Ahmad Bin-Hasan

Ahmad Bin-Hasan সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে।

Don’t force yourself to stay in a place that doesn’t suit you.
05/08/2025

Don’t force yourself to stay in a place that doesn’t suit you.

Men in love! 🥹
02/08/2025

Men in love! 🥹

02/08/2025

তাদের শিক্ষার লেভেল 📈

(অ)জাতিসংঘের (অ)মানবাধিকার কমিশনের আয়োজনে যাদের ইনভাইট করা হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে তারা ছিলো অধিকাংশ বিকৃত মতাদর্শ...
30/07/2025

(অ)জাতিসংঘের (অ)মানবাধিকার কমিশনের আয়োজনে যাদের ইনভাইট করা হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে তারা ছিলো অধিকাংশ বিকৃত মতাদর্শের এক্টিভিস্ট, মৌন সমর্থক। কেউ কেউ ছিলেন সমর্থন না করলেও পশ্চিমের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চুপ থাকা দল/ব্যক্তি/সংগঠন।

পশ্চিমাদের নীল নকশা বাস্তবায়নে, মুসলমানদের চিরশত্রু ক্রুসেডার,ইয়াহুদী,নাসারাদের বাংলাদেশের পবিত্র ভূমিতে আসার অনুমোদন দিয়ে ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ের শুরুতে যেসকল ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম যারা তাদের পরিচয় তুলে ধরলাম। বাংলাদেশের মুসলমানরা আপনাদের কখনো ক্ষমা করবেনা। সংকটময় মুহূর্তে আপনাদের নাম ঘৃণার সাথে উচ্চারিত হবে।

Event on the July Uprising & Fact-Finding Report at InterContinental Dhaka on Tuesday, 29 July 2025

Hey buddy! Don’t lose your Hope. 👍
29/07/2025

Hey buddy! Don’t lose your Hope. 👍

😊
28/07/2025

😊

আলহামদুলিল্লাহ।অবশেষে গ!জ!য় প্রবেশ করলো মানবিক সহায়তা। অলরেডি কিছুসংখ্যক অনাহারী খাবারের প্যাকেট হাতে পেয়েছে।আটার প্যাকে...
27/07/2025

আলহামদুলিল্লাহ।
অবশেষে গ!জ!য় প্রবেশ করলো মানবিক সহায়তা। অলরেডি কিছুসংখ্যক অনাহারী খাবারের প্যাকেট হাতে পেয়েছে।

আটার প্যাকেট হাতে শিশুটার চেহারা এবং হাসিটা একবার দেখুন! অনাহারে চেহারার কী অবস্থা হয়েছে?! আর এক প্যাকেট আটা কী পরিমাণ খুশি হয়েছে?!

আল্লাহ মাজলুমদের সহায় হোন।

ত্রাণের ট্রাকগুলোকে আটকে রেখে ইজরাল আজ আরব দেশগুলোকে আকাশ থেকে গাযায় ত্রাণ ফেলবার অনুমতি দিছে। এরা জাস্ট ক্ষুধার্ত মানুষ...
26/07/2025

ত্রাণের ট্রাকগুলোকে আটকে রেখে ইজরাল আজ আরব দেশগুলোকে আকাশ থেকে গাযায় ত্রাণ ফেলবার অনুমতি দিছে। এরা জাস্ট ক্ষুধার্ত মানুষগুলোর সাথে মকারি করছে।

এই ত্রাণের ট্রাকগুলো এভাবে আটকে রেখে গাযার মানুষ ও প্রাণীগুলোকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে হত্যা করছে।

ওহে মানবাধিকারের ফেরিওয়ালারা! মুসলমান শিশুগুলোর জন্য তোমাদের মায়া নাই জানি, কুকুরের জন্য তো তোমাদের অনেক মায়া - তাদের জন্য তো কিছু করো।

আমেরিকার অস্ত্র ও মদদে এই গনহত্যা হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পেরেছে?

মুসলমানের সন্তানের কোন মানবাধিকার নেই - এটাই পশ্চিমের স্বরূপ।

📌চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনো...
25/07/2025

📌চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন, সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।
শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার তো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তারা আসলেই জীবনটা চেনে, বোঝে।
আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রংতুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরো দুটো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোদ্দাকথা হলো, তাদের কথায় রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না।
আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকেই এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটাই চায়। বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন।
একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর, আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাঁটাঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে, লসটা আপনারই।

লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের মায়ের হৃদয় বিদারক লেখা।শাম্মী মীসের (সায়ানের মা) স্ট্যাটাস:প্রিয় সহকর্মীবৃন্দ,আসসালামু আলাইক...
24/07/2025

লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের মায়ের হৃদয় বিদারক লেখা।
শাম্মী মীসের (সায়ানের মা) স্ট্যাটাস:
প্রিয় সহকর্মীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আমি ও ইউসুফ স্যার হয়তো কোনো বড় ভুল বা অন্যায় করে ফেলেছি, যার জন্য আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিয়েছেন। আপনারা সবাই আমাদের ক্ষমা করে দেবেন। আমার ছেলেটিকেও (সায়ান) দয়া করে ক্ষমা করবেন। আমাদের ফুলের মতো নিষ্পাপ সন্তানটি আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না।
কত সুন্দর, কত মেধাবী, কত বুদ্ধিদীপ্ত ছিল আমার ছেলেটি! আজ পত্রিকার শিরোনামে আমার ছেলের নাম, ফেসবুক খুললেও তার ছবি, তার খবর! আমরা কল্পনাও করতে পারিনি আমাদের সন্তান এভাবে খবরের শিরোনাম হবে। ওর বাবা সবসময় বলত, "সীমা, আমার মনে হয় আমাদের ছেলে একদিন কিছু আবিষ্কার করবে।" এমন প্রখর মেধাবী ছিল সে—একটু পড়লেই সবকিছু শিখে ফেলত। ছিল ভদ্র, নম্র, বিনয়ী। ক্লাস টু-তে পড়ার সময় থেকেই ৩০ টি রোজা রাখতো,পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো।
দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আজ বুয়েটের মতো প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা প্রাণ হারাচ্ছে। ইউসুফ স্যারের ইচ্ছে ছিল, আমাদের ছেলে যেন আমেরিকায় পড়াশোনা করতে পারে। আমরা ছেলেকে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম শুধু নিরাপত্তার কারণে—আর সেই ভয়ই আজ বাস্তব হয়ে দাঁড়ালো।
আমার ছেলেটি দগ্ধ শরীরে চারদিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু তখনও সে কাঁধের ব্যাগটা নিতে ভুল করেনি! আহারে পড়াশোনা! আহারে শিক্ষা! কী দরকার ছিল এমন শিক্ষার, যা আমার সন্তানের জীবনটাই কেড়ে নিল!
ঘটনার দিন একটি নাম্বার থেকে আমার ফোন আসে। জানতে পারি, যে ছেলে আমার ছেলেকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গিয়েছিল, সে ইউসুফ স্যারেরই ছাত্র। পরে ফোনে ছেলেটির কাছে শুনি, আমার সোনা পাখি ঠিকমতো নিশ্বাস নিতে পারছিল না,এই অবস্থার মধ্যেও সে ছাত্রটিকে তার মায়ের ফোন নম্বর দিয়ে দেয়। আমি ফেসবুকে দেখি, সেই ছেলেটি—অমিত—আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ভাই ও বোনেরা, আমি আপনাদের সবার কাছে চিরঋণী।
বাংলাদেশ মেডিকেলে যখন ওর দগ্ধ শরীর দেখে ওর চাচ্চু কাঁদছিলেন, তখনও আমার ছেলে তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিল, "চিন্তা কোরো না চাচ্চু , সব ঠিক হয়ে যাবে।" ওর বাবাকে দেখে ও সাহস পেয়েছিল।ওর বাবা বলেছিল, "বাবা, আমি আসছি। আর ভয় নেই।" মাথা নেড়ে সে সাড়া দিয়েছিল।
আমার ছেলেটি ছোটবেলা থেকেই খুব ভীতু ছিল। অথচ সেই ছেলেই আজ পাখির মতো ছটফট করেছে পুরো শরীর ঝলসে গিয়ে। কিন্তু আমাদের বুঝতে দেয়নি, যাতে আমরা দুশ্চিন্তায় না পড়ি। আইসিইউতে থাকা অবস্থায়ও ও আমাকে দেখতে চেয়েছিল। আমি যখন ওকে দেখতে যাই, দেখি তার পুরো শরীর ঝলসে গেছে। আমি আমার ছেলেকে চিনতেই পারছিলাম না।
আমি তাকে বলেছিলাম, "মা, বাবা, সোনা পাখি, শুধু পড়তে থাকো —
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জোয়ালিমীন।"
আমার সোনা মাথা নেড়ে সায় দিয়েছিল। এটাই ছিল আমার সঙ্গে ওর শেষ কথা।
এই সময়টা বড় কঠিন। আমি জানি না কিভাবে ওকে ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেব। দিন যেন শেষই হয় না। আমি কখন যাব আমার সোনা পাখির কাছে, সেটাই ভাবি।
আমার আর সহ্য হচ্ছে না মা পাখি, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও।
সোনা, আমাকে ক্ষমা করে দিস।
আমি এক ব্যর্থ মা—তোর জন্য কিছুই করতে পারলাম না।

ধিক্কার তোদের জন্যইউনুসের পেজ থেকে মাইলস্টোনের আহতদের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। এখন টাকার অভাব, কিন্তু কয়েকদিন আগ...
22/07/2025

ধিক্কার তোদের জন্য
ইউনুসের পেজ থেকে মাইলস্টোনের আহতদের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। এখন টাকার অভাব, কিন্তু কয়েকদিন আগেই পতিতাদের টাকা দিল তারা। তখন টাকার অভাব হয়নি।
ছিঃ ইউনুস!
ছিঃ নারীবাদী পতিতা!
কেউ টাকা দিবেন না। আমাদের সন্তানদের আমরাই খেদমত করবো ইনশাআল্লাহ।

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।
তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।

যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।
এই মৃত্যু দুর্ঘটনা নয়
এটা ব্যর্থতা
এটা দুর্নীতি
এটা বিশ্বাসঘাতকতা

Ⓒ Walid Bin Khaled

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Bin-Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmad Bin-Hasan:

Share

Category