06/07/2025
মাওঃ দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ থেকে নোট করলাম।
মানকলাবিহি সদাকাহ
যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে।
ওমান আসদাকুমিনাল্লাহি কিলা
আল্লাহর চাইতে সত্যবাদি আর কে হতে পারে।
হাদিস
ওমান আমেলাবিহি ওজরা
আর কোরআন যে আমল করবে তাকে পুরস্কৃত করা হবে
ওমান হাকামাবিহি আদালা
আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবল মাত্র সঠিক,সুষ্ঠু বিচার করতে পারবে।
ওমানদায়া ইলাইহি হুদিয়ে ইলা সিরতিম মুসতাকিম।
আর কোরআন থেকে যে দাওয়াত দেই, কোরআনের দিকে যে দাওয়াত দেই সেই কেবল মাত্র সহজ,সঠিক, সরল রাস্তার দিকে দাওয়াত দেই, যে দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়ে জান্নাতুল ফেরদৌসে।