
24/09/2024
আল্লাহর নামের শপথ করে বলছি।
বর্তমান বিশ্বের এশিয়া উপমহাদেশের অত্যন্ত সাহসী ও বিচক্ষণ অদ্বিতীয় ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেতা
শায়েখে চরমোনাই হাফিঃ।
❤️শায়খে চরমোনাই মানে একটি বিপ্লবের নাম।
শায়খে চরমোনাই মানে বাংলাদেশ,
আর বাংলাদেশ মানে শায়খে চরমোনাই হাফঃ❤️❤️❤️❤️
অতএব আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চায়।
চাটুকারের দল তোমরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে নিজেদের ধ্বংস নেমে আনা ছাড়া আর কিছুই করতে পারবা না।
ইনশাআল্লাহ,
কারণ আমার অতীত অভিজ্ঞতা এবং আমি দেখেছি।
যারা ইসলামী আন্দোলন ও শায়খে চরমোনাই হাফিঃ এর বিরোধিতা করেছে তারা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত নির্লজ্জভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছে।
তোমাদের কল্যাণের জন্য বলছি সাবধান হয়ে যাও।