MD siyam Hassan officeal

MD siyam Hassan officeal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD siyam Hassan officeal, Digital creator, Fulbaria.
(39)

12/12/2023

🌿হে আল্লাহ 🌿
তুমি সবাইকে দুনিয়াতে একবার হলেও হজ্জ করার তৌফিক দান করো
❤️( আমিন )❤️

12/12/2023

সবার জীবন সঙ্গী নামাজি হোক!💚🌻

07/11/2023

পূর্ণিমার চাঁদকেও হার মানিয়ে ছিলো হযরত মুহাম্মাদ (সাঃ) এর সৌন্দর্য্য!♡🥰

আলহামদুলিল্লাহ 🥀

সুবহানাল্লাহ 💕🧡🧡🧡
30/08/2023

সুবহানাল্লাহ 💕🧡🧡🧡

পড়েই দেখুন, নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে..... --বাঝে অশ্লীল গল্প না পড়ে ইসলামিক শিক্ষণীয়  গল্প   পড়ায় অভ্যস্ত হো...
30/08/2023

পড়েই দেখুন, নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে.....

--বাঝে অশ্লীল গল্প না পড়ে ইসলামিক শিক্ষণীয় গল্প পড়ায় অভ্যস্ত হোন কাজে দিবে।।
একদিন মদীনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে-হিঁছড়ে, অর্ধপৃথিবীর শাসক খলীফা হযরত উমর (রা) এর দরবারে হাজির করল। এবং তারা বিচার দাখিল করল যে, "এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর ন্যায় বিচার চাই।"
আমিরুল মু’মিনীন খলীফা হযরত উমর (রা) সেই যুবককে তার বিপক্ষে করা দাবী সম্পর্কে জিজ্ঞেস করলেন। সেই যুবক বললেন, "তাদের দাবী সম্পুর্ণ সত্য।" এই বলে যুবকটি তাঁর অনাকাঙ্ক্ষিত ঘঠনাটি বর্ণনা করতে লাগলেন।
তিনি বললেন, "আমি ক্লান্ত হয়ে যাবার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ছিল ওদের বাবা। যে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" হযরত উমর (রা) সব শুনে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি। "নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই। যে আমার জিম্মাদার হবে। এখন আমি কি করি।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী যার নাম হযরত আবু যর গিফারী (রা), দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার।" সাহাবী হযরত আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একেতো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দন্ড প্রাপ্ত আসামীর জামিনদার। খলিফা

দূরুদ শরীফ🌼আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা...
30/08/2023

দূরুদ শরীফ🌼

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।

সবাই বলি
আলহামদুলিল্লাহ 💟

22/08/2023

আসুন! একে অন্যকে ফলো করি তাহলে 100k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Back To Back✅

22/08/2023
আমি ধনী, আমি দেখতে সুন্দর, আমি সুন্দর করে কথা বলতে পারি, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু মনে রেখো তুমি একদিন শেষ হয়ে যাবে, ...
18/08/2023

আমি ধনী, আমি দেখতে সুন্দর, আমি সুন্দর করে কথা বলতে পারি, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু মনে রেখো তুমি একদিন শেষ হয়ে যাবে, তোমার শরীর থাকবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অহংকারী হতে শরীর মাটিতে গলে যাবে, তবুও সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, আল্লাহর হুকুম মেনে চলার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমীন..🤲🏻🕋❤

🤣😭🤣😀💔🙈🙊
18/08/2023

🤣😭🤣😀💔🙈🙊

প্রতিদিন ভোর ৪/৫ টার মধ্যে বুয়া আসে রান্না করতে গ্যাস থাকেনা তাই, আর আমাদের অফিস আছে তাই,সব সময় দেখি বুয়ার সাথে বুয়ার স্...
17/08/2023

প্রতিদিন ভোর ৪/৫ টার মধ্যে বুয়া আসে রান্না করতে গ্যাস থাকেনা তাই, আর আমাদের অফিস আছে তাই,সব সময় দেখি বুয়ার সাথে বুয়ার স্বামীও আসে,শুধু ভোরে না প্রতি বেলাতেই স্বামীকে নিয়ে আসে,উনার স্বামীও বুয়াকে কাজে সহয়তা করেন,আজকে কথার ছলে জিজ্ঞাসা করলাম খালামনি, আংকেল সব সময় তোমার সাথে আসে কেনো তুমি কি একা ভয় পাও? উনি মুচকি হেসে বললেন, গরিব মাইনসের ডর কিসের,তোমার মামুর সাথে আমার লাইন আছিল ৪ বছর, সংসার করসি ৩০ বছর,৩৫ বছর ধইরা আমারে চোখের আড়াল করেনা, অবাক হয়য়ে জিজ্ঞাসা করলাম এতো ভালোবাসে কেনো? তারপর উনার উত্তর,আমগো বিয়ার এক বছর পর তোমার মামুর টাইফয়েড জ্বর হইছিল,কামাই রুজি আছিলোনা, গরিব মানুষ কেমনে কি করমু,বাপের বাড়িতে জায়গা বেইচ্চা চিকিৎসা করি,তখন তোমার মামু আমার গা ছুয়া কসম করছিলো আমারে জিবনেও ছাইড়া যাইতোনা,

আসলে উনাদের ভালোবাসার উদাহরণ দেওয়ার ভাষা আমার নেই একে অপরের পাশে থাকাই হলো ভালোবাসার প্রমান, কিভাবে বুঝবেন আপনি সত্যিকারের প্রেমে পড়েছে? যখন ভালোবাসার মানুষ্টি ছাড়া দুনিয়াতে আর কাউকেই ভালো লাগবেনা, সারাক্ষন তাকে নিয়েই ভাববেন,মনে হারানোর ভয় থাকবে, আর প্রচুর যত্ন নিবেন,এইগুলাই মুলত ভালোবাসার উদাহরণ।
তবুও বলছি ভালবাসা এমনি হওয়া উচিত।❤️

(সংগৃহীত)

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD siyam Hassan officeal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD siyam Hassan officeal:

Share