21/09/2024
👉যারা মাদ্রাসার সহকারী শিক্ষক আছেন তাদের কে এ পোস্টটি পড়ার জন্য অনুরোধ করছি 👈
এই ছাত্রকে মারার কারণে যারা এই হুজুরের বিচার করছে আল্লাহ তায়া’লা তাদের বিচার একদিন করবে ইনশাআল্লাহ,,
এমন করে বিচার করা ঠিক হয়নি 😭
যেইখানেই অন্যায়, সেইখানেই প্রতিবাদ।
তারাকান্দার আলেম ওলামা এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদ্রাসার মাঠে অভিযুক্ত হুজুরের বিচার করা হয়েছে।
অভিযুক্ত হুজুরকে স্হায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
মাদ্রাসা থেকে।
এই হুজুর পরবর্তী তে ফুলপুর তারাকান্দার মাটিতে কোন প্রতিষ্ঠানে যেনো এই হুজুর চাকরি করতে না পারে সেই ব্যবস্হা নিয়েছে ওলামায়ে কেরাম গন।
এখন আপনার মতে ঠিক করেছে??
এই জন্য মাদ্রাসায় যারা শিক্ষক হিসাবে আছেন আপনাদের কে বলছি,,
আপনার ইজ্জত নষ্ট করে বাচ্চাদের মানুষ করাটা আপনার ঠেকা নয় জনাব""
কাজে মানুষ হলে হবে না হলে নেই,
যদি বাচ্চা পড়া না দেয় কথা না শুনে বেয়াদবি করে, তাহলে আপনি তাকে বেত লাগানোর দরকার নেই।
শিক্ষক দের বলছি বেত লাগানোর সকল কাজে মাদ্রাসার মোহতামিম কে দিয়ে করাবেন,
মোহতামিম যদি সেই দ্বায়িত্ব নিতে নারাজ হন, যেইভাবে আছে সেই ভাবে পরে থাকুক,
মনে রাখবেন বর্তমান সময় অভিভাবক রা বাচ্চাদের পড়াতে পাঠান না "
বাসায় বাচ্চাদের নির্যাতন শৈইতে না পারায়
, বাসা থেকে বাহির করতে দিতে চায়, বাহির করে কোথায় রাখবে, তখন চিন্তা করে দেখলেন বাচ্চা কে সেফ রাখার যায়গা তো মাদ্রাসা ,
তখনই মাদ্রাসায় এনে দিয়ে যায়,
আপনি হয়তো বলবেন এইটা কেমন কথা বল্লেন আপনি আমি বলবো এইটাই বাস্তব সত্য কথা
, যদি তারা পড়াশোনার জন্য পাঠাইতেন তাহলে বাচ্চা ও ঠিক মতো পড়াশোনা করতো,
অভিভাবক ও বাচ্চার পড়াশোনার প্রতি খিয়াল রাখতেন,
এবং শিক্ষক কে সম্মান করতেন, বাচ্চা বাড়িতে গিয়ে যখন বলতো দেখেন হুজুর আমাকে পিটিয়ে কি করছে,
তখন অভিভাবক বলতেন হুজুর মারছে বেশ করেছে আরো মারা দরকার ছিলো , যেমন টা পূর্বের অভিভাবক রা বলতেন,
আগে যেমন অভিভাবক বাচ্চা কে হুজুরের কাছে নিয়ে যেতেন, সাথে একটা বেত নিয়ে যেতেন, আর বলতেন, হজুর এই বেতটা ওরে পিটিয়ে ভাঙবেন,
যত বেত লাগবে হুজুর আপনি আমাকে বলবেন আমি এনে দিবো, তবুও আপনি আমার বাচ্চা কে মানুষের মতো মানুষ করে দিন,
কাজেই তখন কার ছেলেরা সত্যিকারের মানুষের মতো মানুষ হতো,
আর তখনকার ছাত্ররা উস্তাদদের যেমন সম্মান করতেন ইজ্