07/05/2025
💢কমেডি নাটক: বিয়ে করব না!
👉ঘরানাঃ কমেডি
👉দৃশ্যসংখ্যা: ৩
---
🛑দৃশ্য ১: বাসার ড্রইংরুম
পাত্র: রাফি (৩২ বছর বয়স, চাকুরিজীবী, বিয়ে এড়িয়ে চলে)
মা: রাফির মা, বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে
বন্ধু: তুহিন, রাফির স্কুলবন্ধু, সদ্য বিবাহিত
(রাফি সোফায় বসে ল্যাপটপে গেম খেলছে। মা চুপচাপ পেছনে এসে দাঁড়ায়।)
মা:
তোর বয়স ৩২, আমার বয়স বাড়তেছে, আমার চুল পাকা, তুই এখনো PUBG খেলিস?
রাফি:
(চোখ না তুলে)
PUBG না মা, এটা নতুন – Marriage Escape Simulator.
মা:
তুই পালানোর গেম খেলিস আর মেয়ে পক্ষ পালায় তোর কথা শুনে! দেখ, পরশু তোর জন্য মেয়ে দেখতে যাব।
রাফি:
(ভীত ভঙ্গিতে)
আবার? মা, আমি এখনো মানসিকভাবে প্রস্তুত না!
(এই সময় তুহিন ঢোকে, মাথায় সিঁদুর লেগে আছে, জামায় হালকা হলুদের দাগ)
তুহিন:
(জাঁকজমকভাবে)
ভাই রাফি! বিয়ে করে ফেললাম! বউ রান্না করেছে, আলুভর্তা খেয়ে এখনও চোখে পানি!
রাফি:
(ব্যঙ্গ করে)
আলুভর্তা খেয়ে, না বিয়ের শোকে?
---
🛑দৃশ্য ২: পাত্রী দেখতে যাওয়া
পাত্র পক্ষ: রাফি ও তার মা
পাত্রীর পরিবার: মেয়ে শিলা, তার বাবা-মা
(বসে আছে দুই পক্ষ। রাফি মুখে হাসি ঝুলিয়ে রাখার চেষ্টা করছে)
মা:
আমার ছেলেটা একটু লাজুক, তাই একটু কম কথা বলে।
রাফি:
(চুপচাপ, গলায় গুঞ্জন)
আমি তো মুখে কথা তুললেই বিয়ে পাকা হয়ে যায়...
শিলা:
(হঠাৎ করে বলে)
আপনি কি মশা মারতে পারেন?
রাফি:
(হকচকিয়ে)
মানে?
শিলা:
কারণ আমার রুমে মশা অনেক। সাহসী ছেলে চাই।
রাফি:
(সিরিয়াস ভঙ্গিতে)
আমি ভয় পাই শুধু কমিটমেন্টে, মশা না!
(সবাই হেসে ফেলে)
---
🛑দৃশ্য ৩: রাফির বাসা, বিয়ের আগের রাত
রাফি খুবই চিন্তিত, তুহিন আবার আসে।
তুহিন:
তুই পালাতে চাস, না বিয়ে করবি?
রাফি:
আমি বুঝি না ভাই, একটা মানুষ কিভাবে সারাজীবন এক ইন্টারনেট কানেকশন আর এক বউয়ের ওপর নির্ভর করে?
তুহিন:
(হেসে)
ওই দুইটাই যদি ঠিকমতো চলে, তো জীবন একদম সুইস চকোলেট!
(রাফি কিছুক্ষণ ভাবার পর বলে)
রাফি:
আচ্ছা, চল তো দেখি বিয়েটা কেমন হয়... Worst case scenario – ডিভোর্স, best case – আজীবন আলুভর্তা!