Rosal life

Rosal life শুভেচ্ছা সবাইকে নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন ��
সাথে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন।

08/08/2025

Piccadilly Circus To Tottenham Court station street view ||London ||Rosal Life

এখনো যারা ইউকেতে সেপ্টেম্বর ইনটেকে আসার প্ল্যান করেছেন কিন্তু প্রসেসিং শুরু হয়নি তাদের জন্য একটা টাইমলাইন। ক্ষেত্রভেদে এ...
08/08/2025

এখনো যারা ইউকেতে সেপ্টেম্বর ইনটেকে আসার প্ল্যান করেছেন কিন্তু প্রসেসিং শুরু হয়নি তাদের জন্য একটা টাইমলাইন।
ক্ষেত্রভেদে একেকজনের জন্য একেক রকম হতে পারে।

প্রস্তুতি (মার্চ - এপ্রিল ২০২৫)

- প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট (একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অব পারপাস( আবেদনের সময় অনেক এজেন্সি নিজেরাই করে দেয়), IELTS/PTE/MOI ইত্যাদি) প্রস্তুত করুন।


এপ্রিল ২০২৫
- প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করুন।
২/৩ টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত।


অফার লেটার ও সিদ্ধান্ত (মে - ২০২৫)

- বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার (Conditional বা Unconditional) পেয়ে যাবেন
- Conditional অফার থাকলে প্রয়োজনীয় শর্ত পূরণ করুন (যেমন: IELTS স্কোর উন্নত করা, ফাইনাল রেজাল্ট জমা দেওয়া)।

- চূড়ান্ত বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম নির্বাচন করুন।
- অফার লেটার গ্রহণ করুন এবং টিউশন ফি ডিপোজিট (যদি প্রয়োজন হয়) জমা দিন।
-কাস ইন্টারভিউ থাকলে দিয়ে দিন।
-TB Test করে ফেলুন
(রেজিষ্ট্রেশন আগেই করতে হয়)

CAS (Confirmation of Acceptance for Studies) সংগ্রহ (জুন ২০২৫)

- বিশ্ববিদ্যালয় থেকে CAS (Confirmation of Acceptance for Stud@) সংগ্রহ করুন।
- CAS হল ভিসা আবেদনের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
- ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করুন (যেমন: পাসপোর্ট, ফাইনান্সিয়াল প্রুফ, CAS, TB টেস্ট রিপোর্ট ইত্যাদি)।

- UKVI ওয়েবসাইটে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন।
- ভিসা ফি এবং Immigration Health Surcharge (IHS) প্রদান করুন।
- ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং বায়োমেট্রিকস (ফিঙ্গারপ্রিন্ট ও ফটো) প্রদান করুন।
- ভিসা ডিসিশনের জন্য অপেক্ষা করুন। সাধারণত ৩ সপ্তাহের মধ্যে ভিসা ডিসিশন হয়ে যায়।
- ভিসা অনুমোদিত হলে পাসপোর্ট সংগ্রহ করুন।

যুক্তরাজ্যে ফ্লাইট ও প্রস্তুতি (জুলাই-সেপ্টেম্বর ২০২৫)

- ফ্লাইট বুক করুন এবং থাকার ব্যবস্থা করুন (হল বা শেয়ার বাসা)।
- প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করুন (যেমন: ওয়ার্ম ক্লথিং, একাডেমিক ডকুমেন্ট, মেডিকেল রিপোর্ট ইত্যাদি)।
- যুক্তরাজ্যে পৌঁছান এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- প্রোগ্রাম শুরু করুন ,প্রতিটি সেশন আপনাকে অনেক কিছু শেখাবে তাই উপস্থিত হোন এবং নতুন পরিবেশে অভ্যস্ত হন।

# # # গুরুত্বপূর্ণ টিপস:
- সময়মতো প্রতিটি ধাপ সম্পন্ন করুন যাতে কোনো সমস্যা না হয়।
- ভিসা আবেদনের সময় ফাইনান্সিয়াল প্রুফ সঠিকভাবে দেখান (যেমন: ব্যাংক স্টেটমেন্ট, স্কলারশিপ লেটার)।
- বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং প্রয়োজনীয় তথ্য জানুন।

এই টাইমলাইনটি আপনাকে মার্চ ২০২৫ থেকে শুরু করে সেপ্টেম্বর ইনটেকে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
Fariha Jannat

23/07/2025
সূরা আল‑হজ্জ (২২:৬৩)“আল্লাহ্‌ বর্ষা নামে আকাশ থেকে, এবং ভূমি সবুজ হয়ে ওঠে; নিঃসন্দেহে আল্লাহ্‌ সূক্ষ্ম ও ব্যপকজ্ঞে পরিপূ...
19/07/2025

সূরা আল‑হজ্জ (২২:৬৩)

“আল্লাহ্‌ বর্ষা নামে আকাশ থেকে, এবং ভূমি সবুজ হয়ে ওঠে; নিঃসন্দেহে আল্লাহ্‌ সূক্ষ্ম ও ব্যপকজ্ঞে পরিপূর্ণ।”
এই আয়াতে বৃষ্টির মাধ্যমে জীবনের পুনরুদ্ধার ও আল্লাহ্‌র কোণভেদে জ্ঞানের কথা বলা হয়েছে

18/07/2025

Millennium Bridge.London.UK

"কেয়ার ভিসা" নিয়ে নতুন ইমিগ্রেশন আইনের পর যারা Confused,এই পোস্ট তাদের জন্য...🇬🇧 UK Care Worker Visa Update (২০২৫ সালের ...
15/07/2025

"কেয়ার ভিসা" নিয়ে নতুন ইমিগ্রেশন আইনের পর যারা Confused,এই পোস্ট তাদের জন্য...
🇬🇧 UK Care Worker Visa Update (২০২৫ সালের ২২ জুলাই-এর পর)

কোন রুট চালু থাকবে, কে পাবে, কারা পাবে না — সবকিছু Step by Step ব্যাখ্যা সহ।

✅ পূর্ববর্তী প্রেক্ষাপটঃ

Care Worker (SOC 6135) এবং Senior Care Worker (SOC 6136) – এই দুটি পেশা UK-র সবচেয়ে চাহিদাসম্পন্ন ভিসা ক্যাটাগরি হিসেবে পরিচিত ছিলো। হাজার হাজার বাংলাদেশি, ভারতীয়, আফ্রিকান নাগরিক এই রুটে ২০২২–২০২৪ সালের মধ্যে UK-তে প্রবেশ করেছেন।

কিন্তু...

🔴 ২০২৫ সালের ২২ জুলাই থেকে যা বদলাচ্ছে:

1. Care Worker ও Senior Care Worker পেশা আর Skilled Worker Visa রুটের Shortage Occupation বা TSL-এ থাকবে না।

2. অর্থাৎ বাংলাদেশ থেকে সরাসরি Sponsorship নিয়ে UK আসার সুযোগ থাকবে না।

3. UK-র বাইরে থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে না।

4. কেবলমাত্র UK-তে অবস্থানরত কিছু নির্দিষ্ট ভিসাধারী ব্যক্তিরা switch করে এই ভিসা নিতে পারবেন।

👥 Section 1: যারা বর্তমানে UK-তে আছেন (Student, PSW, Dependant ইত্যাদি)

➡️ আপনি কীভাবে Care Visa-তে Switch করতে পারবেন?

✅ নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

1. 🔹 আপনি বর্তমানে বৈধ UK ভিসা-ধারী (Tier 4 Student / PSW / Dependant ইত্যাদি)।

2. 🔹 আপনি UK-র Sponsor Licence পাওয়া Care Home / Domiciliary Agency-তে ৩ মাস রেগুলার কাজ করছেন।

3. 🔹 সেই প্রতিষ্ঠান আপনাকে Sponsor করতে রাজি এবং সক্ষম।

4. 🔹 3 মাসের Pay Slip + Contract Letter লাগবে।

5. 🔹 CoS (Certificate of Sponsorship) ইস্যু করতে হবে ২১ জুলাই ২০২৮-এর আগেই।

6. 🔹 Salary: বছরে £25,000 অথবা "going rate" – যেটা বেশি।

7. 🔹 English: IELTS UKVI General – B1 (LRWS: ৪.০ করে)।

8. ❌ Dependent (স্বামী/স্ত্রী/সন্তান) এই রুটে সঙ্গে আনা যাবে না।

✅ আপনি চাইলে Student Visa থেকে বা PSW থেকেও এই রুটে Switch করতে পারবেন, কিন্তু UK-এর ভিতর থেকেই।

❌ Section 2: যারা বাংলাদেশে আছেন এবং নতুনভাবে Care Visa চান

⚠️ দুঃখজনকভাবে, এটা এখন আর সম্ভব নয়।

1. ❌ আপনি সরাসরি কোনো UK Sponsor-এর কাছ থেকে CoS পাবেন না।

2. ❌ কোনো এজেন্সি বা ভুয়া নিয়োগকারী প্রতিষ্ঠান যদি বলে যে তারা ভিসা দিতে পারবে — সেটা প্রতারণা।

3. ❌ Sponsorship ছাড়া Skilled Worker Visa সম্ভব নয়।

4. ❌ ৩ মাসের UK কাজের অভিজ্ঞতা ছাড়া Sponsor CoS দিতে পারবে না।

5. ❌ আপনি যদি Bangladesh থেকে Apply করেন — Application Reject হবে।

✔️ তাহলে বাংলাদেশ থেকে আসার একমাত্র বাস্তব উপায় কী?

✅ “Student Visa → UK-তে কাজ → ৩ মাসের অভিজ্ঞতা → Switch to Care Visa”

📘 ধাপে ধাপে করণীয়:

1. 🇬🇧 UK-তে Student Visa নিয়ে আসুন – বিশেষত Health/Social Care বা Nursing রিলেটেড কোর্সে।

2. 📚 পড়াশোনার পাশাপাশি কেয়ার হোমে Part-Time কাজ করুন (২০ ঘণ্টা/সপ্তাহ)।

3. ⏳ ৩ মাসের কাজের অভিজ্ঞতা অর্জন করুন।

4. 🏢 আপনার Employer যদি Sponsor Licence-ধারী হয় → তারা আপনাকে Sponsorship দিতে পারবে।

5. 🧾 CoS পেলে আপনি Skilled Worker route-এ switch করতে পারবেন (UK-র ভিতর থেকেই)।

6. ❌ Dependant আনতে পারবেন না, কারণ Care route-এ dependents এখন নিষিদ্ধ।

7. 💸 বেতন, ইংরেজি ও অন্যান্য শর্ত উপরে বলা হয়েছে — এগুলো অবশ্যই পূরণ করতে হবে।

🛑 সতর্কতা (Scam Alert):

❌ কেউ বললে “বাংলাদেশ থেকে Care Visa দিচ্ছি, মাত্র ১০ লাখ টাকায়” → সেটা ১০০% ভুয়া প্রতারণা।

❌ Sponsorship Letter বানিয়ে দিলে ভিসা হয়ে যাবে — এমন কিছু নেই।

✅ যারা আগে UK-তে গেছেন তারা ২০২৪ সালের নিয়মে গিয়েছেন। এখন ২০২৫ সালের নতুন নিয়ম চালু।

---

📋 এক নজরে চেকলিস্ট (UK-তে Switch করার জন্য):

শর্ত প্রয়োজনীয়তা :-

অবস্থান UK-এর ভিতরে বৈধ ভিসায়
কাজ Care Home/Agency তে ৩ মাস কাজ
বেতন £25,000 বা going rate
ইংরেজি IELTS UKVI B1 (4.0 প্রত্যেক স্কিলে)
Sponsorship CoS লাগবে (২১ জুলাই ২০২৮-এর আগে)
Dependant Allowed ❌

#বাংলাদেশথেকেউকে


✍️ শেষ কথাঃ

বন্ধুরা, দয়া করে বিভ্রান্ত হবেন না। বাস্তব তথ্য জেনে পরিকল্পনা নিন। মিথ্যা প্রলোভনে পড়ে ভুল পথে পা দেবেন না।

✅ আপনার যেকোনো প্রশ্নের উত্তর, বা সাহায্য লাগলে ইনবক্সে জানান – আমি সর্বোচ্চ চেষ্টা করব তথ্যভিত্তিক সাপোর্ট দিতে।

-কালেক্টেড।

26/06/2025

Amazing Day At Barking National Park || Rosal Life

06/06/2025

Kea 🦇🦄🐗🦅🐥🦉🪲🕷️🦗🪰

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rosal life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rosal life:

Share