SR Creation

SR Creation Two things that I loved much one is nature another is traveling. Nature gives you pleasure a lot. (N)
(434)

মানুষ যখন বলে-"সমাধান নেই" তাহাজ্জুদ তখন বলে-"এখনই দু'হাত তোলো! কারণ, তাহাজ্জুদে'ই লুকিয়ে আছে, ভাঙা হৃদয়ের পুনর্গঠনের রহ...
17/07/2025

মানুষ যখন বলে-"সমাধান নেই" তাহাজ্জুদ তখন বলে-"এখনই দু'হাত তোলো! কারণ, তাহাজ্জুদে'ই লুকিয়ে আছে, ভাঙা হৃদয়ের পুনর্গঠনের রহস্য।
~ মুসলিম

15/07/2025

আমার একটা কাউয়াও নাই 😔😔
সালার জীবন 😞😞

বাংলাদেশ vs পাকিস্তান t-20 series _ ২০, ২২ ও ২৪ তারিখ ম্যাচে আমার একটাই চাওয়া, এই ম্যাচে Hania Amir এর মতো পাকিস্তানি সু...
15/07/2025

বাংলাদেশ vs পাকিস্তান t-20 series _ ২০, ২২ ও ২৪ তারিখ ম্যাচে আমার একটাই চাওয়া, এই ম্যাচে Hania Amir এর মতো পাকিস্তানি সুন্দরী রূপবতী মায়াবতী গুণবতী কেউ আমার জীবনে আসুক🥹

আসলেই 🙂
15/07/2025

আসলেই 🙂

তুমি তো নিজ ইচ্ছায় চলে গেছো, তোমাকে আর খুঁজবো কই। যদি হারিয়ে যেতে তাহলে না হয় খুঁজে বের করতাম।
14/07/2025

তুমি তো নিজ ইচ্ছায় চলে গেছো, তোমাকে আর খুঁজবো কই।
যদি হারিয়ে যেতে তাহলে না হয় খুঁজে বের করতাম।

11/07/2025

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী
প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
আমি তাকে ঘৃণা করি ।
~নবারুণ ভট্টাচার্য

একদিন মুষলধারে বৃষ্টি নামুক জগতের সব দুঃখ ধুয়ে যাক।  তারপর সচ্ছ আকাশ পায়ে চেয়ে কোমল হাওয়া গায়ে মেখে এক দীর্ঘশ্বাসে নিজেক...
07/07/2025

একদিন মুষলধারে বৃষ্টি নামুক জগতের সব দুঃখ ধুয়ে যাক।
তারপর সচ্ছ আকাশ পায়ে চেয়ে কোমল হাওয়া গায়ে মেখে এক দীর্ঘশ্বাসে নিজেকে নিরবতায় ঠেলে দিতাম।
তারপর বলতাম যা কিছুই ছিলো এই ক্ষুদ্র জীবনে সবই তো অর্থহীন, তাহলে কিসের এতো ব্যস্তাতা।
এভাবেই জীবনের হিসাব কষতে কষতে ক্লান্ত হয়ে যেতাম তবুও শেষে ফলাফল কিছু অপ্রাপ্তিতেই রয়ে যেতো।
তবুও মনে করি সেই দিন গুলোর কথা
যেখানে ছিলো জীবন টা সত্যিই সুন্দরতায় ঘেরা, ছিলো না চিন্তা নামক বন্দুক। যেখানে জীবনের স্বাদ ছিলো, ছিলো না সাধ্য নামের কোনো পর্বত।
~ রোহান

এভাবেই ছবি হয়ে ঝুলবো একদিন, রয়ে যাবো তোমাদের অন্তরে , স্মৃতিতে 🌿Arosh Khan
07/07/2025

এভাবেই ছবি হয়ে ঝুলবো একদিন, রয়ে যাবো তোমাদের অন্তরে , স্মৃতিতে 🌿
Arosh Khan

ওহে দুঃখ বিলাশ কখনও কি জানতে পারবে, ঠিক কতোটা জয়গা জুরে ছিলে তুমি এ মনে?
04/07/2025

ওহে দুঃখ বিলাশ কখনও কি জানতে পারবে, ঠিক কতোটা জয়গা জুরে ছিলে তুমি এ মনে?

03/07/2025

পৃথিবী তার চিরচেনা সৌন্দর্য হারাবে অচিরেই।
ভালোবাসা বহনকারী দেহটিও একদিন কোনো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিচঢালা পথে মিশে যাবে, রাস্তার সাথে একাকার হয়ে যাবে তার অর্ধেকাংশ।
বাকিটুকু হারাবে তার সমস্ত অনুভূতি।

সেদিন প্রেম শব্দটির আর কোনো অস্তিত্ব থাকবে না।
'ভালোবাসি' বলার জিহ্বাটিও একদিন কেবল তার সৃষ্টিকর্তার কাছেই ব্যস্ত থাকবে।
অক্ষত দেহে থাকাকালীন যা কিছু ঘটেছে, তা ভেবে যে মস্তিষ্ক তোমার ধ্যানে মগ্ন ছিল, সেটি কেবল অপূর্ণতার হিসেব কষতে থাকবে।

সেদিন তুমি, প্রিয়সী, হবে সম্পূর্ণ স্বাধীন; কারো ঘোরগ্রস্ত হৃদয়ে তুমি আর বন্দি থাকবে না।

কোনো বিপথগামী মানুষ, যাকে তুমিই বদলে দিয়েছিলে, সে আর তোমাকে ভেবে বিনিদ্র রজনী কাটাবে না।

কারো বিকৃত স্মৃতিচারণায় তোমার ধীর পদচারণা আর থাকবে না।

যে গভীর রাতে তুমি তোমার প্রিয়জনের সাথে বারান্দায় বসে চাঁদ দেখবে, সেদিন হয়তো তোমার অপ্রিয় মানুষটি দেহহীন আত্মা নিয়ে তার মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করবে।

পৃথিবী হারাবে তার রূপ, আর প্রেমিক হারাবে তার সবটুকু অনুভূতি।
(মামুন)
Mamun
Session 20-21
Dept. Of English
Govt. Bangla College, Dhaka

কখন ও রোদ তো কখন ও বৃষ্টি, দুঃখ বিলাশ এ তো তোমার এ প্রতিচ্ছবি। ~ রোহান  #দুঃখবিলাশ  #রোহান  #মেষ  #বৃষ্টি
03/07/2025

কখন ও রোদ তো কখন ও বৃষ্টি, দুঃখ বিলাশ এ তো তোমার এ প্রতিচ্ছবি।
~ রোহান
#দুঃখবিলাশ #রোহান #মেষ #বৃষ্টি

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when SR Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR Creation:

Share