মুসলিম পোর্ট

মুসলিম পোর্ট সর্বাগ্রে উম্মাহ

আজ ২০ শে জুলাই সাইপ্রাসের ৫১তম বিজয় বার্ষিকী।সাইপ্রাস; বিগত একশো বছরে মুসলমানদের উদ্ধারকৃত একমাত্র ভূমি। ইউরোপ মহাদেশের ...
20/07/2025

আজ ২০ শে জুলাই সাইপ্রাসের ৫১তম বিজয় বার্ষিকী।

সাইপ্রাস; বিগত একশো বছরে মুসলমানদের উদ্ধারকৃত একমাত্র ভূমি।

ইউরোপ মহাদেশের অন্তর্গত পূর্ব ভূমধ্যসাগরের বুকে ছোট্ট দ্বীপ সাইপ্রাস। সাইপ্রাসের সরকারি নাম “রিপাবলিক অফ সাইপ্রাস”। উত্তরে তুরস্ক, দক্ষিণ দিকে সি রি য়া, লেবানন, দক্ষিণ-পূর্বে ফি/লি/স্তি/ন এবং দখ/লদার ই/জ/রা/ঈ/ল কর্তৃক ফি/লি/স্তি/নের দখলকৃত এলাকা এবং পূর্বে মিশর,পশ্চিমে গ্রিস,ও পূর্বে ই/জ/রা/ই/ল অবস্থিত। ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম এটি...

বিস্তারিত পড়ুন :

 ইউরোপ মহাদেশের অন্তর্গত পূর্ব ভূমধ্যসাগরের বুকে ছোট্ট দ্বীপ সাইপ্রাস। সাইপ্রাসের সরকারি নাম “রিপাবলিক অফ সাই.....

🔴 ভারতীয় পাঠ্যবইয়ে মুঘল ইতিহাস বিকৃতির নতুন অধ্যায়         ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভারতের জাতীয় শিক্ষা ও গবেষণা পরিষদ (এ...
19/07/2025

🔴 ভারতীয় পাঠ্যবইয়ে মুঘল ইতিহাস বিকৃতির নতুন অধ্যায়

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভারতের জাতীয় শিক্ষা ও গবেষণা পরিষদ (এনসিইআরটি) অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যবইতে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা দেশটিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নতুন পাঠ্যবইয়ে মুঘল সম্রাট বাবর, আকবর ও আওরঙ্গজেবকে নৃশংস শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে যারা লুটপাট, দাস বানানো এবং বলপ্রয়োগে ভারতীয় জনগণের উপর শাসন কায়েম করেছিল।

আরো পড়ুন-
https://t.me/muslimportBD/9533

মুসলিম নাম যুক্ত থাকায় উইঘুরে ৬৩০ গ্রামের নাম পরিবর্তন করছে চীন নরওয়ের একটি সংস্থা দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিমদের নিয়ে কাজ...
16/07/2025

মুসলিম নাম যুক্ত থাকায় উইঘুরে ৬৩০ গ্রামের নাম পরিবর্তন করছে চীন

নরওয়ের একটি সংস্থা দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিমদের নিয়ে কাজ করে। তাদের সঙ্গে একত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে বলা হয়েছে, আরো ৬০০ গ্রামের নাম বদলে দিচ্ছে চীনের প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুনে শুরু হওয়া এই কার্যক্রমে আনুমানিক ৩ হাজারের বেশি বিভিন্ন অঞ্চল, গ্রাম, দর্শনীয় স্থান এমনকি দোকানপাটের নামও পরিবর্তন করতে বাধ্য করেছে চীন সরকার। যে নামগুলোতে মুসলিম নামের সংশ্লিষ্টতা ছিল।

শুধু তাই নয়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে জাতীয় পরিসংখ্যান বিভাগে নথিভুক্ত এমন ২৫ হাজার গ্রামের নাম নিয়েও গবেষণা চালিয়েছে সংস্থা দুইটি।

এখানেই শেষ নয়, সুফি শব্দ হোজা, হানিকা কিংবা বকসির মতো শব্দও বদলে দেওয়া হয়েছে। অবলুপ্ত করা হয়েছে ১৯৪৯ সালের আগের উইঘুর ইতিহাস। শিনজিয়াং অঞ্চলে এভাবে আরো বহু গ্রামের নাম বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে বেশ কিছু অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রাম আছে বলেও মনে করা হচ্ছে।

আরবের সুখের নগরী ছিল ইয়েমেনইয়েমেন, প্রাচীন আরবের এক ঐতিহাসিক ভূখণ্ড, যা এক সময় "সুখের নগরী" নামে খ্যাত ছিল। এর উর্বর ভূম...
14/07/2025

আরবের সুখের নগরী ছিল ইয়েমেন

ইয়েমেন, প্রাচীন আরবের এক ঐতিহাসিক ভূখণ্ড, যা এক সময় "সুখের নগরী" নামে খ্যাত ছিল।

এর উর্বর ভূমি, সমৃদ্ধ সংস্কৃতি এবং বাণিজ্যিক প্রাচুর্য ইয়েমেনকে প্রাচীন বিশ্বের এক অনন্য কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। সাবা, মায়িন ও হিমইয়ারের মতো রাজ্যগুলোর গৌরবময় ইতিহাস এবং লোবান ও মশলার বাণিজ্যপথের প্রাণকেন্দ্র হিসেবে ইয়েমেন আরবের সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসে অমর হয়ে আছে।

আরো পড়ুন-

ইয়েমেন আরব মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দেশ। ইয়েমেনের ইতিহাস তিন হাজার বছরেরও বেশি পুরনো। দেশটিতে আ.....

নাসির আল-মুল্ক মসজিদ: গোলাপী রঙের সৌন্দর্যে মোহিত এক ঐতিহ্যশিরাজের গোদ আরবান মহল্লায় অবস্থিত নাসির আল-মুল্ক মসজিদ, যা স...
14/07/2025

নাসির আল-মুল্ক মসজিদ: গোলাপী রঙের সৌন্দর্যে মোহিত এক ঐতিহ্য

শিরাজের গোদ আরবান মহল্লায় অবস্থিত নাসির আল-মুল্ক মসজিদ, যা স্নেহে ‘গোলাপী মসজিদ’ নামে পরিচিত, ইরানের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। ১২৫৫ থেকে ১২৬৭ সাল পর্যন্ত (হিজরি সৌর সন) এর নির্মাণকালে মির্জা রেজা কাশি গর ও হাজ মোহাম্মদ হাসান মেমারের মতো দক্ষ স্থপতিদের হাতে এই মসজিদ গড়ে ওঠে। ১৩৫৮ সালের ৩০ জুন (ইরানি ক্যালেন্ডার) এটি ইরানের জাতীয় ঐতিহ্য হিসেবে নিবন্ধিত হয়, যা এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের সাক্ষ্য বহন করে।

এই মসজিদের সৌন্দর্যের মূল আকর্ষণ তার অপূর্ব কাচের কারুকাজ ও কাশি টাইলের নকশা, যেখানে গোলাপী রঙের প্রাধান্য এক অনির্বচনীয় মায়া সৃষ্টি করে। সকালের আলোয় যখন রঙিন কাচের জানালা দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে, তখন মসজিদের অভ্যন্তরে রঙের এক অপরূপ খেলা শুরু হয়, যা দর্শকের মনকে মুগ্ধ করে। চৌকো আঙিনার মাঝে একটি বিশাল পুকুর শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এবং সাতরঙা কাশি টাইলে সজ্জিত প্রধান প্রবেশপথটি হেশতি নামক একটি প্রকোষ্ঠের মাধ্যমে আঙিনায় পৌঁছায়, যা স্থাপত্যের সূক্ষ্মতার এক দৃষ্টান্ত।

বছরের পর বছর ধরে নাসির আল-মুল্ক এনডাউমেন্টের তত্ত্বাবধানে এই মসজিদের সংস্কার কাজ অব্যাহত রয়েছে, যা এর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি বহন করে। নাসির আল-মুল্ক মসজিদ শুধু একটি ইবাদতগাহ নয়, বরং শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের এক মোহনীয় সংমিশ্রণ।

এই মসজিদের গোলাপী আভায় মোড়া সৌন্দর্য ও স্থাপত্যের উৎকর্ষ যেন শিরাজের ঐতিহ্যের এক অমর কাব্য। এটি দেখতে গেলে মনে হয়, যেন প্রতিটি টাইল ও কাচের টুকরোতে লুকিয়ে আছে শিল্পীর হৃদয়ের স্পন্দন।

"আমাদের সংগ্রামের সর্বশেষ অধ্যায় লিখে গেছেন মুহাম্মদ দে'ই'ফ"গতকাল ১৩ জুলাই হা' মা' সের সা/ম/রিক শাখা আল-কা' স' সা'ম ব্রি...
14/07/2025

"আমাদের সংগ্রামের সর্বশেষ অধ্যায় লিখে গেছেন মুহাম্মদ দে'ই'ফ"

গতকাল ১৩ জুলাই হা' মা' সের সা/ম/রিক শাখা আল-কা' স' সা'ম ব্রিগেডের মুখপাত্র আবু উ'বাই' দাহ শ'হী'দ কমান্ডার মুহাম্মদ দে'ই'ফের মৃ/ত্যু/বার্ষিকী উপলক্ষে তার বীরত্বগাথা স্মরণ করেছেন।

বিস্তারিত পড়ুন : https://t.me/muslimportBD/9484

মসজিদের ছাদ: আল্লাহর সৌন্দর্যের মহিমার প্রতিফলন মসজিদ, ইসলামের পবিত্র ইবাদতের ঘর, শুধু নামাজের জায়গা নয়, এটি যেন মহান ...
13/07/2025

মসজিদের ছাদ: আল্লাহর সৌন্দর্যের মহিমার প্রতিফলন

মসজিদ, ইসলামের পবিত্র ইবাদতের ঘর, শুধু নামাজের জায়গা নয়, এটি যেন মহান আল্লাহর অপরূপ সৌন্দর্য আর মহিমার এক জীবন্ত ছবি। মসজিদের ছাদগুলো দেখলে মনে হয়, এ যেন বিশাল আকাশের এক টুকরো, যেখানে স্রষ্টার অসীম কারুকাজ ফুটে উঠেছে। এই ছাদগুলোর নকশা আর শিল্পকর্মে ইসলামী সভ্যতার গৌরব, অপূর্ব সৌন্দর্য আর মানুষের সৃজনশীলতার সঙ্গে আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মিলন ঘটেছে। এখানে বিশ্বের দশটি মসজিদের ছাদের মুগ্ধকর সৌন্দর্যের কথা বলছি, যা পড়ে আপনার মন স্রষ্টার মহিমায় বিস্ময় আর শ্রদ্ধায় ভরে উঠবে।

১. শাহ মসজিদ, ইসফাহান, ইরান

ইসফাহানের শাহ মসজিদের ছাদ যেন একটি ঝলমলে তারার আকাশ। এর নকশার জটিল জ্যামিতি আর নীল-সোনালি রঙের মেলবন্ধন আল্লাহর সৃজনশীলতার এক অপূর্ব রূপ দেখায়। যা মানুষকে স্রষ্টার মহিমার দিকে তাকাতে বাধ্য করে।

২. শেখ লুৎফুল্লাহ মসজিদ, ইসফাহান, ইরান

নকশ-ই-জাহান চত্বরের শেখ লুৎফুল্লাহ মসজিদের ছাদ যেন জান্নাতের এক ঝলক। গম্বুজের ভেতরের ফুলের নকশা আর জ্যামিতিক নিদর্শন ইসলামী শিল্পের মাধুরী ফুটিয়ে তুলেছে। এই ছাদ দেখে মনে হয়, এটি ইবাদতকারীকে আল্লাহর অসীম ক্ষমতার কথা মনে করিয়ে দেয়।

৩. হাফেজের মাজার, শিরাজ, ইরান

শিরাজের হাফেজের মাজারের ছাদ যেন এক কাব্যময় শিল্প। রঙিন টাইলস আর সূক্ষ্ম নকশা কবি হাফেজের আধ্যাত্মিক জগতের প্রতিফলন। এই ছাদের প্রতিটি রেখা আর রঙ আল্লাহর সৌন্দর্যের তাসবিহ গায়, যা মনকে শান্তি দেয়।

৪. নাসির আল-মুল্ক মসজিদ, শিরাজ, ইরান

‘গোলাপী মসজিদ’ নামে পরিচিত নাসির আল-মুল্কের ছাদ তার রঙিন কাচের জানালা আর নকশার জন্য বিখ্যাত। এর ছাদে আলোর খেলা যেন জান্নাতের এক দৃশ্য। এই সৌন্দর্য দেখে মানুষ স্রষ্টার রহস্যময় কারুকাজের প্রতি বিস্মিত হয়।

৫. ওয়াজির খান মসজিদ, লাহোর, পাকিস্তান

লাহোরের ওয়াজির খান মসজিদের ছাদ মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ফ্রেস্কো আর ফুলের নকশার সঙ্গে সূক্ষ্ম কারুকাজ ইসলামী শিল্পের শ্রেষ্ঠত্ব দেখায়। এই ছাদ যেন আল্লাহর সৌন্দর্যের প্রতি এক নৈবেদ্য।

৬. তিলা কারি মসজিদ, সমরকন্দ, উজবেকিস্তান

সমরকন্দের তিলা কারি মসজিদের ছাদ তার সোনালি নকশা আর জ্যামিতিক নিদর্শনের জন্য প্রসিদ্ধ। এর প্রতিটি কোণে ইসলামী শিল্পের গভীর সৌন্দর্য ফুটে উঠেছে। এই ছাদ আল্লাহর মহিমার এক আয়না।

৭. সাইয়্যিদা রুকাইয়া মসজিদ, দামেস্ক, সিরিয়া

দামেস্কের সাইয়্যিদা রুকাইয়া মসজিদের ছাদে ইসলামী শিল্পের সূক্ষ্মতা আর আধ্যাত্মিকতার মিশেল। এর নকশা আর রঙ মনকে আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসায় ভরিয়ে দেয়।

৮. গোহারশাদ মসজিদ, মাশহাদ, ইরান

মাশহাদের গোহারশাদ মসজিদের ছাদ তার জটিল টাইলকাজ আর নকশার জন্য বিখ্যাত। এটি যেন আল্লাহর সৃজনশীলতার এক অপূর্ব ছবি, যা মনকে আধ্যাত্মিক ভাবনায় ডুবিয়ে দেয়।

৯. সাইয়েদ মসজিদ, ইসফাহান, ইরান

ইসফাহানের সাইয়েদ মসজিদের ছাদ ইসলামী শিল্পের গভীর সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এর নকশা আর রঙ যেন আল্লাহর মহিমার প্রতি এক উপহার।

১০. জামে মসজিদ, ইয়াজদ, ইরান

ইয়াজদের জামে মসজিদের ছাদ তার উঁচু গম্বুজ আর জটিল নকশার জন্য বিখ্যাত। এর প্রতিটি নকশা আল্লাহর সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ।

এই দশটি মসজিদের ছাদ শুধু স্থাপত্যের নমুনা নয়, এটি ইসলামী সভ্যতার গৌরব আর আল্লাহর প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রকাশ। প্রতিটি নকশা, রঙ আর রেখা মানুষকে স্রষ্টার অপার সৌন্দর্য ও ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। এই ছাদগুলো আমাদেরকে মুসলিম সভ্যতার উজ্জ্বল অতীত ও সৃজনশীলতার কথা বলে, যা মনে গর্ব জাগায়। সবশেষে, এই ছাদগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহর সৌন্দর্য আর মহিমা সবখানে ছড়িয়ে আছে, আর তাঁর প্রতি ভক্তি ও ভালোবাসার মাধ্যমে মানুষ তার সৃজনশীলতার সেরা রূপ তুলে ধরতে পারে।

স্রেব্রেনিকা গণ/হ/ত্যা/র ৩০ বছর আজ!১৯৯৫ সাথে আজকের দিনে অর্থাৎ ১১ জুলাই, বসনিয়ান যু/দ্ধের সময় স্রেব্রেনিকা (বসনিয়া ও হ...
11/07/2025

স্রেব্রেনিকা গণ/হ/ত্যা/র ৩০ বছর আজ!

১৯৯৫ সাথে আজকের দিনে অর্থাৎ ১১ জুলাই, বসনিয়ান যু/দ্ধের সময় স্রেব্রেনিকা (বসনিয়া ও হার্জেগোভিনাতে) শহর এবং এর আশেপাশের বসনিয়ান মুসলমানদের উপর ব্যাপক গণ/হ/ত্যা চালানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৯৫ সালের বসনিয়ানদের উপর এই গণ/হ/ত্যা ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘটনাগুলির একটি!

বসনিয়া থেকে মুসলমান জাতিকে সম্পূর্ণ উচ্ছেদ করার লক্ষ্যে কমান্ডার রক্কো মাঠাদ (বসনিয়ার 'কসাই' নামে পরিচিত) সেব্রিকা শহর দখল করে এবং শিশুসহ হাজার হাজার লোককে জ/বা/ই করে হ/ত্যা করে!!

এই জঘন্য গণ/হ/ত্যা/র মাত্র ১০-১১ দিনের মধ্যে ৮,০০০ এরও বেশি বসনিয়ান মুসলমানকে হ/ত্যা করা হয়। পাশাপাশি ২০,০০০ এরও বেশি বেসামরিক নাগরিকদের নিজ এলাকা থেকে বিতাড়িত ও বহিষ্কার করা হয়েছিল। ধ/র্ষ/ণের স্বীকারও হয়েছিলেন শত শত মুসলিম নারী...

ইউরোপের বুকে দ্বীনে মুবিন ইসলামের প্রতিনিধিত্বকারী বসনিয়ার শহীদদের প্রতি সালাম জানাই!

গ্রানাডা শহরে ইসলামী ঐতিহ্যের চিহ্ন: আলহামরা প্রাসাদ ও "লা গালিবা ইল্লাল্লাহ"স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের অন্যতম প্রাচীন...
10/07/2025

গ্রানাডা শহরে ইসলামী ঐতিহ্যের চিহ্ন: আলহামরা প্রাসাদ ও "লা গালিবা ইল্লাল্লাহ"

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শহর গ্রানাডা, যা মধ্যযুগে মুসলিম শাসনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এই শহরের প্রতিটি অলিগলিতে, স্থাপত্যে এবং সংস্কৃতিতে এখনো স্পষ্টভাবে প্রতিফলিত হয় ইসলামী ঐতিহ্যের ছাপ।

আলহামরা প্রাসাদ:
গ্রানাডার সবচেয়ে বিখ্যাত স্থাপনা আলহামরা প্রাসাদ এক সময়ে মুসলিম শাসকদের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। আজ এটি একটি জাদুঘর এবং পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রাসাদের কারুকাজ, দেয়ালের জ্যামিতিক নকশা এবং আরবি খোদাইগুলো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে দিয়েছে।

"لا غالب إلا الله" – একটি ঐতিহাসিক শ্লোগান:
আলহামরার নানা স্থানে খোদাই করা পাওয়া যায় আরবি বাক্যটি: "লা গালিবা ইল্লাল্লাহ", অর্থাৎ “আল্লাহ ছাড়া জয়ী কেউ নেই”। এই বাক্যটি শুধু আলহামরা নয়, বরং ঐতিহাসিকভাবে গ্রানাডার বিভিন্ন স্থাপত্যে ব্যবহৃত হতো। এটি ছিল গ্রানাডার নাসরিদ রাজবংশের একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক বার্তা, যা মুসলিম শাসনের আত্মপরিচয়কে তুলে ধরত।

সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব:
যদিও এখন গ্রানাডা একটি আধুনিক স্প্যানিশ শহর, তবুও শহরের দোকানপাটে, সড়কে এবং নানা শিল্পপণ্যে আজও আরবী হরফের আদলে নকশা দেখতে পাওয়া যায়। স্থানীয় দোকানগুলোতে “লা গালিবা ইল্লাল্লাহ” বাক্যখচিত স্মারক ম্যাগনেট, প্লেট, দেওয়ালের টাইলস ইত্যাদি বিক্রি হয়। এই বাক্যের তাৎপর্য স্থানীয় অনেক অধিবাসীর জানা, যদিও তারা আরবি ভাষা জানেন না।

গ্রানাডা শহরের স্থাপত্য ও সমাজজীবনে ইসলামী ঐতিহ্যের চিহ্ন আজও টিকে আছে। "লা গালিবা ইল্লাল্লাহ" কেবল একটি ধর্মীয় শ্লোগান নয়, বরং এটি এক ঐতিহাসিক স্মৃতি, যা আন্দালুসের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে।

শিশ মহল: মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন চিনিওট, পাঞ্জাব, পাকিস্তানে অবস্থিত শিশ মহল একটি ঐতিহাসিক প্রাসাদ, যা মুঘল স্...
10/07/2025

শিশ মহল: মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন

চিনিওট, পাঞ্জাব, পাকিস্তানে অবস্থিত শিশ মহল একটি ঐতিহাসিক প্রাসাদ, যা মুঘল স্থাপত্যের শিশা কারুকাজ ও নৈপুণ্যময় কাঠের খোদাইয়ের অসাধারণ সমন্বয়ে দর্শনার্থীদের মুগ্ধ করে।

শিশ মহল, যার নামের অর্থ “আয়নার প্রাসাদ”, পাকিস্তানের চিনিওট শহরে অবস্থিত একটি স্থাপত্যকৌশলের মাস্টারপিস। এই প্রাসাদ মুঘল আমলের শৈল্পিক উৎকর্ষের প্রতীক হিসেবে বিবেচিত। এর দেয়াল ও ছাদে ব্যবহৃত শিশা কারুকাজ, যেখানে কাচের ছোট ছোট টুকরো দিয়ে জটিল নকশা তৈরি করা হয়েছে, তা আলোর প্রতিফলনে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। এছাড়া, প্রাসাদের অভ্যন্তরে লক্ষণীয় কাঠের খোদাইকাজ মুঘল কারিগরদের অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। শিশ মহল শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল।
শিশ মহল এখনো তার ঐতিহ্য ধরে রেখে পাকিস্তানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহাসিকতার একটি উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

09/07/2025

আয়ারল্যান্ড কেন ফি' লি' স্তি' নে' র পক্ষে অনড়?

চলুন জেনে আসি এক অজানা অধ্যায়।

সম্ভল শাহী মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আবেদন শুনানি ২১ জুলাইভারতের উত্তর প্রদেশের সম্ভল জেলার চান্দৌসি এলাকায় ঐতিহাসি...
07/07/2025

সম্ভল শাহী মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আবেদন শুনানি ২১ জুলাই

ভারতের উত্তর প্রদেশের সম্ভল জেলার চান্দৌসি এলাকায় ঐতিহাসিক শাহী জামে মসজিদকে কেন্দ্র করে একটি বিতর্কিত আইনি প্রক্রিয়া সম্প্রতি আলোচনায় এসেছে। এই বিতর্ক ধর্মীয় স্থানের মালিকানা এবং ব্যবহার নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার অংশ, যা ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সং ঘা তের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্ভলের চান্দৌসি আদালতে একটি আবেদন দায়ের করা হয়েছে, যেখানে শাহী জামে মসজিদে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞার দাবি উত্থাপিত হয়। মোদি প্রশাসন এই আবেদনের শুনানি ২১ জুলাই, ২০২৫ তারিখ দিচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when মুসলিম পোর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসলিম পোর্ট:

Share