27/06/2023
সম্ভবত ১৯৮৬ সালের এপ্রিল-মে মাস হবে, দেশব্যাপি প্রচন্ড খরা, তীব্র তাপদাহ।সেনা শাসক এরশাদ আবহাওয়া অফিসে খোঁজ খবর নিচ্ছেন। আবহাওয়া অফিসের সিগনাল পেয়ে এরশাদ সাব জাতীয় ঈদগাহ মাঠে ইন্তেখার নামাজের ব্যবস্থা করলেন তিনি নিজেও নামাজে অংশ নিলেন। রাতে ঝড় বৃষ্টি হলো। সকালবেলা হুমায়ূন আজাদ বললেন, দালালী ছাড়া এই ব-দ্বীপে মেঘও নামেনা, ফুলও ফুটেনা।
১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে হুমায়ূন আজাদ বললেন, যার প্রাইমারি শিক্ষক পদে আবেদন করার যোগ্যতা নেই তিনি হলেন এই দেশের প্রধানমন্ত্রী।
২০০১ সালে জামাত বিএনপি ক্ষমতায় এলে তাদের তান্ডব নিয়ে হুমায়ূন আজাদ লেখলেন, পাকসার জমিন সাদ বাদ। মূলত এই উপন্যাসের কারণেই দেশের মৌলবাদী গোষ্ঠী তাকে কুপিয়ে মেরেছে।
দেশের একমাত্র লেখক, বুদ্ধিজীবি যিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। নিজ আদর্শের কাছে থেকেছেন সবসময় অটল। যেটা সত্য সেটাই বলেছেন। এই জন্যই তাকে অতিরিক্ত শ্রদ্ধা করি।তিনি গত হয়েছেন।
এখন আমাদের সামনে আছেন সুষূপ্ত পাঠক। তিনিও কারো ছেড়ে কথা বলেন না। সুষুপ্ত পাঠকও কোনো দলের , গোষ্ঠীর ভাঁড়ামী করেন না। যেটা সত্য সেটাই বলেন। সুষুপ্ত তার ছদ্ম নাম। তিনি এই নামেই লেখেন। তবে তিনি এক লেখায় বলেছেন, তিনি খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন। সুষুপ্ত পাঠকের বই পড়ার একটা মজা হলো তার সব বইই অনলাইন অর্থ্যাৎ পিডিএফ ভার্সন। যে কেউ ইচ্ছা করলেই বিনা পয়সায় অনলাইন থেকে তার বই ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। তাছাড়া যেদিন তার বই কমপ্লিট সেদিনই তিনি বইয়ের লিং দিয়ে দেন আপনি সেদিন থেকেই বইটা পড়া শুরু করে দিতে পারেন। এই সব কারণেই সুষুপ্ত পাঠক আমার একমাত্র লেখক যার প্রতিটা বইই আমি পড়তে পারি।
সুষুপ্ত পাঠকের নতুন বই "নির্বাচিত ব্লগ"। এই বইটা কলেবরে বড় । ৯৩৯ পৃষ্ঠার বইটি পড়লে কিছুটা হলেও নিজেকে সমৃদ্ধ করে নিতে পারবেন বলে আমি মনে করি।
সুষুপ্ত পাঠকের "নির্বাচিত ব্লগ" এর পিডিএফ বই কারো লাগলে আমি দিতে পারবো ।
হুমায়ুন আজাদ এবং সুষুপ্ত পাঠক দুই লেখকের প্রতি অশেষ শ্রদ্ধা ।