Ultimate Positive Motivation

Ultimate  Positive Motivation Success is a state of mind. If you want success start thinking of yourself as a success. Be motivate
(3)

29/07/2025

❝জ্ঞানহীন, কর্মহীন, উদ্দেশ্যহীন জীবন কেবল গবাদিপশুর জন্য, মানুষের জন্য নয়।❞

—সক্রেটিস

29/07/2025

🟥🔴উপদেশমূলক কিছু কথাঃ—

✏অপরিচিত কাউকে তুমি করে বলবেন না' সে বয়সে ছোট হলেও আপনি করে বলবেন।

✏এক সঙ্গে ৩ জন আড্ডা দিলে' কখনোই দুইজন কানাকানি কথা বলবেন না' এতে তৃতীয় ব্যক্তি মনে কষ্ট পাবে।

✏যতটা সম্ভব চেষ্টা করবেন কাউকে টাকা হাওলাত না দেওয়ার' এতে সম্পর্ক নষ্ট হয়।

✏নিজেও কারো কাচ থেকে টাকা হাওলাত আনবেন না' যদিও আনেন সে চাওয়ার আগে দিয়ে দিন।

✏কাউকে দিয়ে যদি কোনো কাজ করান' তাহলে তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিন।

29/07/2025

❝নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে।❞

—পর্তুগীজ প্রবাদ

29/07/2025

🟩🟢মনকে শক্তিশালী করার ১০টি বাস্তবসম্মত উপায়ঃ—

1️⃣ অতিরিক্ত চিন্তা করা যাবে না।

2️⃣ নিজের উপর বিশ্বাস এবং ভরসা রাখুন।

3️⃣ হীনমন্যতায় ভুগবেন না।

4️⃣ জীবনের প্রতিটি ঘটনা আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে দেখুন।

5️⃣ অতিরিক্ত অনুমান করা বন্ধ করুন।

6️⃣ হাসি-খুশি, গল্প-আড্ডায় মন দিন।

7️⃣ নিজ নিজ ধর্মীয় কাজ করুন,গরীবকে সাহায্য করুন।

8️⃣ খারাপ মানুষদের খারাপ কথা, অপমান, অবহেলা, খারাপ ব্যবহার- এগুলো নিয়ে বসে বসে ভাববেন না।

9️⃣ জীবনের যে কোন পরিবর্তনকে মেনে নিন।সব কিছু সময়ের উপর ছেড়ে দিন।

🔟 সফল মানুষদের জীবনী পড়ুন।

29/07/2025

কখনো ভেঙে পড়ো না।
পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়,অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।💜🌸

29/07/2025

❝হতাশ হয়ো না! উঠো, সিজদাহ করো এবং কাদোঁ।❞

26/07/2025

চারদিকে সব আপন মানুষ, তবে প্রত্যেকে নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ।

26/07/2025

মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কুকুরদের জিততে দিন, আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।💖🔥

24/07/2025

❝প্রেম মেয়েদের সর্বস্ব, পুরুষের জীবনের মাত্র একটি অংশ।❞

—সৈয়দ মুজতবা আলী

24/07/2025

যেখানে মতের মিল নেই,
সেখান থেকে সরে আসুন।💔🖤

24/07/2025

ঝুলিয়ে রেখে মুখেতে স্নিগ্ধতার মেকি হাসি,
অভিনয়ে পারদর্শী মোরা, বুকের ভেতর প্রত্যেকে গোপন দুঃখ পুষি।💔

24/07/2025

বিষ বা বিদ্বেষ কি❔

জালালউদ্দিন রুমি উত্তর দেয়—
যা কিছু আমাদের প্রয়োজনের অতিরিক্ত। সেটা হতে পারে যেকোনো ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, অহংকার, লোভ, অলসতা, ভালবাসা, উচ্চাকাঙ্খা, ঘৃণা বা অতিরিক্ত যেকোনো কিছু।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ultimate Positive Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share