08/10/2023
প্রিয় সুনীল,
জানো, আজকাল বড্ড বেশি তৃষ্ণা পায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ইচ্ছে করে কারো কন্ঠে তোমার কবিতা শুনি। কেউ একজন খুব আদর মেখে বলুক, ঘুম আসছে না বুঝি? তুমি চোখ বন্ধ করো, আমি তোমায় সুনীলে সেই সে কটা লাইন শুনাই...
"" তোমাকে যখন দেখি, তার
চেয়ে বেশি দেখি, যখন দেখি না।
শুকনো ফুলের মালা যে-রকম বলে দেয় সে এসেছে,
চড়ুই পাখিরা জানে
আমি কার প্রতিক্ষায় বসে আছি-
এলাচের দানা জানে
কার ঠোঁট গন্ধময় হবে-
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
দেখা দাও, দেখা দাও,
পরমুহূর্তেই ফের চোখ মুছি।
হেসে বলি,
তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি! ""
কিন্তু জানো সুনীল,, তোমার কবিতার মতো কেউ থাকে না। কেউ কপাল স্পর্শ করে বলে না, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি।।
অতপর নাই, কিছু ই নাই। তবে তুমি এসো, খুব করে আমায় শুনিয়ে দিও, তোমার, "নীরা তুমি" ।
নীরা, তুমি নীরা হয়ে এসো।।
-- শিউলি