Reader's Book

Reader's Book মূল পেইজ লিংক— https://www.facebook.com/share/1CZ1bHvWRw/
(1)

ভালো মানের উপন্যাস খুঁজছেন?তাহলে “জোড়াতালির সংসার” হতে পারে আপনার জন্য বেস্ট একটি উপন্যাস। এই উপন্যাসে আছে হাসি, কান্না,...
24/10/2025

ভালো মানের উপন্যাস খুঁজছেন?

তাহলে “জোড়াতালির সংসার” হতে পারে আপনার জন্য বেস্ট একটি উপন্যাস।

এই উপন্যাসে আছে হাসি, কান্না, সম্পর্ক আর জীবনের টানাপোড়েনের গল্প।
পড়তে পড়তে মনে হবে — আপনি যেন ফিরে গেছেন নিজের ফেলে আসা শৈশবের সেই দিনগুলোতে।

📚অর্ডার করতে Reader’s Book পেইজে মেসেজ করুন।

পাঠকের ক্লিক ❣️টিউলিপসহ বইটি আমাদের কাছে পাওয়া যাচ্ছে...📚অর্ডার করতে Reader’s Book পেইজে মেসেজ করুন।
23/10/2025

পাঠকের ক্লিক ❣️

টিউলিপসহ বইটি আমাদের কাছে পাওয়া যাচ্ছে...

📚অর্ডার করতে Reader’s Book পেইজে মেসেজ করুন।

আমরা আমাদের সন্তানদের অনেক কিছু শেখাই। ভালো ফল করার পদ্ধতি, ইংরেজি মাধ্যমের ভাষা থেকে জটিল সব বিদ্যা। কিন্তু মানুষের প্র...
23/10/2025

আমরা আমাদের সন্তানদের অনেক কিছু শেখাই। ভালো ফল করার পদ্ধতি, ইংরেজি মাধ্যমের ভাষা থেকে জটিল সব বিদ্যা। কিন্তু মানুষের প্রতি মায়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো জরুরি শিক্ষা কি আমরা শুধু কথার মাধ্যমে তাদেরকে শেখাতে পারি?

উত্তর হলো, পারি না। শিশুরা যেহেতু অনুকরণপ্রিয়, তাই তাদেরকে শিখিয়ে দিতে বাস্তব জীবনে তার চর্চা থাকা আবশ্যক। এতে তা দেখে শিশুরা অনুপ্রাণিত হতে শেখে।

এই যেমন— ‘আয়িশা ও আবরারের গল্প সিরিজ'-এর ছোট্ট আবরার একদিন বাবার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখে পড়ল এক ক্লান্ত বৃদ্ধকে। অনেকগুলো বইয়ের বোঝা নিয়ে বিক্রি করার জন্য তিনি বসে আছেন, কিন্তু কেউ তার কাছ থেকে বই কিনছে না। এই দৃশ্য দেখে আবরারের কোমল হৃদয়টা সঙ্গে সঙ্গে ব্যথিত হলো।

আবরার তার বাবাকে বলে সেই লোকটির কাছ থেকে একটি গল্পের বই কিনল। তার বাবা লোকটিকে কিছু বাড়তি টাকাও দিলেন। এই ছোট্ট ঘটনাটি আবরারের মনে দয়া ও মানুষের প্রতি সহমর্মিতার যে ভিত্তি গড়ে দিল, তা কোনো বিদ্যালয় তাকে দিতে পারত না। সাদাকাহ যে কেবল মসজিদে দান করা নয়, বরং অসহায়ত্বের পাশে দাঁড়ানো, সেই শিক্ষা আবরার খুব সহজেই পেয়ে গেল।

আবরার যেমন রাস্তায় হাঁটা অবস্থায় সাদাকাহ করার সুযোগ খুঁজে নিল, তেমনি তার বোন আয়িশাও করেছে এক দারুণ সাদাকাহ। কিন্তু আয়িশার সেই সাদাকাহ করার পদ্ধতি কী ছিল? জানতে পড়তে হবে 'আয়িশার সাদাকাহ' বইটি, যা আপনার সন্তানের ভেতরের সেই দয়ালু মানুষটিকে খুঁজে বের করতে সাহায্য করবে।

সিরিজটির পাঁচটি বই আপনার সন্তানকে এমন হাতে-কলমে শেখাবে ইসলামের বাস্তব কিছু অত্যন্ত দরকারি প্রায়োগিক দিক—যা তার জীবনকে নেক আমলে পরিপূর্ণ ও ঈর্ষণীয় করে তুলবে, ইন শা আল্লাহ।

চমৎকার এ সিরিজটি সংগ্রহ করেছেন তো আপনার সোনামণিদের জন্য?
📚অর্ডার করতে Reader’s Book পেইজে মেসেজ করুন।

22/10/2025

পোস্টে রিয়েক্ট না দিলে অবাক হই না। হতে পারে সে বাটন ফোন চালায়🤭

ফলো— Reader’s Book

আপনার কি জানা আছে সদাকাহর সিক্রেট?হ্যাঁ, সদাকাহরও কিছু সিক্রেট আছে। সদাকাহ নিয়ে আমরা যা ভাবি, সেটুকুই যে সবটুকু নয় সে ব্...
14/10/2025

আপনার কি জানা আছে সদাকাহর সিক্রেট?
হ্যাঁ, সদাকাহরও কিছু সিক্রেট আছে। সদাকাহ নিয়ে আমরা যা ভাবি, সেটুকুই যে সবটুকু নয় সে ব্যাপারে কিন্তু বেশিরভাগ মানুষই অসচেতন। সদাকাহ অনেক বিশাল একটা ব্যাপার। রাসূলুল্লাহ ﷺ ব্যাপকহারে সদাকাহ করতেন। তাঁর চেয়ে বেশি সদাকাহ আর কেউই করেননি। সদাকাহ হচ্ছে আখিরাতের অমূল্য এক পাথেয়, আল্লাহর সন্তুষ্টি কুড়ানোর অসাধারণ এক মাধ্যম।
কিন্তু সদাকাহ করতে কি শুধু টাকাপয়সা খরচ করতে হয়? মোটেই না! অর্থব্যয়ে সদাকাহ হচ্ছে সদাকাহর একটি ধরন মাত্র। আরো অনেকভাবেই সদাকাহ করা যায়। সদাকাহর এই রহস্যগুলো জানতে আপনাকে পড়তে হবে “সিক্রেটস অব সদাকাহ”। এই বইটি আপনাকে জানাবে সদাকাহ কতো বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলে আপনি কীভাবে এগিয়ে থাকবেন, কীভাবে দানের হাতকে আরো বেশি প্রসারিত করবেন, কীভাবে এর পাশাপাশি একটুখানি মুচকি হাসি, উত্তম কথা কিংবা উত্তম আচরণের মতো আরো বিভিন্ন মাধ্যমে সদাকাহর মর্যাদা হাসিল করবেন এই বই আপনাকে সেই রহস্যগুলোই জানিয়ে দেবে।
বইটি আপনাকে যোগান দেবে আপনার রোজকার সদাকাহর মূল্যবান পাথেয়, ইনশাআল্লাহ।
সিক্রেটস অব সদাকাহ
লেখক : আনিকা আনজুম
ছাড় মূল্য: ১১০৳

📚অর্ডার করতে RReader’s Bookপেইজে মেসেজ করুন।

আপনার পছন্দের বইটি অর্ডার করতে Reader’s Book পেইজে মেসেজ করুন।    #নারী
14/10/2025

আপনার পছন্দের বইটি অর্ডার করতে Reader’s Book পেইজে মেসেজ করুন।

#নারী

আপনি কি করেন?😁যাই করেন Reader’s Book  পেইজটাতে ফলো দিন।
09/10/2025

আপনি কি করেন?😁

যাই করেন Reader’s Book পেইজটাতে ফলো দিন।

"আতর মাখা টাকার অপচয় না। আপনি যদি ভালো মানের, দামি আতরও ব্যবহার করেন, আপনার লাভ। কিভাবে? আতর মাখার পর আপনি এর সুগন্ধি পা...
08/10/2025

"আতর মাখা টাকার অপচয় না। আপনি যদি ভালো মানের, দামি আতরও ব্যবহার করেন, আপনার লাভ। কিভাবে? আতর মাখার পর আপনি এর সুগন্ধি পাবেন, আপনার আশেপাশের লোকজনও এর থেকে সুগন্ধি পাবে। ফলে, আতর মেখে আপনি সাদাকার সওয়াব পাবেন।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াবী অন্য যেকোনো জিনিস এতোটা পছন্দ করতেন না, যতোটা পছন্দ করতেন উত্তম আতর। তাঁর একটি আতরদানি ছিলো। তিনি তাঁর সময়ের সবচেয়ে সেরা আতর ব্যবহার করতেন।

পরবর্তীতে যখন আপনি আতর মাখবেন, মাথায় রাখবেন আতর মাখার ফলে আপনার সাদাকার সওয়াব হচ্ছে।"

- উস্তাদ হামজা ইউসুফ

🌷কারো লাগলে Reader’s Book পেইজে মেসেজ করুন।

যৌবন: স্বপ্নের সূর্যোদয় নাকি আফসোসের গোধূলি? যৌবন হলো জীবনের সবচেয়ে রঙিন, সবচেয়ে শক্তিশালী সময়। এ সময়েই মানুষ স্বপ্ন দেখ...
06/10/2025

যৌবন: স্বপ্নের সূর্যোদয় নাকি আফসোসের গোধূলি?
যৌবন হলো জীবনের সবচেয়ে রঙিন, সবচেয়ে শক্তিশালী সময়। এ সময়েই মানুষ স্বপ্ন দেখে বড় হওয়ার, জ্ঞান অর্জনের, সমাজে পরিবর্তন আনার। কিন্তু প্রশ্ন হলো—এই শক্তি আর সময় কি কেবল ক্ষণিকের আনন্দে নষ্ট হবে, না কি আল্লাহর পথে রেখে যাবে অমর ছাপ?
“যুবক-যুবতীদের প্রতি যৌবনের ম্যাসেজ” বইটি আসলে এক বাস্তব আয়না, যেখানে তরুণরা নিজেদের অবস্থান স্পষ্ট দেখতে পাবে। এখানে আছে—আল্লাহওয়ালাদের সান্নিধ্যের গল্প, অন্তর জাগানোর পথ, মায়ের অমূল্য ভালোবাসার স্মরণ, পর্দার অপরিহার্যতা, নারীদের জন্য কার্যকরী উপদেশ, সামাজিক দায়িত্ববোধের নির্দেশনা, সময়ের সঠিক ব্যবহারের কৌশল এবং হৃদয় নিংড়ানো নসিহতের ভাণ্ডার। প্রতিটি অধ্যায় যেন তরুণদের হাতে ধরিয়ে দেয় সাফল্যের মানচিত্র।
যারা আজ নিজেদের যৌবনকে সঠিকভাবে কাজে লাগাতে চায়, তারা এতে খুঁজে পাবে পথের আলো।
📚অর্ডার করতে ইনবক্স করুন 💬 m.me/readersbook0

Online এ আমি চঞ্চল হলেও Real life এ আমি কারো সাথে সামনাসামনি লজ্জায় কথা বলতে পারি ।😩🥲আমার মতো কে কে আছেন হাত তুলুন😅
03/10/2025

Online এ আমি চঞ্চল হলেও Real life এ আমি কারো সাথে সামনাসামনি লজ্জায় কথা বলতে পারি ।😩🥲
আমার মতো কে কে আছেন হাত তুলুন😅

২টি উপন্যাস ২৭০ টাকা💥📚অর্ডার করতে ইনবক্স করুন 💬 m.me/readersbook0
01/10/2025

২টি উপন্যাস ২৭০ টাকা💥

📚অর্ডার করতে ইনবক্স করুন 💬 m.me/readersbook0

যশোর থেকে এক ভাইয়ের অর্ডার 💞📚অর্ডার করতে ইনবক্স করুন 💬 m.me/readersbook0
30/09/2025

যশোর থেকে এক ভাইয়ের অর্ডার 💞
📚অর্ডার করতে ইনবক্স করুন 💬 m.me/readersbook0

Address

Fulbaria

Telephone

+8801725713297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reader's Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reader's Book:

Share