
22/03/2025
আমি তোমার অপেক্ষায় ছিলাম জানো?
বাকি ছিল একটু ছোঁয়া, একটুকরো অনুভূতি
কিন্ত তুমি এলেনা
সময়ের স্রোতে দিন চলে গেল, বাতাসেও এক অন্য গন্ধ ভেসে এল,
তবুও তুমি এলেনা
আমি দাঁড়িয়ে ছিলাম সেই চেনা রাস্তায়
যেখানে তুমি বলেছিলে একদিন ফিরে আসবে
আমি দিন গুনছিলাম তোমার ফেরার অপেক্ষায়
তবুও তুমি এলেনা
তুমি কী জানো অপেক্ষারও অভিমান হয়? অপেক্ষারও যে একটা হৃদয় আছে , সেও যে ক্লান্ত হয়।
আমার অভিমানী অপেক্ষাও আজ হয়তো একাকীত্বের বীভিষিকায় পুড়ছে তার প্রতীক্ষার আশায়।
তবুও তুমি এলেনা।
Sohel Ahmed ...