভি জাওয়াদ জাহাজে উপস্থিত সকল নাবিককে। একজন মানুষকে নতুন করে জীবন দিয়ে তারা মানবতার এক দীপ্ত উদাহরণ স্থাপন করেছেন, যা বিশ্বের মানুষকে আরও মানবিক করে তুলবে।
মানুষ পারস্পরিক বিভেদ ভুলে যেতে শিখবে।
মানুষ হওয়া শিখবে।

আগামি রবিবার ২০ জুলাই ২০২৫ইং পরিবহন ধর্মঘট আমরা শ্রমিক মালিকরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট পালন করব বাড়তি  আয় করের বিরুদ্ধে প্...
17/07/2025

আগামি রবিবার ২০ জুলাই ২০২৫ইং পরিবহন ধর্মঘট আমরা শ্রমিক মালিকরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট পালন করব বাড়তি আয় করের বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমাদের আয়কর কে মৌকুপ করতে হবে

১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*18...
17/07/2025

১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*1807 #, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807 # নম্বরে।

17/07/2025

সব রাজনৈতিক দলগুলো এতো
মারl মারি করছে
শুধুমাত্র জনগণের সেবা করার জন্য..
কতটা সৌভাগ্যবান দেশের মানুষ, ভাবা যায়!!🙂

13/07/2025

- কিসের এত অহংকার..!!🙂
- তোমাকে না বলে তোমার চুল পেকে যাবে..!!🥺🤲

Address

Fulbaria

Telephone

+8801830130463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahir Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahir Uddin:

Share