
15/07/2025
আমার ইনবক্সে প্রায়ই প্রশ্ন আসে—“স্যার/ভাইয়া, কোথায় গেলে স্কলারশিপ খোঁজা যায়?” লক্ষ্য যেদিকেই হোক না কেন, স্কলারশিপ খোঁজার প্রথম ধাপ হচ্ছে — সঠিক জায়গায় খোঁজা। নিচে পাঁচটা ওয়েবসাইটের ডিটেলস উল্লেখ করলাম যেগুলোকে বলা যায় স্কলারশিপ সার্চ ইঞ্জিন - পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ এর তথ্য পাওয়া যাবে এই সাইট গুলো থেকে।
🔹 Europe – www.scholarshipportal.com
ইউরোপের প্রায় সব দেশের স্কলারশিপ এখানে পাওয়া যায় — Master, PhD, Exchange সবকিছু।
🔹 USA – www.educationusa.state.gov
ইউএস স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল গাইড — এখানে পাওয়া যায় নির্ভরযোগ্য ইনফো আর ইউএস এজেন্টদের সাহায্য।
🔹 Australia – www.studyinaustralia.gov.au
অস্ট্রেলিয়ার সরকারী সাইট, স্কলারশিপ, ইউনিভার্সিটি লিস্ট, স্টুডেন্ট ভিসা—সবকিছু এক জায়গায়।
🔹 Japan – www.studyinjapan.go.jp
Japan government-এর MEXT scholarship সহ বিভিন্ন প্রোগ্রামের তথ্য এখানে একদম হালনাগাদ থাকে।
🔹 Global – www.opportunitiescorners.info
এই সাইট-এ EU, UK, Korea, Canada সবখানের আপডেট পাওয়া যায়।
Copy from: Dr. Sayem Hossain