প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে...
(2)

17/07/2025

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা

১৬ জুলাই ২০২৪ — অকুতোভয় রাষ্ট্রের প্রতীক হয়ে উঠেন রংপুরের আবু সাঈদ। পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি...
16/07/2025

১৬ জুলাই ২০২৪ — অকুতোভয় রাষ্ট্রের প্রতীক হয়ে উঠেন রংপুরের আবু সাঈদ। পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীর মৃত্যু একতাবদ্ধ করে গোটা দেশকে। এদিন কঠোর রূপ নেয় কোটা আন্দোলন; শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ছাত্রলীগের চোখ রাঙানি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ঘুরে দাঁড়ায়।

চট্টগ্রাম, রংপুর, বরিশাল—সব জায়গাতেই উত্তেজনা; পাওয়া যায় ৬ জনের প্রাণহানির খবর। এরইমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু নাড়িয়ে দেয় সরকার ও প্রশাসনের প্রতি জনগণের বিশ্বাসের ভিত। ক্ষোভ রূপ নেয় স্ফুলিঙ্গে। শহীদ আবু সাঈদ এর মৃত্যুর মুহুর্তটাই আইকনিক ছবি হয়ে সকল আন্দোলনকারীদের মাঝে প্রতিচ্ছবি হয়ে যায়। এক আবু সাঈদ এর মৃত্যুতে হাজার হাজার, লক্ষ লক্ষ আবু সাঈদ দাঁড়িয়ে যায় রাজপথে!

#ফিরে_দেখা_জুলাই_২০২৪

14/07/2025

কথায় কথায় বাংলা ছাড়
বাংলা কি তোর বাপ দাদার!

আশেপাশের মানুষগুলো এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ী সোহাগ মা/রা পড়তো না, মানুষ হয়ে লজ্জিত আমরা 🥹
14/07/2025

আশেপাশের মানুষগুলো এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ী সোহাগ মা/রা পড়তো না, মানুষ হয়ে লজ্জিত আমরা 🥹

এই মাত্র নরসিংদী জিরো পয়েন্টে ছেলেটা ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।কারো পরিচিত হলে খোঁজ নিন। শেয়ার দিয়ে সাহায্য করুন।।
13/07/2025

এই মাত্র নরসিংদী জিরো পয়েন্টে ছেলেটা ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।
কারো পরিচিত হলে খোঁজ নিন। শেয়ার দিয়ে সাহায্য করুন।।

ছেলে মেয়ে দিকে তাকালে নিজে কে কন্টোল করতে পারবেন না....তিনি কিছু আগেও মসজিদে ১ লক্ষ টাকা দান করছেন। সজ্জন ও দানশীল মানুষ...
12/07/2025

ছেলে মেয়ে দিকে তাকালে নিজে কে কন্টোল করতে পারবেন না....
তিনি কিছু আগেও মসজিদে ১ লক্ষ টাকা দান করছেন।
সজ্জন ও দানশীল মানুষ হিসেবে পরিচিতি ছিল সোহাগ

হত্যাকাণ্ডে শোকস্তব্ধ গ্রামবাসী
ঢাকায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরগুনার তার নিজ গ্রামে।

সোহাগ ছিলেন একাধারে একজন সজ্জন ব্যবসায়ী, দানশীল মানুষ এবং সবার প্রিয় মুখ- তাকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা কেউই মেনে নিতে পারছেন না।

পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ছোটবেলা থেকেই সোহাগ ঢাকায় থাকলেও গ্রামের সঙ্গে তার হৃদ্যতা ছিল অটুট। ঈদ কিংবা কোনো উৎসব এলেই ছুটে আসতেন গ্রামে। গ্রামের গরিব-দুঃখীদের জন্য তার দরজা ছিল সবসময় খোলা। অসুস্থ কারো চিকিৎসা হোক, কিংবা মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, সোহাগ এগিয়ে যেতেন নির্দ্বিধায়।

সম্প্রতি তিনি নিজ গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের জন্য এক লাখ টাকা দান করেছিলেন। কিন্তু আজ সেই মসজিদের মিনার তাকিয়ে আছে সেই মানুষের প্রতীক্ষায়, যিনি আর কোনোদিন ফিরবেন না।

সোহাগের প্রতিবেশী প্রবীণ বাসিন্দা আলম মিয়া কাঁদতে কাঁদতে বলেন, সোহাগ ছিল এলাকার গর্ব। দান-সাহায্যের পাশাপাশি সবার খোঁজখবর নিতো হাসিমুখে। ছোট-বড়, ধনী-গরিব সবাই তার কাছে সমান ছিল।

আজ সে নেই, আমরা সবাই যেন অভিভাবকহীন হয়ে গেলাম।
তবে সবচেয়ে মর্মান্তিক চিত্র দেখা গেছে সোহাগের পরিবারের মধ্যে। ১০ বছরের ছোট্ট ছেলে সোহান বাবার কবরের পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছিল, 'আমার বাবাকে ওরা এভাবে মেরে ফেলল, আমরা এখন কোথায় যাব?

কার কাছে থাকব? কে আমাদের ভরণপোষণ দেবে? আমার বাবা মানুষজনকে সাহায্য করত, এখন আমাদের অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকতে হবে।

সোহাগের ১৪ বছর বয়সী মেয়ে সোহানা চোখের পানি মুছতে মুছতে বলেছে, 'আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো মেয়ে যেন বাবাকে এভাবে হারায় না, এই নিশ্চয়তা রাষ্ট্রের কাছে চাই। ওরা শুধু আমার বাবাকেই মেরে ফেলেনি, আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে।

ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেয়ার কারণেই এমন বর্বর হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

শীগ্রই হয়তো, লোকটার স্ত্রী বা মায়ের কাছে কল আসবে।বোন- আমি তারেক বলছি। কিন্তু জীবনটা আর ফিরে আসবে না।
11/07/2025

শীগ্রই হয়তো, লোকটার স্ত্রী বা মায়ের কাছে কল আসবে।
বোন- আমি তারেক বলছি। কিন্তু জীবনটা আর ফিরে আসবে না।

ফলাফলের চাপে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী প্রভা২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে আ*ত্মহ*ত্যা করেছে কুমিল্ল...
11/07/2025

ফলাফলের চাপে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী প্রভা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে আ*ত্মহ*ত্যা করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইছাপুরা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আ*ত্মহ*ত্যা করে প্রভা নামের ওই কিশোরী।

নিহত প্রভা ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সে অংশ নেয় এবং ফলাফলে দুটি বিষয়ে ফেল করে। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়ে সে।

নি*হতের দাদা জাহাঙ্গীর আলম জানান, প্রভার বাবা মোস্তফা কামাল কাতার প্রবাসী। মেয়ের মৃ*ত্যুসংবাদ শুনে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে আ*ত্মহ*ত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

বিষয়টি নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি ফলাফলই যেন একজন শিশুর জীবনের সমাপ্তি টেনে দিল। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

প্রিয় অভিভাবক, শিক্ষক এবং সমাজের সবাইকে অনুরোধ জানাচ্ছি...
একটি ফলাফল কখনোই জীবনের শেষ কথা হতে পারে না। সন্তানদের পাশে থাকুন, তাদের সাহস দিন। কোনো ব্যর্থতাই চূড়ান্ত নয়, আবারও শুরু করা যায় ভালবাসা ও সহানুভূতির হাত ধরেই।
বিষয়টি সচেতনতা মূলক জন্য শেয়ারিং করার আহবান থাকবে...

10/07/2025
এরা হচ্ছে তারা যাদের আপনারা ছাপড়ি বস্তি বলে অবজ্ঞা করেন।কেউ এদের নেতা বানায় না। নেতা হবে শিক্ষিত। এরা হবে কর্মী।কেউ তা...
05/07/2025

এরা হচ্ছে তারা যাদের আপনারা ছাপড়ি বস্তি বলে অবজ্ঞা করেন।
কেউ এদের নেতা বানায় না। নেতা হবে শিক্ষিত। এরা হবে কর্মী।
কেউ তাদের ভালো চাকরি দিবে না।
কেউ তাদের জমি দখল করলে কোর্টে বিচার চালানোর মতন টাকা পাবে না।
জীবন ভরে তারা খাটবে, গালি খাবে, মরবে আহত হবে কিন্তু তাদের পিঠে চড়ে আপনি নেতা হবেন, শাসন ক্ষমতা বদলাবেন কিন্তু কোন স্বীকৃতি দিবেন না।
জি এরাই এই দেশের খেটে খাওয়া জনতা। সবচেয়ে বড় রেমিট্যান্স আয়কারী। এই ভূমির সাথে যারা বেইমানি করে নাই। যারা টাকা পাচার করে না। বরং এনে দেয় যা দিয়ে আমরা বিদেশে পড়ি। আমদানি করি এবং ঋণ করি।

-মোহাইমিন পাটোয়ারী

রাত ন'টায় জানাজা হওয়ার কথা। রাতের আঁধারে প্রিয় জীবনসঙ্গী কে একা কবরে রেখে আসতে পারছেন না আবার বলতে ও পারছিলেন না মানুষ ট...
05/07/2025

রাত ন'টায় জানাজা হওয়ার কথা। রাতের আঁধারে প্রিয় জীবনসঙ্গী কে একা কবরে রেখে আসতে পারছেন না আবার বলতে ও পারছিলেন না মানুষ টা কে আরো কিছুটা সময় রাখো।
কারন মৃতের হিসাব, জীবিতদের হিসাবের বাহিরে।

আব্বার(শ্বশুর)চোখে মুখে আকুতির ভাষা, তার ছোট ছেলে(কন্যার বাপ) বুঝেছিল, তাই ফজর পর্যন্ত রাখার ব্যাবস্থা করেছে।

ছবি টা আমার ছোট ভাই তুলেছিল।

ছবি টা দেখলে বুকের ভেতর টা কেমন হুহু করে উঠে।

ছোট বেলা থেকে-ই আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক।
অনেক মানুষ অপেক্ষা করুক,খুব পপুলার হবো নাহ্ এমন কিছু না।
একটা মানুষ আমার জন্য অপেক্ষা করুক।

ছোট বেলায় ক্লাসে ঢোকে চারপাশে তাকিয়ে দেখতাম,আমার কোন বান্ধবী ডেকে বলবে তোর জন্য জায়গা রেখেছি।

আমার মা যেমন তীর্থ কাকের মতো অপেক্ষা করেন,কবে নাইওর যাবো তেমন না হলে ও চলবে।

এই ধরনে লেখালেখির জগতে আছি, আমি চাই একজন পাঠক আমার লেখার জন্য অধির আগ্রহে থাকুক।

আমি চাই আমার বিশেষ মানুষটার বুকে মাথা রেখে মরে যেতে।
পুর বিশ্ব কর্মব্যস্ত থাকুক তাতে, আমার কোন সমস্যা নেই।

আমি চাই বিশেষ মানুষ টা আমার শেষ বিদায়, থামানোর জন্য আকুলিবিকুলি করুক।

সমগ্র পৃথিবী নয়। আমি চাই সমগ্র পৃথিবীর, একটা মানুষ তীব্র ভাবে ভালোবাসুক।

'সোয়া চাঁন পাখি আমি ডাকি তাছি, তুমি ঘুমাইছো না কি?'

এরকম ভালোবাসা সবার কপালেই জুটুক

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রশ্নোত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রশ্নোত্তর:

Share