Boost House

Boost House I am a Digital Marketer. I am a good study and I always look forward to welcoming new innovative ideas to learn more and more.
(26)

আপনার ব্যবসা ছোট, কিন্তু স্বপ্ন অনেক বড়।
ভালো প্রোডাক্ট থাকা শর্তেও কোন ভাবেই সেল পারছেন না?
আমাদের ক্লায়েন্ট লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করছে।
তাহলে আপনি কেন পারছেন না?
কিভাবে বুস্ট করে প্রোডাক্ট সেল পাওয়া যায় জানতে
যোগাযোগ : ☎ +880 1905-457836 I am innovative and accomplished in all my works. I deliver my service with professionalism and experience.

06/06/2025

**ডিজিটাল নেটওয়ার্ক** এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র **ঈদুল আজহার** আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, কোরবানির মহান আদর্শে উজ্জীবিত হয়ে মানবতা, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিই চারদিকে।

🌙 **ঈদ মোবারক!** 🕌
— **ডিজিটাল নেটওয়ার্ক পরিবার**

**Eid Mubarak!** 🌙✨May this Eid bring joy, peace, and prosperity to you and your loved ones.Wishing you a blessed and be...
06/06/2025

**Eid Mubarak!** 🌙✨
May this Eid bring joy, peace, and prosperity to you and your loved ones.
Wishing you a blessed and beautiful **Eid-ul-Adha** filled with love, unity, and countless blessings.

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকে...
30/04/2025

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

13/04/2025

যা কিছু পুরনো, তা হোক ইতিহাস
নতুন বছরে হোক নতুন আশ্বাস।
সুখ শান্তি ও সফলতায় ভরে উঠুক
জীবনের প্রতিটি অধ্যায়।

নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

05/04/2025

ফেসবুকের ইন-স্ট্রিম অ্যাডস, রিলসের বিজ্ঞাপন (Ads on Reels) এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম আগামী *৩১ আগস্ট, ২০২৫* তারিখে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ, এই তারিখের পর থেকে কনটেন্ট নির্মাতারা (Creators) আর এই তিনটি প্রোগ্রামের মাধ্যমে কোনো আয় করতে পারবেন না।

এই সময়ের মধ্যে যারা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ভিডিও বা রিলসের মাধ্যমে অর্থ উপার্জন করছেন, তাদের আয়ের সুযোগ ৩১ আগস্ট, ২০২৫-এ শেষ হবে। এরপর থেকে ফেসবুক এই মনিটাইজেশন পদ্ধতিগুলো আর চালু রাখবে না।

তবে, যেসব কনটেন্ট নির্মাতা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদেরকে ফেসবুকের নতুন *"Content Monetization Program"*-এ যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। নতুন প্রোগ্রামটি কীভাবে কাজ করবে, কী নিয়মে আয় হবে—সে বিষয়ে ফেসবুক পরে বিস্তারিত জানাবে।

এই পরিবর্তনের ফলে কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকে আয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। তাই যারা নিয়মিত রিলস বা ভিডিও তৈরি করে আয় করেন, তাদের জন্য আগাম প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ।

31/03/2025
❝মোদের গরব মোদের আশা        আ মরি বাংলা ভাষা❞২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্...
21/02/2025

❝মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা❞

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।।

ঠিকঠাক যদি হয় ফেসবুক মার্কেটিং, বিক্রি হবে সীমাহীন..😱❗✅সঠিক প্রচারণার মাধ্যমেই সেল বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি ...
06/02/2025

ঠিকঠাক যদি হয় ফেসবুক মার্কেটিং, বিক্রি হবে সীমাহীন..😱❗

✅সঠিক প্রচারণার মাধ্যমেই সেল বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি পরে এক্সপা'র্ট মার্কেটার এর হাতে তাহলে তো আর কথাই নাই.😲

💳 অরিজিনাল কার্ড/ অথোরাইজড একাউন্ট দিয়ে বুস্টিং সুবিধা ...❤️

✅ পেইজের রিচ, ইম্প্রেশন ও কোয়ালিটি বৃদ্ধির নিশ্চয়তা ...❤️

➡️তাই দেরি না করে বিস্তারিত জানতে অথবা সার্ভিসটি পেতে ইনবক্স
করুন বা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন..
01905-457836 (whatsapp)

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Boost House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boost House:

Share