Real Life

Real Life Be persistent and never give up hope.

চোখের জলই ওদের নীরব শক্তি…আর পুরুষের দুর্বলতা। #চোখের_জল  #নারীশক্তি  #ভালোবাসা  #মন  #অস্ত্র
24/07/2025

চোখের জলই ওদের নীরব শক্তি…
আর পুরুষের দুর্বলতা।

#চোখের_জল #নারীশক্তি #ভালোবাসা #মন #অস্ত্র

যারা সহজেই আপন হয়,তারা সহজেই হারিয়ে যায়… #আপনতা  #বেদনা  #চলে_যাওয়া  #মায়া  #হারিয়ে_যাওয়া
24/07/2025

যারা সহজেই আপন হয়,
তারা সহজেই হারিয়ে যায়…

#আপনতা #বেদনা #চলে_যাওয়া #মায়া #হারিয়ে_যাওয়া

খারাপ সময়ই আসল মুখোশ খুলে দেয়। #মুখোশ  #বাস্তবতা  #সংঘাত  #সময়  #রূপ
24/07/2025

খারাপ সময়ই আসল মুখোশ খুলে দেয়।

#মুখোশ #বাস্তবতা #সংঘাত #সময় #রূপ

জীবনটা এখন শুধু তখনই মনে পড়ে,যখন কারও দরকার পড়ে। #নির্বাসন  #উপেক্ষা  #একাকীত্ব  #প্রয়োজন  #নিরবতা
24/07/2025

জীবনটা এখন শুধু তখনই মনে পড়ে,
যখন কারও দরকার পড়ে।

#নির্বাসন #উপেক্ষা #একাকীত্ব #প্রয়োজন #নিরবতা

অভাব মানুষ গড়ে, লোভ মানুষ ভাঙে। #অভাব_ও_লোভ
24/07/2025

অভাব মানুষ গড়ে, লোভ মানুষ ভাঙে।

#অভাব_ও_লোভ

নিজের জুতা ক্ষয় করে যদি পরিচয় আসে,তবেই সেটা সম্মানের পরিচয়। #সম্মান  #পরিচয়  #আত্মসম্মান  #সংগ্রাম  #নিজস্বতা
23/07/2025

নিজের জুতা ক্ষয় করে যদি পরিচয় আসে,
তবেই সেটা সম্মানের পরিচয়।

#সম্মান #পরিচয় #আত্মসম্মান #সংগ্রাম #নিজস্বতা

সবচেয়ে বড় আঘাতটা দেয়,যারা একসময় সবচেয়ে কাছে ছিলো। #ঘনিষ্ঠতা  #আঘাত  #বিশ্বাসভঙ্গ  #কষ্ট  #নিরবতা
23/07/2025

সবচেয়ে বড় আঘাতটা দেয়,
যারা একসময় সবচেয়ে কাছে ছিলো।

#ঘনিষ্ঠতা #আঘাত #বিশ্বাসভঙ্গ #কষ্ট #নিরবতা

সবাই দুঃখে পাশে থাকে,কিন্তু সুখে তোমাকেই সহ্য করতে পারে না! #সাফল্য  #ঈর্ষা  #নিজস্বতা  #অহংকার  #রক্তসম্পর্ক
23/07/2025

সবাই দুঃখে পাশে থাকে,
কিন্তু সুখে তোমাকেই সহ্য করতে পারে না!

#সাফল্য #ঈর্ষা #নিজস্বতা #অহংকার #রক্তসম্পর্ক

যারা কষ্ট দেয়,তাদের অভিনয় দেখে মনে হয় তুমি-ই অপরাধী! #অভিনয়  #কষ্ট  #ভুলবোঝাবুঝি  #মন  #ধোঁকা
23/07/2025

যারা কষ্ট দেয়,
তাদের অভিনয় দেখে মনে হয় তুমি-ই অপরাধী!

#অভিনয় #কষ্ট #ভুলবোঝাবুঝি #মন #ধোঁকা

যারা সংসারে মিথ্যা রাখে,তাদের জীবনও একদিন ভেঙে পড়ে। #বিশ্বাস  #ভাঙন  #পরকিয়া  #সংসার  #মানসিকতা
23/07/2025

যারা সংসারে মিথ্যা রাখে,
তাদের জীবনও একদিন ভেঙে পড়ে।

#বিশ্বাস #ভাঙন #পরকিয়া #সংসার #মানসিকতা

পুরনো বন্ধুর ফোন এলে ভাবার সময় নেই—সরাসরি ধরে নাও, দরকার আছে। #বন্ধুত্ব  #পুরনো  #বাস্তবতা
23/07/2025

পুরনো বন্ধুর ফোন এলে ভাবার সময় নেই—
সরাসরি ধরে নাও, দরকার আছে।

#বন্ধুত্ব #পুরনো #বাস্তবতা

টাকা আছে আত্নীয় আছে! #সম্পর্কেরপ্রতারণা
22/07/2025

টাকা আছে আত্নীয় আছে!
#সম্পর্কেরপ্রতারণা

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Real Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category