BD NewsExpress24

BD NewsExpress24 সত্য প্রকাশে নির্ভীক।

মাসিক আইনশৃঙ্খলা সভা- সিংগাইরে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মুখ খুললেন চেয়ারম্যানরাসিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগ...
30/10/2022

মাসিক আইনশৃঙ্খলা সভা- সিংগাইরে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মুখ খুললেন চেয়ারম্যানরা

সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইনশৃঙ্খলা সভায় বাল্য বিয়ে প্রতিরোধের পাশাপাশি চিহ্নিত মাদক ব্যবসায়িদের নাম প্রকাশ করে প্রতিকার চাইলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।
রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, তার এলাকায় ছমু চোরা পরিবারের সকল সদস্যই মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যবসা করে ওই পরিবার প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে। মাঝে-মধ্যে তাদের গ্রেফতার করলেও আইনের ফাঁকে বের হয়ে আবার পুরোদমে মাদক ব্যবসা করে।
চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন, সম্প্রতি শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে গঙ্গালালপুর এলাকা থেকে চুলাই মদ ও মদ তৈরির উপকরণসহ মনির হোসেন নামের একজনকে গ্রেফতার করেন থানা পুলিশ। পাশাপাশি নিলাম্বরপট্টি ও রুপারচর এলাকায় মদ তৈরির কারখানা ধ্বংসের দাবীও জানান তিনি। ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া তার ইউনিয়নের চর-উলাইল গ্রামের এক নারীসহ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করে প্রতিকার চান। শায়েস্তা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিম তার ইউনিয়নের বান্দাইল এলাকার জমজমাট মাদক ব্যবসা বন্ধ করা জরুরী বলে মন্তব্য করেন।

সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. সায়েদুল ইসলাম বলেন, ইতিপূর্বে জনপ্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে কথা বললেও এবারই সুনিদিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করলেন। আগামী আইন শৃংখলা সভার আগেই উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ সময় উপস্থিত পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য তার বক্তব্যে বলেন, পুলিশ কখনও মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেয়না। যদি কেউ দিয়ে থাকে সেও মাদকের সাথে জড়িত। আগামী সভার আগেই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, বলধারা ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন প্রমুখ।

দিনাজপুরে আইডিইবি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিতদিনাজপুর প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী ...
29/10/2022

দিনাজপুরে আইডিইবি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আন্তরিকতা ও সততার সাথে কাজ করে যাচ্ছে।
সরকার নির্দেশনা দিয়েছেন চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স হবে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ২৯ অক্টোবর শনিবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আইডিইবি দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আইডিইবি’র যোগাযাগ বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ কেদ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রংপুর অঞ্চল) মো. মাহবুবার রহমান, কনিকে’র প্রকাশনা সম্পাদক মো.আতিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য মো.আবুল কালাম, কনিকে’র উপদেষ্টা মো.আখতারুল করিম প্রামাণিক। আইডিইবি জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মো.মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, বঙ্গবন্ধু ডিপ্লোমা সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি লুৎফুল কবির বকুল, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম, এসআরএ ইনস্টিটিউশন অব সাইন্স এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান আবু ইসতিয়াক, দিপই’র শিক্ষক মো.শরিফ আহমেদ, শিক্ষক মো.নুরুল হক, এসআরএ ইনস্টিটিউশন অব সাইন্স এন্ড টেকনোলজি দিনাজপুরের অধ্যক্ষ মো. আকরাম আলী মিয়া, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মো. নুরুল হক, বাকাছাপ দিপই’র এর আহবায়ক মো.আরমান হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিইবি জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো.সাজিউল ইসলাম সাজু ও দিপই’র শিক্ষক জেসমিন আরা মীরা। এর আগে আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল আউয়ালের কন্যার কবর জিয়ারত করেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও দিপই’র চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএমএ হামিদ, দিপই’র অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ । দ্বিতীয় পর্ব বিকেলে দিপই’র সম্মেলন কক্ষে আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা অনায়নের লক্ষ্যে সাংগঠনিক সভায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অভিযানে ৪১ অপরাধী গ্রেফতারকক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা লশরনার্থী ক্যাম্পে ...
29/10/2022

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অভিযানে ৪১ অপরাধী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা লশরনার্থী ক্যাম্পে খুন, ধর্ষণ, অপহরণ, মুক্তিপণ আদায়, গ্রুপে-গ্রুপে গোলাগুলি, আধিপত্য বিস্তার, মাদক, অস্ত্রসহ নানা সহিংসতা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্যাম্পকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতের ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশের অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জামাদিতে সজ্জিত পুলিশ সদস্যরা যৌথভাবে এ অভিযান চালায়। প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চলাকালে একাধিক অ্যাডিশনাল এসপি, এএসপি ও পুলিশ পরিদর্শক নেতৃত্ব দিয়েছেন।
চিরুনী অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা মামলার আসামি ৬ জন ও মাদকসহ ৩ জন। অন্যান্য মামলার আসামি ছিল ৪ জন ও
বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২৮ জন।

চিরুনি অভিযানে গ্রেফতারকৃতরা
হলেন, ক্যাম্প-১৮ ব্লক-এল/১৮ এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫), ব্লক- এল/১৭ এর মৃত আব্দুল মজিদের ছেলে জুনায়েদ (২৫), আবু তালেবের ছেলে মছন আলী (২০), ক্যাম্প-১৯ ব্লক-সি/৭ এর মৃত মোস্তাক আহম্মদের ছেলে মো. ওসমান (৩৪), ক্যাম্প-১৩ ব্লক- ডি/৩ এর জাহিদ হোসাইনের ছেলে মো. তাহের ওরফে লালা ফুতিয়া (২৫), ব্লক-এফ/৩ এর মৃত আমির হামজার ছেলে শোয়াইব (২৫)। এরা সবাই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী।

মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-১৩ ব্লক- জি/২ এর মৃত নুর আহম্মদের ছেলে দিল হোসাইন (৪৪), ব্লক- ই/৪ এর মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) ও ক্যাম্প-১৮ ব্লক-এইচ/৬২ এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।
রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন'র সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারে ২৮ অক্টোবর রাতে এপিবিএনের উদ্যোগে ও জেলা পুলিশ সদস্যদোর অংশগ্রহণে চিরুনি অভিযান চালানো হয়। ক্যাম্প অভ্যন্তরে অভিযানের সময় কোন দুস্কৃতিকারী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে ক্যাম্প সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছিল।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারী নির্মূল করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ বাড়ায় উদ্বিগ্ন ক্যাম্পের আশপাশের লোকালয়ের বাসিন্দাসহ পুরো কক্সবাজার জেলাবাসী।
উখিয়ার কুতুপালং ইউনিয়ন পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পের পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ক্যাম্প ভিত্তিক মাঝি (নেতা), সাব-মাঝি, স্বেচ্ছাসেবকদের খুন করে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের অবস্থান ঘোষণা করে যাচ্ছে।

নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন নানা দাবিতে কক্সবাজার মানববন্ধনকক্সবাজার প্রতিনিধিঃনবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন...
29/10/2022

নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন নানা দাবিতে কক্সবাজার মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধিঃ
নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন এবং সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মি (চাকুরি শর্তাবলী) আইনসহ নানা দাবিতে কক্সবাজারের সাগর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

শনিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সড়কে বিএফইউজের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

এতে বিএফইউজের সহ-সভাপতি মধুসূদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) মহাসচিব আখতার হোসেন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, ময়নসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) আতাউল করিম ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, চট্ট্গ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মো. ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউমে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার (জেইউকে) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (দিইউজে) সভাপতি মোহাম্মদ ওয়াহেদুল আলম ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জে.এম.রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন করে তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মিদের (চাকুরি শর্তাবলী) আইনের দাবি প্রণয়ন করতে হবে।

সাংবাদিকদের এ নেতা বলেন, দেশে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন সাংবাদিক হত্যাকান্ডের ঘটনা ঘটলেও খুনিদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। এতে ভূক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভূগছে। এখনো অনেক সাংবাদিক হত্যার ক্লু উদঘাটন করতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনী। এতে দেশের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়।

28/10/2022

সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলনে যা জানালেন।

28/10/2022

সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার বেপারী।

28/10/2022

সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলনে যা বললেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ বাদল চোকদার।

28/10/2022

দোহারের সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলনে যা বললেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুর আলম।

রায়পুরে  যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতারায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃলক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরশহর, এ যেন ব্যাস্তত...
28/10/2022

রায়পুরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরশহর, এ যেন ব্যাস্ততম একটি নগরীর নাম, জেলার অন্যান্য উপজেলার তুলনায় এই উপজেলা জেলা শহরের নিকটবর্তী হওয়া এ শহরে বানিজ্যিক ভাবে মানুষের যাতায়াত বেশি, গত কয়েক মাস আগে ও এই শহর ছিলো যানজটে ভরা বিরক্তির, অস্বস্তির কারণ শহরের প্রধান সড়ক দখল করে বিভিন্ন যানবাহনে মালামাল লোড-আনলোড, মানুষের যাতায়াতের পথ ফুটপাত দখল করে অস্থায়ী ভ্রাম্যমান দোকানপাট, গাড়ি পার্কিং সহ অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিক্সার ফলে এই নগরী যেন বিরক্তির হয়ে উঠেছিলো।

তবে গত কয়েক মাস থেকে রায়পুর ট্রাফিক জোনের তৎপরতা এবং দক্ষ ভুমিকায় পরিবর্তন এসেছে রায়পুর শহরে, কমেছে যানজট, দুর্ঘটনা এছাড়াও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ফলে শৃঙ্খলা ফিরেছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রায়পুর ট্রাফিক জোনের সকল সদস্য।

এর আগে নবাগত পুলিশ সুপারের মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের দিক নির্দেশনা বাস্তবায়নে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে রায়পুরে। প্রাথমিক ভাবে সচেতনতার পরও যারা আইন অমান্য করে সড়কের পাশে গাড়ি পার্কিং, গাড়ির ড্রাইভিং লাইসেন্স,হেলমেট, এবং নাম্বার বিহীন মোটসাইকেল সহ অবৈধ যানবাহন বন্ধের ব্যাপারে কঠোর পদক্ষেপ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে।

এর ফলে পৌর শহরের সড়কের মধ্যে অনেকটাই আগের চাইতে শৃঙ্খলা ফিরেছে যা দৃশ্যমান, কোনো প্রতিবন্ধকতা না থাকায় খুব সহজেই নগরের চলাফেরা করতে পারায় মানুষ সময়ানুযায়ী কাজ করতে পারেন।

জানতে চাইলে রায়পুর ট্রাফিক জোন এর পুলিশ পরিদর্শক(শওযা) জনাব ইকবাল পারভেজ জানান,
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা পুলিশের রায়পুর ট্রাফিক জোন সদা তৎপর রয়েছে। বিগতদিনে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ওসি রায়পুর থানা সহ সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেছি। লিফলেটে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নে রায়পুর ট্রাফিক জোন সক্রিয় ভুমিকা রেখে চলছে, বিশেষ করে সিএনজি, অটো রিক্সার ডান পাশ বন্ধ করা, সড়কে বিভিন্ন যানবাহনের পার্কিং বন্ধ করা, মানুষের যাতায়াতের পথ বন্ধ করে ফুটপাত দখল করা ভ্রাম্যমান দোকান উচ্ছেদ , শহরের প্রধান সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

এসময় রায়পুর ট্রাফিক জোন এর পুলিশ সার্জেন্ট পরবীল কুমার নাথ যানবাহনের চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, গাড়ি চালানোর সময় সর্বদা ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক আইন অমান্য করবেন না, অতিরিক্ত গতি পরিহার করুন। ঘন ঘন লেন পরিবর্তন করবেন না। ট্রাফিক পুলিশের নির্দেশনা মান্য করুন। আপনার একটি অসতর্ক মুহূর্ত হতে পারে একটি দুর্ঘটনার কারণ। মোটরসাইকেল, স্কুটার চালানোর সময় দুইজনের বেশি উঠবেন না এবং অবশ্যই হেলমেট পরিধান করুন কারণ সামান্য দুর্ঘটনায় মাথায় আঘাত লাগার সম্ভাবনা সব থেকে বেশি, প্রায়শই দেখা যায় মাথায় আঘাতের কারণে বেশিরভাগ বাইক এক্সিডেন্টে তরতাজা প্রাণ চলে যায়। ড্রাইভিং লাইসেন্স ব্যতিত বাইক চালাবেন না, অল্পবয়সী ছেলের হাতে কখনোই বাইক দিবেন না এবং অবশ্যই যানবাহনের প্রয়োজনীয় কাগজ পত্র সঙ্গে রাখুন।
এই দেশ আমার আপনার, আমাদের সবার সহযোগিতাই পারে দেশকে সুন্দর সুশৃঙ্খল রাখতে।

দোহারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ভাংচুরের অভিযোগ দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়...
28/10/2022

দোহারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ভাংচুরের অভিযোগ

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোচনের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও মাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মোচন।

সরেজমিনে, রাইপাড়া ইউনিয়নের বাশতলা গিয়ে আব্দুর রশিদ মোচনের নির্বাচনী ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুর অবস্থায় দেখা যায়।

এ ব্যাপারে আব্দুর রশিদ মোচন জানান, আমি গ্রামে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। আমাকে ফোনে ঘটনা জানানো হলে বাশতলা ক্যাম্পে গিয়ে আমি সব কিছু ভাংগা অবস্থায় দেখতে পাই। মাইকিং করার সময় আমার একটি মাইক ও ছিনিয়ে নিয়ে গেছে। আমি থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। ওসি সাহেব আমাকে ভাংচুরের ছবি প্রিন্ট করে নিয়ে আসতে বলছেন। আমি ছবি প্রিন্ট করাতে পাঠিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আমরা ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

28/10/2022

৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হেলেনা বেগম তার নির্বাচনী প্রতীক বই মার্কায় সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি বিগত সময়ের সফল মহিলা মেম্বার।

28/10/2022

৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সোহরাব বেপারী তার মোরগ প্রতীকের ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ঘূর্ণিঝড়ে জন্ম নেওয়া শিশুর নাম সিত্রাং এর পরিবারের পাশে নগদ অর্থ নিয়ে জেলা প্রশাসক নোয়াখালী প্রতিনিধিঃঘূর্ণিঝড় 'সিত্রাং'...
27/10/2022

ঘূর্ণিঝড়ে জন্ম নেওয়া শিশুর নাম সিত্রাং এর পরিবারের পাশে নগদ অর্থ নিয়ে জেলা প্রশাসক

নোয়াখালী প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় 'সিত্রাং' এর প্রবল তান্ডবে জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌস সিত্রাং এর বাড়িতে গেলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় তিনি খাদ্য ও নগদ অর্থ পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি সে যতদিন বেঁচে থাকবে তার খোঁজখবর নেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চতলার খাল এলাকার শিশুর বাড়িতে পৌছান তিনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে জান্নাতুল ফেরদৌস সিত্রাং এর পরিবার ও আশপাশের মানুষেরা।
জান্নাতুল ফেরদৌস সিত্রাং এর মা ফারজানা আক্তার বলেন, জেলা প্রশাসক স্যার আমাদের বাড়িতে আসবেন তা স্বপ্নেও ভাবি নাই। আমার মেয়ের পাশে দাঁড়িয়েছেন। নগদ টাকা ও খাদ্য দিয়েছেন। আমরা সবাই স্যারের কাছে কৃতজ্ঞ।

সিত্রাং এর দাদী নুর জাহান বলেন, ডিসি স্যার এই গরিবের বাড়িতে পা দিয়েছেন। আমরা এতেই খুশী। আমাদের খাবার দিয়েছেন এবং নগদ টাকা দিয়েছেন। এছাড়াও ইউএনও স্যারসহ চেয়ারম্যান ছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নেই।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন বলেন, একজন সংগ্রামী মা ফারজানা আক্তার। তিনি যে কঠিন দুর্যোগের সময়ে সাহসী ভূমিকা রেখেছেন তা অকল্পনীয়। সেই জন্য আজ জেলা প্রশাসক স্যারসহ আমরা এই কন্যা সন্তানকে দেখতে এসেছি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে যখন জোয়ারে ঘর ডুবে যায়। এই সংগ্রামী নারী তখন চৌকিতে আশ্রয় নেয়। সেসময় নেটওয়ার্কসহ সব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।তার স্বামী ও এলাকায় নেই। ঘরে কোনো পুরুষের সাহায্য ছাড়াই চৌকিতেই সাধারণ ভাবে ধাত্রীর সহযোগিতায় কন্যা শিশু প্রসব করেন৷ ঘূর্ণিঝড়ের নাম অনুযায়ী শিশুটির নাম করণ করেন সিত্রাং।

দেওয়ান মাহবুবুর রহমান আরও বলেন, সিত্রাং এর দায়িত্ব আমি নিলাম। তার জন্য আমি নতুন জামা মিষ্টিসহ উপহার এনেছি। এছাড়াও নগদ টাকা তার মায়ের হাতে তুলে দিয়েছি। ইউএনও ও স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। যেকোনো সমস্যা হলে আমাকে জানাতে বলেছি।

মুজিববর্ষের ঘর দেওয়া হবে উল্লেখ করে দেওয়ান মাহবুবুর রহমান বলেন, যেহেতু পরিবারটি বেড়িবাঁধের কাছে থাকে। নদী গর্ভে তাদের ভিটে চলে গেছে তাই তাদেরকে মুজিববর্ষের ঘর উপহার দিবো। গৃহহীন পরিবার গুলোকে গৃহ প্রদানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে আমরা কাজ করছি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন, হরণী ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতার হোসাইনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার (২৩ অক্টোবর) নোয়াখালীতে ৭ নম্বর বিপদ সংকেত চলাকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর এলাকার মো. শরিফ উদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার কন্যা শিশু প্রসব করেন। পরক্ষণেই শিশুটির নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস সিত্রাং।

রাতে প্রসব বেদনা ওঠে ফারজানার। জোয়ারের পানিতে চৌকি ডুবে যাবে এমন সময় ধাত্রীর সহযোগিতায় জন্ম নিলো এক কন্যা সন্তান। পরক্ষণেই নাম রাখা হলো জান্নাতুল ফেরদৌস সিত্রাং।

কক্সবাজারে বিশ্ব হাতধোয়া দিবস পালিতকক্সবাজার প্রতিনিধিঃ"হাতের পরিচ্ছন্নতা, এসো সবাই এক হই। বর্জ্য পরিশোধন নিশ্চিত হবে টে...
27/10/2022

কক্সবাজারে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধিঃ
"হাতের পরিচ্ছন্নতা, এসো সবাই এক হই। বর্জ্য পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন”
এই প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোঁয়া দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী, আলোচনা সভা ও হাতধোয়া কর্মসূচী।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী বের করা হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জে মাসিক  আইন শৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিট...
27/10/2022

কেরানীগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাঈদ, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরাফাতুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল-আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মনসুর আহমেদ, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ইন্সপেক্টর মোঃ খোরশেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল প্রমুখ।

কেরানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৩জন র‍্যাবের হাতে আটক কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার কেরানীগঞ্জে ১০০৫ পিস ইয়াবা ট্য...
27/10/2022

কেরানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৩জন র‍্যাবের হাতে আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হচ্ছে মোঃ কামাল হোসেন (৩৮),মোঃ সবুজ (২৫) মোঃ শাকিল আহমেদ (১৯)।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, র‍্যাবের একটি অভিযানিক দল আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামাল হোসেন কে আটক করে। পরে র‍্যাবের অপর একটি অভিযানিক দল ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সবুজ ও শাকিল আহমেদ কে ২০কেজি গাঁজাসহ আটক করে। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকার উপরে।

ঢাকার নবাবগঞ্জে চোলাই মদসহ গ্রেফতার ১দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৭৫ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার...
27/10/2022

ঢাকার নবাবগঞ্জে চোলাই মদসহ গ্রেফতার ১

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৭৫ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার পাঠানকান্দা এলাকায় অভিযান চালিয়ে আলমাস(৪৫) নামে মাদক ব্যবসায়ীকে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

আলমাস একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই মো: আমিরুল ইসলাম ও এসআই তানিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমাসকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানার মামলা হয়েছে বলে জানান পুলিশ।

দোহারে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলনদোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃদীর্ঘদিন পর আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হ...
27/10/2022

দোহারে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের সুষ্ঠু ভোটাধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মধুরচর আশ্রয়ণ প্রকল্প মাঠে সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই স্বতন্ত্র প্রার্থী হায়দার বেপারী তাদের লিখিত বক্তব্য পড়ে শুনান।

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা ৬ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনগণের সুষ্ঠু ভোটাধিকার আদায়ের দাবিতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। জয়-পরাজয় ভোটের মাঠে হবে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে যে পাশ করবে আমরা তাকেই ফুলের মালা দিয়ে বরণ করে নিবো। কিন্তু সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকের শেখ নাসির উদ্দিন আহমেদ আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয় নির্বাচনের নিয়ম ভেঙ্গে সরকার দলীয় প্রার্থী প্রায় ৩০টির অধিক নির্বাচনী প্রচারণায় ক্যাম্প তৈরী করেছে। আমরা ইতোমধ্যে লিখিত আকারে নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করেছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রার্থীরা আরো বলেন, আমরা নির্বাচন নিয়ে সংকিত আছি। আমরা আবারও দাবি জানাচ্ছি নির্বাচনের বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। তা না হলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আমরা শেষ অবদি নির্বাচনের মাঠে থাকবো ইনশা আল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, দুটি পাতা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজিদ হোসেন বাদল চোকদার, আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আলম, চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী চঞ্চল মোল্লা, টেলিফোন প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সাদ্দাম বেপারী ও হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেকসহ তাদের কর্মী ও সমর্থকরা।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when BD NewsExpress24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share