MD:Kawsar Habib

MD:Kawsar Habib আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আ?

🦅 সে চাইলে তার ডানা মেলে দিতে পারত।পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত। প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছিল।কিন্তু সে তা...
16/06/2025

🦅 সে চাইলে তার ডানা মেলে দিতে পারত।
পালিয়ে যেতে পারত, নিজেকে বাঁচাতে পারত। প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছিল।
কিন্তু সে তা করেনি।
এমনকি নিজের প্রাণ বাঁচানোর সামান্য চেষ্টাটুকুও না করে, সে দাঁড়িয়ে থেকেছিল ঠিক সেখানেই—
যেখানে ছিল তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো।

ছাইয়ের স্তূপে পাওয়া পুড়ে যাওয়া একটি পাখির নিথর শরীর আমাদের মনে করিয়ে দেয়—
এটি শুধু একটি পাখির দেহ নয়, এটি এক ‘মা’র প্রতিকৃতি।
---
পাখিদের আচরণ শুধু অনুভূতির উপর নির্ভর করে না।
তাদের জিনের গভীরে প্রোথিত একটি প্রবৃত্তি, যা তাদের চালিত করে।
প্রজনন ঋতুতে তাদের মস্তিষ্কে সক্রিয় হয় একটি হরমোন— প্রোল্যাকটিন।
এই হরমোনই তাদের বাসা তৈরি করতে, ডিমে তা দিতে এবং বিপদের মুহূর্তে বাচ্চাদের রক্ষা করতে অনুপ্রাণিত করে।

এটি ভালোবাসা নয় যেমনটা আমরা বুঝি—
বরং এটি এক গভীরতম কর্তব্যবোধ,
একটি প্রজাতির ভবিষ্যতের প্রতি নিঃশর্ত আত্মনিবেদন।
এমনকি যদি এর জন্য নিজের জীবনটুকুও বিলিয়ে দিতে হয়— তাও তারা পিছপা হয় না।
---
🔥 ছাইয়ের নিচে ছিল একটি পুড়ে যাওয়া ছোট্ট শরীর।
একটি নিঃস্ব, পুড়ে যাওয়া বাসার মাঝে দাঁড়িয়ে ছিল সে— শেষ পর্যন্ত, একা।
সে ছিল না কোনো কিংবদন্তি নায়িকা।
সে ছিল না কোনো দুঃসাহসী সৈনিক।

সে ছিল একজন মা।

প্রকৃতির এক বেনামি যোদ্ধা,
যে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে—
মাতৃত্ব শুধু সম্পর্ক নয়, এটি এক নির্ভেজাল আত্মত্যাগ।
---
আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না,
একজন মা তার সন্তানকে নিরাপদ রাখতে কতোটা কিছু সয়ে যায়,
কতটা নীরব যুদ্ধ চালায় প্রতিদিন।

👩‍🍼 সেই সব মায়েদের প্রতি আমার গভীর শ্রদ্ধা—
যারা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানদের জন্য লড়ে যান,
যাদের আত্মত্যাগ কোনো খবরে আসে না,
তবুও তারা পৃথিবীর সবচেয়ে সাহসী নায়িকা।
---
"একটি পুড়ে যাওয়া শরীর, একটি অদৃশ্য যুদ্ধ, আর এক অমর ভালোবাসা— যেটা শুধু মা-ই দিতে পারে।"


#প্রিয়_নেত্রকোনা

Today's Best Photo                             •    
16/06/2025

Today's Best Photo
























কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
01/06/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।MD:Kawsar Habib

07/05/2025

ভারত পাকিস্তান তুমুল লড়াই || দুই পক্ষে তুমুল উত্তেজনা।

FREE FREE PALESTINE 🇵🇸🇵🇸✊
07/04/2025

FREE FREE PALESTINE 🇵🇸🇵🇸✊




21/03/2025

পুলসিরাত, জাহান্নামের উপর তৈরি সেই বিখ্যাত পুল।

30/08/2024

ভারতের বন্যা আগ্রাসনে ডুবছে বাংলাদেশ || ভয়াবহ বন্যায় ভাসছে বাংলাদেশ ||Bangladesh

ভারতের বন্যা আগ্রাসনের স্বীকার বাংলাদেশ,, ডুবে গেছে লাখো মানিষের ঘর বাড়ীসহ আরো অনেক কিছু।

#বন্যা_পরিস্থিতি #বন্যার_খবর #বন্যা২০২৪

05/08/2024

ইন্নালিল্লাহ সংসদ ভবনে ছাত্রদের গন কবর লাশ এর গন্ধে ডুকা যাচ্ছে না

04/08/2024

চিটাগাং এর 'ওয়াসা' তে সেনাবাহিনী স্টুডেন্ট দের কে 'ছাত্রলীগ' থেকে নিরাপত্তা দিচ্ছে!
সাবাশ #কোটা_সংস্কার_আন্দলন

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when MD:Kawsar Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD:Kawsar Habib:

Share

Category