15/07/2025
"কেয়ার ভিসা" নিয়ে নতুন ইমিগ্রেশন আইনের পর যারা Confused,এই পোস্ট তাদের জন্য...
🇬🇧 UK Care Worker Visa Update (২০২৫ সালের ২২ জুলাই-এর পর)
কোন রুট চালু থাকবে, কে পাবে, কারা পাবে না — সবকিছু Step by Step ব্যাখ্যা সহ।
✅ পূর্ববর্তী প্রেক্ষাপটঃ
Care Worker (SOC 6135) এবং Senior Care Worker (SOC 6136) – এই দুটি পেশা UK-র সবচেয়ে চাহিদাসম্পন্ন ভিসা ক্যাটাগরি হিসেবে পরিচিত ছিলো। হাজার হাজার বাংলাদেশি, ভারতীয়, আফ্রিকান নাগরিক এই রুটে ২০২২–২০২৪ সালের মধ্যে UK-তে প্রবেশ করেছেন।
কিন্তু...
🔴 ২০২৫ সালের ২২ জুলাই থেকে যা বদলাচ্ছে:
1. Care Worker ও Senior Care Worker পেশা আর Skilled Worker Visa রুটের Shortage Occupation বা TSL-এ থাকবে না।
2. অর্থাৎ বাংলাদেশ থেকে সরাসরি Sponsorship নিয়ে UK আসার সুযোগ থাকবে না।
3. UK-র বাইরে থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে না।
4. কেবলমাত্র UK-তে অবস্থানরত কিছু নির্দিষ্ট ভিসাধারী ব্যক্তিরা switch করে এই ভিসা নিতে পারবেন।
👥 Section 1: যারা বর্তমানে UK-তে আছেন (Student, PSW, Dependant ইত্যাদি)
➡️ আপনি কীভাবে Care Visa-তে Switch করতে পারবেন?
✅ নিচের শর্তগুলো পূরণ করতে হবে:
1. 🔹 আপনি বর্তমানে বৈধ UK ভিসা-ধারী (Tier 4 Student / PSW / Dependant ইত্যাদি)।
2. 🔹 আপনি UK-র Sponsor Licence পাওয়া Care Home / Domiciliary Agency-তে ৩ মাস রেগুলার কাজ করছেন।
3. 🔹 সেই প্রতিষ্ঠান আপনাকে Sponsor করতে রাজি এবং সক্ষম।
4. 🔹 3 মাসের Pay Slip + Contract Letter লাগবে।
5. 🔹 CoS (Certificate of Sponsorship) ইস্যু করতে হবে ২১ জুলাই ২০২৮-এর আগেই।
6. 🔹 Salary: বছরে £25,000 অথবা "going rate" – যেটা বেশি।
7. 🔹 English: IELTS UKVI General – B1 (LRWS: ৪.০ করে)।
8. ❌ Dependent (স্বামী/স্ত্রী/সন্তান) এই রুটে সঙ্গে আনা যাবে না।
✅ আপনি চাইলে Student Visa থেকে বা PSW থেকেও এই রুটে Switch করতে পারবেন, কিন্তু UK-এর ভিতর থেকেই।
❌ Section 2: যারা বাংলাদেশে আছেন এবং নতুনভাবে Care Visa চান
⚠️ দুঃখজনকভাবে, এটা এখন আর সম্ভব নয়।
1. ❌ আপনি সরাসরি কোনো UK Sponsor-এর কাছ থেকে CoS পাবেন না।
2. ❌ কোনো এজেন্সি বা ভুয়া নিয়োগকারী প্রতিষ্ঠান যদি বলে যে তারা ভিসা দিতে পারবে — সেটা প্রতারণা।
3. ❌ Sponsorship ছাড়া Skilled Worker Visa সম্ভব নয়।
4. ❌ ৩ মাসের UK কাজের অভিজ্ঞতা ছাড়া Sponsor CoS দিতে পারবে না।
5. ❌ আপনি যদি Bangladesh থেকে Apply করেন — Application Reject হবে।
✔️ তাহলে বাংলাদেশ থেকে আসার একমাত্র বাস্তব উপায় কী?
✅ “Student Visa → UK-তে কাজ → ৩ মাসের অভিজ্ঞতা → Switch to Care Visa”
📘 ধাপে ধাপে করণীয়:
1. 🇬🇧 UK-তে Student Visa নিয়ে আসুন – বিশেষত Health/Social Care বা Nursing রিলেটেড কোর্সে।
2. 📚 পড়াশোনার পাশাপাশি কেয়ার হোমে Part-Time কাজ করুন (২০ ঘণ্টা/সপ্তাহ)।
3. ⏳ ৩ মাসের কাজের অভিজ্ঞতা অর্জন করুন।
4. 🏢 আপনার Employer যদি Sponsor Licence-ধারী হয় → তারা আপনাকে Sponsorship দিতে পারবে।
5. 🧾 CoS পেলে আপনি Skilled Worker route-এ switch করতে পারবেন (UK-র ভিতর থেকেই)।
6. ❌ Dependant আনতে পারবেন না, কারণ Care route-এ dependents এখন নিষিদ্ধ।
7. 💸 বেতন, ইংরেজি ও অন্যান্য শর্ত উপরে বলা হয়েছে — এগুলো অবশ্যই পূরণ করতে হবে।
🛑 সতর্কতা (Scam Alert):
❌ কেউ বললে “বাংলাদেশ থেকে Care Visa দিচ্ছি, মাত্র ১০ লাখ টাকায়” → সেটা ১০০% ভুয়া প্রতারণা।
❌ Sponsorship Letter বানিয়ে দিলে ভিসা হয়ে যাবে — এমন কিছু নেই।
✅ যারা আগে UK-তে গেছেন তারা ২০২৪ সালের নিয়মে গিয়েছেন। এখন ২০২৫ সালের নতুন নিয়ম চালু।
---
📋 এক নজরে চেকলিস্ট (UK-তে Switch করার জন্য):
শর্ত প্রয়োজনীয়তা :-
অবস্থান UK-এর ভিতরে বৈধ ভিসায়
কাজ Care Home/Agency তে ৩ মাস কাজ
বেতন £25,000 বা going rate
ইংরেজি IELTS UKVI B1 (4.0 প্রত্যেক স্কিলে)
Sponsorship CoS লাগবে (২১ জুলাই ২০২৮-এর আগে)
Dependant Allowed ❌
#বাংলাদেশথেকেউকে
✍️ শেষ কথাঃ
বন্ধুরা, দয়া করে বিভ্রান্ত হবেন না। বাস্তব তথ্য জেনে পরিকল্পনা নিন। মিথ্যা প্রলোভনে পড়ে ভুল পথে পা দেবেন না।
✅ আপনার যেকোনো প্রশ্নের উত্তর, বা সাহায্য লাগলে ইনবক্সে জানান – আমি সর্বোচ্চ চেষ্টা করব তথ্যভিত্তিক সাপোর্ট দিতে।
-কালেক্টেড।