
11/06/2025
আস্সালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আজকের পোষ্টটা পারলে সবাই শেয়ার করবেন যাতে করে পাসপোর্ট করার সময় কোন জামেলায় পরতে না হয়,
আমার মত লক্ষ কোটি মানুষ প্রবাসে আছেন এমন কেউ নাই যে পাসপোর্ট করার সময় কোন জামেলায় পরেন না, বর্তমান বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের নিয়োগ প্রাপ্ত এম্ভাসি/হাইকমিশন (যে কোন দেশে অবস্থানরত) আগের MRP (MACHINE READABLE PASSPORT) এর কোন ধরনের আবেদন গ্রহন করছেন না, এমতাবস্থায় সকল প্রবাসিরা MRP পাসপোর্ট করার জন্য কোন ধরনের চেষ্টা করবেন না, নতুন নিয়ম অনুযায়ী সবাইকে ePassport করতে হবে বাধ্যতামূলক, তাই সকলে EPassport এর আবেদন করবেন, ePassport এর আবেদন এই লিংকে গিয়ে করবেন,
https://www.epassport.gov.bd/authorization/login
আবেদন করার সময় সর্বপ্রথম আপনাকে আপনার Emaill দিয়ে একটা একাউন্ট করবেন (sign up), তারপর সেইম Emaill পাসওয়ার্ড দিয়ে আবার লগইন (log in) করবেন, তারপর অনলাইনে আপনার সব ডকুমেন্ট অনুযায়ী Fill up করবেন, তারপর সাবমিট করার আগে অবশ্যই আপনার ডকুমেন্ট চেক করে নিবেন তারপর Appointment date নিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন, সাবমিট করার পর এপ্লিকেশন পিডিএফ আকারে মোবাইলে ডাউনলোড করে যে কোন কম্পিউটার এর দোকান থেকে প্রিন্ট করে নিবেন, আপনার ডকুমেন্ট আপনি নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা ১০০% কমে যাবে, তারপর যখন আপনার Appointment এর তারিখ আসবে তখন আপনার পূরনকৃত ফরম আগের পাসপোর্ট এর কপি ভোটার/জন্ম নিবন্ধন কার্ড যে দেশে আছেন ওই দেশের রেসিডেন্ট কার্ড এর কপি নিয়া নির্ধারিত টাইমে উপস্থিত থাকবেন এম্ভাসি/হাইকমিশন এ, মনে রাখবেন যখন আপনি জমা করতে যাবেন আগে আপনার সিরিয়াল অনুযায়ী একটা শীল দিবে হাইকমিশন এর লোকজন, তারপর ভিতরে প্রবেশ করে বাকি কাজ সম্পূর্ন করবেন,