Shomoyer Sathe l Education Watch

Shomoyer Sathe l Education Watch Shomoyer Sathe l Education Watch

প্রতিমাসের ১ তারিখে নিয়মিত প্রকাশিত হবে এডুকেশন ওয়াচ-এর অনলাইন সংস্করণ।
পাঠকদের সুবিধার্থে আমরা নিয়ে এসেছি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশনার উদ্যোগ।
📰 ই-পেপারের পাশাপাশি ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে শিক্ষা ও সমাজের পরিবর্তনের খবর।

01/11/2025

রাজধানীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা সূত্রে পরিচয়, তারপর প্রেম-পরিণয়। তবে সেই সংসার টেকেনি চারদিনও। লজ্জায় ও সম্মানহানির ভয়ে মোহনা বাসার সিলিং ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

01/11/2025

বিশ্ববিদ্যালয়ের ফলাফল কি বিতর্কের ঊর্ধ্বে?

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়কে ধরা হয় মেধা, জ্ঞান ও সত্য অনুসন্ধানের সর্বোচ্চ মঞ্চ হিসেবে। এখানে প্রত্যাশা থাকে—ফলাফল হবে স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ ও বিতর্কমুক্ত। কিন্তু বাস্তব চিত্র কি তেমন?

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এমনকি শিক্ষক সমাজেও প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, মূল্যায়ন পদ্ধতি একরূপ নয়; আবার কেউ অভিযোগ করছেন, শিক্ষক-শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পর্ক বা প্রভাব খাটানোও ফলাফলে প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে “বিশ্ববিদ্যালয়ের ফলাফল” শব্দগুচ্ছই যেন বিশ্বাসের সংকটে পড়েছে।

একদিকে একাডেমিক সততার পতন, অন্যদিকে স্বচ্ছতার ঘাটতি—এই দুইয়ের মিশেলে গড়ে উঠছে একটি নীরব অস্থিরতা। অথচ বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান, যেখানে সত্য, যুক্তি ও মেধাই হবে বিচারক। সেখানে পক্ষপাত বা অনিয়মের স্থান নেই।

এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের মূল্যায়ন কাঠামো পুনর্বিবেচনা করার। ফলাফল ঘোষণার আগে ও পরে একটি স্বাধীন একাডেমিক অডিট বাধ্যতামূলক করা যেতে পারে। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের আপিল প্রক্রিয়া, ও একাডেমিক স্বচ্ছতার মানদণ্ড—এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিতর্কের ঊর্ধ্বে উঠবে কেবল তখনই, যখন বিশ্ববিদ্যালয় নিজেই বিতর্ক এড়ানোর পরিবর্তে সত্য ও স্বচ্ছতার মুখোমুখি হতে সাহসী হবে।

30/10/2025

এইচএসসি ২০২৫ কৃতীরা, জিপিএ-৫ হলো আপনার প্রথম সাফল্য, এখন শুরু করুন বড় স্বপ্নের পথে। ধৈর্য, সততা ও আত্মবিশ্বাস আপনার সঙ্গী হোক। ভবিষ্যত আপনারই! ✨🎓 বিস্তারিত কমেন্টসে

30/10/2025

শিক্ষার্থীর আচরণ কেমন হওয়া উচিত?

১️⃣ শ্রদ্ধাশীল হোন – শিক্ষক, সহপাঠী ও অভিভাবকের প্রতি সম্মান দেখানো শিক্ষার্থীর প্রথম গুণ।
২️⃣ শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন – সময়মতো ঘুম, পড়াশোনা, ক্লাসে উপস্থিতি ও দায়িত্ববোধ বজায় রাখুন।
৩️⃣ সত্যবাদী ও সৎ থাকুন – মিথ্যা, নকল বা ফাঁকি নয়; সততাই আপনাকে আলাদা করবে।
৪️⃣ কৌতূহলী হোন – শুধু পাঠ্যবই নয়, চারপাশের বিশ্ব নিয়েও জানার আগ্রহ রাখুন।
৫️⃣ সহানুভূতিশীল থাকুন – দুর্বল, গরিব বা পিছিয়ে থাকা সহপাঠীদের সাহায্য করুন।
৬️⃣ ভদ্রভাবে কথা বলুন – কথা বলার ভদ্রতা একজন শিক্ষার্থীর পরিপক্বতার পরিচয় দেয়।
৭️⃣ নিজেকে উন্নত করুন – প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন।
৮️⃣ সমালোচনা গ্রহণ করুন – ভুল থেকে শিক্ষা নিন, প্রতিরোধ নয়—সংশোধনই লক্ষ্য হোক।
৯️⃣ দেশপ্রেম ও নৈতিকতা ধারণ করুন – নিজের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলুন।
🔟 স্বপ্ন দেখুন ও তা পূরণে লড়াই করুন – বড় স্বপ্ন দেখুন, কিন্তু মাটিতে পা রেখে হাঁটুন।

30/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুবুর রহমান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) ভোরে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

30/10/2025
30/10/2025

এটিএন বাংলায় বিশেষ আয়োজন: বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার।
বিষয়: উচ্চশিক্ষার জন্য সঠিক দেশ, বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন।
শীঘ্রই দেখবেন এটিএন বাংলায়।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Shomoyer Sathe l Education Watch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shomoyer Sathe l Education Watch:

Share