31/03/2023
মুনজেরিন শহীদ নিজে সারাদিন পড়ালেখা করে অক্সফোর্ডে গেসে এবং তার সিজি অনেক হাই।
বাট আমারে আপনারে পরামর্শ দেওয়ার সময় সে বলবে, আরে এতো পড়তে হয় না, অমুক কোর্সটা করলেই তুমিও চ্যালচ্যালাইয়া এই করতে পারবা, সেই করতে পারবা। প্যারা নাই, চিল।
আমার আব্বু একটা কথা বলতো, লেখাপড়াও একটা ইবাদত। এবং এই ইবাদাতের ভারটা তোমার নিজের বহন করতে হবে, আরেকজন কী বললো, সেইটা শুনে কখনও নিজের রাস্তা ঠিক করবা না।
আপনার টিউশন মাস্টার আপনাকে পরামর্শ দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিবে যাতে ঐ পরামর্শে তার টিউশনিটা অন্তত বাচে। মুনজেরিন বা আয়মান সাদিকদের পরামর্শ জুড়ে থাকবে বিজনেস, তাদের লক্ষ্য আপনাকে অক্সফোর্ডে চান্স পাওয়ানো না, বরং তাদের লক্ষ্য হইতেসে আপনাকে তাদের কোর্সগুলো ধরে ধরে গেলানো। কারণ এইগুলার উপরেই তাদের বিজনেসটা টিকে আছে।
কাজেই, ঐ যে কম পড়তে বলা, পরামর্শটা আপনাকে স্টুডেন্ট হিসেবে না, দেওয়া হয় ক্লায়েন্ট হিসেবে। এই জিনিসটা মাথায় রাখা সবসময়ই জরুরি।
অনলাইন একদিকে যেমন সবকিছু সহজ করসে, আরেকদিকে তেমন এক বস্তা গার্বেজ আইনাও আমাদের সামনে ফালাইয়া দিসে। এই গার্বেজগুলা পার্সোনাল লাইফে যা ই হোক, বিজনেসের ফিল্ডে আইসা হইসে একেকটা বিরাট বিরাট ধান্দাবাজ। এমনকি গ্রামের পোলাপাইনরে ইনসিস্ট করে করে ব্রিটিশ ইংলিশ শেখানোর কোর্সে ভর্তি করানো হইতেসে।
এদের ফাঁদে না পড়ার সবচে বড় সূত্রটা সক্রেটিস বলে গেসে অনেক আগেই। নো দাইসেল্ফ। নিজেকে আগে জানেন। নিজের ক্যাপাবিলিটি আগে শিওর হন। ঈগল আইসা আপনাকে বললো, আরে তুমি তো চেষ্টা করলে আমার চেয়েও বেশি আকাশে উড়তে পারবা, আর আপনি নিজে শালিক হইয়া ঝাপ দিলেন, ঐটা তো আর হইলো না, তাই না?
কেউ আপনাকে অক্সফোর্ড দেখাইলে, হার্ভার্ড দেখাইলে আপনার আগে উচিত নিজের থেকে সার্চ দিয়ে দিয়ে দেখা। এভারেজ কেমন প্রোফাইল ওখানে যায়, সেইটার সাথে নিজের প্রোফাইলের তুলনা করা। তারপর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন, আসলেই আপনার ওখানে যাওয়ার সম্ভাবনা কতটুক।
বাংলাদেশের কোন পেইড কোর্সে ভর্তি হওয়ার আগে ইউটিউবে ঐ সেইম কন্টেন্টটাই সার্চ দেন। কোর্সেরাতে সার্চ দেন। ১০০% কোর্স ফ্রিতে পাওয়ার কথা। ঐগুলাই করে ফেলেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা।
ক্যারিয়ার রিলেটেড প্রশ্নগুলোর ক্ষেত্রে কোন সেলিব্রিটি কী বললো, সেইটা না শুইনা নিজের সিনিয়রদের কাছে থেকে শুনেন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালোভাবে বললে টিচার আর সিনিয়ররাই আপনাকে সবচে ভালো গাইডলাইনটা দিতে পারবে। অনেক সময় নিজের বন্ধুও হেল্প করতে পারে, যারা জানে আর কী।
এর বাইরে অনলাইনে বা অফলাইনে যারাই আপনাকে সোনার বাটি রূপার বাটি দেখাইতে চাইবে, হোক সে অক্সফোর্ডের বা স্ট্যানফোর্ডের, এদের চে একশো হাত দূরে থাকেন।
কম পড়ে, কম পরিশ্রম করে কোনদিন ভালো কিছু কেউ পায় নাই। যদি কেউ দাবি করে সে কম পরিশ্রম করেই অক্সফোর্ড হার্ভার্ড জয় করে ফেলেছে, তাহলে নিশ্চিত করেই ধরে নিতে পারেন, সে অসৎ, মিথ্যাবাদী এবং ভন্ড।
©সাদিকুর রহমান খান