Amader spinning mills।- আমাদের স্পিনিং মিলস্

Amader spinning mills।- আমাদের স্পিনিং মিলস্ স্পিনিং এর সমস্ত ডিপার্টমেন্ট এর সমস্ত বিষয়ে জানতে আমাদের পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।।।

30/06/2025

গাজীপুর গ্রীনল্যান্ড গার্মেন্টস হৃদয় কে পিটিয়ে হত্যা করা হয়

Plumbing tools
29/06/2025

Plumbing tools

29/06/2025
06/05/2025

আপনারা সবাই গ্রুপে পোস্ট করেন-- গুরুত্বপূর্ণ মতামত দেন

06/05/2025

গ্রুপে আজ হতে নিয়মিত টেক্সটাইল, স্পিনিং রিলেটেড গুরুত্বপূর্ণ পোস্ট হবে

27/04/2025

প্রতিদিনের জিকিরের একটা নির্ধারিত লিস্ট থাকা উচিত । এটা যত অল্পই হোক না কেন । আর এটা প্রতিদিনই দিনের সুবিধামতো নির্ধারিত কোনো সময়ে আদায় করা উচিত । হোক সেটা প্রতিদিন দশবার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‌।

সাইয়িদুনা উমর বিন খাত্তাব রাঃ ঘরে প্রবেশ করেই কুরআন হাতে
তিলাওয়াতে বসে যেতেন।

একবার এক সাহাবি তাঁর সাক্ষাতে যান। তিনি সাক্ষাৎপ্রার্থীকে বাইরে
অনেকক্ষণ অপেক্ষা করতে বলেন। অবশেষে অনুমতি পেয়ে তিনি ভেতরে
প্রবেশ করেন, উমর রাঃ তাঁকে বলেন, ‘আমি আমার প্রতিদিনের নির্ধারিত
অজিফা আদায় করছিলাম।'

উম্মুল মুমিনিন আয়িশা রাঃ বলেন, 'আমি বিছানায় বসে বসেই আমার
প্রতিদিনের নির্ধারিত জিকির আদায় করি।'

সাইয়িদুনা হাসান রাঃ রাতের প্রথম ভাগে তাঁর তিলাওয়াতের অজিফা
আদায় করতেন ।

আর হুসাইন রাঃ আদায় করতেন রাতের শেষ ভাগে।

নাফি রাঃ কে একবার জিজ্ঞেস করা হয়, ‘ইবনে উমর রাঃ ঘরে কি করতেন ?' তিনি উত্তর দেন, ‘তোমরা তা করতে পারবে না। তিনি প্রতি ওয়াক্ত সালাতের জন্য অজু করতেন আর অজু ও সালাতের মাঝে তিলাওয়াত করতেন।'

অফিস, ব্যবসা, ক্যারিয়ারের জন্য কত তালিকা ! কত নোট ! কত প্রস্তুতি ! কত হিসাব ! নিয়মিত তদারকি ! শুধু রবের জন্য একটু সময় হয় না, নেই কোন প্রস্তুতি ।

প্রতিদিনের নিয়মমাফিক জীবনে নিয়ম করে সামান্য হলেও কিছু জিকির আজ থেকেই শুরু হোক ।

আপনার সারাদিনের পেরেশানি যেন ফুরায়ই না, সারাদিন দৌড়ে কাজ করেও কাজ শেষ করতে পারেন না । একটা অতৃপ্তি নিয়ে দিন শেষ হয়, যেন সবকিছু আপনাকে চেপে ধরেছে । আপনার জন্য প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর জিকির ।

📌
"আর যে আমার স্মরণ (যিকির) থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য সংকীর্ণ জীবন হবে এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব।" সূরা ত্বাহা, ২০:১২৪ ।

27/04/2025

Perfect Textile Engineering Institute(53158).

Mouchak, Kaliakair, Gazipur.

নাম কি
23/04/2025

নাম কি

Address

Fulbaria

Telephone

+8801727350400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader spinning mills।- আমাদের স্পিনিং মিলস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share