
07/07/2025
যারা ব্যবসা করেন বা করতে চান, তাদের প্রত্যেকের জন্য বইটি দরকারি।
শুধু টাকার পেছনে না ঘুরে কীভাবে ব্যবসা করবেন, ব্যবসাকে সাজাবেন, পরিকল্পনা করবেন বইটি পড়লে বিস্তারিত জানতে পারবেন।
এ ছাড়া কীভাবে হালাল ব্যবসা করবেন, কীভাবে হারাম থেকে বাঁচবেন, হালালের মধ্যে অজ্ঞাতে কীভাবে হারাম ঢুকে পড়ে, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন, সব জানতে পারবেন বইটি পড়লে।