
16/08/2024
ওরে তুমি বলছো আওয়ামী লীগের বাবার সমান নেতাকে উলংগ করে নাচানো বা কানে ধরানো ভুল হয়েছে,,,,
তুমি বল বলছো শেখ মুজিবের বাড়িতে আগুন বা তার মূর্তি ভাংচুর অন্যায় হয়েছে ,,,,
তুমি বলছো বঙ্গ ভবনে মা সমান বৃদ্ধের অন্তর্বাস নিয়ে উল্লাস করা আর ছবি দেয়া সভ্যতা নয়,,,
আর আমি বলছি এর চেয়েও যদি বেশি কিছু করা হতো তবেও গত ১৫ বছরের গুম, খুন বা এই গণহত্যায় মারা যাওয়া একটি লাশেরও সমান হতো না ।।
যতগুলো প্রাণ গেছে তার একটিও ফিরিয়ে আনা যাবে না । শুধু তারাই জানে কতো ব্যথা যারা হারায়, একটিবার চিন্তা করে দেখো সেইসব মা-বাবার কথা, যারা তাদের সন্তান হারিয়েছে ।
।
।
।
যারা ১৫ আগস্ট শোক পালন করতে না পারায় মায়া কান্না করছে তাদের জন্য এই ছবিটা একবার দেখ,,,,, ইন্টারনেট অফ করে এই রকম আরো অনেক মায়ের বুক খালি করেছে ওরা,,,,, চালিয়েছে গণহত্যা ,,,,,,মানুষ মরনশীল,,,,
জবাবদিহিতা করতে হবে একজনের কাছে তিনিই হলেন মহান আল্লাহ,,
********
সত্য ও ন্যায়ের পক্ষে, বাঙ্গালীর প্রয়োজনে, পাশে থাকুন সবসময় ~ প্রবাসী বাংলাদেশীর গ্রুপ Bangladeshi community in world.
ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/bangladeshicommunityworld
টেলিগ্রাম গ্রুপ https://t.me/bangladeshicommunityworld