New Slogan

New Slogan Personal Vlog

18/07/2023

রাজনৈতিক দলগুলোর মিটিং-সমাবেশ করার জন্য টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দান নির্ধারণ করে দেওয়া হোক। জনবহুল এই ঢাকার শহরে রাস্তা বন্ধ করে একদল পদযাত্রা করবে আরেক দল উন্নয়ন শোভাযাত্রা করবে উভয় যাত্রায় জনগণের ভোগান্তিতে পড়বে এটা কাম্য হতে পারেনা।

গুলশানের মত অভিজাত এলাকায় ৮৮% ভোটার ভোট দিতে যায় না, এতে বুঝা যায় দেশের রাজনীতির প্রতি জনগণের আগ্রহ নেই। যে বা যারাই ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় আসুক এতে জনগণের খুব একটা লাভ-লস হবে না, জনগণ মনে হয় এটাই বুঝতে পারছে। তাই জনগণের ভোগান্তি থেকে মুক্তি দিতে বিশ্ব ইজতেমার মাঠকে রাজনৈতিক দলগুলোর মিটিং-সমাবেশের জন্য নির্ধারণ করে দেওয়ার জোর দাবী করছি।

27/06/2023

সম্ভবত ১৯৮৬ সালের এপ্রিল-মে মাস হবে, দেশব্যাপি প্রচন্ড খরা, তীব্র তাপদাহ।সেনা শাসক এরশাদ আবহাওয়া অফিসে খোঁজ খবর নিচ্ছেন। আবহাওয়া অফিসের সিগনাল পেয়ে এরশাদ সাব জাতীয় ঈদগাহ মাঠে ইন্তেখার নামাজের ব্যবস্থা করলেন তিনি নিজেও নামাজে অংশ নিলেন। রাতে ঝড় বৃষ্টি হলো। সকালবেলা হুমায়ূন আজাদ বললেন, দালালী ছাড়া এই ব-দ্বীপে মেঘও নামেনা, ফুলও ফুটেনা।

১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে হুমায়ূন আজাদ বললেন, যার প্রাইমারি শিক্ষক পদে আবেদন করার যোগ্যতা নেই তিনি হলেন এই দেশের প্রধানমন্ত্রী।

২০০১ সালে জামাত বিএনপি ক্ষমতায় এলে তাদের তান্ডব নিয়ে হুমায়ূন আজাদ লেখলেন, পাকসার জমিন সাদ বাদ। মূলত এই উপন্যাসের কারণেই দেশের মৌলবাদী গোষ্ঠী তাকে কুপিয়ে মেরেছে।

দেশের একমাত্র লেখক, বুদ্ধিজীবি যিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। নিজ আদর্শের কাছে থেকেছেন সবসময় অটল। যেটা সত্য সেটাই বলেছেন। এই জন্যই তাকে অতিরিক্ত শ্রদ্ধা করি।তিনি গত হয়েছেন।

এখন আমাদের সামনে আছেন সুষূপ্ত পাঠক। তিনিও কারো ছেড়ে কথা বলেন না। সুষুপ্ত পাঠকও কোনো দলের , গোষ্ঠীর ভাঁড়ামী করেন না। যেটা সত্য সেটাই বলেন। সুষুপ্ত তার ছদ্ম নাম। তিনি এই নামেই লেখেন। তবে তিনি এক লেখায় বলেছেন, তিনি খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন। সুষুপ্ত পাঠকের বই পড়ার একটা মজা হলো তার সব বইই অনলাইন অর্থ্যাৎ পিডিএফ ভার্সন। যে কেউ ইচ্ছা করলেই বিনা পয়সায় অনলাইন থেকে তার বই ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। তাছাড়া যেদিন তার বই কমপ্লিট সেদিনই তিনি বইয়ের লিং দিয়ে দেন আপনি সেদিন থেকেই বইটা পড়া শুরু করে দিতে পারেন। এই সব কারণেই সুষুপ্ত পাঠক আমার একমাত্র লেখক যার প্রতিটা বইই আমি পড়তে পারি।

সুষুপ্ত পাঠকের নতুন বই "নির্বাচিত ব্লগ"। এই বইটা কলেবরে বড় । ৯৩৯ পৃষ্ঠার বইটি পড়লে কিছুটা হলেও নিজেকে সমৃদ্ধ করে নিতে পারবেন বলে আমি মনে করি।

সুষুপ্ত পাঠকের "নির্বাচিত ব্লগ" এর পিডিএফ বই কারো লাগলে আমি দিতে পারবো ।

হুমায়ুন আজাদ এবং সুষুপ্ত পাঠক দুই লেখকের প্রতি অশেষ শ্রদ্ধা ।

24/06/2023

14/06/2023
13/06/2023

Welcome to my page

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Slogan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share