06/07/2025
ছবিতে Elon Musk বলেছে :
"We are summoning the demon."
(আমরা শয়তানকে ডেকে আনছি।)
এছাড়া ছবিতে লাল রঙের বাইনারি কোড (0 ও 1) দিয়ে একটি শয়তানের মতো অবয়ব তৈরি করা হয়েছে, যা বোঝাতে চাচ্ছে AI যেন একরকম অশুভ শক্তিকে জাগ্রত করছে।
Elon Musk আমাদের সত্যি বলে দিয়েছে, কিন্তু অনেকে সেটা গুরুত্ব না দিয়ে বরং খুশি হচ্ছে AI-এর উন্নতিতে, যা "beast system"-এর (অর্থাৎ শয়তান বা অপবিত্র এক শাসনব্যবস্থা) সূচনা।
২০১৪ সালে এক সম্মেলনে (MIT AeroAstro Centennial Symposium) তিনি বলেন:
> “With artificial intelligence we are summoning the demon. In all those stories where there's the guy with the pentagram and the holy water, it's like yeah he’s sure he can control the demon. Doesn’t work out.”
এর মানে, AI বানানো মানে শয়তানকে ডেকে আনা — শুরুতে মনে হতে পারে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারব, কিন্তু বাস্তবে সেটা কাজ নাও করতে পারে।
আচ্ছা আপনার মনে প্রশ্ন আসবে, ওরা যদি প্লান ই করবে আমাদের কে আগে আগে বলে দেয় কেনো?
আসলে এটাও ওদের রিচুয়াল, ওদের বিশ্বাস খারাপ কাজ করার আগে বলে দিলে পাপ কম হয় কিংবা হয় না৷ এজন্য প্লান গুলো এক্সেকিউট করার আগে বিভিন্ন ভাবে হাসি মজাকে বা নিজেরাই চিন্তিত এরকম বুঝাতে বিভিন্ন সভা সেমিনার বা কার্টুনে বলে যেমন সিম্পসন এ...
এটা এসেছে অকাল্ট থেকে। এটাকে বলে " Hidden in plain sight"—
অনেক সময় শয়তানবাদীরা তাদের বার্তা বা পরিকল্পনা প্রকাশ্যে দেয় (চলচ্চিত্র, গান, চিহ্ন, ভাষণ, ইত্যাদির মাধ্যমে), কিন্তু এমনভাবে করে যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে। তারা মনে করে এটা তাদের একটি ধরণের আধ্যাত্মিক নিয়ম মানার চেষ্টা।
এটা আসলে একধরনের আত্মপ্রবঞ্চনা বা বিকৃত নৈতিকতা —
এর পেছনে যুক্তিটা এমন:
“তোমাকে তো আগেই বলেছিলাম, এখন যদি তুমি না বোঝো, সেটা তোমার দায়।”
দাজ্জালের ফিতনা থেকে বাচতে প্লিজ সুরা কাহাফ ডেইলি পড়ি।
©️