Nur Travel World

Nur Travel World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur Travel World, Digital creator, Dhaka.

অর্থ বা শিক্ষায় নয়,
মানুষের আসল পরিচয় তো তার মানবতাবোধে।
আমি আজও সেই গ্রামের মাটির মানুষ,
আপনাদেরই মতো সাধারণ,
মানুষকে ভালোবেসে মানুষ হয়েছি!
#মানুষের_মানুষ #সাধারণের_অসাধারণ #মাটির_মানুষ

26/07/2025

জর্জিয়া যেতে ভারতীয়দের **ভিসা লাগবে না**।

26/07/2025

সার্বিয়ার ১০০ টি ফাইল কমপ্লিট হয়েছে। সবাই ইমেইল ও আইডি-পাসওয়ার্ড পাবে। আপাতত ভ্যাকেন্সি নেই, পরবর্তী স্লট ২ সপ্তাহ পরে।

26/07/2025

এইটাই শেষ ওয়ার্নিং! আমার নাম বলে যদি কেউ ফাইল নিয়ে অন্য কাউকে দেয়, তাহলে লাইভে এসে সব কিছু ফাঁস করে দেব। কালো কীর্তি আর সহ্য করব না।

✨ ALHAMDULILLAH! 10 টা ভিসা DONE! ✨**শুধু স্বপ্ন নয়, বাস্তবতা বানাচ্ছি আমরা!ধন্যবাদ সবার দোয়া ও বিশ্বাসের জন্য।আরও অনেক...
24/07/2025

✨ ALHAMDULILLAH! 10 টা ভিসা DONE! ✨**
শুধু স্বপ্ন নয়, বাস্তবতা বানাচ্ছি আমরা!
ধন্যবাদ সবার দোয়া ও বিশ্বাসের জন্য।
আরও অনেকের ভাগ্যের দরজা খুলছে ইনশাআল্লাহ!
** **

Alhamdulillah
24/07/2025

Alhamdulillah

Alhamdulilla
23/07/2025

Alhamdulilla

সার্বিয়া ভিসা আপডেট 🇷🇸আজ ৫০ জনের ফাইল সাবমিট হয়েছে ✅আরও ১০০ জনের ফাইল পরবর্তী ৪ দিনের মধ্যে সাবমিট হবে ইনশাআল্লাহ!
23/07/2025

সার্বিয়া ভিসা আপডেট 🇷🇸
আজ ৫০ জনের ফাইল সাবমিট হয়েছে ✅
আরও ১০০ জনের ফাইল পরবর্তী ৪ দিনের মধ্যে সাবমিট হবে ইনশাআল্লাহ!

*"কিছু বন্ধু আজীবনের…যত কষ্টই থাকুক, এই বন্ধুত্বই জীবনকে সফলতার পথে নিয়ে যায়।জীবনের কঠিন মুহূর্তে যারা পাশে ছিল, তারাই...
23/07/2025

*"কিছু বন্ধু আজীবনের…
যত কষ্টই থাকুক, এই বন্ধুত্বই জীবনকে সফলতার পথে নিয়ে যায়।
জীবনের কঠিন মুহূর্তে যারা পাশে ছিল, তারাই প্রকৃত বন্ধু।
আমার এমন কিছু বন্ধু আছে সারা পৃথিবীজুড়ে, যাদের জন্য আমি নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করি।
বন্ধুত্ব মানে শুধু গল্প না, বন্ধুত্ব মানে পাশে থাকা — সময়ে-অসময়ে।
এই ছবিটা শুধু স্মৃতি নয়, এটা আমার জীবনের অর্জন…
সফলতা কখনো একা আসেনা, এটা আসে কিছু ভালো মনের মানুষের সাহচর্যে।
Love you, my global brothers ❤️🌍"**

🕯️ **"আর একটা প্রাণ গেলো… আমরা কি এখনও নীরব থাকবো?"**🔴 এই নিষ্পাপ শিশুটি স্বপ্ন দেখেছিল, হাসতো, খেলতো, পড়াশোনা করতো…কিন্...
23/07/2025

🕯️ **"আর একটা প্রাণ গেলো… আমরা কি এখনও নীরব থাকবো?"**

🔴 এই নিষ্পাপ শিশুটি স্বপ্ন দেখেছিল, হাসতো, খেলতো, পড়াশোনা করতো…
কিন্তু আমাদের সমাজ, আমাদের অব্যবস্থাপনা, আর আমাদের দায়িত্বহীনতা
একটা জীবনকে আগুনে পুড়িয়ে দিলো।

🔥 **এটা শুধু একটা মৃত্যুই নয়, এটা আমাদের ব্যর্থতা।**

আমরা কি পারবো না এই শিশুদের জন্য একটা নিরাপদ দেশ গড়তে?
আমরা কি বারবার কাঁদবো, আর কিছুক্ষণের কান্নার পর আবার ভুলে যাবো?

---

**📢 এই দেশের প্রতিটি সন্তান নিরাপদে বাঁচার অধিকার রাখে।**
তাদের চোখের স্বপ্ন যেন ছাই হয়ে না যায় আমাদের অবহেলায়।

🙏 **আসুন, শুধু পোস্ট নয় – প্রতিজ্ঞা করি, এরকম যেন আর না হয়।**
জেগে উঠুন, প্রতিবাদ করুন, পরিবর্তন শুরু হোক এখন থেকেই।

22/07/2025

অনেক কষ্ট করেছে ছেলেটা, অবশেষে তার স্বপ্ন পূরণ হলো।
রাত জেগেছে, পরিশ্রম করেছে, হাজারটা বাধা পেরিয়ে এসেছে।
অনেকেই তাকে থামাতে চেয়েছিল, হেসেছিল তার স্বপ্নকে নিয়ে।
কিন্তু আজ সবার মুখে তালা লাগিয়ে,
আল্লাহর রহমতে, নিজের পরিশ্রম আর ধৈর্যের জোরে সে সফল হয়েছে।
এই সাফল্য যেন সবার জীবনে অনুপ্রেরণা হয়।

আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক, আমিন।

আর মাত্র ৫ মিনিট পরেই স্কুল ছুটি হতো, হয়তো নিষ্পাপ শিশুগুলো আজ বেঁচে যেত।কত স্বপ্ন নিয়ে সকালে স্কুলে এসেছিল,বাবা-মায়ে...
21/07/2025

আর মাত্র ৫ মিনিট পরেই স্কুল ছুটি হতো, হয়তো নিষ্পাপ শিশুগুলো আজ বেঁচে যেত।
কত স্বপ্ন নিয়ে সকালে স্কুলে এসেছিল,
বাবা-মায়ের কাছে কত আবদার ছিল তাদের,
মা হয়তো বাড়িতে খাবার নিয়ে অপেক্ষা করছিল,
বাবা হয়তো তাদের নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিল।

কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে গেল!
এ কেমন নিয়তি?
কী অপরাধ ছিল এই শিশুদের?

আমার বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে আজ, চোখে পানি ধরে রাখতে পারছি না।
আল্লাহ, এমন যন্ত্রণা যেন আর কাউকে না সইতে হয়। তুমি এই নিষ্পাপ শিশুদের জান্নাতের ফুল করে দিও, আর তাদের বাবা-মাকে ধৈর্য্য ধরার শক্তি দাও।

আমাদের বিবেক জাগুক, আমাদের হৃদয় বদলাক।
মানুষ হবার আগে মানুষত্ব যেন আমরা হারিয়ে না ফেলি!

\ #নিষ্পাপ\_ফেরেশতা #বুকফাটা\_কান্না #আল্লাহ\_তাদের\_হেফাজত\_করুন

21/07/2025

Alhamdulilla আরো অনেক গুলো approval Done.

Address

Dhaka

Telephone

+4748672335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Travel World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Travel World:

Share