বইপোকা- BoiPoka

বইপোকা- BoiPoka কবিতা, গল্প, উপন্যাস বইয়ের পাতায় পাওয়া কিছু হৃদয় স্পর্শ কাতর কথা তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস।

'এই যে আছি, থাকবো না আরসময় হলে লুকিয়ে যাবারতখন কি কেউ দেখতে পাবেআমার সঙ্গে পথ হারাবে ?কক্ষনো নয়,কক্ষনো নাআমিতো নই সবা...
04/10/2022

'এই যে আছি, থাকবো না আর
সময় হলে লুকিয়ে যাবার
তখন কি কেউ দেখতে পাবে
আমার সঙ্গে পথ হারাবে ?
কক্ষনো নয়,কক্ষনো না
আমিতো নই সবার চেনা !'

___শক্তি চট্টোপাধ্যায়
ছবিঃ সংগৃহীত

03/10/2022

অভিমানের চেয়ে আদরে কখনো ভালোবাসাও আমায় আলিঙ্গন করেনি!
তাইতো ভালোবাসা হতাশ করলে আমি অভিমানকে আলিঙ্গন করেই পাশ ফিরে শুয়ে পড়ি।
ভালোবাসাহীন রাত বড় দীর্ঘ,
অভিমান ছাড়া তা পার করি কি করে..?

©বুশরা হাবিবা

নিজের উপর প্রচন্ড বিরক্তি নিয়ে যারা রাত জাগে তারা আসলেই  বাচ্চা টাইপ মানুষ ।এদের কে ভুলানো সহজ এদের সাথে চতুরতা করা সহজ ...
30/09/2022

নিজের উপর প্রচন্ড বিরক্তি নিয়ে যারা রাত জাগে তারা আসলেই বাচ্চা টাইপ মানুষ ।
এদের কে ভুলানো সহজ এদের সাথে চতুরতা করা সহজ ।

এদেরকে ফেয়ারী টেইল গল্পে মন ডুবানো সহজ । এরা মাইন্ড গেইম বুঝেনা । এরা রাগ কষ্ট প্রকাশ না করতে থাকতে পারেনা । কিন্তু একটা ডেফেনেটলি সত্যি আছে , তারা ভালোবাসতে যেমন পারে তেমনি নিরবে ত্যাগ ও করতে পারে । কারন কি হবে আর , কে তার জীবনে রইল আর না রইল? এটার ফারাক কিছু যায় আসে না । দিনশেষে তারা জানে তাদের একাকীত্ব সত্যি ।অন্য কিছু তাই তাদের যায় আসে না ।

___মাসুমা ইসলাম নদী

একা থাকার এই ভালোলাগায় হারিয়ে গেছি,নিঃসঙ্গতা আমাকে আর পাবে না।____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
30/09/2022

একা থাকার এই ভালোলাগায় হারিয়ে গেছি,
নিঃসঙ্গতা আমাকে আর পাবে না।

____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আপনি ছাড়া আমার ব্যাক্তিগত কোন চাহিদা নেই । আপনি আমার জীবনে সেই জমানো সুখ যখন আমার কষ্ট চলে আসে আমি তখন সেই সুখ গুলো খরচ...
30/09/2022

আপনি ছাড়া আমার ব্যাক্তিগত কোন চাহিদা নেই । আপনি আমার জীবনে সেই জমানো সুখ যখন আমার কষ্ট চলে আসে আমি তখন সেই সুখ গুলো খরচ করি । আমি দিগন্তে ডানা মেলে যখন ক্লান্ত হই আপনি আমার মাথার উপর মেঘ হয়ে থাকেন । আপনি হলেন আমার একান্ত মানুষ যার কাছে আমি নিজেকে ভেঙ্গে চুড়ে জমা দেই আবার আপনি জোড়া লাগিয়ে দিবেন বলে । এই যে আত্নবিশ্বাস এটাকে ভালোবাসা বলে ।

___মাসুমা ইসলাম নদী

তোমার কাঁচাপাকা রং ছাড়া দাড়ির প্রেমে যে মেয়েটা প্রতিদিন পড়ে , তোমাকে তার কাছে অনেক হ্যান্ডসাম আকর্ষনীয়  লাগে ।সে মেয়ে...
30/09/2022

তোমার কাঁচাপাকা রং ছাড়া দাড়ির প্রেমে যে মেয়েটা প্রতিদিন পড়ে , তোমাকে তার কাছে অনেক হ্যান্ডসাম আকর্ষনীয় লাগে ।সে মেয়েটা তোমাতে ডুবে আছে । পৃথিবীর সমস্ত শীর্ষ কোন হ্যান্ডসাম পুরুষ এনে দিলেও সে ফিরেও তাকাবে না ।

তোমার ঘামে ভেজা মুখটা যে মেয়েটা রোজ প্রার্থনাতে মনে করে , যেনো ও মেয়েটা তোমাকে অসম্ভব মায়া করে ।

তোমাকে প্রতিদিন ভালোবাসি বলার আগে যে মেয়েটা চিন্তা করে তুমি কিছু খেয়েছো কিনা , সে মেয়েটার স্নেহের পুরোটা তুমি পেয়েছো ।

তোমার ক্যারিয়ার, টাকা কিংবা অর্থ না চেয়ে প্রতিদিন তোমাকে যে মেয়েটা চায় তার মোনাজাতে !জেনো ওই মেয়েটার সমস্ত জীবনের উপার্জন তুমি ।

তাই এই যে এই টাইপ মেয়ে গুলো , তোমার জন্য বাঁচে তুমি বেঁচে আছো তাই সে হাসে । বিশ্বাস করো তুমি হীন ওরা মরবে না কিন্তু একটা পুতুল হয়ে শ্বাস তো নিবে কিন্তু জীবনে মানুষ হয়ে আর বেঁচে থাকা থাকবে না ।

___মাসুমা ইসলাম নদী
ছবিঃ নাজনীন আর্ট

মেয়েটাকে ইগ্নোর করছো ? করতে থাকো , মেয়েটি তোমার সময় চাইছে তুমি দিতে পারছো না ?না দেও ।কি ভাবছো মেয়েটা তোমাকে ছাড়া ভীষণ ...
29/09/2022

মেয়েটাকে ইগ্নোর করছো ? করতে থাকো , মেয়েটি তোমার সময় চাইছে তুমি দিতে পারছো না ?না দেও ।

কি ভাবছো মেয়েটা তোমাকে ছাড়া ভীষণ সাফার করছে ? হুম করছে তো । কিন্তু সে তোমাকে মিস করতে করতে একটা জিনিস শিখছে ।তুমি তাকে শিখাচ্ছো ।কি করে তোমাকে ছাড়া জীবনটাকে এডজাষ্ট করা যায় ।যে অভ্যাস তুমি তাকে করিয়েছিলে তোমাকে ছাড়া না থাকার । সে অভ্যাসটা তুমি তাকে কি করে ভুলাতে হয় শিখিয়ে দিচ্ছো ।

ব্রো মেয়েরা চায়ের কাপের মত , একমাত্র টগবগে গরম পানিতে তার রং সে চিনতে পারে ।তুমি তাকে যতটা কষ্ট দিবে ততটা কষ্টে সে নিজেকে পরিবর্তন করে রূপান্তর করে নিবে মনে রেখো ।

~মাসুমা ইসলাম নদী

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,শুধাইল না কেহ।সে তো এল না, যারে সঁপিলামএই প্রাণ মন দেহ।____রবীন্দ্রনাথ ঠাকুর
29/09/2022

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,
শুধাইল না কেহ।
সে তো এল না, যারে সঁপিলাম
এই প্রাণ মন দেহ।

____রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমে পড়িনা বলে ঘটা করে প্রেম নিয়ে এলে আকাশে, অমাবস্যায় নিমন্ত্রণ পেলো বিলাসী চাঁদ,তুমি কথা দিলে,আমি হাত চেপে কথা নিলাম...
28/09/2022

প্রেমে পড়িনা বলে ঘটা করে প্রেম নিয়ে এলে আকাশে,
অমাবস্যায় নিমন্ত্রণ পেলো বিলাসী চাঁদ,
তুমি কথা দিলে,
আমি হাত চেপে কথা নিলাম!

বিরহ মিলেনা বলে জোর করে বিরহ মিশিয়ে দিলে বাতাসে,
স্বচ্ছ নীলের বুকে কালো মেঘের মিছিল হলো,
তুমি হাত ছাড়লে,
আমি বুক পেতে বিরহ নিলাম!

রোজ তুমি প্রেম নিয়ে আসো আকাশে,
আবারো বিরহ মিলাও বাতাসে,
আর আমি!
আকাশ ছুঁতে গিয়ে বাতাসে মিলিয়ে যাই নিমিষে!

___লাবীব ইকবাল

প্রত্যেক স্বামী বিয়ের রাতে বউকে বলে আমার মা বাবা আজ থেকে তোমার ও মা বাবা,তাদের দেখেশুনে রাখার আকুল আবেদন জানায় সেদিন রাত...
28/09/2022

প্রত্যেক স্বামী বিয়ের রাতে বউকে বলে আমার মা বাবা আজ থেকে তোমার ও মা বাবা,তাদের দেখেশুনে রাখার আকুল আবেদন জানায় সেদিন রাতে।ভয়ে ঠান্ডা হওয়া হাতটা ধরে স্বামী যখন এই অনুরোধ করে আমি মনে করি কোন ভালো মেয়ে এই অনুরোধ ফেলতে পারে না।মন প্রান দিয়ে চেষ্টা করে।

কিন্তু ঠিক এমনটা যদি একটা বার মাকে বলতো মা আজ তোমায় আরেকটা মেয়ে এনেদিলাম। ওর দায়িত্ব তোমার।আমি বিশ্বাস করি আমাকে যেমনটা ভালোবাসো আজ থেকে ওকেও তেমনি ভালোবাসবে।

আফসোস এমনটা হয় না।

___তিথি

28/09/2022

"প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না; এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো।

গতকাল বাসায় ফিরছিলাম। উনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হাল্কা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্স এ সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন ম্যুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম -" ভাই সারাদিন এতো ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই-একটা সিরিয়াল দেখতাম।"

উনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে উনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন-"পাসওয়ার্ড দিতে পারবো না। আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেনো দিবো?"

কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাংলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে। আমিও পালটা হাসি দিয়ে- "আরে কোন সমস্যা না" বলে নিজের বাসায় ঢুকে গেলাম।

কিছুক্ষন পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন- দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না।

এবার মুচকি হাসি দিয়ে বললাম- জি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবোনা ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এর পর আর তাদের সাথে আন্তরিকতার দেখানোর প্রয়োজন অনুভব করিনি।"

লেখাটি একটা ইংরেজি লেখার অনুবাদ। তবে এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায়-

বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সন্মান এই সব কিছুই হওয়া উচিৎ পারস্পরিক।

নিরবতার বদলে নিরবতা, শুন্যতার বদলে শুন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি, আনুগত্যর বদলে আনুগত্য, সন্মানের বদলে সন্মান- এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। জীবনটা অনেক অনেক শান্তিময় হবে এতে।

লেখাঃ সংগৃহীত

আমরা আধুনিক মানুষ, সব কিছুতেই আগে সবটাই বদলাতে পারি, শুধু স্বভাবটা বাদে!
28/09/2022

আমরা আধুনিক মানুষ, সব কিছুতেই আগে সবটাই বদলাতে পারি, শুধু স্বভাবটা বাদে!

যার কাছে যেকোনো কিছু চাইতে কখনো দ্বিধা হয়না,যে কতশত আবদার হাসিমুখে পূরণ করে, সবচেয়ে নির্ভরতার জায়গা,যার কাছে শত অভিযোগ ক...
27/09/2022

যার কাছে যেকোনো কিছু চাইতে কখনো দ্বিধা হয়না,যে কতশত আবদার হাসিমুখে পূরণ করে,
সবচেয়ে নির্ভরতার জায়গা,যার কাছে শত অভিযোগ করা যায়, অভিমান করলে ‘মা' ‘মা' ডেকে পাগল হয়ে যায়, যার সাথে কোথাও বের হলে কখনো দুশ্চিন্তা হয়না সেই তো হচ্ছে “বাবা"।
একজন অনেক রাগী মানুষও কিন্তু নিজের মেয়ের সামনে সবচেয়ে নরম হয়ে থাকে!বাবাদের বয়স বাড়লেও মেয়ের সামনে যেন সদ্য জন্ম নেয়া শিশুর মত হয়ে যায়।বাধ্য বাচ্চার মত মেয়ের শাসন চুপ করে শোনে।

যেকোনো বিপদে মেয়ে রা একমাত্র বাবার কাছেই সবচেয়ে বেশি নিজেকে সেফ মনে করে।মেয়ে রা জানে, পুরুষজাতির মধ্যে একমাত্র বাবা-ই এমন পুরুষ যিনি কখনো ঠকাবেন না।

#বাবা_মেয়ে
লেখাঃ সাদিয়া আফরিন মার্জান
ছবিঃ সংগৃহীত

27/09/2022

আমার প্রতিবেশী এক চাচীকে তার ছেলে আর তার ছেলের বউ মিলে বেদড়ক ভাবে মেরেছে।শুনে আমি দেখতে গিয়েছিলাম আম্মার সাথে। গিয়ে দেখি তখনও চাচীর কপাল থেকে দরদর করে রক্ত নামছে। চোখের একপাশ ফোলা।আরেকটু হলেই চোখের মণি গলে যেতো। চিরদিনের জন্য তার চোখ হারিয়ে যেতো। হয়তো ওই চোখে আর কখনো কোন সুন্দর দৃশ্য কিংবা কুৎসিত দৃশ্য দেখতেই পেতেন না চাচী !
দেখে আমার এমন মায়া হলো! আমি বললাম,'কাকীমা, আপনার ছেলেকে পুলিশে দিয়ে দিন। এইটা তো একটা তো অমানুষ!'
‌কাকীমা হাউমাউ করে কেঁদে উঠলেন তখন। কেঁদে কেঁদে বলেন,'এই সন্তানরে জন্ম দিতে গিয়ে আমার কতো কষ্ট হয়ছে যে বাপজান তা কেবল আমিই জানি! ছোট বেলায় একবার আমার ছেলের বড় অসুখ হইলো।ডাক্তার কইলো সন্তান আমার বাঁচবো না।বাঁচাইতে গেলে চাইর লাখ টাকা লাগবো।চাইর লাখ টাকা তখন বিরাট ব্যাপার! হাতে পাঁচ পয়সাও নাই।জমি যা একটু ছিল ওইটাই বিক্রি করছি। ছেলে আমার সেই বার বাঁইচা গেছে। আমার ছেলেরে আমি রাজপুত্রের মতন বড় করছি বাপজান। আমার এতো আদরের ছেলেরে কেমনে পুলিশে দিবো আমি?'
আমার সঙ্গে যখন তার মা কেঁদে কেটে এইসব অভিযোগ অনুযোগ করছেন তখন ওই ঘরে তার আদরের পুত্র এবং পুত্রবধূ টিভিতে হিন্দি সিনেমা দেখছে। মায়ের এইসব আহাজারি শুনে টিভির ভলিউম আরো বাড়িয়ে দিলো তারা। যেন ওদের কানে মায়ের গলা আর না পৌঁছুতে পারে। যেন এই গলায় বিষ মাখানো!
আম্মা বললেন,'চল।'
আমি বললাম,'আরেকটু দাঁড়াই!'
'না।চল।'
আমরা চলে এলাম ওদের বাড়ি থেকে। আসার সময় আমি বললাম,'আম্মা, তুমি কাকীমারে একটুও স্বান্তনা দাওনি। কোন কথাই বলোনি। শুধু দেখে চলে এলে। কেন?'
আম্মা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,'এইটা তার পাওনা সে পাচ্ছে। তোদের জন্মের অনেক আগের কথা। তখন আমার সবে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই দেখতাম শাশুড়ির উপর তোর এই চাচীর নানান অত্যাচার।তারা স্বামী- স্ত্রী মিলে তার শাশুড়িকে মেরে একবার পা ভেঙ্গে দিয়েছিল।তার ছেলে তো তবুও তারে ঘরে রাখতেছে।সে তো তার শাশুড়িরে ঘাড় ধরে বাড়ি থেকেই বের করে দিছিলো।তার শাশুড়ি সারা জীবন খাটাইছে এর বাড়ি ওর বাড়ি থেকে।এর ওর ফুট ফরমাস করে যা জুটেছে তাই খেয়ে পরে বেঁচেছে।তো যে তার শাশুড়ির সাথে এরকম বদ আচরণ করেছে তার পুত্রবধূ আর তার ছেলে কী তার সাথে এরচেয়ে ভালো আচরণ করবে? প্রকৃতি কী তার শাস্তি দিবে না?'
আম্মার কাছ থেকে এসব শুনে আমি সত্যি সত্যিই বিষ্মিত হলাম। কাকীমাকে দেখে মনে হয়, তিনি ভাজা মাছটাই উল্টে খেতে জানেন না।অথচ ভেতরে ভেতরে তিনি এতো হিংস্র ছিলেন!
এখন তো তার প্রাপ্য তিনি পাবেনই।উপর দিকে হিংসা ভরে যে থুথু ছুঁড়ে সেই থুথু অন্য কারোর বুকে না পড়ে নিজের বুকেই এসে পড়ে।এটাই প্রকৃতির নিয়ম ।আর এটাই তো সত্য।

অনন্য_শফিক

27/09/2022

তোমার জ্বর হলে কেউ যদি টেবিলের উপর হাজার টাকার নোট রেখে চলে যায় তবে সেটা দায়িত্ব। কিন্তু সে যদি নিজে এসে কপালে হাত দিয়ে জ্বরটা অনুভব করে তবে সেটা ভালোবাসা!

তোমার জন্মদিনে কেউ যদি পিয়নের কাছে দামী গিফট পাঠিয়ে দেয় তবে সেটা দায়িত্ব। কিন্তু সে যদি নিজেই একটা গোলাপ কিনে এনে তোমার মাথায় গুঁজে দেয় তবে সেটা ভালোবাসা!
দায়িত্বের ভিতর ভালোবাসা নাও থাকতে পারে। তবে ভালোবাসায় অবশ্যই দায়িত্ব থাকবে!

শুধু দায়িত্বকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে সুখে থাকবে। তবে সব সুখে খুশি থাকে না। কিন্তু সব খুশিতেই সুখ থাকে।

ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যদি দেখো কেউ তোমার জন্য টেবিলে খাবার সাজিয়ে রেখেছে, তবে সেটা দায়িত্ব! কিন্তু সে যদি নিজে পাশে বসে খাবারগুলো বেড়ে খাওয়ায়, তবে সেটা ভালোবাসা।

তোমার বিষন্ন চিন্তিত মুখ দেখেও যদি কেউ জানতে না চায় 'সব ঠিক আছে তো?' তবে সারাদিনের পরিশ্রম, এত টাকা, সব কিছুই অর্থহীন!

সব সময় এয়ারকন্ডিশনের ঠান্ডা বাতাসে প্রশান্তি মেলে না। প্রিয় মানুষটার করা হাত পাখার বাতাসেও অনেক প্রশান্তি, ভালোবাসা মিশে থাকে!

আমি বলছি না টাকার প্রয়োজন নেই। ওই গিফট, হাজার টাকার নোট সবটাই প্রয়োজন। তবে তার সাথে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রিয় মানুষটাকে সময় দেয়া, একটু বোঝা! পাশে বসা, একটু মনের কথা শোনা!

আমরা প্রেম বলতে বিয়ের আগের একটা সম্পর্ককে বুঝি। অথচ প্রেমটা হওয়া প্রয়োজন বিয়ের পরেই...

লেখা- উৎস খান

27/09/2022

সাইকোলজি নিয়ে ভাবতে চান?

সিমিরা দুই বোন, বাবা মারা যাওয়ার পরে ওদের মা নিজেই সব দ্বায়িত্ব নিয়ে ওদের বড় করেছে। আজ হঠাৎ করেই সিমির মা মারা যান।তিনি মারা যাওয়ার পরে অনেক মানুষ আসছিলো তাদের বাড়িতে, অনেক মানুষের ভীড়ে একটা ছেলে এসেছিলো যথেষ্ট সুন্দর দেখতে। যাকে প্রথম দেখাতেই সিমির খুব ভালো লেগে গেছে, লাভ এট ফার্স্ট সাইড বলতে যেটা হয়!

কিন্তু ওই সময়ে ছেলেটাকে চিনতে বা ছেলেটার সম্পর্কে জানতে পারার কোনো সুযোগ সিমির ছিলো না! সে কয়েকদিন ছেলেটাকে অনেক খুঁজলো কিন্তু কোথাও ছেলেটার কোনো হদিস সে পায়নি। পরিচিত এমন কোনো জায়গা নেই যেখানে সিমি ছেলেটার খোঁজ করেনি। সবার থেকে একটাই উত্তর, কেউ চিনে না ওমন কাউকে।

প্রায় সপ্তাহ খানেকের ভিতরে সিমির বড় বোনও মারা গেলো, মৃত্যুটা এমন ভাবে হয়েছে যে এটা খুন নাকি আত্বহত্যা কিছুই বুঝা যাচ্ছে না। কোথাও কোনো প্রমাণ নেই, এবং ময়নাতদন্তের রিপোর্টেও সঠিক আন্দাজ করা যাচ্ছে না!......

• সাইকোলজি নিয়ে ভাবতে চাইলে উপরের সিমির বোনের মৃত্যুর কারণটা খুঁজে বের করুন।

Md Maruf Islam

তুমি এক! তোমারে কে ভালোবাসে ! – তোমারে কি কেউ বুকে ক’রে রাখে!জলের আবেগে তুমি চ’লে যাও,-জলের উচ্ছ্বাসে পিছে ধূ ধূ  জল তোম...
27/09/2022

তুমি এক! তোমারে কে ভালোবাসে ! – তোমারে কি কেউ বুকে ক’রে রাখে!
জলের আবেগে তুমি চ’লে যাও,-
জলের উচ্ছ্বাসে পিছে ধূ ধূ জল তোমারে যে ডাকে!

___জীবনানন্দ দাশ

ভালোবাসার মানুষ ছাড়া তুমি থাকতে পারবে,কিন্তু বুকের এই ঝরা বকুল নিয়ে কোথায় যাবে তুমি?___সামিহা কামাল
27/09/2022

ভালোবাসার মানুষ ছাড়া তুমি থাকতে পারবে,
কিন্তু বুকের এই ঝরা বকুল নিয়ে কোথায় যাবে তুমি?

___সামিহা কামাল

Address

Fulbaria

Telephone

+8801616830663

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইপোকা- BoiPoka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share