Tonmoy Hasan Sofi

Tonmoy Hasan Sofi -কলমের কালিতে শব্দে খুঁজি ভাব, রঙে খুঁজি আত্মতৃপ্তি, সঙ্গী হয় নতুন চিন্তা, পরিশ্রমে বিশ্বাসী আর অদম্য মনোভাব, "ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা" এই আমার পরিচয়!!

28/06/2025

সব পেয়ে গেলে তো,

স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন।

কাউকে টাকা-পয়সা, কাউকে ভালোবাসার, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির!

06/06/2025

ইয়া রব্ব! আমার ঈদের খুশিটুকু আহলে গাযযাকে দাও। ফুলের মত নিষ্পাপ বাচ্চাগুলিকে দাও। 🤲

25/04/2025

আমিই কেন?
আমার বেলায় কেন?
আমার জীবনেই কেন?
এতো ব্যর্থতা এতো ব্যর্থতা আর অপ্রাপ্তি"
গত ৭২ ঘণ্টায় ৬ ঘণ্টা ঘুৃমিয়ে চেষ্টার ফল ব্যর্থতা।

19/04/2025

রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাব টা এখন আর নেই।মোবাইল টা কেমন যেনো অসহ্যকর লাগে ইদানীং। পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্বেও বালিশের পাশে কিংবা পকেটে পড়ে থাকে অবহেলায়।এখন বেশিরভাগ রাত কাটে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে। ক্লান্ত; বালিশে মাথা, তবুও ঘুম না আসা। চোখ বন্ধ করলেই মনে হয় কি যেনো এক অদৃশ্য চিন্তা চেপে ধরে।
জীবন টা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেছে।

,

11/04/2025

একজনকে হারিয়ে যখন যন্ত্রণায় তীব্র হাহাকার ঠিক তখনি দুনিয়াতে আসার আগেই ভাতিজাকে হারালাম এর সাথে সাথে চুর্ণবিচুর্ণ হয়ে গেলো স্বপ্ন গুলোও, সময়ের স্রোতে হারিয়ে ফেল্লাম নিজের স্বকীয়তা, সুখ,শান্তি, স্বপ্ন সবকিছু,,ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না। মেনে নিতে বাধ্য হলাম এই শূন্যতাই চরম সত্য!!
,

সুতরাং হৃদয় ম রে গেলে পৃথিবী কে মনে হয় কলমের বিন্দুকনা।
01/04/2025

সুতরাং হৃদয় ম রে গেলে পৃথিবী কে মনে হয় কলমের বিন্দুকনা।

Israeli gift for Gaza children on Eid Al Fitre Casualties among Palestinians are being transported to hospitals followin...
31/03/2025

Israeli gift for Gaza children on Eid Al Fitre

Casualties among Palestinians are being transported to hospitals following Israeli airstrikes targeting Khan Yunis.

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্...
27/03/2025

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।
সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,
মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,
পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্বল করছে
আমাদের টেবিলে আলো জ্বলছে,
আমাদের জানালায় বসন্তের হাওয়া।

আর ওখানে, অনেক দূরে,
একটা শহর আছে—
যার রাত এখন আর কালো নয়,
আগুনের লেলিহান শিখায় লাল হয়ে আছে আকাশ।
সেখানে কারো টেবিল নেই,
শুধু উল্টে যাওয়া থালার পাশে
একজোড়া ছোট্ট হাত নিস্তেজ হয়ে পড়ে আছে।

দুই শহরে আজানের সুর।
এক শহরে—
সুরের ঢেউ বয়ে যায় বাতাসে,
শান্তিময় কণ্ঠ ভেসে আসে মিনার থেকে,
আর আমরা তা শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দেই।

অন্য শহরে—
আজান ওঠে, কিন্তু ভেঙে পড়ে শব্দের শরীর।
মিনারের পাশে এক বৃদ্ধ বসে থাকেন,
তার কপালে রক্ত জমাট—
আজান শেষ হবার আগেই
আকাশ ফেটে পড়ে আগুনে।
আজানের শব্দ মিলিয়ে যায় বোমার বিস্ফোরণে,
সেখানকার শিশুরা জানে না,
আজান আগে আসে, না ধ্বংস?

আমরা খাচ্ছি-দাচ্ছি,
রেস্টুরেন্টের উজ্জ্বল আলোর নিচে
হাসিমুখে কেউ বলে—
"আজ খাবারের স্বাদ দারুণ!"
কিন্তু গাজার শিশুরা এখন আর স্বাদ বোঝে না,
তারা শুধু জানে,
মাটির নিচে কতটুকু জায়গা পেলে
একজন মানুষ লুকিয়ে থাকতে পারে।

দুই শহর,
কিন্তু একটায় রাত মানে বিশ্রাম,
অন্যটায় রাত মানে—
এটাই হয়তো শেষ রাত।
একটায় ঘুম মানে স্বপ্ন দেখা,
অন্যটায় ঘুম মানে—
চিরতরে শুয়ে পড়া।

আমরা বাস করছি একটিতে,
আর অন্যটি জ্বলছে,
আমরা কেবল দেখতে পাচ্ছি ধোঁয়া,
কিন্তু গন্ধ পাচ্ছি না পোড়া মাংসের।
আমাদের রাত শেষে সকাল আসে,
ওদের রাতের পরে আসে শোকের নতুন সংখ্যা।

দুই শহরে আজান হয়,
একটায় প্রার্থনার জন্য,
অন্যটায় বেঁচে থাকার আকুতি নিয়ে।
সবার আকাশ একটাই,
সবার আল্লাহ একজনই,
তবু কেন এতো রক্ত ঝরে?

( সংগৃহীত )



Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonmoy Hasan Sofi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category