Md.Mofassel Islam

Md.Mofassel Islam Save your money secure your future.

টাকা গাছে ধরে না, কিন্তু সঠিক পরিকল্পনায় বেড়ে যায়! 1️⃣ আয়ের চেয়ে কম খরচ করুন – যতই আয় করুন না কেন, যদি খরচ নিয়ন্ত্রণে...
20/03/2025

টাকা গাছে ধরে না, কিন্তু সঠিক পরিকল্পনায় বেড়ে যায়!

1️⃣ আয়ের চেয়ে কম খরচ করুন – যতই আয় করুন না কেন, যদি খরচ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সঞ্চয় করা কঠিন হবে।

2️⃣ বাজেট তৈরি করুন – মাসিক আয় ও ব্যয়ের হিসাব রাখুন, যেন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানো যায়।

3️⃣ বহু উৎস থেকে আয় করুন – শুধু একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর না করে, ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করুন।

4️⃣ সঞ্চয়কে অগ্রাধিকার দিন – প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ে রাখুন, তারপর অন্যান্য খরচ করুন।

5️⃣ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন – সঞ্চয়ের অর্থ ব্যাংক,বীমা, স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা অন্য কোনো লাভজনক বিনিয়োগে ব্যবহার করুন।

6️⃣ অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন – শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই ঋণ নিন এবং দ্রুত পরিশোধের পরিকল্পনা করুন।

7️⃣ নিজেকে আর্থিকভাবে শিক্ষিত করুন – বিনিয়োগ, বাজেটিং, সঞ্চয় ও ঋণের বিষয়ে জানুন এবং সচেতন সিদ্ধান্ত নিন।

বাংলাদেশ শরিয়াহ কাউন্সিল দ্বারা অনুমোদিত ‘গার্ডিয়ান তাকাফুল’ বীমা পলিসির সাথে নিশ্চিত হোক আপনার আর্থিক সুরক্ষা। গার্ডিয়া...
12/09/2024

বাংলাদেশ শরিয়াহ কাউন্সিল দ্বারা অনুমোদিত ‘গার্ডিয়ান তাকাফুল’ বীমা পলিসির সাথে নিশ্চিত হোক আপনার আর্থিক সুরক্ষা। গার্ডিয়ান লাইফ-এর সাথে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ থাকুক সুরক্ষিত। গার্ডিয়ান তাকাফুল-এর পলিসি সম্পর্কে জানতে ভিজিট করুন https://guardianlife.com.bd/retail/guardian-takaful অথবা কল করুন ১৬৬২২ নম্বরে।

সব বাবা-মায়েরই লক্ষ্য থাকে সন্তানের জন্য একটি সুরক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। আর, ওর জীবনের চলার পথকে সহজ করতেই, ...
01/09/2024

সব বাবা-মায়েরই লক্ষ্য থাকে সন্তানের জন্য একটি সুরক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। আর, ওর জীবনের চলার পথকে সহজ করতেই, গার্ডিয়ান লাইফ পাশে আছে সব সময়। গার্ডিয়ান লাইফ-এর শিশু সুরক্ষা পলিসি নিয়ে থাকুন নির্ভাবনায়।

🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: https://guardianlife.com.bd/retail/children

অথবা কল করুন ✆১৬৬২২ নম্বরে।

জীবনে কখন কী ঘটে, সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই, বিপদ আসার আগেই থাকতে হবে প্রস্তুত। আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ ...
20/08/2024

জীবনে কখন কী ঘটে, সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই, বিপদ আসার আগেই থাকতে হবে প্রস্তুত। আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় গার্ডিয়ান লাইফ-এর ইন্স্যুরেন্স পলিসি নিয়ে থাকুন নিশ্চিন্ত।
বিস্তারিত জানতে, ভিজিট করুন https://guardianlife.com.bd/retail-product অথবা কল করুন ১৬৬২২ নম্বরে।
📲+8801315702691

আয়কর রেয়াতের আওতায় পড়বে এর মধ্যে সবচেয়ে প্রচলিত পাঁচটি বিনিয়োগ খাত হল: জীবন বীমা, ডিপিএস, সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড, শ...
05/06/2024

আয়কর রেয়াতের আওতায় পড়বে এর মধ্যে সবচেয়ে প্রচলিত পাঁচটি বিনিয়োগ খাত হল: জীবন বীমা, ডিপিএস, সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড, শেয়ার ও ট্রেজারি বন্ড।

আগামী ৩০ জুন এর পূর্বে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর যেকোন পলিসিতে করযোগ্য বাৎসরিক আয়ের ২৫% অথবা ১ কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট এর উপর পান ১৫% পর্যন্ত ট্যাক্স রিবেট।

আপনার ও আপনার পরিবারের নিরাপদ ভবিষ্যতের জন্য সেইফ ইনভেস্টমেন্ট করুন গার্ডিয়ান লাইফে। আর ট্যাক্সের বাড়তি খরচ নিয়ে থাকুন ভাবনাহীন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01315-702691

28/05/2024

সেইফ ইনভেস্টমেন্ট এর জন্যে আপনি নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন বীমাতে।
এতে ট্যাক্স রেয়াত পাওয়া যায় ১৫% পর্যন্ত এবং করা যায় লিমিটলেস ইনভেস্টমেন্ট। এমনকি বন্ধ পলিসি চালু করলেও পাওয়া যায় ট্যাক্স রেয়াত । ভবিষ্যতের নিরাপত্তার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় বোনাস পাবার সুবিধা। তাই হাসান সাহেবের মতো আপনিও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স-এ বীমা করুন ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন।

শ্রমজীবী মানুষদের অক্লান্ত পরিশ্রমে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই মানুষগুলো যেন ন...
01/05/2024

শ্রমজীবী মানুষদের অক্লান্ত পরিশ্রমে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই মানুষগুলো যেন নিরাপদ ও সুরক্ষিত থাকেন সবসময়। মহান মে দিবসে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড -এর পক্ষ থেকে প্রতিটি শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা।

26/03/2024

স্বাধীনতার অনুপ্রেরণায় গড়ে তুলছি আলোকিত এক সম্ভাবনাময় বাংলাদেশ। আগামী দিনে দেশের প্রতিটি জীবন থাকুক সুরক্ষার ছায়ায়। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

11/03/2024

গার্ডিয়ান লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই রমজানুল মোবারাক।

রহমতের সুবার্তা নিয়ে বছর ঘুরে আবার এল পবিত্র রমজান মাস। ফজিলতপূর্ণ এই মাসে মহান আল্লাহ আমাদের সব নেক আশা পূরণ করে রহমতের বারিধারায় সিক্ত করুক।

জীবন সংগ্রামে হার না মানা, প্রতিটি নারীকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা!
08/03/2024

জীবন সংগ্রামে হার না মানা, প্রতিটি নারীকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা!

সমৃদ্ধির আলোকিত আগামীর পথে এগিয়ে যাক প্রতিটি নারী। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষ থেকে সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।

Address

Fulbaria
1212

Alerts

Be the first to know and let us send you an email when Md.Mofassel Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Mofassel Islam:

Share