পদ্যস্বর by Shiuly

পদ্যস্বর  by Shiuly পরিমার্জিত, সজ্জিত, সুরক্ষিত প্রণয় হোক আস্থার স্থল..

কবিতা, আবৃত্তি, গল্প, লেখা, আমার যত কল্পকথা

হেমন্তের লম্পট হাওয়া  আমার চুল ছুঁয়ে যায় বারবারতুমি কি একবারো ভুল করে ছুঁয়ে যেতে পারোনা!ডিসেম্বরের হিমেল টেনে নিয়ে যাচ্ছ...
22/12/2023

হেমন্তের লম্পট হাওয়া আমার চুল ছুঁয়ে যায় বারবার
তুমি কি একবারো ভুল করে ছুঁয়ে যেতে পারোনা!

ডিসেম্বরের হিমেল টেনে নিয়ে যাচ্ছে সব নমনীয়তাগ
বাড়ছে শরীরে শুষ্কতা
তুমি কি আসতে পারোনা একবার
আর্দ্রতার প্রলেপ মেখে দিতে!!

--- শিউলি

তোমার শান্ত শীতল দৃষ্টি কী গভীর সমুদ্র! আর আমার আবির মাখা মুখক্ষুদ্র ক্ষণেও আনে অনন্ত সুনীল সুখ।তোমার কন্ঠ,  তোমার হাসি!...
21/12/2023

তোমার শান্ত শীতল দৃষ্টি
কী গভীর সমুদ্র!
আর আমার আবির মাখা মুখ
ক্ষুদ্র ক্ষণেও আনে অনন্ত সুনীল সুখ।
তোমার কন্ঠ, তোমার হাসি!
আমি যে ডুবে মরি, আর
অবিরত মায়ায় ফাঁসি
তাই আজ চিৎকার করে বলি, ভালোবাসিইইই
ভালোবাসিইইইইই।।

--- শিউলি

প্রিয় সুনীল,জানো, আজকাল বড্ড বেশি তৃষ্ণা পায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ইচ্ছে করে কারো কন্ঠে তোমার কবিতা শুনি। কেউ একজন...
08/10/2023

প্রিয় সুনীল,
জানো, আজকাল বড্ড বেশি তৃষ্ণা পায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ইচ্ছে করে কারো কন্ঠে তোমার কবিতা শুনি। কেউ একজন খুব আদর মেখে বলুক, ঘুম আসছে না বুঝি? তুমি চোখ বন্ধ করো, আমি তোমায় সুনীলে সেই সে কটা লাইন শুনাই...
"" তোমাকে যখন দেখি, তার
চেয়ে বেশি দেখি, যখন দেখি না।
শুকনো ফুলের মালা যে-রকম বলে দেয় সে এসেছে,
চড়ুই পাখিরা জানে
আমি কার প্রতিক্ষায় বসে আছি-
এলাচের দানা জানে
কার ঠোঁট গন্ধময় হবে-
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
দেখা দাও, দেখা দাও,
পরমুহূর্তেই ফের চোখ মুছি।
হেসে বলি,
তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি! ""
কিন্তু জানো সুনীল,, তোমার কবিতার মতো কেউ থাকে না। কেউ কপাল স্পর্শ করে বলে না, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি।।
অতপর নাই, কিছু ই নাই। তবে তুমি এসো, খুব করে আমায় শুনিয়ে দিও, তোমার, "নীরা তুমি" ।
নীরা, তুমি নীরা হয়ে এসো।।

-- শিউলি

07/10/2023

আচ্ছা রুদ্র, তুমি কখনো মন পোড়ার গন্ধ পেয়েছো? তুমি কি জানো, ঠিক কতটা প্রহর ধরে গনগনে উত্তাপে জ্বলসে গেলে গন্ধ ছড়ায়!
রুদ্র, বিষন্নতার অশ্রুপাতে কখনো কি ভিজেছো? নিঃশব্দে ঝরে যাওয়া ধারায় ভাসিয়েছো নিজেকে?
তোমার তো ভুলো মন, জানি হয়তো পেয়েছো কখনো কখনো, তোমার যে আর দিনপঞ্জিকায় লিখে রাখার বাতিক নেই। দর কষাকষির এ দিনে তুমি কেবল নিরব ক্রেতা। তোমার আর দোষ কি! তোমার ব্যাগ ভর্তি যে সুখের সদাই।দুঃখ তো কেবল আমি কুড়াই।।

-- শিউলি
সময়ঃ ৭ অক্টোবর ২০২৩

আচ্ছা রুদ্র,  তুমি কখনো মন পোড়ার গন্ধ পেয়েছো? তুমি কি জানো, ঠিক কতটা প্রহর ধরে গনগনে উত্তাপে জ্বলসে গেলে গন্ধ ছড়ায়! রুদ্...
06/10/2023

আচ্ছা রুদ্র, তুমি কখনো মন পোড়ার গন্ধ পেয়েছো? তুমি কি জানো, ঠিক কতটা প্রহর ধরে গনগনে উত্তাপে জ্বলসে গেলে গন্ধ ছড়ায়!
রুদ্র, বিষন্নতার অশ্রুপাতে কখনো কি ভিজেছো? নিঃশব্দে ঝরে যাওয়া ধারায় ভাসিয়েছো নিজেকে?
তোমার তো ভুলো মন, জানি হয়তো পেয়েছো কখনো কখনো, তোমার যে আর দিনপঞ্জিকায় লিখে রাখার বাতিক নেই। দর কষাকষির এ দিনে তুমি কেবল নিরব ক্রেতা। তোমার আর দোষ কি! তোমার ব্যাগ ভর্তি যে সুখের সদাই।দুঃখ তো কেবল আমি কুড়াই।।
-- শিউলি

মেঘে মেঘে ঢাকা ওই চাঁদ জানেওই রাত জানেআমাদের শত শত ভেজা গল্প।। মেঘেদের রঙ, আমাদের মন, উড়ো উড়ো, ধোঁয়া ধোঁয়া,, চোখে চোখ, হ...
06/10/2023

মেঘে মেঘে ঢাকা ওই চাঁদ জানে
ওই রাত জানে
আমাদের শত শত ভেজা গল্প।।
মেঘেদের রঙ, আমাদের মন,
উড়ো উড়ো, ধোঁয়া ধোঁয়া,,
চোখে চোখ, হাতে হাত
চাইলেই যেত ছোঁয়া।।
তুমি আমি, আমি তুমি
কে, কার গল্পে ছিলাম ডুবে
ও পাড়ে তুমি, এ পাড়ে আমি
চোখ টলমল, কথাদের দল
সময় যেতো হারিয়ে।।
কাক ডাকা ভোর
কাটে না তবু ঘোর
রক্তিম সূর্যের আভা
নিদ্রা চোখে শোভা
এরপর দিনভর
জমা হতো আমাদের গোধূলি আলাপন।।

-- শিউলি

ধরো, হঠাৎ একদিন আমি হারিয়ে গেলাম ক্লান্ত দুপুরে শ্রান্ত হতে আমাকে আর পেলে নাকাশবনে উড়ন্ত বিকালে আমায় খুঁজে  পেলে না।শীতে...
05/10/2023

ধরো, হঠাৎ একদিন আমি হারিয়ে গেলাম
ক্লান্ত দুপুরে শ্রান্ত হতে আমাকে আর পেলে না
কাশবনে উড়ন্ত বিকালে আমায় খুঁজে পেলে না।
শীতের রাতের উমে আমি থাকলাম না।
তোমার এই ব্যস্ততার দিন শেষে খুব করে চাইলে আমায়। অথচ, আমি নেই, কোথাও নেই।
তোমার গায়ের গন্ধে লেগে আছি, কিন্তু তুমি তার স্পর্শ পাচ্ছো না। চুম্বনের ঠোঁটে আমায় পাও কিন্তু স্বাদে আমি নেই। ধরো সারাদিন ধরে তোমার আমাকে শোনাতে ইচ্ছে হলো কিন্তু আমি তোমায় শুনতে পাই না।
একদিন তোমার অফুরন্ত সময় হবে আমাকে দেওয়ার কিন্ত তোমার জন্য আমার অবসর নেই। হয়তো সেদিন আমি ভীষণ ব্যস্ত হবো আমার আমিতে।

-- শিউলি

04/10/2023

আমাদের আবার দেখা হোক...

কবিতাঃ শেষ দেখা
কলেমেঃ তারিকুল ইসলাম
কন্ঠেঃ শিউলি

মনে রেখোনা আর কী অবলীলায় বলে দিতে পারলে মনে রেখো না আমায়! আচ্ছা বলোতো, যেদিন তুমি আমার মনের জমিনটা খুব দর কষাকষি করে কিন...
03/10/2023

মনে রেখোনা আর

কী অবলীলায় বলে দিতে পারলে মনে রেখো না আমায়! আচ্ছা বলোতো, যেদিন তুমি আমার মনের জমিনটা খুব দর কষাকষি করে কিনে নিয়েছিলে সেদিন কি ভেবেছিলে এ জমিন তুমি জলের দামে ফেরি করে বেড়াবে? আমি চাইলেই তোমায় কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম, তোমার নামে ১৪৪ধারা জারি করার পরও তুমি সে বেড়ি ভেঙে নুড়িয়ে দিয়েছো। খান খান করেছো দুজনের সাধের স্বপ্নকুটির। তোমার মনে আছে ; ওখানে আমাদের একটা মাটির ব্যাংক ছিলো, যেটায় আমরা রাগ জমাতাম, অভিমান জমাতাম,
অভিযোগ জমাতাম। তারপর সন্ধ্যে হলে চায়ের কাপে বেলকনির মার্বেল পাথরের টি টেবিলে সেই ব্যাংকের সব জমা গুলো উপড়ে ফেলতাম। তারপর হিসাব কষতাম কার কতখানি জমলো, রাগ, অভিমান আর অভিযোগ। এরপর দুজনেই হেসে কুটিকুটি হতাম। তুমি কেমন করে চেয়ে থাকতে আমার পানে আর আমি তোমার চোখের গভীরতায় ডুবে যেতাম।
এই যে তোমায় এতো প্রশ্ন করি , কই কখনো তো ঠিক ঠাক উত্তর পাইনি। আজ, আজ আর বলতে ইচ্ছে করে না- আমি তো উত্তর চাইনি শুধু তোমায় চেয়েছি। এই যে কতো দিন গেলো কত জল গড়ালো চোখে তার হিসেব তো রাখিনি জমা। আমার দরজায় জানালায় আজ কপাট তুলেছে অভিমানের জীর্ণ কায়া।
আজ তুমি এ শহর ছেড়ে চলে যেতে চাচ্ছো, যে শহরে শুধু তোমার দাপট ছিল। যে শহরের অলগলি,ইঞ্চি ইঞ্চিতে তুমি দাপিয়ে বেড়িয়েছো। সে শহর আজ তোমার বড্ড অচেনা!! তবে যাও যাও তোমায় মুক্ত করে দিলাম। যাও অন্য কোনো শহরে অন্য কোনো দরজায়। আমার শহর জুড়ে ঝুলুক নিরেট নিরীহ কিছু ক্ষমা।

--শিউলি

02/10/2023

মনে রেখোনা আর... ২
লেখা ও কন্ঠেঃ শিউলি

আমার ভেজা চুলের ভাজে ভাজে তোমার স্পর্শ প্রাচীর ঘেরা প্রাসাদের প্রতিটি পুষ্প তোমার অপেক্ষীয়মান।মাদকতায় ডুবে থাকা একেকটা র...
28/09/2023

আমার ভেজা চুলের ভাজে ভাজে তোমার স্পর্শ
প্রাচীর ঘেরা প্রাসাদের প্রতিটি পুষ্প তোমার অপেক্ষীয়মান।
মাদকতায় ডুবে থাকা একেকটা রাত নির্ঘুম কাটুক
জ্বলে পুড়ে ছাই হও, দরজার ওপাশে।।

--শিউলি

26/09/2023

কবিতাঃ নিঃশব্দে আসা ওপারের গন্তব্য
কলমেঃ রাশমি ইসলাম
কন্ঠেঃ শিউলি

নিরবতা থাকুক আমার উঠোন জুড়ে অঞ্জলি ভরা শিউলি তোমার প্রার্থনায় নাইবা উঠুকনাইবা ঝরুক জলপাই পাতা  কাশবনে নাইবা হলো নীলাম্বর...
25/09/2023

নিরবতা থাকুক আমার উঠোন জুড়ে
অঞ্জলি ভরা শিউলি তোমার প্রার্থনায় নাইবা উঠুক
নাইবা ঝরুক জলপাই পাতা
কাশবনে নাইবা হলো নীলাম্বরীর চঁন্দ্রস্নান
কত শরৎ আসবে যাবে
কত তটিনীর হবে অবসান।
--শিউলি

24/09/2023

মাঝে মাঝে শব্দরা কেমন বিদ্রোহ করে বসে কবিতার খাতার সাথে
কলম হাতে সাদা পাতায় স্থির হয়ে বসে থাকে
নাহ! অগোছালো শব্দ গুলো কেবল ঢাল তলোয়ারে যুদ্ধ করে চলেছে
কে জিতবে কে হারবে! আধও কি শেষ হবে এ রণযুদ্ধ?
--শিউলি

আচ্ছা,  তোমার কি এমন কখনো হয় যে আমাকে কোনো কথা বলতে গিয়েও নিজের ভেতর রেখে দিয়েছো? মনে মনে ভেবেছো, না এটা হয়তো বলা ঠিক হব...
23/09/2023

আচ্ছা, তোমার কি এমন কখনো হয় যে আমাকে কোনো কথা বলতে গিয়েও নিজের ভেতর রেখে দিয়েছো? মনে মনে ভেবেছো, না এটা হয়তো বলা ঠিক হবে না।
আমার কিন্তু এমন হয়, প্রায় সময়ই হয়। বলতে গিয়েও তোমাকে বলতে না পারার কষ্ট টা নিজের ভেতর গিলে গিলে ভক্ষণ করি কাঁটার মতো।।
এই যেমন কদিন আগে কারো প্রোফাইল পিকে তোমার আর তার,, তোমাদের হাস্যউজ্বল ছবি দেখে কেমন লেগেছিল আমার!! তোমাকে বলতে চেয়েছিলাম তোমার বুকের এতো কাছে অন্য কাউকে দেখলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। খুব কষ্ট হয় জানো?
তোমাকে বলতে চাই তোমার মুখে অন্য কারো প্রসংশা করেছো শুনলে আমার ভালো লাগে না। কি করবো বলো- খুব পজেসিভ হয়ে যাচ্ছি।
তোমাকে বলতে যেও থেমে যাই যে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন তুমি বলো তাকেও তুমি খুব ভালোবাসো!!! যেনো বুকটা ছিড়ে যেতে থাকে, কোনোভাবেই শান্ত করতে পারিনা। কেনো এমন হয় বলতে পারো? প্লিজ আর বলোনা, আমি সহ্য করতে পারছিনা।। বলা হয়ে উঠে না।
এই যে সে আসতে না পারলে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও রাত বিরাতে তার কাছে যাওয়ার যে তোমার এতো তাড়া,তুমি ছুটে যাও তার পানে, আমাকে যে কুরে কুরে খায় তোমার এই ছুটে যাওয়া।বলতে ইচ্ছে করে, কই, আমার কাছে তো এমন করে ছুটে আসোনা? বলতে পারিনা, যেওনা, আমার কাছে থেকে যাওনা প্লিজ ...
-- শিউলি

আপনার শব্দের কাছে যে আমির বসবাসসেই শব্দে খেই হারালে আমার নৈঃশব্দেরা খেলা করে অনলে অভিমানে গোছানো কবিতার সংসারযত্রতত্র দো...
17/09/2023

আপনার শব্দের কাছে যে আমির বসবাস
সেই শব্দে খেই হারালে
আমার নৈঃশব্দেরা খেলা করে অনলে
অভিমানে গোছানো কবিতার সংসার
যত্রতত্র দোয়াত কালি,
ধূলোমাখা পন্ড দিস্তা
একটা একটা অক্ষর কুড়িয়ে, বস্তা গুটিয়ে ঘর ছাড়ে।

--শিউলি

17/09/2023

বৃষ্টি দিনের গান ফুরিয়ে কচু পাতায় জমে যেমন জল কমলের ছবি
জ্বল জ্বল চোখ যেনো, নীরব কোনো নদী
আঁধার মিনার চৌকাঠ পেরিয়ে
মুক্ত দানার খোঁজ পায় টলোমলো তপনে,
স্বকীয়তায় আসুক ধীর পায়ে বর্ণীল স্বপনে।।

-- শিউলি

16/09/2023

একটা কথা বলবো? বলেও, না থাক - বলা
কী? কিছু না!!

কলমে ও কন্ঠেঃ শিউলি

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when পদ্যস্বর by Shiuly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পদ্যস্বর by Shiuly:

Share